Class 7 Bengali 3rd Unit Test Question Paper Set-1 wbbse | সপ্তম শ্রেণির বাংলা তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-১

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ANNUAL EXAMINATION WBBSE
CLASS 7 (VII)
BENGALI QUESTION PAPER

Class 7 Bengali 3rd Unit Test Question Paper Set-1 wbbse | সপ্তম শ্রেণির বাংলা তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-১

📌সপ্তম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

Set-1

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
সপ্তম শ্রেণি
বিষয় : বাংলা
পূর্ণমান : ৭০                     সময় : ২.২০ মিনিট

PASCHIM GABBERIA HIGH SCHOOL (H.S.)
3rd Summative Evaluation-2024
Class-VII ★ Sub-Bengali
Marks : 70                     Time : 2 hr 20 min

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (যে কোন ছয়টি) : ১×৬=৬

১.১ “সেখানকার আকাশ সর্বদাই মেঘে ঢাকা থাকতো”-
(ক) কোলকাতা (খ) মেয়ারো
(গ) ওয়েস্ট ইন্ডিজ (ঘ) ত্রিনিদাদ।

১.২ ঈশ্বর কী দিয়ে চমকে দেবেন ?
(ক) লক্ষ রঙের দৃশ্য দিয়ে (খ) তার আর্বিভাব দিয়ে
(গ) মন খারাপ দিয়ে (ঘ) পুরস্কার দিয়ে।

১.৩ সমরেশ কান মলে দিয়েছিল-
(ক) গিরীণের (খ) টুনুর (গ) পাণুর (ঘ) গাধার।

১.৪ পুলিশ দুকড়িবালা দেবীর বাড়ি ঘিরে ফেলল-
(ক) ১৯১৭ খ্রীষ্টাব্দে (খ) ১৯২৭ খ্রীষ্টাব্দে
(গ) ১৯৩৭ খ্রীষ্টাব্দে (ঘ) ১৯৪৭ খ্রীষ্টাব্দে।

১৫ “খই হয়ে টই ফোটে”-
(ক) দিঘির জলে (খ) নদীর জলে
(গ) পুকুরের জলে (ঘ) সাগরের জলে

১.৬ নরহরির মা তাকে কোথায় পাঠিয়ে দেওয়ার কথা বলেছিল-
(ক) বৃন্দাবনে (খ) কাশী (গ) ঋষিকেশ (ঘ) হরিদ্বার।

২। অতি-সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও (যে কোন দশটি) : ১×১০=১০

২.১ প্রাচীন পথ ধরে কোন তিন জন প্রসিদ্ধ বাঙালি অতীতে তিব্বতে গিয়েছিল ?

২.২ ‘ভারততীর্থ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন্ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?

২.৩ ‘বইটই’ কবিতাটি কে লিখেছিলেন ?

২.৪ “বাপ মায়েরা যাবেই তবে মুচ্ছো”- কেন তারা ‘মুচ্ছো’ যাবে ?

২.৫ “দুই পক্ষের খেলোয়াড়রা মাঠে গিয়ে দাঁড়ালো”- এখানে কোন্ দুই পক্ষের কথা বলা হয়েছে ?

২.৬ বর্ষাকালে মেয়ারোর রাস্তায় ক্রিকেট খেলার কী অসুবিধা ছিল ?

২.৭ কাশীর জেল থেকে ননীবালা দেবীকে কোথায় পাঠানো হয় ?

২.৮ “মার অভিষেকে এসো এসো ত্বরা”- কবি কাদেরকে ব্যাকুল আহ্বান করেছেন ?

২.৯ “সমরেশ বিষন্ন মুখে জার্সি পরতে লাগল”- সমরেশ কেন বিষন্ন হয়েছিল ?

২.১০ ‘চিন্তাশীল’ নাটকে নরহরির ভাগ্নের প্রকৃত নাম কী ছিল ?

২,১১ কালিম্পঙে অ্যাংলো ইন্ডিয়ান ও ইংরেজ অনাথ ছেলেমেয়েরা কোথায় পড়াশুনা করে ?

৩। নীচের যে কোন চারটি প্রশ্নের উত্তর দাও : ২×৪=৮

৩.১ ভারতবর্ষকে পদানত করতে কোন্ কোন্ বিদেশি শক্তি অতীতে এসেছিল ? তাদের পরিণতি কী হয়েছিল ? ১+১

৩.২ “আকাশ জুড়ে এক্ষুনি এক ঈশ্বর”- এই ঈশ্বর কে ? তিনি কী করবেন ?

৩.৩ ‘টই’ কোথায় পড়ার জন্য পাওয়া যায় ? ২

৩.৪ “সেথা হতে আনে উপহার”- কোথা থেকে কী উপহার আনার কথা কবি বলেছেন ?

৩.৫ “পাখির সারি যেমন ধানের গুচ্ছে / আঁধার ফেলে ঘরের দিকে উড়ছে”- কবিতায় এই অংশটি বলার প্রাসঙ্গিকতা বা তাৎপর্য কোথায় ?

৪। নীচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাওঃ ২×৪=৮

৪.১ পুলিশ কোন্ অভিযোগে দুকড়িবালা দেবীকে গ্রেপ্তার করে ? বিচারে তার কী শাস্তি হল ?‌ ১+১

৪.২ “আমায় কাশী পাঠিয়ে দে, আমি কাশীবাসী হব”- বক্তা কে ? তিনি কেন কাশীবাসী হতে চেয়েছেন ?

৪.৩ কালিম্পঙে টেলিফোন সংযোগ কোন্ উপলক্ষ্যে স্থাপিত হয়েছিল ?

৪.৪ বর্ষাকালে মেয়ারো অবস্থা কেমন ছিল ?

৪.৫ ‘টুনু এবার অদ্ভুদ খেলা আরম্ভ করলে”- টুনু কেমন অদ্ভুত খেলা খেলছিল ?

৫। নীচের যেকোন একটি প্রশ্নের বিশদে উত্তর দাও : ৫x১=৫

৫.১ ‘বই-এর সঙ্গে টই পড়লে বই পড়া সার্থক হবে।’- ‘বইটই’ কবিতা অবলম্বনে আলোচনা করো।

৫.২ ‘ভারততীর্থ’ কবিতায় মহামানবের সাগর তীরে বলতে কী বুঝিয়েছেন ?

৫.৩ “দিন ফুরোলেও মাঠ ছাড়ে না ? আচ্ছা।”- বক্তা কে ? কাদের উদ্দেশ্যে একথা বলা হয়েছে ? কেন এ কথা বলা হয়েছে ?

৬। নীচের যে কোনো একটি প্রশ্নের বিশদে উত্তর দাওঃ ১x৫=৫

৬.১ ‘চিন্তাশীল নাটক অবলম্বনে নরহরির চরিত্রের পরিচয় দাও।

৬.২ কাশীর জেল কেমন ছিল ? ননীবালা দেবী কীভাবে একজন মহান নারী হয়ে উঠেছিল‌ ? ২+৩

৬.৩ “কয়েকজন বেতার বিশেষজ্ঞ এসেছেন এখানে এই উপলক্ষে”- কারা কোথায় এসেছিলেন ? তাদের আসার উদ্দেশ্য কীভাবে পূর্ণ হয়েছিল ? ১+১+৩

৭। নিম্নরেখ পদগুলির কারক বিভক্তি নির্ণয় করো (যে কোন পাঁচটি) : ১x৫=৫

৭.১ বুলবুলিতে ধান খেয়েছে।

৭.২ নিয়ম মতো ওষুধ খাবে।

৭.৩ আগামীকাল কোলকাতায় যাব।

৭.৪ শরতে শিউলি ফুল ফোটে।

৭.৫ তার বাড়ি এখান থেকে তিন মাইল দূরে।

৭.৬ গোঁফ দিয়ে যায় চেনা।

৮। নীচের শব্দগুলির প্রকৃতি ও প্রত্যয় ভেঙে লেখো (যে কেনো পাঁচটি) : ১x৫=৫

৮.১ সাহিত্যিক ৮.২ শ্রীমান ৮.৩ স্মরণীয়

৮.৪ গাঙ্গেয় ৮.৫ মোগলাই ৮.৬ বাড়িওয়ালা

৯। অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও (যে কোন পাঁচটি) : ১x৫=৫

৯.১ সোনা টিয়ার গান শুনে আনন্দে কী করছিল ?

৯.২ কে মাকুর জন্য চাবি বানিয়েছিল ?

৯.৩ মাকু খেলা দেখানোর সময় কার সঙ্গে কুস্তি লড়ছিল ?

৯.৪ টিয়া গোলাপি কাগজের মোড়কে কী রেখেছিল ?

৯.৫ হোটেলওয়ালা আসলে কে ?

৯.৬ জাদুকর সোনা টিয়ার জন্য কী উপহার নিয়ে এসেছিল ?

১০। নীচের বাক্যাংশগুলিকে এক কথায় প্রকাশ করো (যে কোনো তিনটি) : ১×৩=৩

১০.১ ইতিহাস জানেন যিনি।

১০.২ যার দুটি হাত সমান দক্ষতায় চলে।

১০.৩ একই সময়ে বর্তমান।

১০.৪ চৈত্র মাসের ফসল।

১১। প্রবন্ধ রচনা করো (যে কোনো একটি) : ৬×১=৬

১১.১ পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা।

১১.২ দেশ ভ্রমণের উপযোগিতা।

১১.৩ তোমার একটি মেলা দেখার অভিজ্ঞতা।

১২। নীচের যে কোনো একটি বিষয় অবলম্বনে পত্র রচনা করো : ১×৪=৪

১২.১ তোমার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ জানিয়ে বন্ধুর কাছে একটি চিঠি লেখো।

১২.১ বিদ্যালয় পত্রিকা প্রকাশের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লেখো।

📌 আরো দেখুনঃ

📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ

📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি গণিত সমাধান Click Here

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:5 mins read