Class 7 Poribesh O Biggan 3rd Unit Test Question Paper Set-4 wbbse | সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ANNUAL EXAMINATION WBBSE
CLASS 7 (VII)
PORIBESH O BIGGAN QUESTION PAPER

Class 7 Poribesh O Biggan 3rd Unit Test Question Paper Set-4 wbbse | সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪

📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

Set-4

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
সপ্তম শ্রেণি
বিষয় : পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান : ৭০                        সময় : ২.৩০ মিনিট

‘ক’ – বিভাগ (ভৌত বিজ্ঞান)

1. সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×5=5

1.1 বরফ গলনের লীনতাপ-
(a) 80 জুল/গ্রাম (b) 80 ক্যালোরি/কিগ্রা
(c) 80 ক্যালোরি/গ্রাম (d) 540 ক্যালোরি/ গ্রাম।

1.2 একটি থার্মোমিটার দিয়ে সবচেয়ে কম উষ্ণতা (–1°) ও সবচেয়ে বেশি উষ্ণতা (99°) মাপা যায়। ওই থার্মোমিটারে 1° করে মোট ক’টি ঘর পাওয়া যাবে ?
(a) 100  (b) 99  (c) 101  (d) 98

1.3 বস্তুর জাড্য ধর্ম পাওয়া যায় নিউটনের কোন্ গতিসূত্র থেকে ?
(a) প্রথম   (b) দ্বিতীয়   (c) তৃতীয়   (d) চতুর্থ

1.4 ভিনিগারের মধ্যে কিছুটা খাবার সোডা মেশোনো হল-এর ফলে মিশ্রনের–
(a) আম্লিকতা হ্রাস পায় (b) আম্লিকতা বৃদ্ধি পায়
(c) ক্ষারকীয়তা হ্রাস পায় (d) ক্ষারকীয়তা বৃদ্ধি পায়।

1.5 Al₂O₃ যৌগে Al এর যোজ্যতা-
(a) 2   (b) 1   (c) 3   (d) কোনটিই নয়।

2. শূণ্যস্থান পূরণ করো (যে কোনো পাঁচটি) : 1×5=5

2.1 ________________ প্রতিফলনের ফলে প্রতিবিম্ব সৃষ্টি হয়।

2.2 মূলকগুলি ________________ অবস্থাতে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে।

2.3 কাজ করার সামর্থ্যই হলো ________________।

2.4 অ্যান্টাসিড একপ্রকার ________________।

2.5 পদার্থের অবস্থা পরিবর্তনের সময় পদার্থের ________________ অপরিবর্তিত থাকে।

2.6 ________________ জাতীয় যৌগ বহুসংখ্যক ছোটো ছোটো অনু জুড়ে তৈরি হয়।

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ (যে কোনো পাঁচটি) : 1×5=5

3.1 ভালুকের দেহে ঘন লোম থাকে কেন ?

3.2 সূচিছিদ্র ক্যামেরায় বস্তুর সাপেক্ষে কীরূপ প্রতিকৃতি পাওয়া যায় ?

3.3 S.I পদ্ধতিতে কার্যের একক কী ?

3.4 NaOHএ উপস্থিত অ্যানায়নের নাম ও সংকেত লেখো।

3.5 যাত্রাপথে চলাকালীন একটি বস্তুর বেগ যদি না বৃদ্ধি পায়, তবে তার ত্বরণ কত ?

3.6 আয়োডিনের যোগান দিতে নুনে কী মেশানো হয় ?

3.7 দুটি কৃত্রিম পলিমারের নাম লেখো।

4. সত্য না মিথ্যা লেখঃ (যে কোনো পাঁচটি) : 1×5=5

4.1 উড়ন্ত পাখি শুধু ডানা মেলে (না ডানা ঝাপটিয়েও) অনেক দূর যেতে পারে স্থিতিজাড্যের জন্য।

4.2 বইয়ের পাতায় আলোর প্রতিফলন হল নিয়মিত প্রতিফলন।

4.3 প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়াতে বিক্রিয়ক পদার্থগুলি মৌলিক পদার্থ হয়।

4.4 চর্বি বা উদ্ভিদ তেল থেকে সাবান তৈরী হয়।

4.5 ক্রিয়া ও প্রতিক্রিয়া একই বস্তুর উপর কাজ করে।

4.6 পদার্থের তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে ঘনীভবন বলে।

5. ‘A’ স্তম্ভের সঙ্গে ‘B’ স্তম্ভ মেলাও : 1×5=5

A স্তম্ভ B স্তম্ভ
(i) দেহের উষ্ণতা পরিমাপক যন্ত্র (a) অ্যামোনিয়া সালফেট
(ii) বল (b) মিটার / সেকেন্ড
(iii) রাসায়নিক সার (c) ক্যালসিয়াম অক্সাইড
(iv) পোড়াচুন (d) নিউটন
(v) গতিবেগ (e) থার্মোমিটার

6. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ (যে কোনো তিনটি) 5×3=15

6.1 স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে কেন ? নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কী জানতে পারি ? নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো। 2+2+1

6.2 সমতা বিধান করো :

(i) H₂+O₂ → H₂O

(ii) N₂+H₂ → NH₃

পরমানু ক্রমাঙ্ক কাকে বলে ? ক্যালশিয়াম কার্বনেট এর সংকেত লেখো। 2+2+1

6.3 নুন আমাদের খাবারের একটি গুরুত্বপূর্ণ উপাদান কেন ? অ্যাসিডে লিটমাস পেপার দিলে কী বর্ণ হয় ? থার্মোপ্লাস্টিক ও থার্মোসেটিং প্লাস্টিক বলতে কী বোঝো ? 2+1+1+1

6.4 কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বাইরে থেকে কতটা তাপ গ্রহণ বা বর্জন করবে তা কোন্ কোন্ বিষয়ের উপর নির্ভর করে ? আলোর প্রতিসরণ কাকে বলে ? 3+2

‘খ’ – বিভাগ (জীবন বিজ্ঞান)

1. সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×3=3

1.1 গ্লুকোজ পাওয়া যায় কোন্ জাতীয় খাদ্য থেকে ?
(a) কার্বোহাইড্রেট (b) প্রোটিন (c) লিপিড
(d) ভিটামিন।

1.2 কুইনাইন উপক্ষার পাওয়া যায়–
(a) সর্পগন্ধা (b) সিঙ্কোনা (c) নিম (d) তুলসী থেকে।

1.3 প্লেগ রোগ জীবাণু আশ্রয় নেয়–
(a) মেঠো ইঁদুরের চামড়ায় থাকা উকুনের পাকস্থলীতে
(b) মাছির ডানায় (c) মশার মুখে (d) কোনটিই নয়।

2. শূণ্যস্থান পূরণ করো (যে কোনো তিনটি) : 1×3=3

2.1 পৃথিবী পৃষ্ঠের প্রায় _________ ভাগ জলে ঢাকা।

2.2 সূর্যের আলো পেলে গাছের সবুজ পাতার _________ খুলে যায়।

2.3 শিয়ালকাঁটা বীজের তেল মেশানো ভেজাল সরষের তেল খেলে _________ রোগ হয়।

2.4 সারা বিশ্বের উদ্ভিদজগতের ________ শতাংশের বাসভূমি ভারতবর্ষ।

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ (যে কোনো তিনটি) : 1×3=3

3.1 রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে কী রোগ হয় ?

3.2 স্ত্রী মশা কীসের সাহায্যে মানুষের রক্তপান করে ?

3.3 চাউমিনে কোন্ ক্ষতিকারক পদার্থ মেশানো হয় ?

3.4 কাঁচা বা সঠিকভাবে রান্না না করা পোলট্রিজাত খাবার থেকে কী রোগ হয় ?

3.5 সিকিম কোন্ বায়োডাইভারসিটি হটস্পটের অন্তর্ভুক্ত ?

4. ‘A’ স্তম্ভের সঙ্গে ‘B’ স্তম্ভ মেলাও : 1×3=3

A স্তম্ভ B স্তম্ভ
(i) প্রোটিন ও শক্তির অভাব (a) ইউক্যালিপটাস গাছ
(ii) কোয়ালা ভালুক (b) ম্যারাসমাস
(iii) মলের রঙ চাল ধোয়া জলের মত (c) কলেরা
(d) রাতে কম দেখা

5. সত্য না মিথ্যা লেখো (যে কোনো তিনটি) : 1×3=3

5.1 ক্যানসার হওয়ার সম্ভাবনা কমায় ফাইটোকেমিক্যালগুলি।

5.2 সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ হলো তাদের বাসস্থান ধ্বংস হয়ে যাওয়া।

5.3 পোলিও প্রতিকারে পোলিও ভ্যাকসিন দেওয়া হয়।

5.4 পরিবেশে CO₂ এর পরিমান বাড়লে তাপমাত্রা কমতে পারে।

6. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ (যে কোনো তিনটি) : 3×5=15

6.1 ভিটামিন A-এর দুটি উৎস লেখো। ভিটামিন E-এর দুটি কাজ লেখো। জলে দ্রাব্য একটি ভিটামিনের উদাহরণ দাও। 2+2+1

6.2. মৃত্তিকা সংরক্ষণে জীববৈচিত্রে গুরুত্ব লেখো। প্রবাল প্রাচীর কী ? প্রবাল দ্বীপ কীভাবে তৈরি হয় ? 3+1+1

6.3 মশা নিয়ন্ত্রনের উপায়গুলি লেখো। কলেরা রোগ হলে কী কী করা উচিত। 3+2

6.4 দুধকে কীভাবে পাস্তুরাইজ করা হয় ? আজিনামোটো খাবারে ব্যবহার করা হয় কেন ? দীর্ঘদিন আজিনামোটো খেলে শরীরে কী ক্ষতি হয় ? 3+1+1

📌 আরো দেখুনঃ

📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ

📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি গণিত সমাধান Click Here

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:5 mins read