Class 6 Geography 3rd Unit Test Question Paper Set-3 wbbse | ষষ্ঠ শ্রেণি ভূগোল তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩

THIRD SUMMATIVE EVALUATION
CLASS 6 (VI) WBBSE
GEOGRAPHY QUESTION PAPER

Class 6 Geography 3rd Unit Test Question Paper Set-3 wbbse | ষষ্ঠ শ্রেণি ভূগোল তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩

📌ষষ্ঠ শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

বিঃ দ্রঃ নিম্নে প্রদত্ত ষষ্ঠ শ্রেণির ভূগোল প্রশ্নপত্রটি বিভিন্ন বিদ্যালয় থেকে সংগ্রহ করা প্রশ্নপত্র। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রদত্ত সিলেবাস ও নম্বর বিভাজন অনুযায়ী প্রশ্ন নাও মিলতে পারে।

Set-3

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
ষষ্ঠ শ্রেণি
বিষয় : ভূগোল
পূর্ণমান : ৭০                  সময় : ২.৩০ মিনিট

BAHADURPUR HIGH SCHOOL
3rd Summative Evaluation 2024
Class VI Sub : Geography

Time : 2 hrs 30 mts       Full Marks 70

১। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১×১৮=১৮

(i) লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের ওপর দিয়ে যে দ্রাঘিমারেখা চলে গেছে, সেটা— (মূলমধ্যরেখা / অক্ষরেখা / নিরক্ষরেখা / দ্রাঘিমা রেখা)।

উত্তরঃ মূলমধ্যরেখা।

(ii) পৃথিবীর মোট অক্ষরেখার সংখ্যা— (90 / 180 / 179 / 80)টি।

উত্তরঃ 180

(iii) আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা হয়েছে— (ইউরোপ / দঃ আমেরিকা / প্রশান্ত মহাসাগর / আটলান্টিক মহাসাগর)-এর ওপর দিয়ে।

উত্তরঃ প্রশান্ত মহাসাগর।

(iv) তোমার বাড়ি থেকে 4 কিমি দূরত্বে অবস্থিত তোমার বিদ্যালয়ে থেকে যেতে গেলে কোন্ যানবহনটি ব্যবহার করলে বায়ুদূষণ হবে না— (সাইকেল / বাস / মোটরসাইকেল / অটো)।

উত্তরঃ সাইকেল।

(v) শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রের নাম— (লাউড স্পিাকার / মোটর হর্ন / ডেসিবেল / ডেসিবেল মিটার)।

উত্তরঃ ডেসিবেল মিটার।

(vi) আমাদের দেশের পাঁচটি বাড়ো শহর থেকে প্রতিদিন যে পরিমান গাড়ি চলে সেগুলি থেকে দূষক বাতাসে মেশে তা হলো— (10 লক্ষ / 20 লক্ষ / 30 লক্ষ / 40 লক্ষ) কিলোগ্রাম।

উত্তরঃ 10 লক্ষ।

(vii) জাপানের ফুকুসিমায় পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটে— (2007 / 2008 / 2009 / 2011) সালে।

উত্তরঃ 2011

(viii) গ্রিনহাউস গ্যাস নয়— (O₂ / CO₂ / মিথেন / নাইট্রাস অক্সাইড)।

উত্তরঃ O₂

(ix) উচ্চস্বরে গানবাজনার তীব্রতা— (130 / 100 / 110 / 90) ডেসিবেল।

উত্তরঃ 90

(x) নিচের কোনটি শব্দ দূষণ কমাতে সাহায্য করে— (গাছপালা / বাজার / শব্দরোধক দেয়াল / সাইলেন্সার)।

উত্তরঃ গাছপালা।

(xi) মানচিত্রে বনভূমির জন্য ব্যবহার করা হয়— (নীল / হলুদ / লাল / সবুজ) রং।

উত্তরঃ সবুজ।

(xii) (টলেমি / নিউটন / মার্কেটর / এরাটোস্থেনিস) প্রথম আটলাস (atlas) তৈরি করেন।

উত্তরঃ মার্কেটর।

(xiii) মরু অঞ্চলের মাটিতে ভালো চাষ হয়— (ধান / গম / মিলেট / পাট)।

উত্তরঃ মিলেট।

(xiv) তুলো হলো— (খাদ্য / পানীয় / তন্তু / দানাশস্য) জাতীয় ফসল।

উত্তরঃ তন্তু।

(xv) বিশ্ব অরণ্য দিবস পালন করা হয়— (21 / 22 / 23 / 24) শে মার্চ।

উত্তরঃ 21

(xvi) জল ধারণ ক্ষমতা বেশি— (পলিমাটি / লাল মাটি / কালো মাটি / ল্যাটেরাইট মাটি)-র।

উত্তরঃ কালো মাটি।

(xvii) মৌসুমী শব্দটির অর্থ হল— (বায়ু / বৃষ্টি / ঋতু / ঝড়)।

উত্তরঃ ঋতু।

(xviii) তিন দিকে জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে বলা হয়— (উপসাগর / উপদ্বীপ / ভূমিরূপ / মরুভূমি)।

উত্তরঃ উপদ্বীপ।

২। শূন্যস্থান পূরণ করো : ১×৫=৫

(ক) কানে কানে কথা বলার তীব্রতা _______ ডেসিবেল।

উত্তরঃ ২০

(খ) চা চাষের জন্য ________ সেমি বৃষ্টিপাতের প্রয়োজন।

উত্তরঃ ১৫০-২০০

(গ) ভারতের দীর্ঘতম হিমবাহের নাম ___________।

উত্তরঃ সিয়াচেন।

(ঘ) মানচিত্রে অংকন বিদ্যাকে বলা হয় ___________।

উত্তরঃ কার্টোগ্রাফি।

(ঙ) সোনালী তন্তু বলা হয় __________ -কে।

উত্তরঃ পাট

৩। বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও : ১×৩=৩

বাম দিক ডান দিক
(ক) লাউড স্পিকার (১) সূর্যোদয়ের দেশ
(খ) জাপান (২) ৮০ ডেসিবেল
(গ) ভারতের ক্ষুদ্রতম রাজ্য (৩) গোয়া

উত্তরঃ

বাম দিক ডান দিক
(ক) লাউড স্পিকার (২) ৮০ ডেসিবেল
(খ) জাপান (১) সূর্যোদয়ের দেশ
(গ) ভারতের ক্ষুদ্রতম রাজ্য (৩) গোয়া

৪। নিচের বিবৃতি গুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো : ১×৩=৩

(ক) একটি পানীয় ফসল হলো তুলা।

উত্তরঃ অশুদ্ধ

(খ) পৃথিবীর মানচিত্র হলো একটি বড় স্কেল মানচিত্র।

উত্তরঃ অশুদ্ধ।

(গ) সিন্ধু নদীর দৈর্ঘ্য ৩০১৯ কিমি।

উত্তরঃ অশুদ্ধ।

৫। নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও ১×৪=৪

(ক) মানচিত্রে ঘরবাড়ি বোঝাতে কী রং ব্যবহার করা হয় ?

উত্তরঃ সবুজ।

(খ) বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি ?

উত্তরঃ ফোর্টিন ব্যারোমিটার।

(গ) পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?

উত্তরঃ মাউন্ট এভারেস্ট।

(ঘ) পাহাড়ি অঞ্চলে মাটি ক্ষয় রোধ করার জন্য ঢালু জমিতে কী পদ্ধতিতে চাষ করা হয় ?

উত্তরঃ ধাপ কেটে চাষ।

৬। অনধিক ৩০ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও ২×৫=১০

(ক) শব্দ দূষণের ফলে সৃষ্টি চারটি রোগের নাম লেখো।

উত্তরঃ উচ্চ রক্তচাপ, অনিদ্রা, হৃদপিন্ডের রোগ, চোখের রোগ, পেশির উত্তেজনা, স্নায়ুর দুর্বলতা, হজমের সমস্যা।

(খ) ধরিত্রী দিবস কী ? কবে পালন করা হয় ?

উত্তরঃ পৃথিবীর পরিবেশ সুরক্ষার উদ্দেশ্যে মানুষকে সচেতন করতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতি বছর ২২শে এপ্রিল ধরিত্রী দিবস (Earth Day) পালন করা হয়।

(গ) দুন কাকে বলে উদাহরণ দাও।

উত্তরঃ শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে। যেমন– দেরাদুন।

(ঘ) কার্টোগ্রাফি কাকে বলে ?

উত্তরঃ মানচিত্র অংকন বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি।

(ঙ) ছোট স্কেল মানচিত্র কাকে বলে ?

উত্তরঃ যে সমস্ত মানচিত্রে বিরাট অঞ্চল দেখানো হয়, (পৃথিবী, মহাদেশ, দেশ -এর মানচিত্র) সেগুলো ছোট স্কেল মানচিত্র।

৭। অনধিক ৫০ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ৩×৪=১২

(ক) বায়ু দূষণ প্রতিরোধের উপায় গুলি লেখো।

উত্তরঃ ৫৮ পৃঃ

(খ) শব্দদূষণ নিয়ন্ত্রণ ও শব্দ দূষণের ফলাফল লেখো।

উত্তরঃ ৬৪ পৃঃ

(গ) স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে কয় প্রকার ও কী কী ?

উত্তরঃ ৮৭ পৃঃ

(ঘ) জাতীয় উদ্যান কাকে বলে ? একটি উদাহরণ দাও। প্রতিবছর অক্টোবর মাসের কোন তারিখে বন্যপ্রাণ সপ্তাহ হিসেবে পালিত হয় ?

উত্তরঃ ৯৩ পৃঃ

৮। অনধিক ৮০ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও : ৫×৩=১৫

(ক) গঙ্গা নদীর উৎস সহ গতিপথ বর্ণনা করো।

উত্তরঃ ৭৩ পৃঃ

(খ) গ্লোব ও মানচিত্রের মধ্যে পার্থক্য লেখো।

উত্তরঃ ১০৪ পৃঃ

(গ) ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ কাকে বলা হয় এবং কেন বলা হয় ?

উত্তরঃ ৮০ পৃঃ

📌আরও দেখুনঃ

📌ষষ্ঠ শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌ষষ্ঠ শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌ষষ্ঠ শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:5 mins read