Class 8 Geography 3rd Unit Test Question Paper Set-1 wbbse | অষ্টম শ্রেণি ভূগোল তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-১

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ANNUAL EXAMINATION WBBSE
CLASS 8 (VIII)
GEOGRAPHY QUESTION PAPER

Class 8 Geography 3rd Unit Test Question Paper Set-1 wbbse | অষ্টম শ্রেণি ভূগোল তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-১

📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

Set-1

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
অষ্টম শ্রেণি
বিষয় : ভূগোল
পূর্ণমান : ৭০                      সময় : ২.২০ মিনিট

Putsuri I.P. Institution
3rd Term Summative Evaluation – 2023
Class – VIII
Subject: Geography
Time: 2.30 Hours                       F.M.-70

১। সঠিক উত্তরটি নির্ণয় করো : ১×১২=১২

১.১ সিয়াল ও সিমা স্তরের মাঝে আছে-
(ক) কনরাড বিযুক্তি রেখা
(খ) রেপিত্তি বিযুক্তি রেখা
(গ) মোহোরোভিত্তিক বিযুক্তি রেখা
(ঘ) গুটেনবার্গ বিযুক্তি রেখা

১.২ পাললিক শিলার উদাহরণ-
(ক) অবসিডিয়ান (খ) ডোলেরাইট (গ) গ্রানাইট (ঘ) চুনাপাথর

১.৩ রকি পার্বত্য অঞ্চলের স্থানীয় বায়ু-
(ক) চিনুক (খ) বোরো (গ) সিরক্কো (ঘ) লু

১.৪ বজ্রমেঘ নামে পরিচিত-
(ক) কিউমুলাস (খ) কিউমুলোনিম্বাস
(গ) সিরোকিউমুলাস (ঘ) সিরাস

১.৫ বিশ্বের শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কেন্দ্র-
(ক) হলিউড (খ) মুম্বাই (গ) লণ্ডন (ঘ) রোম

১.৬ উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের অরণ্যরক্ষার জন্য আন্দোলন শুরু করেছিলেন—
(ক) ১৯৭০ সালে (খ) ১৯৭১ সালে
(গ) ১৯৭২ সালে (ঘ) ১৯৭৩ সালে

১.৭ পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ—
(ক) ক্যাসপিয়ান সাগর (খ) সুপিরিয়র
(গ) টিটিকাকা (ঘ) মিশিগান

১.৮‌ গায়ানা উচ্চভূমির সর্বোচ্চ শৃঙগ—
(ক) রোরোইমা (খ) অ্যাকান কাগুয়া
(গ) টিটিকাকা (ঘ) পিকো-ডো-বানডাইরা

১.৯ ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ—
(ক) মাউন্ট কুক (খ) মাউন্ট এগমন্ট
(গ) মাউন্ট উইলহেলম (ঘ) মাউন্ট কোসিয়াস্কো

১.১০ রূপোর শহর—
(ক) ব্রোকেনহিন (খ) কোবার
(গ) অ্যাডিলেড (ঘ) মিলডুরা

১.১১ অস্ট্রেলিয়ার প্রধান নদী—
(ক) মারে ডার্লিং (খ) ওয়াইটাকি
(গ) ফ্লাই (ঘ) ক্লাথা

১.১২ মাংস রপ্তানীতে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে-—
(ক) আর্জেন্টিনা (খ) মার্কিন যুক্তরাষ্ট্র
(গ) অস্ট্রেলিয়া (ঘ) ব্রাজিল

২। শূন্যস্থান পূরণ করো : ১x৫=৫

(ক) সিলমাছের তৈরী তাঁবুকে …………………………. বলে।

(খ) WHO-এর রিপোট অনুসারে G-20 দেশগুলির সবচেয়ে দূষিত 20টি শহরের মধ্যে …………………………. টি ভারতের।

(গ) …………………………. জলবায়ু অঞ্চলে পৃথিবীতে সবথেকে বেশী জলপাই গাছ রয়েছে।

(ঘ) বাস্প থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়া হল ………………………….।

(ঙ) …………………………. পর্বত পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা।

৩। নিচের বাক্যগুলির যেটি ঠিক তার পাশে ‘শু’ এবং যেটি ভুল তার পাশে ‘অ’ লেখ: ১×৫=৫

(ক) সমুদ্র তলদেশ থেকে মৌনালোয়ার মোট উচ্চতা মাউন্ট এভারেষ্টের থেকে বেশী।

(খ) তাউপো অস্ট্রেলিয়ার বৃহত্তম হ্রদ।

(গ) পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় না।

(ঘ) ছোটনাগপুর অঞ্চল প্রধানত গ্রানাইট শিলায় গঠিত।

(ঙ) ‘ডাউনস’ নাতিশীতোষ্ণ তৃণভূমি।

৪। বামদিকের সাথে ডানদিক মেলাও : ১×৫=৫

বামদিক ডানদিক
১। গ্রেট ব্যারিয়ার রিফ (ক) পাপুয়া নিউগিনি
২। মাউন্ট উইলহেলস (খ) ময়দাশিল্প কেন্দ্র
৩। মাউন্ট কুক (গ) মোটর গাড়ি নির্মান কেন্দ্র
৪। বাফেলো (ঘ) নিউজিল্যান্ড
৫। ডেট্রোয়েট (ঙ) প্রবাল প্রাচীর

৫। সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে কোন ৫টি) : ১×৫=৫

(ক) লাভা কী ?

(খ) ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে ?

(গ) রূপান্তরিত শিলা কাকে বলে ?

(ঘ) একটি স্থানীয় বায়ুর উদাহরণ দাও।

(ঙ) নিরক্ষীয় জলবায়ুর একটি বৈশিষ্ট্য লেখ।

(চ) ‘চিপকো’ আন্দোলন কী ?

(ছ) সমুদ্রবায়ু কাকে বলে ?

৬। সংক্ষিপ্ত টিকা লেখঃ (যে কোন ৬টি) : ৩×৬=১৮

(ক) শিলাচক্র (খ) অশ্ব-অক্ষাংশ (গ) ‘আর্থ সামিট’ (ঘ) অর্টজীয় কূপ (ঙ) ‘পৃথিবীর ফলের ঝুড়ি’ (চ) আটকানা মরুভূমি (ছ) প্রেয়রী তৃণভূমি (জ) অধঃক্ষেপন

৭। যে কোন ৪টি প্রশ্নের উত্তর দাও: ৫x৪=২০

(ক) পৃথিবীর কেন্দ্র মণ্ডলের সংক্ষিপ্ত বিবরণ দাও।

(খ) উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয় শিলার শ্রেণী বিভাগ কর।

(গ) নিয়তবায়ুকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী ? চিত্রসহ আয়ন বায়ুর পরিচয় দাও।

(ঘ) চিত্রসহ শৈলৎক্ষেপ বৃষ্টিপাতের বিবরণ দাও।

(ঙ) তুন্দ্রা অঞ্চলের অধিবাসীদের আর্থ-সামাজিক পরিবেশ ও জীবনযাত্রার সংক্ষিপ্ত বিবরণ দাও।

(চ) মার্কিন যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চল শিল্পের উন্নতির কারণ কী ?

(ছ) পম্পাস অঞ্চলের কৃষিকার্য ও পশুপালনের সংক্ষিপ্ত বিবরণ দাও।

(জ) মারে ডার্লিং অববাহিকার স্বাভাবিক উদ্ভিদ কৃষি ও পশুপালনের সংক্ষিপ্ত বিবরণ দাও।

📌আরও পড়ুনঃ

📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:4 mins read