Class 6 History 3rd Unit Test Question Paper Set-2 wbbse | ষষ্ঠ শ্রেণি ইতিহাস তৃতীয় ইউনিট প্রশ্নপত্র সেট-২

THIRD SUMMATIVE EVALUATION
CLASS 6 (VI) WBBSE
HISTORY QUESTION PAPER

Class 6 History 3rd Unit Test Question Paper Set-2 wbbse | ষষ্ঠ শ্রেণি ইতিহাস তৃতীয় ইউনিট প্রশ্নপত্র সেট-২

📌ষষ্ঠ শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

বিঃ দ্রঃ নিম্নে প্রদত্ত ষষ্ঠ শ্রেণির ইতিহাস প্রশ্নপত্রটি হাজার নোটস ডট কম এর নিজস্ব প্রশ্নপত্র নয়। বিভিন্ন বিদ্যালয় থেকে সংগ্রহ করা প্রশ্নপত্র। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রদত্ত সিলেবাস ও নম্বর বিভাজন অনুযায়ী প্রশ্ন না মিললে ওয়েবসাইট কর্তৃপক্ষ দায়ী নয়।

Set-1

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
ষষ্ঠ শ্রেণি
বিষয় : ইতিহাস
পূর্ণমান : ৭০                       সময় : ২.৩০ মিনিট

১। সঠিক উত্তরটি নির্বাচন করো : ১x১৪=১৪

(ক) ঋক বৈদিক যুগের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হল- (বিদথ / সভা / সমিতি / মেগালিথ)।

(খ) আদি বৈদিক যুগের প্রধান শস্য ছিল – (ধান / গম / যব / ভুট্টা)।

(গ) বৈদিক যুগে (11 / 12 / 14 / 15) বছর বয়সে ছাত্ররা স্নাতক হত।

(ঘ) বাজিজদের রাজধানী ছিল- ( পাবা / কুশিনগর / বৈশাখী / শ্রাবন্তী)।

(ঙ) তৃতীয় বৌদ্ধ সংগীতি হয়েছিল –
(অজাতশুত্রুর / অশোকের / কাকবর্ণের / কনিষ্কের) রাজত্বকালে।

(চ) মৌর্য সাম্রাজ্যের উত্তর অংশে প্রচলিত ছিল (সংস্কৃত / পালি / প্রাকৃত / মাগধী) ভাষা।

(ছ) হুন আক্রমন প্রতিহত করেছিলেন—
(দ্বিতীয় চন্দ্রগুপ্ত / সমুদ্রগুপ্ত / স্কন্দগুপ্ত / হর্ষবর্ধন)।

(জ) মসলিন বিখ্যাত ছিল— (বারানসীর / মথুরার / বাংলার / পাটনার)।

(ঝ) ফাসিয়ান এসেছিলেন – (প্রথম চন্দ্রগুপ্ত / দ্বিতীয় চন্দ্রগুপ্ত / হর্ষবর্ধনের / অশোকের) সময়ে৷

(ঞ) মহাভাষ্য রচনা করেন— (ভাস / পতঞ্জলি / পানিনি / শূদ্রক)।

(ট) বৌদ্ধ পন্ডিত নাগার্জুন ছিলেন একজন-
(জ্যোতির্বিজ্ঞান / গনিতবিদ / সাহিত্যিক / চিকিৎসাবিদ)।

(ঠ) মথুরা শিল্পরীতিতে (লাল / সাদা / হলুদ / ধূসর) চুনাপাথর বেশি ব্যবহার করা হত।

(ড) হখামনীষীয় শাসকদের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন- (প্রথম দরায়বৌষ / দ্বিতীয় দরায়বৌষ / তৃতীয় দরায়বৌষ / কুরুষ)।

(ঢ) স্কাইথীয়রা ভারতীয় উপমহাদেশে (সাতবাহন / শক / কুষান / পহ্লব) নামে পরিচিত।

২। শূন্যস্থান পূরণ করো : ১x১০=১০

(ক) সাম্রাজ্য শাসন করেন যিনি, তাঁকে _________ বলে।

(খ) ‘দেবানাংপ্রিয় পিয়াদর্শী’ উপাধি ধারন করেছিলেন __________।

(গ) মৌর্য শাসন ব্যবস্থায় জেলার প্রধানকে __________ বলা হত।

(ঘ) হর্ষবর্ধন _________ খ্রিষ্টাব্দে সিংহাসনে বসেন।

(ঙ) মৌর্য আমলে অর্থনীতি মূলত _________ ওপরেই নির্ভর করত।

(চ) কেরালায় ___________ ফলন ছিল বিখ্যাত।

(ছ) ________ যুদ্ধের পর সম্রাট আশোক আর যুদ্ধ করেননি।

(জ) _________ খ্রিষ্টাব্দে ফাসিয়ান ভারতে পৌঁছান।

(ঝ) হেরোডোটাসের মতে, ইন্দুস ছিল পারসিক সাম্রাজ্যের একটি __________ ।

(ঞ) সেন্ট থমাস খ্রিষ্টধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন __________ আমলে।

৩। নিম্নলিখিত প্রশ্নগুলির এককথায় উত্তর দাওঃ ১×১৪=১৪

(ক) কৌটিল্যের লেখা বইটির নাম কী ?

(খ) মেগাস্থিনিসের লেখা বইটির নাম কী ?

(গ) রাজা মাগধে কে ছিলেন ?

(ঘ) হাতিগুম্ফা শিলালেখ থেকে কার বিষয়ে জানা যায় ?

(ঙ) উত্তর ভারত বা আর্যাবর্তের ন-জন শাসককে কে হারিয়ে দেন ?

(চ) মগধ জয় করে কে ‘মগধরাজ’ উপাধি নিয়েছিলেন ?

(ছ) মৌর্য আমলে অর্থনীতি মূলত কীসের ওপর নির্ভর করত ?

(জ) ‘গাথা সপ্তশতী’ গ্রন্থটি কার লেখা ?

(ঝ) গুপ্ত রাজাদের চালু করা সোনার মুদ্রাকে কী বলা হত ?

(ঞ) অষ্টাধ্যায়ী গ্রন্থটি কার লেখা ?

(ট) মহাভারতের আদি নাম কী ছিল ?

(ঠ) মৃচ্ছকটিকম গ্রন্থটি কার লেখা ?

(ড) বিশাখদত্তের লেখা থেকে জানা যায় ইন্দুস বা ইন্ডিয়া ছিল পারসিক সাম্রাজ্যের একটি প্রদেশ বা স্যাট্রাপি। এই নিম্ন সিন্ধু অঞ্চল প্রদেশ কে জয় করেন ?

(ঢ) মিশরের রাজাদের কীবলা হত ?

৪। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (যে কোন ছটি) : ২×৬=১২

(ক) তামিল সাহিত্যে দুটি মহাকাব্যের নাম কী ?

(খ) অগ্রহার ব্যবস্থা কাকে বলে ?

(গ) জৈন ধর্মে শেষ দুই তীর্থঙ্করের নাম কী ?

(ঘ) স্ত্রীধন কী ?

(ঙ) মৌর্যরা কেন গুপ্তচর নিয়োগ করত ?

(চ) ‘ধর্মচক্র প্রবর্তন’ কী ?

(ছ) ‘মজঝিম প্রথা’ কী ?

৫। নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ (যে কোন চারটি) : ৫×৪=২০

(ক) শাসক হিসাবে হর্ষবর্ধনের কৃতিত্ব কী ছিল ?

(খ) বৌদ্ধ ও জৈনধর্মের তুলনামূলক আলোচনা করো।

(গ) প্রাচীন ভারতীয় উপমহাদেশে জলসেচ ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো

(ঘ) অশোকের ‘ধম্ম’ সম্পর্কে যা জানো লেখো।

(ঙ) গুপ্ত আমলে শিল্পচর্চার বিবরণ দাও।

(চ) বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থান সম্পর্কে লেখো।

📌আরও দেখুনঃ

📌ষষ্ঠ শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌ষষ্ঠ শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌ষষ্ঠ শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:4 mins read