2ND SUMMATIVE EVALUATION
CLASS 8 (VIII) WBBSE
HISTORY QUESTION PAPER
Set-4
Class 8 History 2nd Unit Test Question Paper Set-4 wbbse | অষ্টম শ্রেণির ইতিহাস দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪
📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন-2025
অষ্টম শ্রেণি বিষয় : ইতিহাস
সময় : ১ ঘণ্টা ৪০ মিনিট পূর্ণমান : ৫০
JIAGANJ B.S.S HIGH SCHOOL (H.S.)
2nd. Summative Evaluation – 2025
Class -VIII
Sub.- History
Time – 1 Hr 40 Min F.M. – 50
১। পূর্ণবাক্যে উত্তর দাওঃ ১×১০=১০
(ক) ১৮৫৭ খ্রীষ্টাব্দে বিদ্রোহের সময় ভারতের মুঘল সম্রাট কে ছিলেন ?
উত্তরঃ দ্বিতীয় বাহাদুর শাহ জাফর।
(খ) ‘নীলদর্পন’ নাটক কার লেখা ?
উত্তরঃ দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটক লেখেন।
(গ) সাঁওতাল বিদ্রোহ কত খ্রীষ্টাব্দে হয়েছিল ?
উত্তরঃ ১৮৫৫-৫৬ খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল।
(ঘ) অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ স্যার সৈয়দ আহমেদ খান।
(ঙ) বাংলায় নারীশিক্ষা প্রসারে উদ্যোগী একজন নারীর নাম লেখ।
উত্তরঃ বেগম রোকেয়া।
(চ) বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকার নাম কি?
উত্তরঃ দিগদর্শন।
(ছ) কে আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেন?
উত্তরঃ উইলিয়াম বেন্টিক।
(জ) উনবিংশ শতকের দ্বিতীয়ভাগে ভারতের দুটি বাগিচা ফসলের নাম লেখ।
উত্তরঃ চা ও কফি।
(ঝ) উপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা কোথায় স্থাপিত হয়েছিল ?
উত্তরঃ রিষড়ায়।
(ঞ) কত খ্রীঃ বঙ্গভঙ্গ রদ করা হয় ?
উত্তরঃ ১৯১১
২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ২×৫=১০
(ক) ভারত শাসন আইন কত খ্রীষ্টাব্দে বলবৎ হয় ? ভারতের প্রথম ভাইসরয় কে নিযুক্ত হন ?
উত্তরঃ ভারত শাসন আইন ১৯৩৫ খ্রিস্টাব্দে বলবৎ হয়, ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন লর্ড ক্যানিং।
(খ) বাঁশের কেল্লা কে তৈরী করেন ? তিনি কাদের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেন?
উত্তরঃ তিতুমীর বাঁশের কেল্লা তৈরি করেন, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেন।
(গ) নীল বিদ্রোহে অংশগ্রহণকারী দুজন নেতার নাম লেখ।
উত্তরঃ বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস।
(ঘ) কে কত খ্রীষ্টাব্দে ভারতে রেলনির্মানের প্রকল্প শুরু করেন ?
উত্তরঃ লর্ড ডালহৌসির আমলে ১৮৫৩ খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়।
(ঙ) ইয়ং বেঙ্গল কাদের বলা হত ? এই গোষ্ঠী বাংলার কোন কোন কুপ্রথার বিরোধিতা করেছিলেন ?
উত্তরঃ ডিরোজিওর ছাত্রদের। সতীদাহ, বাল্য বিবাহ, জাতিভেদ প্রথা।
৩। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ : ১×১০=১০
(ক) চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন– (হেস্টিংস / কর্ণওয়ালিস / ডালহৌসী)।
(খ) মহলওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল– (বাংলায় / উত্তর ভারতে / দক্ষিণ ভারতে)।
(গ) দাদন বলতে বোঝায় (অগ্রিম অর্থ / আবওয়ার / বেগার শ্রম)।
(ঘ) দেশের সম্পদ বাইরে চলে যাওয়াকে বলে (অবশিল্পায়ন / সম্পদের বহির্গমন / বর্গাদারি ব্যবস্থা)।
(ঙ) ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার সম্পাদক ছিলেন (দীনবন্ধু মিত্র / অগাস্টাস হিকি / হরিশচন্দ্র মুখোপাধ্যায়)।
(চ) কোনটি কৃষক বিদ্রোহ নয় (নীল বিদ্রোহ / সিপাহী বিদ্রোহ / ফরাজী আন্দোলন)।
(ছ) জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল (বোম্বাইতে / গোয়ায় / মাদ্রাজে)।
(জ) নরমপন্থীদের দাবী ছিল সিভিল সার্ভিস পরীক্ষার বয়স করতে হবে (২১ / ২৩ / ২০) বছর।
(ঝ) বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন, (কার্জন / ডাফরিন / মিন্টো)।
(ঞ) বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল (যুগান্তর / হিন্দু-প্যাট্রিয়ট / সোমপ্রকাশ) পত্রিকা।
৪। নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ ৪×৫=২০
(ক) এর ফল কি হয়েছিল ? ‘দেশীয় মুদ্রণ আইন’ (১৮৭৮) কে জারী করেন ? এই আইনে কী বলা হয় ? ১+১.৫+১.৫=৪
(খ) জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেসনের গুরুত্ব কি ছিল ? 8
(গ) বিংশ শতকের প্রথমদিকে বাংলায় বিভিন্ন গুপ্তসমিতি গড়ে উঠেছিল কেন ? ৪
(ঘ) ১৮৫৭ খ্রীষ্টাব্দের বিদ্রোহের পটভূমিকায় এনফিল্ড রাইফেলের গুরুত্ব আলোচনা করো। ৪
(ঙ) বাংলার কৃষক সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল বলে তোমার মনে হয় ? ৪
📌আরও পড়ুনঃ
📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here