2ND SUMMATIVE EVALUATION
CLASS 8 (VIII) WBBSE
GEOGRAPHY QUESTION PAPER
Set-2
Class 8 Geography 2nd Unit Test Question Paper Set-2 wbbse | অষ্টম শ্রেণির ভূগোল দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২
📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন-2025
অষ্টম শ্রেণি বিষয় : ভূগোল
সময় : ১ ঘণ্টা ৪০ মিনিট পূর্ণমান : ৫০
NABADWIP HINDU SCHOOL
2nd Summative Evaluation 2025
Class – VIII
Subject – Geography
F.M. – 50 TIME – 1 Hr 40 Min
1. সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×6=6
১.১ সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ হল-
(ক) আয়ন বায়ু (খ) পশ্চিমা বায়ু
(গ) মৌসুমী বায়ু (ঘ) স্থানীয় বায়ু
উত্তরঃ (গ) মৌসুমী বায়ু।
১.২ রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ স্থানীয় বায়ুর নাম-
(ক) বোরো (খ) চিনুক (গ) সিরোকো (ঘ) পম্পেরো।
উত্তরঃ (খ) চিনুক
১.৩ পৃথিবীর বৃহত্তম নদী হল-
(ক) নীলনদ (খ) ইয়াংসি (গ) আমাজন (ঘ) গঙ্গা
উত্তরঃ (গ) আমাজন।
১.৪ ওরিনাকো নদী অববাহিকায় সৃষ্ট সমভূমি হল-
(ক) প্যানোস সমভূমি (খ) সেলভা সমভূমি
(গ) গ্রানচাকো সমভূমি (ঘ) পম্পাস সমভূমি
উত্তরঃ (ক) প্যানোস সমভূমি।
১.৫ দক্ষিণ আমেরিকার শষ্য ভান্ডার নামে পরিচিত-
(ক) করডোবা অঞ্চল (খ) পম্পাস অঞ্চল
(গ) গায়ানা অঞ্চল (ঘ) ব্রাজিলের উচ্চভূমি
উত্তরঃ (খ) পম্পাস অঞ্চল।
১.৬ স্থলভাগে অবস্থিত পৃথিবীর উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি হল-
(ক) কটোপ্যাক্সি (খ) মাউন্ট চিম্বোরাজো
(গ) ব্যারেন (ঘ) ভিসুভিয়াস।
উত্তরঃ (ক) কটোপ্যাক্সি।
2. উপযুক্ত শব্দে শূন্যস্থান পূরণ করো : 1×7=7
2.1 বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়া হল __________।
উত্তরঃ ঘনীভবন।
2.2 দুটো জলবায়ু অঞ্চলের মধ্যে সাধারণত একটা ___________ অঞ্চল থাকে।
উত্তরঃ পরিবর্তনশীল।
2,3 জাইরে অববাহিকায় বসবাসকারী আদিম উপজাতি সম্প্রদায় ___________ নামে পরিচিত।
উত্তরঃ পিগমি।
2.4 আরবি শব্দ ‘মৌসিন’ এর অর্থ _____________।
উত্তরঃ ঋতু।
2.5 দক্ষিণ আমেরিকার চিলি ____________ জলবায়ু অঞ্চলের অন্তর্গত।
উত্তরঃ ভূমধ্যসাগরীয়।
2.6 তুন্দ্রা জলবায়ু অঞ্চলে সিল মাছের চামড়ায় তৈরী নৌকা _____________ নামে পরিচিত।
উত্তরঃ কায়াক।
2.7 পম্পাস অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম _____________ ।
উত্তরঃ পম্পেরো।
3. দু-এক কথায় উত্তর দাও : 1×7=7
3.1 Bumpy Cloud নামে পরিচিত কোন মেঘ ?
উত্তরঃ Bumpy Cloud নামে পরিচিত মেঘ হল – কিউমুলাস মেঘ।
3.2 ‘শীতকালীন বৃষ্টিপাতের দেশ’ বলা হয় কোন জলবায়ু অঞ্চলকে ?
উত্তরঃ ‘শীতকালীন বৃষ্টিপাতের দেশ’ বলা হয় – ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে।
3.3 পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কেন্দ্র কোথায় গড়ে উঠেছে ?
উত্তরঃ পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কেন্দ্র গড়ে উঠেছে – হলিউড (যুক্তরাষ্ট্রে)।
3.4 ফিন উপজাতির মানুষ কোথায় বসবাস করে ?
উত্তরঃ ফিন উপজাতির মানুষ বসবাস করে – উত্তর ইউরোপের ফিনল্যান্ড অঞ্চলে।
৩.৫ সিংহ দেখা যায় গুজরাটের কোন অরণ্যে ?
উত্তরঃ সিংহ দেখা যায় গুজরাটের – গির অরণ্যে।
3.6 কত সালে ট্রাস্ আমাজন হাইওয়ের মাধ্যমে আমাজন অববাহিকা অঞ্চল বহির্বিশ্বের সঙ্গে যুক্ত হয় ?
উত্তরঃ ট্রান্স-আমাজন হাইওয়ে-এর মাধ্যমে আমাজন অববাহিকা অঞ্চল বহির্বিশ্বের সঙ্গে যুক্ত হয় – ১৯৭২ সালে।
3.7 পৃথিবীর উচ্চতম হ্রদ কোনটি ?
উত্তরঃ পৃথিবীর উচ্চতম হ্রদ হল – টিটিকাকা হ্রদ (পেরু ও বলিভিয়ার মধ্যে)।
4. অতি সংক্ষেপে উত্তর দাও (চারটি) : 2×4=8
4.1 ‘ফেরেলের সূত্র’ বলতে কী বোঝো ?
4.2 সম্পৃক্ত বায়ু বলতে কী বোঝো ?
4.3 শীতকালে ভোরবেলায় ঘাসের ওপর দিয়ে খালি পায়ে হাঁটলে পা ভিজে যায় কেন ?
4.4 মৌসুমী জলবায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো।
4.5 ‘পৃথিবীর ফলের ঝুড়ি’ কোন জলবায়ু অঞ্চলকে বলা হয় ? কেন বলা হয় ?
4.6 আমাজন নদীর মোহনা অঞ্চলে সমুদ্র জলের লবণতা কমে যাওয়ার কারণ কী ?
5. যে কোনো চারটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাওঃ 3×4=12
5.1 কর্কটীয় ও মকরীয় অঞ্চলে উচ্চচাপ সৃষ্টি হওয়ার কারণগুলো লেখো।
5.2 ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমির সৃষ্টি হয়েছে কেন ?
5.3 নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত বেশি হয় কেন ?
5.4 ভূ-মধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলো লেখো।
5.5 পম্পাস অঞ্চলের ভূ-প্রকৃতি ও নদ নদীর সংক্ষিপ্ত বিবরণ দাও।
5.6 দক্ষিণ আমেরিকার নদনদীর বৈশিষ্ট্য লেখো।
6. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5×1=5
6.1 নিয়ত বায়ুপ্রবাহের শ্রেণিবিভাগ করে যে কোন একপ্রকার বায়ুপ্রবাহ সম্পর্কে আলেচনা করো।
6.2 নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও জলবায়ুর বৈশিষ্ট লেখো।
7. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 5×1=5
7.1 ‘সেলভা’ অরণ্যের অবস্থান ও উদ্ভিদের বৈশিষ্ট্য গুলো আলোচনা করো।
7.2 দক্ষিণ আমেরিকার লা-প্লাটা নদীর গতিপথ আলোচনা করো।
📌আরও পড়ুনঃ
📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here