THIRD SUMMATIVE EVALUATION
CLASS 6 (VI) WBBSE
HISTORY QUESTION PAPER
Class 6 History 3rd Unit Test Question Paper Set-3 | ষষ্ঠ শ্রেণি ইতিহাস তৃতীয় ইউনিট প্রশ্নপত্র সেট-৩
📌ষষ্ঠ শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
বিঃ দ্রঃ নিম্নে প্রদত্ত ষষ্ঠ শ্রেণির ইতিহাস প্রশ্নপত্রটি বিভিন্ন বিদ্যালয় থেকে সংগ্রহ করা প্রশ্নপত্র। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রদত্ত সিলেবাস ও নম্বর বিভাজন অনুযায়ী প্রশ্ন নাও মিলতে পারে।
Set-3
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
ষষ্ঠ শ্রেণি
বিষয় : ইতিহাস
পূর্ণমান : ৭০ সময় : ২.৩০ মিনিট
বাহাদুরপুর হাই স্কুল (উঃমাঃ)
3rd Summative Evaluation 2024
বিষয় : ইতিহাস
শ্রেনি : ষষ্ঠ
পূর্ণমান : ৭০ সময় : ২ ঘণ্টা ৩০ মিনিট
১। নীচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও (দশটি) : ১x১০= ১০
(ক) ‘অর্থশাস্ত্র’ কে রচনা করেন ?
উত্তরঃ কৌটিল্য।
(খ) অমাত্য কাদের বলা হয় ?
উত্তরঃ রাজকর্মচারী / মন্ত্রীগণ।
(গ) শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন ?
উত্তরঃ হর্ষবর্ধন।
(ঘ) নাগানন্দ বইটি কার লেখা ?
উত্তরঃ হর্ষবর্ধন।
(ঙ) কিউনিফর্ম কী ?
উত্তরঃ প্রাচীন মেসোপটেমিয়ার লিপি।
(চ) কাদের ফ্যারাও বলা হত ?
উত্তরঃ মিশরের রাজাদের।
(ছ) কয়েকটি মহাবিহারের নাম লেখ ?
উত্তরঃ নালন্দা, বিক্রমশীলা, ওদন্তপুরী।
(জ) নাগার্জুন কে ছিলেন ?
উত্তরঃ বৌদ্ধ দার্শনিক।
(ঝ) কোন দেশ প্রথম ছাপার কৌশল আবিষ্কার করেছিল ?
উত্তরঃ চীন।
(ঞ) জনপদ বলতে কী বোঝ ?
উত্তরঃ কৃষিভিত্তিক গ্রামাঞ্চল।
(ট) দ্বিতীয় নগরায়ন কাকে বলে ?
উত্তরঃ গুপ্ত যুগের পরবর্তী নগরায়ন।
(ঠ) অগ্রহার ব্যবস্থা কী ?
উত্তরঃ ধর্মীয় উদ্দেশ্যে জমিদান ব্যবস্থা।
২। সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো (দশটি) : ১x১০=১০
(ক) মৌর্য আমলে অর্থনীতি মূলত উপরে নির্ভর করত (শিল্পের / কৃষির / ব্যবসা বানিজ্যর)।
উত্তরঃ কৃষির।
(খ) দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন (রবিকীর্তি / হর্ষবর্ধন / চন্দ্রগুপ্ত)।
উত্তরঃ রবিকীর্তি।
(গ) জনপদ হল (কৃষিভিত্তিক/ শিল্পভিত্তিক / শ্রমিক ভিত্তিক) গ্রামীন এলাকা।
উত্তরঃ কৃষিভিত্তিক।
(ঘ) গুপ্ত ও গুপ্ত পরবর্তীকালে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে বলা (সামন্ত / বেগার/ অগ্রহার) ব্যবস্থা।
উত্তরঃ অগ্রহার।
(ঙ) কুষানদের শ্রেষ্ঠ রাজা ছিলেন (কনিষ্ক / বিন / কদফিসিস)।
উত্তরঃ কনিষ্ক।
(চ) ইন্দো-গ্রিক বলা হত (শকদের / ব্যাকট্রিয়ার / কুষানদের)।
উত্তরঃ ব্যাকট্রিয়ার।
(ছ) গন্ধার মহাজনপদের রাজধানী ছিল (তক্ষশিলা / চিন / মগধ)।
উত্তরঃ তক্ষশিলা।
(জ) হেরোডোটাসের মতে ইন্দুস ছিল (প্রদেশ / দেশ / জেলা)।
উত্তরঃ দেশ।
(ঝ) অমর সিংহ দ্বারা সংকলিত বিখ্যাত অভিধানটি হলো (অমরকোষ / রত্নাবলী / মুদ্রারাক্ষস)।
উত্তরঃ অমরকোষ।
(ঞ) (আলেকজান্ডার / মিনান্দার / গণ্ডোফারনেস) এর আমলে সেন্ট থমাস খ্রিস্টধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন।
উত্তরঃ গণ্ডোফারনেস।
(ট) কৃষিতে (ধান / গম / আখ)-ই ছিল প্রধান ফসল।
উত্তরঃ ধান।
৩। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখোঃ ১x৫=৫
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
| (1) গান্ধার শিল্পরীতি | (a) গুহাচিত্র |
| (2) মনিমেখলাই | (b) নাগার্জুন |
| (3) অজন্তা | (c) রথের মতো মন্দির |
| (4) মহাবলীপুরম | (d) কুষান যুগ |
| (5) গণিতবিদ | (e) তামিল মহাকাব্য |
উত্তরঃ
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
| (1) গান্ধার শিল্পরীতি | (d) কুষান যুগ |
| (2) মনিমেখলাই | (e) তামিল মহাকাব্য |
| (3) অজন্তা | (a) গুহাচিত্র |
| (4) মহাবলীপুরম | (c) রথের মতো মন্দির |
| (5) গণিতবিদ | (b) নাগার্জুন |
৪। নীচের বাক্য গুলির কোনটি ঠিক কোনটি ভুল লেখোঃ ১x৫=৫
(ক) বানভট্ট ছিলেন একজন চিকিৎসক।
উত্তরঃ ভুল (তিনি ছিলেন সাহিত্যিক)।
(খ) কুষানরা এদেশেরই মানুষ ছিলেন।
উত্তরঃ ভুল (তারা বিদেশি)।
(গ) প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ চালু করেন।
উত্তরঃ ঠিক
(ঘ) নালন্দা মহাবিহারে কেবল ব্রাহ্মণ ছাত্ররাই পড়তে পারত।
উত্তরঃ ভুল।
(ঙ) কুষান আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল।
উত্তরঃ ঠিক।
৫। বেমানান শব্দটি খুঁজে বের করো : ১x৫=৫
(ক) নালন্দা, তক্ষশিলা, বলভী, পাটলিপুত্র।
উত্তরঃ পাটলিপুত্র (বাকি তিনটি মহাবিহার)।
(খ) রত্নাবলী, মৃচ্ছকটিকম, অর্থশাস্ত্র, অভিজ্ঞান শকুন্তলা।
উত্তরঃ অর্থশাস্ত্র (অন্যগুলো সাহিত্যকর্ম, এটি অর্থনীতি বিষয়ক গ্রন্থ)
(গ) আলেকজান্ডার, সেলুকাস, কনিষ্ক, মিনান্দার।
উত্তরঃ কনিষ্ক (তিনি কুষান রাজা, বাকিরা গ্রিক শাসক)।
(ঘ) কুমারজীব, বুদ্ধযশ, পরমর্থ, সুয়ানজাং।
উত্তরঃ বুদ্ধযশ (অন্যরা বিদেশি ভিক্ষু)।
(ঙ) ভূগুগুচ্ছ, কল্যান, সোপারা, তাম্রলিপ্ত।
উত্তরঃ ভূগুগুচ্ছ (বাকিগুলি প্রাচীন বন্দর)।
৬। টীকা লেখোঃ (তিনটি) : ৩×৫=১৫
(ক) নালন্দা মহাবিহার (খ) কুমার জীব
(গ) অশোকের ধর্ম (ঘ) জীবক।
৭। নীচের যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাওঃ (চারটি) : ৪x৫=২০
(ক) প্রাচীন ভারতের জলসেচ ব্যবস্থা কেমন ছিল ?
(খ) মৌর্য সম্রাট গুপ্তচর কেন নিয়োগ করতেন ?
(গ) মৌর্য আমলের শিল্পচর্চা সম্পর্কে যা জান লেখো ?
(ঘ) গুপ্ত যুগের বিজ্ঞানচর্চা সম্পর্কে আলোচনা করো।
(ঙ) ষোড়শ মহাজনপদের ‘আমলে কৃষিকাজ কেমন ছিল ?
📌আরও দেখুনঃ
📌ষষ্ঠ শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌ষষ্ঠ শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌ষষ্ঠ শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
