THIRD SUMMATIVE EVALUATION
CLASS 6 (VI) WBBSE
PORIBESH O BIGYAN QUESTION
Class 6 Poribesh O Biggan 3rd Unit Test Question Paper Set-4 wbbse | ষষ্ঠ শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪
📌ষষ্ঠ শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
বিঃ দ্রঃ নিম্নে প্রদত্ত ষষ্ঠ শ্রেণির ভূগোল প্রশ্নপত্রটি বিভিন্ন বিদ্যালয় থেকে সংগ্রহ করা প্রশ্নপত্র। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রদত্ত সিলেবাস ও নম্বর বিভাজন অনুযায়ী প্রশ্ন নাও মিলতে পারে।
Set-4
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
ষষ্ঠ শ্রেণি
বিষয় : পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান : ৭০ সময় : ২.৩০ মিনিট
A. সঠিক উত্তরটি বেছে লেখো (যে কোনো ১৫টি) : ১x১৫=১৫
(1) মানুষের হৃৎপিন্ডের মোট প্রকোষ্ঠের সংখ্যা – (১ টি / ২ টি / ৩ টি / ৪টি)।
উত্তরঃ ৪টি
(2) মানুষের ফুসফুসের বায়ুথলির সংখ্যা –
(দশ লক্ষ / দশ কোটি / এক লক্ষ / এক কোটি)।
উত্তরঃ দশ কোটি
(3) হিঞ্জসন্ধি দেখা যায় – (কাঁধে / কোমরে / কনুইতে / করোটিতে)।
উত্তরঃ কনুইতে
(4) ঠোঁটের কোণে ও জিভে ঘা দেখা যায় যার অভাবে – (ভিটামিন B / ক্যালশিয়াম / প্রোটিন / ভিটামিন-C)।
উত্তরঃ ভিটামিন B
(5) এদের কোনটি সরল যন্ত্র নয় – (ছুরি / সূঁচ / ইলেকট্রিক কাটিং যন্ত্র / মানুষের হাত)।
উত্তরঃ ছুরি / সূঁচ
6) নৌকার দাঁড় একটি ________ শ্রেণির লিভার- (প্রথম / দ্বিতীয় / তৃতীয়)।
উত্তরঃ প্রথম
(7) কপিকলের কেন্দ্রে থাকা লম্বা দন্ডটি – (নততল / চক্র / অ্যাক্সেল)।
উত্তরঃ অ্যাক্সেল
(8) প্যানথেরা টাইগ্রিস বলতে বিজ্ঞানীরা বোঝেন – (বিড়াল / কুকুর / বাঘ / সিংহ)।
উত্তরঃ বাঘ
(9) মাকড়সা কোন্ পর্বভুক্ত প্রাণী – (মোলাস্কা / অ্যানিলিডা / আর্থ্রোপোডা / পরিফেরা)।
উত্তরঃ আর্থ্রোপোডা
(10) বাচ্চাকে দুধ খাইয়ে বড়ো করে – (কাক / তারামাছ / কচ্ছপ / বাদুড়)।
উত্তরঃ বাদুড়।
(11) ‘ঢেঁকিশাক’ এক ধরণের – (শৈবাল / মস / ফার্ন / ছত্রাক)।
উত্তরঃ ফার্ন।
(12) টাইফয়েড ও কলেরা রোগের জন্য দায়ী – (ভাইরাস / ব্যাকটেরিয়া / ছত্রাক / প্রোটোজোয়া)।
উত্তরঃ ব্যাকটেরিয়া।
(13) ‘Origin of Species’ পুস্তকটি কার লেখা ? (নিকো টিনবারজেন / ল্যামার্ক / চার্লস ডারইন / রবার্ট হুক)।
উত্তরঃ চার্লস ডারইন
(14) হাতি পরিবারের প্রধান হল – (মা ও বাবা / দাদু ও দিদিমা / মা ও দিদিমা)।
উত্তরঃ মা ও দিদিমা
(15) ছত্রাক চাষ করে –(চাষি পিঁপড়ে / কালো পিঁপড়ে / মৌমাছি / লালপিঁপড়ে)।
উত্তরঃ চাষি পিঁপড়ে
(16) বুদ্ধির দিক থেকে বর্তমানে মানুষের পরেই কারা – (শিম্পাঞ্জি / বানর / হনুমান)।
উত্তরঃ শিম্পাঞ্জি
(17) তিমির সাঁতার কাটার অঙ্গ হল – (পাখনা / হাত / ব্লাবার / ফ্লিপার)।
উত্তরঃ ফ্লিপার
(18) বায়োডিগ্রেডেবল প্রকৃতির আবর্জনা হল – (ধাতু / প্লাস্টিক / সবজি)।
উত্তরঃ সবজি
B. এককথায় উত্তর দাওঃ (যে কোনো ১৫ টি) : ১x১৫=১৫
(1) মানবদেহের রক্ত সংবহনতন্ত্রের প্রধান উপাদান কোনটি ?
উত্তরঃ মানবদেহের রক্ত সংবহনতন্ত্রের প্রধান উপাদান — হৃদপিণ্ড
(2) আমাদের নিশ্বাসে কোন্ গ্যাস বেশি পরিমাণে থাকে ?
উত্তরঃ আমাদের নিশ্বাসে বেশি পরিমাণে থাকে — অক্সিজেন গ্যাস
(3) একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কয়টি হাড় থাকে ?
উত্তরঃ পূর্ণবয়স্ক মানুষের শরীরে হাড়ের সংখ্যা — ২০৬টি
(4) কোন্ সরল যন্ত্র ব্যবহার করে কুয়ো থেকে জল তোলা সুবিধাজনক ?
উত্তরঃ কুয়ো থেকে জল তোলা সুবিধাজনক — পুলি (কপিকল)
(5) একটি শাখাবিহীন বৃক্ষ-জাতীয় উদ্ভিদের নাম লেখো।
উত্তরঃ শাখাবিহীন বৃক্ষ-জাতীয় উদ্ভিদের উদাহরণ — নারকেল গাছ
(6) একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো।
উত্তরঃ উপকারী ব্যাকটেরিয়ার উদাহরণ — ল্যাক্টোব্যাসিলাস
(7) প্রাণী বিদ্যার জনক কে ?
উত্তরঃ প্রাণীবিদ্যার জনক — অ্যারিস্টটল
(8) মানুষের বিজ্ঞানসম্মত নাম কী ?
উত্তরঃ মানুষের বিজ্ঞানসম্মত নাম — Homo sapiens
(9) রক্তের চাপ মাপার যন্ত্রের নাম কী ?
উত্তরঃ রক্তচাপ মাপার যন্ত্র — স্ফিগমোম্যানোমিটার
(10) কোন্ শিরা বিশুদ্ধ রক্ত পরিবহণ করে ?
উত্তরঃ যে শিরা বিশুদ্ধ রক্ত পরিবহন করে — ফুসফুসীয় শিরা (Pulmonary vein)
(11) একটি উপকারী সামাজিক পতঙ্গের নাম লেখো।
উত্তরঃ উপকারী সামাজিক পতঙ্গ — মৌমাছি / পিঁপড়ে
(12) হাতির দাঁত কত লম্বা হয় ?
উত্তরঃ হাতির দাঁতের দৈর্ঘ্য — প্রায় ২–৩ মিটার পর্যন্ত হতে পারে
(13) ইডিশ মশা কোথায় ডিম পাড়ে ?
উত্তরঃ এডিস মশা ডিম পাড়ে — স্থির জমা জলে
(14) পৃথিবীর সর্ববৃহৎ প্রানীটির নাম কী ?
উত্তরঃ পৃথিবীর সর্ববৃহৎ প্রাণী — নীল তিমি (Blue whale)
(15) কোন্ মাছের মুখের থলির মধ্যে শিশুরা জন্মায় ?
উত্তরঃ মুখের থলির মধ্যে শাবক জন্মায় — শোল মাছ (Mouth-brooding fish)
(16) মাটিতে মেশেনা এমন একটি বর্জ্যের নাম লেখো।
উত্তরঃ মাটিতে মেশে না এমন বর্জ্য — প্লাস্টিক
(17) শাবল ও ড্রিল যন্ত্রের মধ্যে কোনটি সরল যন্ত্র ?
উত্তরঃ শাবল ও ড্রিলের মধ্যে সরল যন্ত্র — শাবল (লিভার)
C. বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও : ১×১০=১০
| বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
| (a) অ্যানোফিলিস | (i) ক্যালশিয়াম ও প্রোটিনের অভাবে। |
| (b) উইপোকার খাবার | (ii) জটিলযন্ত্র। |
| (c) পিঠের মাঝ বরাবর শক্ত হাড় | (iii) সেলুলোজ জাতীয় খাবার। |
| (d) রক্ততঞ্চন ঘটায় | (iv) হৃৎপিন্ড। |
| (e) শ্বাস অঙ্গ | (v) শিরদাড়া। |
| (f) বল ও সকেট সন্ধি-দেখা যায় | (vi) ম্যালেরিয়া। |
| (g) হাড়ের আকৃতির পরিবর্তন হয় | (vii) জালাকাকার শিরাবিন্যাস। |
| (h) পেরিকার্ডিয়াম | (viii) অনুচক্রিকা। |
| (i) সেলাই মেশিন | (ix) ফুসফুস। |
| (j) দ্বিবীজপত্রী উদ্ভিদ | (x) কাঁধে ও কোমরে। |
উত্তরঃ
| বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
| (a) অ্যানোফিলিস | (vi) ম্যালেরিয়া |
| (b) উইপোকার খাবার | (iii) সেলুলোজ জাতীয় খাবার |
| (c) পিঠের মাঝ বরাবর শক্ত হাড় | (v) শিরদাড়া |
| (d) রক্ততঞ্চন ঘটায় | (viii) অনুচক্রিকা |
| (e) শ্বাস অঙ্গ | (ix) ফুসফুস |
| (f) বল ও সকেট সন্ধি-দেখা যায় | (x) কাঁধে ও কোমরে |
| (g) হাড়ের আকৃতির পরিবর্তন হয় | (i) ক্যালশিয়াম ও প্রোটিনের অভাবে |
| (h) পেরিকার্ডিয়াম | (iv) হৃৎপিন্ড |
| (i) সেলাই মেশিন | (ii) জটিলযন্ত্র |
| (j) দ্বিবীজপত্রী উদ্ভিদ | (vii) জালকাকার শিরাবিন্যাস |
D. যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও : ৩×৫=১৫
(1) রক্তরস বা প্লাজমা কাকে বলে ? এর কাজগুলি কী কী ? ১+২=৩
উত্তরঃ রক্তের তরল অংশকে রক্তরস বা প্লাজমা বলে। এর কাজ হলো –
(i) পুষ্টিদ্রব্য ও বর্জ্য পদার্থ পরিবহণ করা।
(ii) হরমোন ও রক্তকণিকা বহন করা।
(2) ট্যাপেটাম লুসিডাম কী ? এর কাজ কী ? ১+২=৩
উত্তরঃ চোখের রেটিনার পেছনে অবস্থিত চকচকে স্তরকে ট্যাপেটাম লুসিডাম বলে। এর কাজ হলো –
(i) আলো প্রতিফলিত করে দৃষ্টিশক্তি বাড়ানো।
(ii) অল্প আলোতেও প্রাণীকে পরিষ্কার দেখতে সাহায্য করা।
(3) বাঘিনী কীভাবে তার সন্তানদের লালন-পালন করে ? ৩
উত্তরঃ বাঘিনী একাকী বাচ্চাদের জন্ম দেয় ও দুধ খাইয়ে বড়ো করে। পরে নিজে শিকার করে এনে খেতে দেয় এবং বাচ্চাদের শিকার করতে শেখায়। বিপদ এলে বাঘিনী বাচ্চাদের রক্ষা করে।
(4) প্রথম শ্রেণির লিভার কাকে বলে ? এর দু-তিনটি উদাহরণ দাও। ১.৫+১.৫=৩
উত্তরঃ যে লিভারে আলম্ব (fulcrum) মাঝখানে থাকে তাকে প্রথম শ্রেণির লিভার বলে। উদাহরণ – কাঁচি, দোলনা, হাতুড়ি দিয়ে পেরেক তোলা।
(5) মোলাস্কা কাকে বলে ? বৈশিষ্ট্য লেখো। ১+২=৩
উত্তরঃ নরম শরীরবিশিষ্ট অমেরুদণ্ডী প্রাণীদের মোলাস্কা বলে।
বৈশিষ্ট্য –
(i) এদের শরীর নরম ও অঙ্গসংগঠন সুস্পষ্ট।
(ii) অধিকাংশের শক্ত খোলস থাকে।
(6) শিরা ও ধমনী কী ? এদের কাজ কী ? ১+২=৩
উত্তরঃ হৃদয় থেকে রক্ত বহনকারী নালীকে ধমনী এবং হৃদয়ে রক্ত আনা নালীকে শিরা বলে।
কাজ – ধমনী অক্সিজেনযুক্ত রক্ত শরীরের বিভিন্ন অংশে নিয়ে যায় এবং শিরা কার্বন-ডাই-অক্সাইডযুক্ত রক্ত হৃদয়ে ফিরিয়ে আনে।
(7) সমান্তরাল শিরাবিন্যাস কাকে বলে ? উদাহরণ দাও। ২+১=৩
উত্তরঃ পাতার শিরাগুলি যদি একে অপরের সমান্তরালভাবে থাকে তবে তাকে সমান্তরাল শিরাবিন্যাস বলে।
উদাহরণ – ধান, ঘাস, কলা।
E. হৃৎপিন্ডের ছবি এঁকে ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয় চিহ্নিত করে দেখাও। ৫
F. পার্থক্য লেখো (যে কোনো পাঁচটি) : ২x৫=১০
(1) অলিন্দ ও নিলয়।
(2) লোহিত রক্তকণিকা ও শ্বেতরক্তিকণিকা।
(3) চ্যাপ্টাকৃমি ও গোলকৃমি।
(4) মেরুদন্ডী ও অমেরুদন্ডী প্রাণী।
(5) একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদ।
(6) লাল পিঁপড়ে ও কালো পিঁপড়ে।
(7) অ্যানোফিলিস ও ইডিস মশা।
📌আরও দেখুনঃ
📌ষষ্ঠ শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌ষষ্ঠ শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌ষষ্ঠ শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
