ANNUAL EXAMINATION WBBSE
CLASS 8 (VIII)
HISTORY QUESTION PAPER
Class 8 History 3rd Unit Test Question Paper Set-1 wbbse | অষ্টম শ্রেণি ইতিহাস তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-১
📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
Set-1
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
অষ্টম শ্রেণি
বিষয় : ইতিহাস
পূর্ণমান : ৭০ সময় : ২.২০ মিনিট
DHAPDHAPI HIGH SCHOOL (H.S.)
3rd Summative Evaluation – 2024
Class VIII
Sub.- History
F.M. – 70 Time- 2.30hrs.
◆ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1×10=10
1. ‘দাদন’ বলতে বোঝায় (অগ্রিম অর্থ / আবওয়াব / বেগার শ্রম)।
2. দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে বলে (অবশিল্পায়ন / সম্পদের বহির্গমন / বর্গাদারি ব্যবস্থা)।
3. ‘সত্যশোধক সমাজ’ প্রতিষ্ঠা করেন (জ্যোতিরা ফুলে / স্বামী দয়ানন্দ সরস্বতী / স্যার সৈয়দ আহমেদ খান)।
4. জাতীয় মেলা প্রতিষ্ঠা করেন (স্বামী বিবেকানন্দ / নবগোপাল মিত্র / স্যার সৈয়দ আহমেদ খান)।
5. জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল (বোম্বাইতে / গোয়ায় / মাদ্রাজে)
6. বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন (ডাফরিন / মিন্টো / কার্জন)।
7. ‘সীমান্ত গান্ধি’ বলা হত (চিত্তরঞ্জন দাশ / মোতিলাল নেহেরু / খান আব্দুল গফফর খান) কে।
৪. দিল্লী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল (1930 / 1931 / 1932) খ্রীঃ।
৪. হরিপুরা কংগ্রেস হয়েছিল (1939 / 1940 / 1932) খ্রীঃ।
10. 1940 খ্রীঃ মুসলীম লিগের লাহোর অধিবেশনের সভাপতি ছিলেন (রহমৎ আলি / মহম্মদ আলি জিন্না / ফজলুল হক)।
বিভাগ- খ
◆ ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও : 1×5=5
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
1. কৃষক প্রজা পার্টি | (ক) 2005 খ্রীঃ |
2. লোকসভার সদস্য পদপ্রার্থী | (খ) চিত্তরঞ্জন দাশ |
3. পারিবারিক হিংসা রোধ আইন | (গ) লাহোর ষড়যন্ত্র মামলা |
4. স্বরাজ্য দল | (ঘ) 25 বছর |
5. ভগৎ সিং | (ঙ) এ. কে ফজলুল হক |
বিভাগ – গ
◆ শূন্যস্থান পূরণ করো : 1×5=5
1. ভারতীয় সংবিধানের প্রধান রূপকার ______________ ।
2. রাজ্যসভায় সভাপতিত্ব করেন এটি _______________ ।
3. ______________ কমিশনের সুপারিশ ছিল শস্যের তেভাগা বন্টন।
4. মেদিনীপুরের ______________ মহকুমায় তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়।
5. জালিয়ানওয়ালাবাগের ঘটনা ঘটেছিল _______________ খ্রীঃ।
বিভাগ – ঘ
◆ টিকা লেখো : (যে কোনো 4 টি প্রশ্নের উত্তর দাও) : 3×4=12
1. রাওলাট সত্যাগ্রহ ও জালিয়ানওয়ালাবাগের ঘটনা।
2. নৌ বিদ্রোহ।
3. চৌরিচৌরার ঘটনা লেখ।
4. মাষ্টারদা সূর্য সেন ও জালালাবাদের যুদ্ধ।
5. প্রধানমন্ত্রী।
6. কেন্দ্রীয় শাসন ব্যবস্থা।
বিভাগ-ঙ
◆ প্রশ্নগুলির উত্তর দাও : 2×4=8
1. সভা সমিতির যুগ কাকে বলে?
2. সাম্প্রদায়িক বাটোয়ারা কে, কত সালে ঘোষণা করেছিলেন?
3. গান্ধীজীর দুটি আদর্শ লেখ?
4. কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে দুটি পার্থক্য লেখ।
বিভাগ-চ
◆ যে কোনো 5 টি প্রশ্নের উত্তর দাও: 6×5=30
1. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের ভূমিকা আলোচনা করো। হিউম না থাকলেও কি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হত তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও। 3+3
2. ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজী সুভাষ চন্দ্র বোসের ভূমিকা আলোচনা করো।
3. স্যার সৈয়দ আহমাদ খান কীভাবে মুসলমান সমাজকে আধুনিকীকরণের পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তা বিশ্লেষণ করো।
4. পশ্চিমবঙ্গে আঞ্চলিক স্বায়ত্তশাসন ব্যবস্থার মাধ্যমে কীভাবে গণতন্ত্রের ধারণা বিস্তৃত হয় ? 2+4
5. সংবিধানে উল্লিখিত নাগরিকদের মৌলিক অধিকারগুলি লেখ ? ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্য সমূহ লেখ। (যে কোন 4 টি)
6. ওয়াহাবি ও বারাসাত বিদ্রোহ সম্পর্কে লেখ। সিপাহী বিদ্রোহ কি জাতীয় বিদ্রোহ ছিল ? 3+3
📌আরও পড়ুনঃ
📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here