Class 6 Geography 3rd Unit Test Question Paper Set-4 wbbse | ষষ্ঠ শ্রেণি ভূগোল তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪

THIRD SUMMATIVE EVALUATION
CLASS 6 (VI) WBBSE
GEOGRAPHY QUESTION PAPER

Class 6 Geography 3rd Unit Test Question Paper Set-4 wbbse | ষষ্ঠ শ্রেণি ভূগোল তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪

📌ষষ্ঠ শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

বিঃ দ্রঃ নিম্নে প্রদত্ত ষষ্ঠ শ্রেণির ভূগোল প্রশ্নপত্রটি বিভিন্ন বিদ্যালয় থেকে সংগ্রহ করা প্রশ্নপত্র। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রদত্ত সিলেবাস ও নম্বর বিভাজন অনুযায়ী প্রশ্ন নাও মিলতে পারে।

Set-4

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
ষষ্ঠ শ্রেণি
বিষয় : ভূগোল
পূর্ণমান : ৭০                        সময় : ২.৩০ মিনিট

১। সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো : 1×18=18

১.১ নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত–

(ক) কর্কটক্রান্তি রেখা, (খ) মকরক্রান্তি রেখা,
(গ) সুমেরুবৃত্ত রেখা, (ঘ) কুমেরুবৃত্ত রেখা।

উত্তরঃ (খ) মকরক্রান্তি রেখা

১.২ ০° দ্রাঘিমারেখার অপর নাম–

(ক) আন্তর্জাতিক তারিখরেখা, (খ) নিরক্ষরেখা,
(গ) মূলমধ্যরেখা, (ঘ) অক্ষরেখা।

উত্তরঃ (গ) মূলমধ্যরেখা

১.৩ পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি–

(ক) নিরক্ষরেখায়, (খ) সুমেরু বিন্দুতে,
(গ) কুমেরুবৃত্ত রেখায়, (ঘ) কর্কটক্রান্তি রেখায়।

উত্তরঃ (ক) নিরক্ষরেখায়

১.৪ সূর্যাস্তের ঠিক পূর্বের সময়কে বলা হয়–

(ক) উষা, (খ) গোধুলি, (গ) রাত্রি, (ঘ) প্রভাত।

উত্তরঃ (খ) গোধুলি

১.৫ চরমভাবাপন্ন জলবায়ু দেখা যায়–

(ক) মুম্বাই, (খ) কলকাতা, (গ) দিল্লি শহরে, (ঘ) চেন্নাই।

উত্তরঃ (গ) দিল্লি শহরে

১.৬ পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয়, তাকে বলে–

(ক) সমোয়ুরেখা, (খ) সমোষ্ণরেখা,
(গ) সমচাপরেখা, (ঘ) সমবৃষ্টিরেখা।

উত্তরঃ (খ) সমোষ্ণরেখা

১.৭ যানবাহন দ্বারা যে বিষাক্ত গ্যাস বায়ুতে মেশে, তা হল–

(ক) অক্সিজেন, (খ) CFC,
(গ) কার্বন মনোক্সাইড, (ঘ) নাইট্রোজেন।

উত্তরঃ (গ) কার্বন মনোক্সাইড

১.৮ Earth Hour প্রথম পালিত হয়–

(ক) নিউজিল্যান্ডে, (খ) অস্ট্রেলিয়ায়,
(গ) ভারতে, (ঘ) আমেরিকায়।

উত্তরঃ (খ) অস্ট্রেলিয়ায়

১.৯ শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রটি হল–

(ক) লাউড স্পিকার, (খ) ডেসিবেল,
(গ) ডেসিবেল মিটার, (ঘ) সাউন্ড বক্স।

উত্তরঃ (গ) ডেসিবেল মিটার

১.১০ দুটি পর্বতের মাঝের নীচু অংশ যে নামে পরিচিত–

(ক) উপত্যকা, (খ) গিরিপথ, (গ) উপকূল, (ঘ) মালভূমি

উত্তরঃ (খ) গিরিপথ

১.১১ চা, কফি ও বিভিন্ন ধরনের মশলার চাষ ভালো হয় –

(ক) লাল মাটি, (খ) পলিমাটি,
(গ) পার্বত্য অঞ্চলের মাটি, (ঘ) কালো মাটি।

উত্তরঃ (গ) পার্বত্য অঞ্চলের মাটি

১.১২ অ্যান্টিবায়োটিকের কাজ করে ও চামড়ার রোগ সারায় –

(ক) বাসক, (খ) সর্পগন্ধা,
(গ) কালমেঘ পাতা, (ঘ) অশ্বগন্ধা।

উত্তরঃ (গ) কালমেঘ পাতা

১.১৩ জলদাপাড়া অভয়ারণ্য যে পশুর জন্য বিখ্যাত, তা হল–

(ক) সিংহ, (খ) একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার,
(গ) রয়্যাল বেঙ্গল টাইগার, (ঘ) চিতা।

উত্তরঃ (খ) একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার

১.১৪ চা উৎপাদনের জন্য বিখ্যাত রাজ্যটি হল –

(ক) পাঞ্জাব, (খ) অসম, (গ) রাজস্থান, (ঘ) হরিয়ানা।

উত্তরঃ (খ) অসম

১.১৫ উত্তর-পূর্বাঞ্চলে আদিবাসীরা বন কেটে ও পুড়িয়ে যে চাষ করে, তাকে বলে –

(ক) সবুজ বিপ্লব, (খ) ধাপ চাষ,
(গ) ঝুম চাষ, (ঘ) বাগান চাষ।

উত্তরঃ (গ) ঝুম চাষ

১.১৬ ২ অক্টোবর পালিত হয়–

(ক) গান্ধি জয়ন্তী, (খ) মহাবীর জয়ন্তী,
(গ) গুরুনানক জয়ন্তী, (ঘ) নেতাজি জয়ন্তী।

উত্তরঃ (ক) গান্ধি জয়ন্তী

১.১৭ পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে–

(ক) মিশরে, (খ) ব্যাবিলনে, (গ) সুদানে, (ঘ) চীনে।

উত্তরঃ (খ) ব্যাবিলনে

১.১৮ মানচিত্র অঙ্কনবিদ্যাকে বলা হয়–

(ক) কার্টোগ্রাফি, (খ) কার্টোগ্রাফ,
(গ) অ্যাটলাস, (ঘ) ভূগোলবিদ্যা।

উত্তরঃ (ক) কার্টোগ্রাফি

২। শূন্যস্থান পূরণ করো : 1×8=8

(i) অক্ষরেখা না দ্রাঘিমা রেখা কোনটি পূর্ণবৃত্ত ? __________ ।

উত্তরঃ অক্ষরেখা।

(ii) আন্তর্জাতিক তারিখরেখা __________ মহাসাগরের ওপর দিয়ে বিস্তৃত।

উত্তরঃ প্রশান্ত।

(iii) কোনো অঞ্চলের প্রায় 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা হল ওই অঞ্চলের _____________।

উত্তরঃ জলবায়ু

(iv) ____________ থেকে ঘরের বাতাসে সবচেয়ে বেশি দূষণ ছড়ায়।

উত্তরঃ ধূমপান

(v) সমুদ্রপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায়, বায়ুর চাপ তত _____________ থাকে।

উত্তরঃ কমতে

(vi) ___________ উপজাতি ভারতের মেঘালয় রাজ্যের বাসিন্দা।

উত্তরঃ গারো

(vii) তুলো একটি _____________ জাতীয় ফসলের উদাহরণ।

উত্তরঃ তন্তু

(viii) মানচিত্রে ____________ রং ব্যবহৃত হয় কৃষিজমি বোঝানোর জন্য।

উত্তরঃ হলুদ

৩। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 1×4=4

(i) সহ্যাদ্রি কোন্ পর্বতের আরেক নাম ?

উত্তরঃ পশ্চিমঘাট পর্বত।

(ii) দুটি পৃথক গ্লাসে জল গরম করা হচ্ছে। একটি গ্লাসের জলের তাপমাত্রা 212°F এবং অন্য গ্লাসের জলের তাপমাত্রা 100°C করা হল। কোন্ গ্লাসটি বেশি উত্তপ্ত হবে? (দুটি গ্লাসের উষ্ণতা এক থাকতে।)

উত্তরঃ উভয় গ্লাস সমান উত্তপ্ত হবে, কারণ 100°C = 212°F

(ii) গাছের পাতাগুলি কখনো কখনো কাঁটায় পরিণত হয়-এরকম একটি উদ্ভিদের নাম লেখো।

উত্তরঃ ফণীমনসা (ক্যাকটাস)।

(iv) বারানসী নামক বিখ্যাত তীর্থস্থানটি কোন্ নদীর তীরে গড়ে উঠেছে ?

উত্তরঃ গঙ্গা নদীর তীরে।

৪। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : 2×4=8

(i) কোন্ অক্ষরেখাটির দৈর্ঘ্য সবচেয়ে বড়ো ? এর মান উল্লেখ করো।

উত্তরঃ নিরক্ষরেখা, মান ০° ।

(ii) গ্রামাঞ্চলের তুলনায় শহরে শব্দদূষণের প্রভাব বেশি কেন ?

উত্তরঃ গ্রামাঞ্চলের তুলনায় শহরের মানুষের ওপর শব্দদূষণের প্রভাব অনেক বেশি। শহরে যেমন যানবাহনের সংখ্যা বেশি, তেমনি কোলাহলের পরিমাণও অনেক। যার ফলে শহরের মানুষের মধ্যে শব্দদূষণের কারণে শারীরিক অসুস্থতার হারও অনেক বেশি।।

(iii) হিন্দুদের দুটি ধর্মীয় উৎসবের নাম লেখো।

উত্তরঃ দুর্গাপুজো ও কালীপুজো।

(iv) ভারতে অবস্থিত দুটি আগ্নেয় দ্বীপের নাম লেখো।

উত্তরঃ ব্যারেন দ্বীপ ও নারকোন্ডম দ্বীপ।

৫। নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও : 3×4=12

(i) am ও pm বলতে কী বোঝো? রেলস্টেশনের ঘড়িতে রাত্রি 12 টাকে কীভাবে দেখানো হয়?

উত্তরঃ a.m. (Ante Meridian) : রাত 12টা থেকে দুপুর 12টার আগের সময়কে a.m. (Ante Meridian) হিসাবে ধরা হয়।

p.m. (Post Meridian) : দুপুর 12টা থেকে রাত 12টার আগের সময়কে p.m. (Post Meridian) হিসাবে ধরা হয়। উদাহরণস্বরূপ, 3 p.m. বলতে দুপুর ওটা বোঝায়।

রেলস্টেশনের ঘড়িতে রাত 12টা 00:00 ঘণ্টা হিসেবে দেখানো হয়।

(ii) হিমমণ্ডল পৃথিবীর কোন্ অঞ্চলে দেখা যায় এবং কেন ?

উত্তরঃ অবস্থান : উত্তর গোলার্ধে সুমেরুবৃত্ত (৬৬.৫° উত্তর অক্ষাংশ) থেকে উত্তর মেরু (৯০০ উত্তর অক্ষাংশ) পর্যন্ত এবং দক্ষিণ গোলার্ধে কুমেরুবৃত্ত (৬৬.৫° দক্ষিণ অক্ষাংশ) থেকে দক্ষিণমেরু (৯০° দক্ষিণ অক্ষাংশ) পর্যন্ত বিস্তৃত অঞ্চলই হলো হিমমণ্ডল।

কারণ : এই অঞ্চলে সারা বছর সূর্যের রশ্মি অত্যন্ত তির্যকভাবে পড়ে। সূর্যরশ্মি তির্যকভাবে পড়ায় খুব কম তাপ এই অঞ্চলে পৌঁছায়, যার ফলে এই অঞ্চলটি সারা বছর ধরে অত্যন্ত ঠান্ডা থাকে এবং বেশিরভাগ সময়ই বরফ ও তুষারে আবৃত থাকে।

(iii) বায়ুদূষণ প্রতিকারের জন্য তুমি গ্রহণ করতে পারো এমন তিনটি উপায় লেখো।

উত্তরঃ

(১) হাঁচি বা কাশির সময় মুখে রুমাল চাপা দেওয়া উচিত, যাতে জীবাণু ছড়াতে না পারে।

(২) শিল্প-কারখানা অঞ্চলে ধূলিকণা বেশি থাকে, তাই সেখানকার মানুষদের বিশেষভাবে সতর্ক থাকা দরকার।

(৩) ঘরের ভিতরে আবর্জনার পাত্র সবসময় ঢাকা দিয়ে রাখতে হবে।

📌আরও দেখুনঃ

📌ষষ্ঠ শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌ষষ্ঠ শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌ষষ্ঠ শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:5 mins read