Class 8 Geography 3rd Unit Test Question Paper Set-4 wbbse | অষ্টম শ্রেণি ভূগোল তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪

ANNUAL EXAMINATION WBBSE
CLASS 8 (VIII)
GEOGRAPHY QUESTION PAPER

Class 8 Geography 3rd Unit Test Question Paper Set-4 wbbse | অষ্টম শ্রেণি ভূগোল তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪

📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

Set-4

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
অষ্টম শ্রেণি
বিষয় : ভূগোল
পূর্ণমান : ৭০                      সময় : ২.২০ মিনিট

১। নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও : ১×১০=১০

(ক) কোন জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় ?

(খ) পৃথিটির শ্রেষ্ঠ চলচিত্র শিল্প কোথায় গড়ে উঠেছে ?

(গ) পৃথিবীর ফুসফুস কোন অঞ্চলকে বলা হয় ?

(ঘ) কোন অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার কলা হয়।

(ঙ) পৃথিবীর গভীরতম স্থানের নাম কী ?

(চ) ওশিয়ানিয়ার দীর্ঘতম নদীর নাম কী ?

(ছ) জ্যাকোস কাদের বলা হয় ?

(জ) পৃথিবীর বৃহরন প্রবাল প্রাচীরের নাম কি ?

(ঝ) ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন ?

(ঞ) বজ্রপাতের দেশ কাকে বলা হয় ?

২। ‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ মেলাও : ১×৫=৫

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(ক) মারে উৎকৃষ্ট পশম প্রদায়ী মেষ
(খ) ওক রূপোর শহর
(গ) মেরিনো অস্ট্রেলিয়ান আল্পস
(ঘ) ব্রোকেনহিল শ্রমিক
(ঙ) জ্যাকোস স্বাভাবিক উদ্ভিদ

৩। শূন্যস্থান পূরণ করো : ১×৫=৫

(ক) অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ হল ________________।

(খ) লবণাক্ত জলের হ্রদকে ________________।

(গ) পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ __________________।

(ঘ) ভুটানের প্রধান ভাষা হল ________________।

(ঙ) দারুচিনির দ্বীপ বলা হয় ________________।

৪। সঠিক উত্তর বেছে লেখো : ১×৫=৫

(ক) ফলের ঝুড়ি বলা হয় (নিরক্ষীয় / ভূমধ্যসাগরীয়) জলবায়ু অঞ্চলকে।

(খ) ভারখয়ানস্ক’ (উত্তর / দক্ষিণ) গোলার্ধের শীতলতম স্থান।

(গ) বরফের ঘর (ইগলু / টিউলিপ)।

(ঘ) ডাউনস্ (ছোটঘাসের / বড়ো ঘাসের) তৃণভূমি।

(ঙ) পার্কল্যাণ্ড সাভানা (কম বৃষ্টিপাত / বেশি বৃষ্টিপাত) অঞ্চলে অবস্থিত।

৫। টাকা লেখো : (৪টি) : ২×৫=১০

(ক) সার্ক (খ) চিপকো (গ) আর্টেজিও কূপ (ঘ) আর্থ সামিট (ঙ) হোমিও স্ট্যাটিক (চ) ক্যারেজ প্রথা

৬। নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাওঃ (৬টি) : ৫×৬=৩০

(ক) মারে-ডালিং অববাহিকা অঞ্চলে খনিজ সম্পদ ও শিল্প সম্বন্ধে যা জানো লেখো।

(খ) পম্পাস তৃণভূমি অঞ্চলের কৃষিকাজ ও পশুপালন সম্বন্ধে লেখো।

(গ) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলি লেখো।

(ঘ) মৌসুমি জলবায়ু অঞ্চলের আর্থসামাজিক পরিবেশ ও জীবনযাত্রা সম্পর্কে লেখো।

(ঙ) পরিবেশের অবনমনের ফলে কী হবে ? ভবিষ্যৎ মানব সমাজের ? এই অবনমন আমরা কীভাবে নিয়ন্ত্রন করতে পারি ?

(চ) ওশিয়ানিয়া মহাদেশের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে লেখো।

(ছ) পরিবেশের অবনমন কাকে বলে ? কয় প্রকার কি কি ? উদাহরণ সহ বুঝিরে দাও। দূষণ ও অবনমন কী একই না ভিন্ন বুঝিয়ে দাও।

(জ) নিউজিল্যান্ডের ভূ-প্রকৃতি সম্পর্কে যা জানো লেখো।

৭। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫

(ক) আর্টেজিও কূপ কাকে বলে ? চিত্র সহ দেখাও। ২+৩=৫

অথবা, শৈলৎক্ষেপ বৃষ্টিপাতের চিত্র অঙ্কন করে চিহ্নিত করো।

📌আরও পড়ুনঃ

📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:3 mins read