Class 8 Geography 3rd Unit Test Question Paper Set-3 wbbse | অষ্টম শ্রেণির ভূগোল তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩

ANNUAL EXAMINATION WBBSE
CLASS 8 (VIII)
GEOGRAPHY QUESTION PAPER

Class 8 Geography 3rd Unit Test Question Paper Set-3 wbbse | অষ্টম শ্রেণির ভূগোল তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩

📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

Set-3

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
অষ্টম শ্রেণি
বিষয় : ভূগোল
পূর্ণমান : ৭০                     সময় : ২.২০ মিনিট

১। প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থান বা বিষয়গুলি উপযুক্ত রং বা প্রাতীকের সাহায্যে দেখাও। (যে কোন পাঁচটি) : ১×৫=৫

(i) আন্দিজ পর্বত (ii) গ্রেট অস্ট্রেলিয়ান বাইট (ii) মেক্সিকো উপসাগর (iv) সুপিরিয়র হ্রদ (v) পম্পাস তৃণভূমি (vi) রকি পার্বত্য অঞ্চল।

২। সঠিক উত্তর নির্বাচন করে লেখো (যেকোনো ১০টি) : ১×১০=১০

(i) এথেন্সে (জানুয়ারিতে / কলকাতায় জুলায়ে / ঢাকায় ডিসেম্বরে) বাইরে যেতে গেলে ছাতার দরকার নেই।

(ii) (ইগলু / টিউলিপ / ইয়াকুত) কোন বাসস্থান নয়।

(iii) যে তাপমাত্রা বায়ো সম্পৃক্ত হয় তাকে বলে— (হিমাঙ্ক / শিশিরাঙ্ক / স্ফুটনাঙ্ক)।

(iv) ওশিয়ানিয়া মহাদেশটি (সম্পূর্ণ / সামান্য / প্রধানত) দক্ষিণ গোলার্ধে অবস্থিত।

(v) গ্রেটবেরিয়ার রিফ- (প্রশান্ত / ভারত / কুমেরু) মহাসাগরে দেখা যায়।

(vi) বেলেপাথর রূপান্তরিত হয়ে (কোয়ার্টজইট / মারবেল / স্লেট) পাথরে পরিণত হয়।

(vii) জলকণা ও তুষার মিশ্রিত রূপ হল— (তুষার / শিলাবৃষ্টি / শ্লিট)।

(viii) 2013 সালের ঘূর্ণবাত- (আয়লা / ফ্লাইলিন / টাইফুন) -এর প্রভাবে ভারতের ব্যাপক ক্ষতি হয়।

(ix) নিউজল্যান্ডের হিমবাহ সৃষ্ট বৃহত্তম হ্রদ হল- (তাউপো / ম্যাকে / উইলস্)।

(ঘ) উত্তরাখন্ডের চিপকো আন্দোলন ঘটেছিল- (1937 / 1972 / 1973) সালে।

(xi) আয়তনের দিক থেতে ওশিয়ানিয়া পৃথিবীর (বৃহত্তম / মাঝারি / ক্ষুদ্রতম) মহাদেশ।

(xi) ভূত্বক ও গুরুমন্ডলের মধ্যে রয়েছে (কনরাড / মোহোরোভিসিক / গুটেনবার্গ) বিযুক্তি রেখা।

3. নিম্নলিখিত প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও (যেকোনো দশটি) : ১×১০=১০

(i) পৃথিবীর গুরুমন্ডল ও কেন্দ্রীমন্ডলের মাঝে বিচ্ছেদ কারী রেখার নাম কী ?

(ii) বজ্রপাত সহ ঝড়-বৃষ্টি কোন মেঘে হয় ?

(iii) মহীসঞ্চরণ তত্ত্বের জনক কে ?

(iv) চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলতে থাকা চুনাপাথরের দন্ডকে কি বলে ?

(v) শীতকালীন বৃষ্টিপাতের দেশ কোন্ জলবায়ু অঞ্চলকে বলে ?

(vi) টিউপিক কী ?

(vii) ওশিয়ানিয়ার সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কী ?

(viii) করডোবা কীজন্য বিখ্যাত ?

(ix) লাপ্লাটা কোন তিনটি নদীর মিলিত নাম ?

(x) ওরিনোকো নদীর ওপর সৃষ্ট জলপ্রপাতের নাম বল ?

(xi) আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?

(xii) ক্রোধোন্মত্ত পঞ্চাশ কী ?

৪। শূন্যস্থান পূরণ করো : ১x৫=৫

(i) বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় …………………….. যন্ত্রের সাহায্যে।

(ii) পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর ……………………..।

(iii) প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে …………………….. চাপ অবস্থান করে।

(iv) ডোলেরাইট …………………….. আগ্নেয় শিলা।

(v) পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ ……………………..।

৫। বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিলিয়ে লেখো : ১x৫=৫

বাম স্তম্ভ ডান স্তম্ভ
(i) পৃথিবীর রুটির ঝুড়ি অ্যাক্রন
(ii) বজ্রপাতের দেশ মারিয়ানা খাত
(iii) পৃথিবীর রবার রাজধানী গ্র্যান্ড ক্যানিয়ন
(iv) রুপোর শহর ভুটান
(v) পৃথিবীর গভীরতম স্থান প্রেইরি অঞ্চল
ব্রোকেন হিল

৬। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (যে কোনো পাঁচটি) : ২×৫=১০

(i) পাললিক শিলার দুটি বৈশিষ্ট লিখ।

(ii) কেন্দ্র মন্ডলের দুটি বৈশিষ্ট লেখ।

(iii) শৈলোৎক্ষেপন বৃষ্টি কাকে বলে।

(iv) পার্কল্যান্ড সাভানা কি ?

(v) তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অবস্থান লেখ।

(vi) সুমেরু ও কুমেরু প্রভা কি ?

৭। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো পাঁচটি) : ৩×৫=১৫

(i) মারে ডার্লিং অববাহিকা কৃষি ও পশুপালনে উন্নত কেন ?

(ii) পরিবেশ অবনমনের কারণ আলোচনা করো।

(iii) ভূমধ্যসাগরীয় অঞ্চলকে ফলের ঝুড়ি বলে কেন ?

(iv) মৌসুমি জলবায়ু অঞ্চল কেন পৃথিবী সর্বাধিক জনবহুল অঞ্চলে পরিণত হয়েছে।

(v) চিপকো আন্দোলন কি ?

(vi) ঘূর্ণবাত কাকে বলে উদাহরণ দাও।

৮। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ (যে কোনো একটি) : ৫×২=১০

(i) ভারতের সাথে বাংলাদেশের আমদানি ও রপ্তানি দ্রব্যের তালিকা করো।

(ii) পম্পাস অঞ্চলের অবস্থান ও পশুপালন সম্পর্কে লেখ।

(iii) উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের অর্থনৈতিক উন্নতির কারন লেখো।

(iv) তুন্দ্রা অঞ্চলের অধিবাসিদের আর্থ-সামাজিক পরিবেশ ও জীবনযাত্রা সম্পর্কে লেখো।

📌আরও পড়ুনঃ

📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:4 mins read