Class 7 Geography 3rd Unit Test Question Paper Set-1 wbbse | সপ্তম শ্রেণি ভূগোল তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-১

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ANNUAL EXAMINATION WBBSE
CLASS 7 (VII)
GEOGRAPHY QUESTION PAPER

Class 7 Geography 3rd Unit Test Question Paper Set-1 wbbse | সপ্তম শ্রেণি ভূগোল তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-১

📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here

Set-1

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
সপ্তম শ্রেণি
বিষয় : ভূগোল
পূর্ণমান : ৭০                       সময় : ২.৩০ মিনিট

১। নীচের প্রশ্নগুলি দু-এককথায় উত্তর দাও : ১×১০=১০

১.১ পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে কত ডিগ্রী কোণে হেলে থাকে ?

১.২ পৃথিবীর কোন অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না ?

১.৫ কোন তারিখকে কর্কট সংক্রান্তি বলে ?

১.৪ সুমেরু বৃত্তের মান কত ?

১.৫ নদীর প্রাথমিক গতির কাজ কী ?

১.৬ শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কী বলে ?

১.৭ নীলনদের দৈর্ঘ্য কত ?

১.৮ ইউরোপের দীর্ঘতম নদীর নাম কী ?

১.৯ মেরুপ্রভার অপর নাম কী ?

১.১০ লন্ডন অববাহিকা অঞ্চলের প্রধান নদীর নাম কী ?

২। সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো : ১×১০=১০

২.১ কুমেরু বৃত্তের মান (সাড়ে ২৩° দঃ / সাড়ে ৬৬° দঃ / ৯০° দঃ)।

২.২ জলবিষুব বলা হয় (২৩শে সেপ্টেম্বর / ২১শে মার্চ / ২২শে ডিসেম্বর) তারিখকে।

২.৩ বৃষ্টিপাত মাপা হয়- (থার্মোমিটার / ব্যারোমিটার / রেনগজ) এর সাহায্যে।

২.৪ নদীর নিম্ন গতির কাজ (বহন / ক্ষয় সাধন / অবক্ষেপন) করা।

২.৫ নিরক্ষীয় অঞ্চলে (পরিচলন / শৈলোৎক্ষেপ / ঘূর্ণবাত) বৃষ্টিপাত হয়।

২.৬ পার্বত্য অঞ্চলে নদী উপত্যকা (গভীর/ অগভীর / চওড়া) হয়।

২.৭ সূর্যরশ্মি অতি তির্যকভাবে পড়ে- (উচ্চ / মধ্য / নিম্ন) অক্ষাংশে।

২.৮ নীলনদের মোহনা (লোহিত সাগর বঙ্গোপসাগর / ভূমধ্যসাগর)।

২.৯ মরুভূমির জাহাজ বলা হয় (হাতি / উট / ঘোড়া) কে।

২.১০ মিশরের রাজধানীর নাম- (কায়রো / মালাকল / খার্তুম)।

৩। শূণ্যস্থান পূরণ করো: ১×১০=১০

৩.১ _________ এর তারিখকে মহাবিষুব বলে।

৩.২ কর্কট ক্রান্তি রেখার মান _________।

৩.৩ _________ যন্ত্রের সাহায্যে বায়ুর উষ্ণতা মাপা হয়।

৩.৪ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত পাহাড়ের ___________ ঢালে হয়।

৩.৫ এশিয়ার ___________ নদীকে স্বর্ণরেণুর নদী বলা হয়।

৩.৬ _________ ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ।

৩.৭ চেরনোবিল দুর্ঘটনা _________ সালে ঘটেছিল।

৩.৮ লন্ডন অববাহিকার প্রধান বিমানবন্দর হল ___________।

৩.৯ সারা পৃথিবীতে পরিবেশ দিবস ____________ তারিখে পালিত হয়।

৩.১০ লন্ডন অববাহিকার প্রধান বিমান বন্দর ___________।

৪। বামদিক ও ডানদিক মিলিয়ে লেখো : ১×৬=৬

বামদিক ডানদিক
৪.১ নিরক্ষরেখা (ক) মিয়েন্ডার
৪.২ মিশর (খ) আসোয়ান
৪.৩ আঁকাবাঁকা গতিপথ‌ (গ) মহাবৃত্ত
৪.৪ বারখান (ঘ) দানিয়ুব
৪.৫ নদী বাঁধ (ঙ) দেশ
৪.৬ আন্তর্জাতিক নদী (চ) অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি

৫। যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও : ২×৫=১০

৫.১ G.P.S. এর পুরো নাম ও কাজ কী ?

৫.২ ‘দৈনিক আপাতগতি’ বলতে কী বোঝ ?

৫.৩ ‘ট্রাক ফ্লার্মিং’ বলতে কী বোঝ ?

৫.৪ অন্তর্বাহিনী নদী কাকে বলে ?

৫.৫ ‘প্লাবন ভূমি’ বলতে কী বোঝ ?

৫.৬ ‘হামাদা’ কাকে বলে ?

৬। যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : ৩×৩=৯

৬.১ ‘নীলনদ অববাহিকার কৃষিকাজ’ সম্বন্ধে লেখো।

৬.২ চিত্রসহ ব-দ্বীপ ভূমির ব্যাখ্যা করো।

৬.৩ ‘সাহারার জলবায়ু’ সম্বন্ধে সংক্ষেপে লেখো।

৬.৪ ‘চিনের শস্য ভান্ডার’ সম্বন্ধে সংক্ষেপে ব্যাখ্যা করো।

৭। যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : ৫×৩=১৫

৭.১ ‘মিশর হল নীলনদের দান’ আলোচনা করো।

৭.২ জলদূষণের কারণগুলি উল্লেখ করো।

৭.৩ রূঢ় শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি লেখো।

৭.৪ পোল্ডার ভূমি কীভাবে সৃষ্টি হয় আলোচনা করো।

📌 আরো দেখুনঃ

📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ

📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি গণিত সমাধান Click Here

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:3 mins read