ANNUAL EXAMINATION WBBSE
CLASS 7 (VII)
PORIBESH O BIGGAN QUESTION PAPER
Class 7 Poribesh O Biggan 3rd Unit Test Question Paper Set-1 wbbse | সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-১
📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
Set-1
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
সপ্তম শ্রেণি
বিষয় : পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান : ৭০ সময় : ২.৩০ মিনিট
ক – বিভাগ
1. সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো (5টি) : 1×5=5
(a) সেলসিয়াস স্কেলে উর্ধস্থিরাঙ্ক– (99° / 100° / 101° / 102°)।
(b) বর্ণালী সৃষ্টি হয় আলোর– (প্রতিফলন / প্রতিসরণ / বিচ্ছুরণ) ধর্মের জন্য।
(c) অ্যালুমিনিয়াম ধাতুর চিহ্ন– (Al / A / Am)।
(d) কার্বনে উপস্থিত প্রোটন সংখ্যা– ( 2 / 5 / 6)।
(e) ফসফেট মূলকের যোজ্যতা– (2 / 3 / 4)।
(f) নিউটনের লেখা একটি গ্রন্থ হল– (বোধোদয় / কপালকুণ্ডলা / প্রিন্সিপিয়া)।
2. শূন্যস্থান পূরণ করো (5টি) : 1×5
(a) বস্তুর উষ্ণতা পরিমাপ করা হয় ………………………. যন্ত্রের সাহায্যে।
(b) আলোক রশ্মির গতিপথ পরিবর্তনকে বলে ……………………….।
(c) কোন তরলের বাষ্পে পরিণত হওয়াকে বলে ……………………….।
(d) পটাশিয়াম ধাতুর চিহ্ন ………………………. ।
(e) অ্যামোনিয়াম সালফেটের সংকেত ……………………….।
(f) বলের পরিমাপ পাওয়া যায় ………………………. যন্ত্রের সাহায্যে।
3. একটি বাক্যে উত্তর দাও (৫টি) : 1×5
(a) আপতন কোণ 60° হলে প্রতিফলন কোণ কত ?
(b) বরফের গলনের লীনতাপ কত ?
(c) ত্বরণ কাকে বলে ?
(d) গতিজাড্যের একটি উদাহরণ দাও।
(e) কোন্ মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন নেই ?
(f) টমাটোর মধ্যে কি অ্যাসিড থাকে ?
4. যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাওঃ 5×4
(a) AMBULANCE কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উলটে লেখা থাকে কেন ? প্রতিফলনের দুটি নিয়ম লেখো। এক্সরশ্মির একটি ব্যবহার লেখো। অতিবেগুনী রশ্মি কোশের কোন অণুর ক্ষতি করে ? 1+2+1+1
(b) পরমাণুর কটি প্রধান কণা থাকে ও কী কী ? তাদের তড়িৎ আধান উল্লেখ করো। সমতা বিধান করো : KClO₃ → KCl + O₂, N₂ + H₂ → NH₃ . হাড়ের প্রধান উপাদান যৌগটির নাম লেখো। 2+2+1
(c) খাবার নুনের মধ্যে কোন যৌগ মিশে থাকলে নুন জল শোষণ করে ? মানবদেহে অ্যাসিড-ক্ষার ভারসাম্য কি কি বিষয়ের উপর নির্ভর করে ? বায়ুতে কোন গ্যাসের উপস্থিতির জন্য বৃষ্টির জল আম্লিক হয় ? আপেলে কোন্ অ্যাসিড থাকে ? 1+2+1+1
(d) ক্যালশিয়াম ক্লোরাইড যৌগের ক্যাটায়ন ও অ্যানায়ন লেখো। সীসার ল্যাটিন নাম কি ? বর্ণালী কাকে বলে ? এর একটি প্রাকৃতিক ঘটনার উদাহরণ দাও। সূচীছিদ্র ক্যামেরায় বস্তুর কী তৈরি হয় ? 1+1+2+1
(e) নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো। সরণ কাকে বলে ? S.I. পদ্ধতিতে এর একক কী ? ক্যাটায়ন ও অ্যানায়ন কী ? 1+1+1+2
বিভাগ – ‘খ’
1. সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো (পাঁচটি) : 1×5=5
(a) ভুট্টা বীজে বীজপত্র থাকে- (1টি / 2টি / 3টি / ৪টি)।
(b) অঙ্কুরোদগমের জন্য আবশ্যিক হল (নাইট্রোজেন / অক্সিজেন / হাইড্রোজেন)।
(c) ফাইলেরিয়া রোগের বাহক (অ্যানোফিলিস / কিউলেক্স / এডিস)।
(d) গাছ খাদ্য তৈরির সময় বাতাসে ছেড়ে দেয় (নাইট্রোজেন / কার্বন ডাই অক্সাইড / অক্সিজেন)।
(e) মানুষের অন্ত্রে ব্যাকটেরিয়া দ্বারা সংশ্লেষিত হয় (ভিটামিন B₂ / ভিটামিন D / ভিটামিন B₁₂)
(f) ল্যাথিরিজম রোগ হয় কী খেলে – (বেশি খেসারি ডাল / বেশি মসুর ডাল / বেশি ছোলার ডাল)।
2. শূন্যস্থান পূরণ করো (5টি) : 1×5=5
(a) ভিটামিন D এর অভাবে ………………………… রোগ হয়।
(b) প্রাণীজ শ্বেতসার হল …………………………।
(c) ………………………… মৌলের অভাবে অ্যানিমিয়া রোগ হয়।
(d) একটি পেশী প্রোটিন হল …………………………।
(e) সবুজ উদ্ভিদের সালোকসংশ্লেষ কালে যে O₂ গ্যাস উৎপন্ন হয়, তার উৎস হল …………………………।
(f) সারাদিন কাজ করার জন্য ………………………… প্রয়োজন।
3. একটি বাক্যে উত্তর দাও (5টি) : 1×5=5
(a) ভিটামিন কে আবিষ্কার করেন ?
(b) আমাদের দেহে কোথায় লিপিড দেখা যায় ?
(c) কোন উদ্ভিদের পাতায় মূল দেখা যায় ?
(d) গর্ভাশয়ের মধ্যে ছোট ছোট দানাকে কী বলে ?
(e) ভারত ছাড়া দুটি অতি বৈচিত্র্যের দেশের নাম লেখ।
(f) মূলের ডগায় উপস্থিত টুপির মতো অংশটির নাম লেখো।
4. নীচের প্রশ্নগুলির উত্তর দাও (4টি) : 5×4=20
(a) খাদ্যতন্ত্র কী ? তন্তু সমৃদ্ধ চারটি খাদ্য বস্তুর নাম লেখো। তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে কোন কোন্ রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় ? 1+2+2
(b) মাছি কীভাবে রোগ ছড়ায় ? মাছি নিয়ন্ত্রণের তিনটি উপায় লেখো। 2+3
(c) জলবাহিত বিভিন্ন রোগের হাত থেকে বাঁচার উপায়গুলি লেখো। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে কী কী করা উচিত ?
(d) আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। বিশ্ব উষ্ণায়নের দুটি ভয়াবহ ফলাফল আলোচনা করো।
(e) তেলে দ্রাব্য ভিটামিনের নামগুলি লিখ। অপুষ্টিজনিতদুটি রোগের নাম ও কারণ লেখো। জীব দেহে জলের দুটি ভূমিকা লেখো। 1+2+2
(f) একটি আদর্শ পাতার চিত্র অঙ্কন করো এবং বিভিন্ন অংশ চিহ্নিত করো। 3+2
📌 আরো দেখুনঃ
📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ
📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি গণিত সমাধান Click Here