Class 8 Bengali 3rd Unit Test Question Paper Set-2 wbbse | অষ্টম শ্রেণি বাংলা তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২

ANNUAL EXAMINATION
CLASS 8 (VIII) WBBSE
BENGALI QUESTION PAPER

Class 8 Bengali 3rd Unit Test Question Paper Set-2 wbbse | অষ্টম শ্রেণি বাংলা তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২

📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

Set-2

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
অষ্টম শ্রেণি
বিষয় : বাংলা
পূর্ণমান : ৭০ সময় : ২.২০ মিনিট

মাঠপলসা উচ্চ বিদ্যালয় (উঃ মাঃ)
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২২
বিষয়- বাংলা শ্রেণি-অষ্টম
সময়- ২ ঘন্টা ২০ মিনিট                    পূর্ণমান- ৭০

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণবাক্যে উত্তর দাও (যেকোন ১০টি) : ১×১০=১০

১.১ ‘কারা ওরা ?’- বক্তা হলেন—
(ক) কবি অচিন্ত্যকুমার সেনগুপ্ত
(খ) ড্রাইভার (গ) রঞ্জন (ঘ) টেনিদা

১.২ টেনিদা চাঁদা দিয়েছিল
(ক) দশ টাকা (খ) বারো আনা
(গ) ছ-আনা (ঘ) এগারো আনা

১.৩ ‘ক্লিচ-ক্লিচ। কিচ-কিচ’ শব্দ করেছিল-
(ক) গাছ (খ) বানর (গ) হনুমান (ঘ) টেনিদা

১.৪ ‘বাবা নিশ্চয় জানতেন’ কার বাবা জানতেন ?
(ক) সুভার (খ) ক্যাবলার (গ) প্যালার (ঘ) যতীনের

১.৫ ‘ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে’-
(ক) আমগাছে (খ) জামগাছে (গ) হিজলে
(ঘ) তেঁতুল গাছে

১.৬ ‘এখনো তাহারা বোঝেনি’- এখানে ‘তাহারা’ হল-
(ক) গাছেরা (খ) বীজেরা (গ) পাতারা (ঘ) পাখিরা

১.৭ সুভা বসে থাকত—
(ক) আম গাছের তলায় (খ) তেঁতুল তলায়
(গ) কাঁঠাল গাছের তলায় (ঘ) জাম গাছের তলায়

১.৮ ‘সন্ধ্যা ফেরে যেই। সেও ফেরে’- এখানে ‘সে’ হল—
(ক) শঙ্খচিল (খ) ডাহুক পাখি
(গ) বনের পাখি (ঘ) চড়ুই পাখি

১.৯ ‘মর্মগ্রহ’ শব্দের অর্থ হল—
(ক) শনিগ্রহ (খ) মঙ্গল গ্রহ (গ) পৃথিবী (ঘ) বুঝতে পারা

১.১০ তোতাইবাবুর চায়—
(ক) নীল জামা (খ) সবুজ জামা
(গ) কালো জামা (ঘ) গেরুয়া জামা

১.১১ ‘তাদের জামা তুই গায়ে দিতে চাস কেন ?’ এখানে ‘তুই’ হল-
(ক) দাদু (খ) তোতাই (গ) তুতুল (ঘ) তোতু

১.১২ ‘এই মুহুর্তেই তোমায় নির্বাসিত করলাম’- নির্বাসিত করা হল-
(ক) চন্দ্রগুপ্তকে (খ) সেলুকাসকে
(গ) আন্টিগোনসকে (ঘ) সেকেন্দারকে

১.১৩ ‘গর্বভরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে’-
(ক) মহাশূঙ্গ কুরঙ্গম (খ) মহাভুজঙ্গম
(গ) তালীবন (ঘ) মাতঙ্গ

১.১৪ ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ ‘ হল-
(ক) মন (খ) টাকা (গ) হৃদয় (ঘ) শান্তি

১.১৫ ‘তাকায় ঘাসের থেকে ঘাসে’ কে তাকায় ?
(ক) বীজ (খ) পাতা (গ) শিশির (ঘ) জল

২। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোন চারটি) : ৩x৪=১২

২.১ ‘একটু আগে ও সবকটা কাগজে বার পুজোর রিপোর্ট পড়েছে।’- এখানে ‘ও’ বলতে কার কথা বোঝানো হয়েছে ? সে সবকটা কাগজে একই বিষয়ে রিপোর্ট পড়ল কেন ?

২.২ ‘মাসিপিসি’ দের জীবনযাত্রা কেমন ছিল ?

২.৩ সুভার সঙ্গীদের পরিচয় দাও।

২.৪ ‘দাঁড়াও’ কবিতার মাধ্যমে কবি, কাদের কেন দাঁড়াতে বলেছেন ?

২.৫ ‘কী বিচিত্র এই দেশ’- কে, কেন এই কথা বলেছিল ?

২.৬ ‘সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল’- আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে উঠল কেন ?

৩। নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখ (যে-কোন দুটি) : ৫×২=১০

৩.১ প্যালার রাজহাঁসের ডিম আনার ঘটনাটির বর্ণনা দাও।

৩.২ রমা আকবরকে ডেকে এনেছিল কেন ? এর ফলাফল কী হয়েছিল ? ২+৩

৩.৩ ‘লোকটা জানলই না’ কবিতার মূল বিষয়বস্তু নিজের ভাষায় লেখো।

৩.৪ ‘পাঁড়াগাঁর দু পহর ভালোবাসি’ কবিতা অবলম্বনে পাঁড়াগাঁর দু-প্রহরকে কবি কেন ভালোবাসেন তা লেখো।

৪। নির্দেশ অনুসারে উত্তর দাও :

৪.১ সন্ধি বিচ্ছেদ করো (যে-কোন তিনটি) : ১×৩=৩

পরিষ্কার, সন্তুষ্ট, পর্যন্ত, রূপান্তরিত, দেশদেশান্তরে

৪.২ নিম্নরেখাঙ্কিত অংশের কারক-বিভক্তি নির্দেশ কর (যেকোন চারটি): ১×৪=৪

৪.২.১ ইহাদের মধ্যে একের সহিত অপরের বন্ধুত্ব হয়।

৪.২.২ আর কিছু কাল পরে ইহার চিহ্নও থাকিবে না।

৪.২.৩ মানুষের সর্বোচ্চ গুন যে স্বার্থত্যাগ, গাছে তাহাও দেখা যায়।

৪.২.৪ সারাটা সকাল ও ছটফট করে বেড়িয়েছিল।

৪.২.৫ গাড়ি পাঠানো তো দূরের কথা।

৪.২.৬ রঞ্জন ঘরের মধ্যে চরকির মতো ঘুরছে।

৪.৩ নীচে দেওয়া শব্দগুললির দল বিশ্লেষণ করো (যেকোন ৩টি) : ১×৩=৩
অকস্মাৎ, দক্ষিণ, উত্তপ্ত, দীর্ঘশ্বাস

অথবা,

নীচের শব্দগুলির ব্যাসবাকাসহ সমাসের নাম লেখো (যে-কোন তিনটি) : ১×৩=৩
শঙ্খচিল, নকশাপেড়ে, ছন্দহীন, বনজঙ্গল, বৃক্ষশিশু

৪.৪ নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো (যে-কোন তিনটি) : ১×৩=৩

৪.৪.১ ইহাদের মধ্যেও আমাদের মতো অভাব, দুঃখ কষ্ট দেখিতে পাই। (জটিল বাকা)

৪.৪.২ তোমরা শুষ্ক গাছের ডাল সকলেই দেখিয়াছ। (না সূচক বাক্য)

৪.৪.৩ ঘুমপাড়ানি মাসিপিসি রাত থাকতে ওঠে। (জটিল বাক্য)

৪.৪.৪ অনেক গুলো পেট বাড়িতে, একমুঠো রোজগার। (যৌগিক বাক্য)

৪.৪.৫ সিদ্ধান্তটা নেওয়ার পর রঞ্জনের মন অনেকটা শান্ত হল। (জটিল বাক্য)

৫। যেকোন একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫

৫.১ ‘প্লাস্টিক বর্জন আমাদেরকেই বাঁচাবে’ প্লাস্টিক বর্জন নিয়ে একটি প্রতিবেদন রাচনা করো।

৫.২ ‘নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্যবৃদ্ধি’ বিষয়ে প্রতিবেদন রচনা করো।

৬। যে-কোন একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো : ১০×১=১০

৬.১ দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ভূমিকা

৬.৩ পরিবেশ দূষণ ও তার প্রতিকার

৬.২ ছাত্রজীবনে খেলাধূলার ভূমিকা

৭। দু-এক কথায় উত্তর দাও (যে-কোন দশটি) : ১×১০=১০

৭.১ মহাভারতের কোন চরিত্র অপুর ভালো লাগত ?

৭.২ হরিহর তার কোন শিষ্যের বাড়িতে অপুকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল ?

৭.৩ অপু কোথায় কড়ি খেলতে গিয়েছিল?

৭.৪ ভুবন মুখুজ্যের বাড়িতে কার বিয়ে ছিল ?

৭.৫ অপু তার দিদির সঙ্গে যাত্রায় কোন চরিত্রের মিল পেয়েছিল ?

৭.৬ দুর্গা কী রোগে মারা যায় ?

৭.৭ অপুর সঙ্গে যাত্রা দলের কোন ছেলেটির খুব বন্ধুত্ব হয়েছিল ?

৭.৮ চড়ক পূজার আগের রাতে কী পূজা হয় ?

৭.৯ অপু কার কাছ থেকে শকুনের ডিম সংগ্রহ করেছিল ?

৭.১০ নরোত্তম দাম অপুকে কোন বইটি দিতে চেয়েছিল ?

৭.১১ সতু অপুর চোখে কী ছুঁড়ে মেরেছিল ?

৭.১২ অপু আঙুরি-বুড়িকে কোথায় আমটি বিক্রি করতে দেখেছিল ?

৭.১৩ দুর্গা মারা যাওয়ার আগে অপুর কাছে কোন ইচ্ছা প্রকাশ করেছিল ?

📌আরও পড়ুনঃ

📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

This Post Has One Comment

  1. Manik Sarkar

    Thank you

Leave a Reply

  • Post comments:1 Comment
  • Reading time:5 mins read