ANNUAL EXAMINATION WBBSE
CLASS 7 (VII)
PORIBESH O BIGGAN QUESTION PAPER
Class 7 Poribesh O Biggan 3rd Unit Test Question Paper Set-2 wbbse | সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২
📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
Set-2
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
সপ্তম শ্রেণি
বিষয় : পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান : ৭০ সময় : ২.৩০ মিনিট
1. ঠিক উত্তর নির্বাচন করো : 1×10=10
1.1 তাপ প্রয়োগে কঠিন থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয়–
(a) গলন (b) কঠিনীভবন (c) বাষ্পীভবন (d) ঘনীভবন।
1.2 নিচের কোনটি একটি স্বপ্রভ বস্তু–
(a) ইট (b) কাঠ (c) পৃথিবী (d) সূর্য।
1.3 তোমার মাথার উপর যে ফ্যানটি ঘুরছে তার গতি কী রকম ?
(a) ঘূর্ণন গতি (b) বৃত্তাকার পথে গতি
(c) সরলরৈখিক গতি (d) বক্র পথে গতি।
1.4 নিম্নলিখিত কোন মৌলটির সংকেত Ca ?
(a) অ্যালুমিনিয়াম (b) ক্যালসিয়াম (c) পারদ (d) জিঙ্ক।
1.5 স্কুলে তোমাদের প্রতি সপ্তাহে যে ওষুধটি খাওয়ানো হয় তাতে কোন মৌলটি থাকে ?
(a) লোহা (b) ক্যালসিয়াম (c) সোডিয়াম (d) পটাশিয়াম।
1.6 পাতিলেবুতে নিম্নলিখিত কোন্ অ্যাসিডটি পাওয়া যায়–
(a) টারটারিক অ্যাসিড (b) সাইট্রিক অ্যাসিড
(c) ল্যাকটিক অ্যাসিড (d) ম্যালিক অ্যাসিড।
1.7 তোমার চুল ও নখে কোন প্রোটিন উপস্থিত থাকে–
(a) কেরাটিন (b) হিমোগ্লোবিন (c) মায়োসিন (d) গ্লোবিউলিন।
1.8 নিচের কোন প্রাণী থেকে মৃগনাভি পাওয়া যায় ?
(a) কস্তুরী মৃগ (b) বাঘ (c) পেঙ্গুইন (d) শুশুক।
1.9 সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায়-
(a) রেসারপিন (b) কুইনাইন (c) পেনিসিলিন (d) ডাটুরিন।
1.10 বাইরের নোংরা জল খেলে নিচের কোন রোগটি ছড়াতে পারে ?
(a) কলেরা (b) ম্যালেরিয়া (c) ডেঙ্গু (d) বসন্ত।
2. নিচের যে কথাটি ঠিক তার পাশে ‘✓’ আর যে কথাটি ভুল তার পাশে ‘x’ দাও (যে কোন পাঁচটি) : 1×5=5
2.1 যখন অমসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে তখন সেই প্রতিফলনকে বিক্ষিপ্ত প্রতিফলন বলে।
2.2 কাজ পরিমাপের SI একক হল নিউটন।
2.3 পলিথিন ইথিলিনের একটি পলিমার।
2.4 জলবায়ু হচ্ছে আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা।
2.5 স্ত্রী মশা কেবলমাত্র ফলের রস পান করে।
2.6 ফ্লুওরাইডের প্রভাবে হাতের তালুতে খসখসে উঁচু উঁচু ছোপ দেখা যায়।
2.7 সাধারণ মাছি রোগ জীবাণুর একটি যান্ত্রিক বাহক।
3. শূন্যস্থান পূরণ করো : (যে কোন পাঁচটি) : 1×5=5
3.1 পদার্থের অবস্থা পরিবর্তনের সময় পদার্থের _____________________ অপরিবর্তিত থাকে।
3.2 ইলেকট্রন _____________________ তড়িৎযুক্ত কণা।
3.3 পাকস্থলীর রসে Pᴴ প্রায় 1 তাই বলা যায় সেটি যথেষ্ট _____________________ প্রকৃতির।
3.4 গলগণ্ড বা গয়টার রোগে _____________________ গ্রন্থি ফুলে ওঠে।
3.5 _____________________ বীজের তেল মেশানো সরষের তেল খেলে ড্রপসি নামে একটি রোগ হয়।
3.6 জলে গুলে যাই এমন একটি ভিটামিন হলো _____________________।
3.7 মাছি দ্বারা সংক্রামিত একটা রোগ হলো _____________________।
4. বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও : 1×5=5
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
4.1 মানবদেহে উদ্দীপনা আদান-প্রদান | (a) অ্যানায়ন |
4.2 ঋণাত্মক আধানযুক্ত আয়ন | (b) হাইড্রোজেন |
4.3 আঘাত প্রাপ্ত অঙ্গের ছবি তুলতে | (c) ভিটামিন সি |
4.4 বন্ধ নর্দমার বিষাক্ত গ্যাস | (d) সোডিয়াম আয়ন |
4.5 মাড়ি থেকে রক্ত পড়া | (e) এক্স রশ্মি |
5. অতি সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে কোন নয়টি) : 1×9=9
5.1 সূর্য থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ কী প্রকৃতির ?
5.2 শীতঘুম দেখা যায় এমন একটি প্রাণীর নাম লেখো ?
5.3 স্থির বাস হঠাৎ চলতে আরম্ভ করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে। বিজ্ঞানের কোন ধর্মের জন্য এটি ঘটে ?
5.4 C+O₂ → CO₂ বিক্রিয়াটির কি ধরনের ?
5.5 নীল লিটমাসকে লাল করে কোন পদার্থ ?
5.6 সাধারণ খাদ্য লবণের সংকেত কী ?
5.7 প্রচুর পরিমাণে খাদ্যতন্তু পাওয়া যায় এমন একটি সবজির নাম লেখো।
5.8 প্রোটিনের অভাবে ঘটে এমন একটি রোগের নাম লেখো।
5.9 একটি অতি জীববৈচিত্র্যপূর্ণ দেশের নাম লেখো।
5.10 মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাওয়ায় বিপন্ন হয়েছে এমন একটি প্রাণীর নাম লেখো।
5.11 ডেঙ্গু রোগ ছড়ায় কোন মশা ?
6. সম্পর্ক স্থাপন করঃ (যে কোনো পাঁচটি) : 1×5=5
6.1 যদি মশা = ম্যালেরিয়া হয়, তাহলে মাছি = ?
6.2 যদি সিঙ্কোনা = কুইনাইন হয়, তাহলে সর্পগন্ধা = ?
6.3 যদি আয়রন = অ্যানিমিয়া, তাহলে, ভিটামিন A =?
6.4 যদি বল = নিউটন, তাহলে কাজ =?
6.5 যদি আয়না = নিয়মিত প্রতিফলন, তাহলে সিনেমার পর্দা = ?
6.6 যদি K=পটাশিয়াম, তাহলে P = ?
7. সংক্ষিপ্ত উত্তর দাওঃ (যে কোন আটটি) : 2×8=16
7.1 গ্রীষ্মকালে মাটির কলসির জল ঠাণ্ডা থাকে কীভাবে ?
7.2 AMBULANCE কথাটা অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টে লেখা থাকে কেন ?
7.3 নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো।
7.4 আমাদের দেহে হঠাৎ কোনো কারণে নুনের পরিমাণ কমে গেলে কী প্রভাব পড়বে ?
7.5 ভিটামিন সি পাওয়া যায় এমন দুটি খাদ্যের নাম লেখ।
7.6 সবুজ উদ্ভিদ খাদ্য তৈরর সময় পরিবেশ থেকে গ্রহণ করে এমন দুটি উপাদানের নাম লেখো।
7.7 আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো।
7.8 চোরা শিকারের জন্য বিপন্ন দুটি প্রাণীর নাম লেখো।
7.9 সুন্দরবনে পাওয়া যায় এমন দুটি গাছের নাম লেখ যারা ঝড়ের দাপট কমিয়ে দেয়।
7.10 একটি করে ভাইরাস ঘটিত ও ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম লেখ।
8. নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : 5×3 = 15
8.1 এনোফিলিস মশাকে তুমি কীভাবে চিনবে ? খাবারের বিষক্রিয়া থেকে অসুস্থ হয়ে পড়েছে বুঝতে পারলে কী করবে ? খাবারে মেশানো হয় এমন একটি কৃত্রিম ক্ষতিকারক রাসায়নিক রঙের নাম লেখ। 2+2+1
8.2 জীব বৈচিত্রের দুটি গুরুত্ব লেখো। প্রবাল প্রাচীর ধ্বংসের কারণগুলি কী কী ? স্বাভাবিকের তুলনায় পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াকে কী বলা হয় ? 2+2+1
8.3 কোন কোন খাবার থেকে ভিটামিন ডি পাওয়া যায় ? মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করে কোন খনিজ মৌল ? রক্তের চাপ যদি স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় তাহলে আমাদের শরীরে কী কী ঘটতে পারে ? 2+1+2
8.4 পরমাণুতে কত ধরনের ও কী কী কণা থাকে ? পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস কাকে বলে ? একটি হিলিয়াম পরমাণুর চিত্র অঙ্কণ করো। 2+2+1
8.5 প্রচ্ছায়া ও উপচ্ছায়া কাকে বলে ? অপসারী আলোকরশ্মি গুচ্ছ বলতে কী বোঝো ? একটি বিস্তৃত আলোক উৎসের উদাহরণ দাও। 2+2+1
📌 আরো দেখুনঃ
📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ
📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি গণিত সমাধান Click Here