Class 6 Poribesh O Biggan 3rd Unit Test Question Paper Set-3 wbbse | ষষ্ঠ শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩

THIRD SUMMATIVE EVALUATION
CLASS 6 (VI) WBBSE‌
PORIBESH O BIGYAN QUESTION

Class 6 Poribesh O Biggan 3rd Unit Test Question Paper Set-3 wbbse | ষষ্ঠ শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩

📌ষষ্ঠ শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

বিঃ দ্রঃ নিম্নে প্রদত্ত ষষ্ঠ শ্রেণির ভূগোল প্রশ্নপত্রটি বিভিন্ন বিদ্যালয় থেকে সংগ্রহ করা প্রশ্নপত্র। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রদত্ত সিলেবাস ও নম্বর বিভাজন অনুযায়ী প্রশ্ন নাও মিলতে পারে।

Set-3

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
ষষ্ঠ শ্রেণি
বিষয় : পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান : ৭০                      সময় : ২.৩০ মিনিট

1. সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×12=12

(a) সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়—

(ক) সমুদ্রে (খ) মাটিতে (গ) উদ্ভিদ দেহে (ঘ) প্রাণীদেহে

উত্তরঃ (গ) উদ্ভিদ দেহে

(b) π একটি সংখ্যা, এর মান হলো—

(ক) 1.14 (খ) 2.24 (গ) 4.10 (ঘ) 3.14

উত্তরঃ (ঘ) 3.14

(c) রেডিও-র নব হলো—

(ক) কপিকল (খ) লিভার (গ) চক্র ও অক্ষদন্ড (ঘ) গিয়ার

উত্তরঃ (গ) চক্র ও অক্ষদন্ড

(d) পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটি হল—

(ক) অ্যামোনিয়া
(খ) হাইড্রোজেন সালফাইড
(গ) সালফার ডাই অক্সাইড
(ঘ) নাইট্রোজেন ডাই অক্সাইড

উত্তরঃ (খ) হাইড্রোজেন সালফাইড

(e) হিলিয়াম হল—

(ক) মিশ্র পদার্থ (খ) যৌগিক পদার্থ
(গ) মৌলিক পদার্থ (ঘ) দ্রবণ

উত্তরঃ (গ) মৌলিক পদার্থ

(f) কোনটি নবীকরণযোগ্য শক্তির উৎস নয়—

(ক) কয়লা (খ) বায়ু শক্তি
(গ) জোয়ার ভাটা শক্তি (ঘ) জৈব গ্যাস শক্তি

উত্তরঃ (ক) কয়লা

(g) কাঁচি হল—

(ক) তৃতীয় শ্রেণীর লিভার
(খ) দ্বিতীয় শ্রেণীর লিভার
(গ) প্রথম শ্রেণীর লিভার
(ঘ) চতুর্থ শ্রেণীর লিভার

উত্তরঃ (গ) প্রথম শ্রেণীর লিভার

(h) চিনির শরবতে দ্রাবক কোনটি ?

(ক) চিনি  (খ) নুন  (গ) জল  (ঘ) দুধ

উত্তরঃ (গ) জল

(i) প্রোটোজোয়া নয় কোনটি ?

(ক) এন্টিমিবা (খ) ল্যাকটোব্যাসিলাস
(গ) প্লাসমোডিয়াম (ঘ) প্যারামেসিয়াম

উত্তরঃ (খ) ল্যাকটোব্যাসিলাস

(j) ফসফিন এর সংকেত হল—

(ক) NH₃ (খ) PH₃ (গ) CH₄ (ঘ) PF₃

উত্তরঃ (খ) PH₃

(k) ভ্রুণ অবস্থায় কাদের নেটোকোর্ড দেখা যায়—

(ক) তারা মাছের (খ) কেঁচোদের
(গ) পাখিদের (ঘ) উভচরদের

উত্তরঃ (গ) পাখিদের

(l) দাদ একটি—

(ক) ভাইরাস (খ) ব্যাকটেরিয়া
(গ) ছত্রাক ঘটিত রোগ (ঘ) প্রোটোজোয়া

উত্তরঃ (গ) ছত্রাক ঘটিত রোগ

2. সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যেকোনো নয়টি : 1×9=9

(a) কুঁয়ো থেকে জল তোলার সময় কোন যন্ত্র ব্যবহৃত হয় ?

উত্তরঃ কুঁয়ো থেকে জল তোলার সময় কপিকল ব্যবহার করা হয়।

(b) গড় সৌর দিনকে _________ দিয়ে ভাগ করলে পাওয়া যায় ১ ঘন্টা।

উত্তরঃ গড় সৌর দিনকে ২৪ দিয়ে ভাগ করলে পাওয়া যায় ১ ঘন্টা।

(c) ম্যাগনেসিয়াম ধাতুকে জ্বালানোর পর উৎপন্ন সাদা গুঁড়ো পদার্থটির নাম লেখ।

উত্তরঃ ম্যাগনেসিয়াম ধাতুকে জ্বালানোর পর উৎপন্ন সাদা গুঁড়ো পদার্থটির নাম ম্যাগনেসিয়াম অক্সাইড।

(d) দৌড় প্রতিযোগিতায় সময় পরিমাপের জন্য কী ব্যবহার করা হয় ?

উত্তরঃ দৌড় প্রতিযোগিতায় সময় পরিমাপের জন্য স্টপওয়াচ ব্যবহার করা হয়।

(e) প্রথম শ্রেণি লিভারে আলম্ববিন্দু কোথায় থাকে ?

উত্তরঃ প্রথম শ্রেণি লিভারে আলম্ববিন্দু মাঝখানে থাকে।

(f) কোন এককের সাহায্যে একটি সরু তারের ব্যাস মাপা যায় ?

উত্তরঃ সরু তারের ব্যাস মাপা হয় স্ক্রু-গজ দিয়ে।

(g) যন্ত্রের কোন অংশে ঘর্ষণ বেশি হয় ?

উত্তরঃ যন্ত্রের চলন্ত অংশে ঘর্ষণ বেশি হয়।

(h) জল অপেক্ষা হালকা একটি ধাতুর নাম লেখ।

উত্তরঃ জল অপেক্ষা হালকা ধাতু হল সোডিয়াম।

(i) লোহার গুঁড়ো ও বালির মিশ্রণকে কীভাবে আলাদা করবে ?

উত্তরঃ লোহার গুঁড়ো ও বালির মিশ্রণ চুম্বক দ্বারা আলাদা করা যায়।

(j) ঘড়ির মিনিটের কাঁটা একবার পুরোপুরি ঘুরে আসতে কত সময় নেয় ?

উত্তরঃ ঘড়ির মিনিটের কাঁটা একবার পুরোপুরি ঘুরতে ৬০ মিনিট সময় নেয়।

(k) স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা আসলে __________।

উত্তরঃ স্ক্রু এর গায়ে ধাতব প্যাঁচ আসলে ঢালু তল।

3. একটি বা দুটি বাক্যে উত্তর দাও (যে কোন ৭টি) : 2×7=14

(a) যদি একটি বস্তুর ভর 25 কেজি এবং আয়তন 200 ঘন সেমি, তবে SI তে বস্তুর ঘনত্ব নির্ণয় করো।

(b) যন্ত্রের ক্ষয়ের হাত থেকে রক্ষা করতে কী কী উপায়ে পরিচর্যা করবে ?

উত্তরঃ যন্ত্রের ক্ষয় রোধের উপায় হলো—

(i) নিয়মিত পরিষ্কার করা।

(ii) তেল বা গ্রীস লাগানো।

(iii) শুষ্ক স্থানে রাখা।

(iv) সঠিকভাবে ব্যবহার করা।

(c) লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্রটি লেখ।

উত্তরঃ খাদ্যশৃঙ্খলের প্রতিটি ধাপে কেবলমাত্র প্রায় ১০% শক্তি পরবর্তী ধাপে সঞ্চারিত হয়, বাকিটা তাপ বা বিপাকে নষ্ট হয়।

(d) কীভাবে পাললিক শিলার সৃষ্টি হয় ?

উত্তরঃ বায়ু, জল বা হিমবাহের দ্বারা শিলা ক্ষয়িত হয়ে বালি, কাদা ইত্যাদি কণারূপে জমে। পরে এই স্তরগুলি চাপ ও তাপের প্রভাবে কঠিন হয়ে পাললিক শিলা তৈরি করে।

(e) 4R বর্জ্য পদার্থ বলতে কী বোঝো ?

উত্তরঃ 4R মানে — Reduce (হ্রাস), Reuse (পুনর্ব্যবহার), Recycle (পুনঃপ্রক্রিয়াজাত), Recover (পুনরুদ্ধার)।
বর্জ্য ব্যবস্থাপনায় এই নীতিগুলো মানা হয়।

(f) কেলাসন পদ্ধতিটির উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও।

উত্তরঃ পাথর খোদাই করে ভেতরে কক্ষ তৈরি করা হয়— এটাই কেলাসন পদ্ধতি।
উদাহরণ: এলোরার কৈলাস মন্দির (মহারাষ্ট্র)।

(g) শক্তি রূপান্তর গুলি লেখো। মোমবাতি জ্বালানো, মাইক্রোফোন ব্যবহার করা হলো।

উত্তরঃ শক্তি রূপান্তর—

মোমবাতি জ্বালানোতে রাসায়নিক শক্তি → আলো ও তাপ শক্তি।

মাইক্রোফোন ব্যবহার করলে শব্দ শক্তি → বৈদ্যুতিক শক্তি।

(h) নততলের কয়েকটি ব্যবহার লেখো।

উত্তরঃ নততলের ব্যবহার

(i) ভারী বোঝা সহজে তোলার জন্য।

(ii) উঁচু পাহাড় বা রাস্তায় ওঠা সহজ করতে আঁকাবাঁকা রাস্তা।

(iii) স্ক্রু, কীলক ইত্যাদির কার্যপ্রণালীতে।

জীবন বিজ্ঞান : পূর্ণমান 35

1. সঠিক উত্তর নির্বাচন করো : যেকোনো আটটি : 1×8=8

(a) নিম্নলিখিত কোন বর্জ্যের পুনর্ব্যবহার করা সম্ভব ?

(ক) সবজির খোসা (খ) পেনের রিফিল
(গ) প্লাস্টিকের ব্যাগ (ঘ) কোনোটিই নয়।

উত্তরঃ (ক) সবজির খোসা।

(b) বাঘ শিকার করে—
(ক) সূর্যোদয়ে
(খ) সূর্যাস্তে
(গ) গোধূলি বেলায়
(ঘ) সূর্যাস্ত ও গোধূলির মধ্যকার সময়ে

উত্তরঃ (ঘ) সূর্যাস্ত ও গোধূলির মধ্যকার সময়ে

(c) জোঁক হল একপ্রকার—

(ক) মোলাস্কা (খ) অ্যানিলিডা
(গ) আর্থোপোডা (ঘ) প্রোটোজোয়া

উত্তরঃ (খ) অ্যানিলিডা

(d) বিষধর সাপের বিষ আঘাত করে—

(ক) স্নায়ুতন্ত্রে (খ) রক্ত সংবহন তন্ত্রে
(গ) রেচনতন্ত্রে (ঘ) ক ও খ দুটোই।

উত্তরঃ (ঘ) ক ও খ দুটোই

(e) সুস্থ পরিবেশের জন্য কখনোই ব্যবহার করা উচিত নয়—

(ক) পুরনো লোহা (খ) প্লাস্টিক
(গ) ফলের খোসা (ঘ) মাছের আঁশ।

উত্তরঃ (খ) প্লাস্টিক

(f) বাংলার কীটপতঙ্গ বইটি কার লেখা—
(ক) গোপাল চন্দ্র ভট্টাচার্য
(খ) সেলিম আলী
(গ) রতন লাল ব্রহ্মচারী
(ঘ) সত্যেন্দ্রনাথ বসু

উত্তরঃ (ক) গোপাল চন্দ্র ভট্টাচার্য

(g) সবচেয়ে বুদ্ধিমান পিঁপড়ে হলো—

(ক) লাল পিঁপড়ে (খ) কালো পিঁপড়ে
(গ) চাষি পিঁপড়ে (ঘ) উড়ন্ত পিঁপড়ে

উত্তরঃ (গ) চাষি পিঁপড়ে

(h) Panthera tigris কার বিজ্ঞানসম্মত নাম ?

(ক) বাঘ (খ) হাতি (গ) সিংহ (ঘ) হরিণ

উত্তরঃ (ক) বাঘ

(i) চুন জাতীয় পদার্থ দিয়ে খোলক গঠন করে—

(ক) মোলাস্কা (খ) অ্যানিলিডা
(গ) আর্থোপোডা (ঘ) প্রোটোজোয়া

উত্তরঃ (ক) মোলাস্কা

(j) গ্যাসীয় বর্জ্য হল—

(ক) ছাই (খ) মিথেন গ্যাস (গ) শিশি (ঘ) প্লাস্টিক

উত্তরঃ (খ) মিথেন গ্যাস

2. বামদিক ও ডান দিক মিল করো : 1×2=2

বামদিক ডানদিক
(A) একাইনো ডার্মাটা (i) অ্যানিলিডা
(B) ইউগ্লিনা (ii) তারা মাছ
(iii) প্রোটিস্টা

উত্তরঃ

বামদিক ডানদিক
(A) একাইনো ডার্মাটা (ii) তারা মাছ
(B) ইউগ্লিনা (iii) প্রোটিস্টা

3. যেকোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও : 1×6=6

(i) হামব্যাক তিমিরা কীভাবে নিজেদের মধ্যে যোগাযোগ করে ?

উত্তরঃ তারা গান বা বিশেষ ধরনের শব্দ তরঙ্গ ব্যবহার করে যোগাযোগ করে।

(ii) ঠিক বা ভুল লেখো : পাইন একটি ব্যক্তবীজী উদ্ভিদ।

উত্তরঃ ঠিক।

(iii) একটি টেরিডোফাইটার উদাহরণ দাও।

উত্তরঃ ফার্ন।

(iv) দুটি পরিযায়ী পাখির নাম লেখ।

উত্তরঃ বুনো হাঁস, খঞ্জনা, কাজল পাখি।

(v) ব্লাবার কী ?

উত্তরঃ সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর শরীরে জমা থাকা পুরু চর্বির স্তরকে ব্লাবার বলে।

(vi) খাদ্য শৃঙ্খলের একটি উদাহরণ দাও ?

উত্তরঃ ঘাস → পোকা → ব্যাঙ → সাপ → ঈগল।

(vii) আমি ঠিক পুরোপুরি জীব নই, জীব ও জড়ের মাঝামাঝি অবস্থা- আমি কে ?

উত্তরঃ ভাইরাস।

(viii) বেমানান শব্দটি লেখো : স্পঞ্জ, অ্যামিবা, জেলিফিশ, ইস্ট

উত্তরঃ অ্যামিবা (কারণ এটি এককোষী প্রোটোজোয়া, বাকি গুলো বহুকোষী বা ছত্রাক)।

4. যে কোন 8টি প্রশ্নের উত্তর দাও : 2×8=16

(i) তারামাছ মাছ নয় কেন ?

উত্তরঃ তারামাছের কশেরুকা, ফুলকা, আঁশ, পাখনা নেই এবং এটি অমেরুদণ্ডী প্রাণী, তাই এটি প্রকৃত মাছ নয়।

(ii) জৈব অভঙ্গুর বস্তু ব্যবহার করার দুটি কুফল লেখো।

উত্তরঃ (১) পরিবেশ দূষণ বৃদ্ধি পায়, (২) মাটির উর্বরতা কমে যায়।

(iii) বৃক্ষজাতীয় উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। উদাহরণ দাও।

উত্তরঃ (১) এদের শক্ত কাণ্ড থাকে, (২) আয়ুষ্কাল অনেক দীর্ঘ। উদাহরণঃ আম, বট।

(iv) মানুষের সঙ্গে হাতির সংঘাত হলো কীভাবে ?

উত্তরঃ বনভূমি ধ্বংস ও কৃষিজমিতে প্রবেশ করার ফলে হাতি ও মানুষের মধ্যে সংঘাত হয়।

(v) বাঘ কীভাবে শিকার করে ?

উত্তরঃ বাঘ লুকিয়ে অপেক্ষা করে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে এবং শিকারকে ধরে ফেলে।

(vi) ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের দুটি পার্থক্য লেখো।

উত্তরঃ
(১) ব্যক্তবীজীর বীজে বীজ খোলা থাকে, গুপ্তবীজীর বীজ ঢাকা থাকে।

(২) ব্যক্তবীজী উদ্ভিদে ফল হয় না, গুপ্তবীজী উদ্ভিদে ফল হয়।

(vii) জেন গুডাল শিম্পাঞ্জির আচরণের কীরূপ পরিচয় দিয়েছেন ?

উত্তরঃ তিনি শিম্পাঞ্জির সামাজিকতা, সরঞ্জাম ব্যবহার, ও পারস্পরিক সম্পর্কের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন।

(viii) মসকে উদ্ভিদজগতের উভচর বলে কেন ?

উত্তরঃ কারণ মস জলে প্রজনন করে কিন্তু স্থলভূমিতে জন্মে ও বৃদ্ধি পায়।

(ix) বর্জ্য কী ? হাসপাতাল ও কৃষি ক্ষেত্রের চারটি বর্জ্য পদার্থের নাম লেখ।

উত্তরঃ ব্যবহারের অযোগ্য পদার্থকে বর্জ্য বলে।

হাসপাতালের বর্জ্যঃ সিরিঞ্জ, ব্যান্ডেজ, ওষুধের শিশি, গ্লাভস।

কৃষিক্ষেত্রের বর্জ্যঃ কীটনাশক, সার, আগাছা, খড়কুটো।

(x) ট্যাপেটাম লুসিডাম কী ? মূত্রে উপস্থিত কোন উপাদানের সাহায্যে বাঘ নিজের এলাকা চিহ্নিত করে ?

উত্তরঃ ট্যাপেটাম লুসিডাম হলো চোখের একটি প্রতিফলক স্তর, যা কম আলোতেও দেখায় সাহায্য করে।
বাঘ মূত্রে উপস্থিত অ্যামোনিয়া দ্বারা এলাকা চিহ্নিত করে।

5. নিচের প্রশ্নের উত্তর দাও (যেকোনো একটি) : 3×1=3

(i) জীব বৈচিত্র্য কাকে বলে ? জীব বৈচিত্রের দুটি গুরুত্ব লেখ।

উত্তরঃ জীব বৈচিত্র্য বলতে পৃথিবীতে বিদ্যমান সব জীবজগতের (উদ্ভিদ, প্রাণী, অণুজীব) প্রকারভেদ ও বৈচিত্র্যকে বোঝায়।

গুরুত্বঃ (১) পরিবেশের ভারসাম্য রক্ষা করে। (২) মানুষ খাদ্য, ঔষধ ও শিল্পজাত কাঁচামাল পায়।

(ii) এনোফিলিস, কিউলেক্স, এডিস মশার তিনটি পার্থক্য লেখো।

উত্তরঃ

(১) শরীরের ভঙ্গি – এনোফিলিস বিশ্রামে শরীর কোণাকুণি রাখে, কিউলেক্স ও এডিস শরীর সমান্তরাল রাখে।

(২) ডানায় দাগ – এনোফিলিস মশার ডানায় দাগ থাকে, কিউলেক্স ও এডিস মশার ডানায় দাগ থাকে না।

(৩) রোগবাহকতা – এনোফিলিস ম্যালেরিয়া ছড়ায়, কিউলেক্স ফাইলেরিয়াসিস ছড়ায়, এডিস ডেঙ্গু ও চিকুনগুনিয়া ছড়ায়।

📌আরও দেখুনঃ

📌ষষ্ঠ শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌ষষ্ঠ শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌ষষ্ঠ শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:8 mins read