ANNUAL EXAMINATION WBBSE
CLASS 7 (VII)
GEOGRAPHY QUESTION PAPER
Class 7 Geography 3rd Unit Test Question Paper Set-1 wbbse | সপ্তম শ্রেণি ভূগোল তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-১
📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
Set-1
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
সপ্তম শ্রেণি
বিষয় : ভূগোল
পূর্ণমান : ৭০ সময় : ২.৩০ মিনিট
১। নীচের প্রশ্নগুলি দু-এককথায় উত্তর দাও : ১×১০=১০
১.১ পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে কত ডিগ্রী কোণে হেলে থাকে ?
১.২ পৃথিবীর কোন অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না ?
১.৫ কোন তারিখকে কর্কট সংক্রান্তি বলে ?
১.৪ সুমেরু বৃত্তের মান কত ?
১.৫ নদীর প্রাথমিক গতির কাজ কী ?
১.৬ শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কী বলে ?
১.৭ নীলনদের দৈর্ঘ্য কত ?
১.৮ ইউরোপের দীর্ঘতম নদীর নাম কী ?
১.৯ মেরুপ্রভার অপর নাম কী ?
১.১০ লন্ডন অববাহিকা অঞ্চলের প্রধান নদীর নাম কী ?
২। সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো : ১×১০=১০
২.১ কুমেরু বৃত্তের মান (সাড়ে ২৩° দঃ / সাড়ে ৬৬° দঃ / ৯০° দঃ)।
২.২ জলবিষুব বলা হয় (২৩শে সেপ্টেম্বর / ২১শে মার্চ / ২২শে ডিসেম্বর) তারিখকে।
২.৩ বৃষ্টিপাত মাপা হয়- (থার্মোমিটার / ব্যারোমিটার / রেনগজ) এর সাহায্যে।
২.৪ নদীর নিম্ন গতির কাজ (বহন / ক্ষয় সাধন / অবক্ষেপন) করা।
২.৫ নিরক্ষীয় অঞ্চলে (পরিচলন / শৈলোৎক্ষেপ / ঘূর্ণবাত) বৃষ্টিপাত হয়।
২.৬ পার্বত্য অঞ্চলে নদী উপত্যকা (গভীর/ অগভীর / চওড়া) হয়।
২.৭ সূর্যরশ্মি অতি তির্যকভাবে পড়ে- (উচ্চ / মধ্য / নিম্ন) অক্ষাংশে।
২.৮ নীলনদের মোহনা (লোহিত সাগর বঙ্গোপসাগর / ভূমধ্যসাগর)।
২.৯ মরুভূমির জাহাজ বলা হয় (হাতি / উট / ঘোড়া) কে।
২.১০ মিশরের রাজধানীর নাম- (কায়রো / মালাকল / খার্তুম)।
৩। শূণ্যস্থান পূরণ করো: ১×১০=১০
৩.১ _________ এর তারিখকে মহাবিষুব বলে।
৩.২ কর্কট ক্রান্তি রেখার মান _________।
৩.৩ _________ যন্ত্রের সাহায্যে বায়ুর উষ্ণতা মাপা হয়।
৩.৪ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত পাহাড়ের ___________ ঢালে হয়।
৩.৫ এশিয়ার ___________ নদীকে স্বর্ণরেণুর নদী বলা হয়।
৩.৬ _________ ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ।
৩.৭ চেরনোবিল দুর্ঘটনা _________ সালে ঘটেছিল।
৩.৮ লন্ডন অববাহিকার প্রধান বিমানবন্দর হল ___________।
৩.৯ সারা পৃথিবীতে পরিবেশ দিবস ____________ তারিখে পালিত হয়।
৩.১০ লন্ডন অববাহিকার প্রধান বিমান বন্দর ___________।
৪। বামদিক ও ডানদিক মিলিয়ে লেখো : ১×৬=৬
বামদিক | ডানদিক |
৪.১ নিরক্ষরেখা | (ক) মিয়েন্ডার |
৪.২ মিশর | (খ) আসোয়ান |
৪.৩ আঁকাবাঁকা গতিপথ | (গ) মহাবৃত্ত |
৪.৪ বারখান | (ঘ) দানিয়ুব |
৪.৫ নদী বাঁধ | (ঙ) দেশ |
৪.৬ আন্তর্জাতিক নদী | (চ) অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি |
৫। যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও : ২×৫=১০
৫.১ G.P.S. এর পুরো নাম ও কাজ কী ?
৫.২ ‘দৈনিক আপাতগতি’ বলতে কী বোঝ ?
৫.৩ ‘ট্রাক ফ্লার্মিং’ বলতে কী বোঝ ?
৫.৪ অন্তর্বাহিনী নদী কাকে বলে ?
৫.৫ ‘প্লাবন ভূমি’ বলতে কী বোঝ ?
৫.৬ ‘হামাদা’ কাকে বলে ?
৬। যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : ৩×৩=৯
৬.১ ‘নীলনদ অববাহিকার কৃষিকাজ’ সম্বন্ধে লেখো।
৬.২ চিত্রসহ ব-দ্বীপ ভূমির ব্যাখ্যা করো।
৬.৩ ‘সাহারার জলবায়ু’ সম্বন্ধে সংক্ষেপে লেখো।
৬.৪ ‘চিনের শস্য ভান্ডার’ সম্বন্ধে সংক্ষেপে ব্যাখ্যা করো।
৭। যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : ৫×৩=১৫
৭.১ ‘মিশর হল নীলনদের দান’ আলোচনা করো।
৭.২ জলদূষণের কারণগুলি উল্লেখ করো।
৭.৩ রূঢ় শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি লেখো।
৭.৪ পোল্ডার ভূমি কীভাবে সৃষ্টি হয় আলোচনা করো।
📌 আরো দেখুনঃ
📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ
📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি গণিত সমাধান Click Here