Class 7 Geography 3rd Unit Test Question Paper Set-2 wbbse | সপ্তম শ্রেণি ভূগোল তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ANNUAL EXAMINATION WBBSE
CLASS 7 (VII)
GEOGRAPHY QUESTION PAPER

Class 7 Geography 3rd Unit Test Question Paper Set-2 wbbse | সপ্তম শ্রেণি ভূগোল তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২

📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here

Set-2

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
সপ্তম শ্রেণি
বিষয় : ভূগোল
পূর্ণমান : ৭০                         সময় : ২.৩০ মিনিট

১। সঠিক উত্তরটি নির্বাচন করো (৫টি) : ১x৫=৫

(ক) পৃথিবীর অপসূর অবস্থান বলা হয় – (২১ শে মার্চ / ৩রা জানুয়ারী / ৪ঠা জুলাই)-কে।

(খ) সর্বোচ্চ দ্রাঘিমাংশের মান হল – (১৮০° / ৯০°/০°)।

(গ) উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ – (কমতে থাকে / বাড়তে থাকে / একই থাকে)।

(ঘ) জলে মিশ্রিত পারদ দূষণের ফলে (ফ্লুরোসিস / মিনামাটা / ইতাই-ইতাই) রোগ হয়।

(ঙ) ইউক্রেনের চেরনোবিল পরমানু কেন্দ্রে দূর্ঘটনা ঘটেছিল – (১৯৮৪ / ১৯৮৬ / ২০১১) সালে।

(চ) (সুপিরিয়র / ক্যাম্পিয়ান / ল্যাডোেগা) – হল ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রদ।

২। শূণ্যস্থান পূরণ করো (৫টি) : ১x৫=৫

(ক) পৃথিবীর অক্ষ পৃথিবীর কক্ষ তলের সঙ্গে _____________ ডিগ্রি কোণে হেলানো।

(খ) গ্রিনিচের সঙ্গে ভারতের প্রমান সময়ের পার্থক্য ____________ ঘন্টা __________ মিনিট।

(গ) ________ মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়।

(ঘ) ১০০° সে. উষ্ণতায় _______ মিনিট ফোটালেই জলের বেশিরভাগ জীবানু নষ্ট হয়ে যায়।

(ঙ) ১৯৮৬ সালে ইউক্রেনের ________ পরমানু কেন্দ্রে তেজস্ক্রিয় দূষণ ছড়ায়।

(চ) ____________কে মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয়।

৩। সত্য মিথ্যা নির্বাচন করো : ১x৫=৫

(ক) ভল্টা নদী কাস্পিয়ান সাগর-এ পতিত হয়েছে।

(খ) আর্সেনিক দূষনের ফলে ইতাই-ইতাই রোগ হয়।

(গ) ২১ শে মার্চকে উত্তর গোলার্ধে শরৎকালীন বিষুব বলে।

(ঘ) ‘নীল’ পৃথিবীর বৃহত্তম নদী।

(ঙ) মৃত্তিকার উর্বরতা শক্তি হ্রাস পাওয়াকে মৃত্তিকা দূষণ বলে।

৪। একটি বাক্যে উত্তর দাও (৫টি) : ১x৫=৫

(ক) নদীর উপত্যকা কাকে বলে ?

(খ) বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কী ?

(গ) মুক্তিবেগ কাকে বলে ?

(ঘ) GPS (Global Positioning System) এর সাহায্যে কী জানা যায় ?

(ঙ) জল দূষণ প্রতিরোধে তোমার করণীয় একটি ব্যবস্থা লিখো।

(চ) রূঢ় শিল্পাঞ্চলের প্রধান খনিজ সম্পদটি কী ?

৫। স্তম্ভ মেলাও (৫টি) : ১x৫

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(ক) হ্যামারফেস্ট বন্দর পুনঃরপ্তানি বন্দর
(খ) মালভূমি পারদ দূষণ
(গ) এলবুর্জ টেবিলল্যান্ড
(ঘ) লন্ডন মধ্যরাত্রির সূর্যের দেশ।
(ঙ) মিনামাটা ককেশাস পর্বত

৬। দু-তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (৫টি) :  ২x৫=১০

(ক) দ্রাঘিমারেখার দুটি বৈশিষ্ট্য লেখো।

(খ) স্তুপ পর্বত কাকে বলে ? উদাহরণ দাও।

(গ) অর্ন্তবাহিনী নদী কাকে বলে ? উদাহরণ দাও।

(ঘ) জলদূষণ প্রতিরোধে তোমার করণীয় দুটি কাজ লেখো।

(ঙ) ভূমধ্যসাগরীয় জলবায়ু ইউরোপ মহাদেশের কোন কোন অঞ্চলে দেখা যায় ?

(চ) ট্রাক-ফ্রার্মিং কাকে বলে ?

৭। সংক্ষিপ্ত টাকা লেখো (৫টি) : ৩x৫=১৫

(ক) অধিবর্ষ (খ) অশ্বক্ষুরাকৃতি হ্রদ (গ) ইউট্রোফিকেশন (ঘ) পোল্ডারভূমি (ঙ) জলপ্রপাত (চ) GPS (ছ) মেরুপ্রভা

৮। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (৪টি) : ৫x৪=২০

(ক) অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। বায়ুচাপের তারতম্যের প্রধান কারণটি ব্যাখ্যা করো। ৩+২

(খ) নদীর মধ্যগতিতে গড়ে ওঠা তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। নদীর উৎপত্তিস্থল কী নামে পরিচিত ? ৫

(গ) ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি বর্ণনা করো। ৫

(ঘ) জল দূষণের কারণ ও ফলাফল লেখো। ৩+২

(ঙ) পোল্ডার ভূমির অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে যাহা জান লেখ। ৫

📌 আরো দেখুনঃ

📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ

📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি গণিত সমাধান Click Here

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:3 mins read