Class 5 Bengali 2nd Unit Test Question Paper Set-1 wbbse | পঞ্চম শ্রেণির বাংলা দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-১

2ND SUMMATIVE EVALUATION
CLASS 5 (V) WBBSE
BENGALI QUESTION PAPER

Set-1

Class 5 Bengali 2nd Unit Test Question Paper Set-1 wbbse | পঞ্চম শ্রেণির বাংলা দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-১

📌পঞ্চম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌পঞ্চম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

সিলেবাস—
কবিতা— মাঠ মানে ছুট, লিমেরিক, ঝড়, মায়াতরু, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, চল চল চল।

গল্প— মধু আনতে বাঘের মুখে, পাহাড়িয়া বর্ষার সুরে, বোকা কুমিরের কথা।

নাটক— ফণিমনসা ও বনের পরি,

ভাষা পাঠ : লিঙ্গ, বচন, চিঠিপত্র।

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫
ষষ্ঠ শ্রেণি
বিষয় : বাংলা

পূর্ণমান-৩০                           সময় : ১ ঘণ্টা

১. সঠিক উত্তরটি নির্বাচন করো : (যে-কোনো চারটি) ১×৮=৮

১.১ ‘ঝড়’ কবিতায় ঝড় এসেছিল- (ভোরবেলা / রাতের বেলা / দুপুরবেলা / সন্ধ্যাবেলা)।

উত্তরঃ দুপুরবেলা।

১.২ মায়াতরু কবিতায় গাছটি ভুতের নাচ করত (সকাল বেলা / সন্ধ্যা বেলা / দুপুর বেলা / রাতের বেলা)।

উত্তরঃ সন্ধ্যা বেলা।

১.৩ দ্বিতীয়বার কুমির ও শিয়াল (আলু / আখ / ধান / গম) চাষ করেছিল।

উত্তরঃ ধান।

১.৪ মধুর চাক কাটতে গেলে (জাদু / মন্ত্র / নাচ / গান) জানা চাই।

উত্তরঃ মন্ত্র।

১.৫ ‘পর্বত’ কোন্ লিঙ্গের উদাহরণ (পুংলিঙ্গ / ক্লীবলিঙ্গ / উভয়লিঙ্গ / স্ত্রীলিঙ্গ)।

উত্তরঃ ক্লীবলিঙ্গ।

১.৬ ‘প্রথমা’ হল ‘প্রথম’ শব্দটির– (পুংলিঙ্গবাচক শব্দ / স্ত্রীলিঙ্গবাচক শব্দ / উভলিঙ্গবাচক শব্দ / কোনোটিই নয়)।

উত্তরঃ স্ত্রীলিঙ্গবাচক শব্দ।

১.৭ ‘ভক্তবৃন্দের ভিড়ে মন্দির চত্বর পরিপূর্ণ।’- ‘ভক্তবৃন্দের’ শব্দটি– (একবচন / দ্বিবচন / বহুবচন / কোনোটিই নয়)।

উত্তরঃ বহুবচন।

১.৮ আমি শব্দের বহুবচন হবে– (আমরা / আমাদের / আমাকে / কোনোটিই নয়)।

উত্তরঃ আমরা।

২. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ১×৯=৯

২.১ বাংলার বাঘ নামে কে পরিচিত ?

উত্তরঃ স্যার আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ নামে পরিচিত।

২.২ শেষপর্যন্ত ফণীমনসা নিজের জন্য কেমন পাতা চাইল ?

উত্তরঃ শেষপর্যন্ত ফণীমনসা নিজের জন্য তার সেই আগের কাঁটাভরা, ছুঁচোলো পাতা চাইল।

২.৩ মাটির নীচে হয় এমন কয়েকটি ফসলের নাম লেখো।

উত্তরঃ মাটির নীচে হয় এমন কয়েকটি ফসলের নাম হল-আলু, পিঁয়াজ, আদা, রসুন, মুলো, গাজর ইত্যাদি।

২.৪ ‘মায়াতরু’ কবিতাটি অশোক বিজয় রাহার কোন্ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?

উত্তরঃ মায়াতরু কবিতাটি কবি অশোক বিজয় রাহার ‘ভানুমতির মাঠ’ নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

২.৫ ‘ছুট’ মানে কী বুঝতে গেলে কী করতে হবে ?

উত্তরঃ ‘ছুট’ মানে কী বুঝতে গেলে ছুটে দেখতে হবে।

২.৬ কোন কোন বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয় ?

উত্তরঃ সাধারণত জৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ও ভাদ্র মাসে বৃষ্টি হয়।

২.৭ একবচন কাকে বলে ? উদাহরণ দাও।

উত্তরঃ যার দ্বারা এক বা একটিমাত্র সংখ্যাকে বোঝায়, তাকে একবচন বলা হয়। যেমন– বলটা, টেবিলটা, বইখানা, মেয়েটি ইত্যাদি।

২.৮ বাংলা ব্যাকরণে বচন কয় প্রকার ও কী কী ?

উত্তরঃ বাংলা ব্যাকরণে বচন দুই প্রকার– একবচন ও বহুবচন।

২.৯ ‘গুলো’ যোগে একটি বহুবচন শব্দ গঠন করো।

উত্তরঃ পাতাগুলো।

৩. লিঙ্গ পরিবর্তন করো যেকোনো ২টি : প্রকাশিকা, গুণবান, তাপস, পুত্র। ১×২=২

উত্তরঃ প্রকাশিকা— প্রকাশক, গুণবান— গুণবতী, তাপস— তাপসী, পুত্র— কন্যা।

৪. নীচের যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দাও। ৩×১=৩

৪.১ টীকা লেখ : ট্যাক্। ৩

উত্তরঃ ট্যাক্—

উৎস : শিবশঙ্কর মিত্রের ‘মধু আনতে বাঘের মুখে’ শীর্ষক রচনাংশ থেকে ‘ট্যাক্’ শব্দটি গৃহীত।

প্রসঙ্গ : ধনাই, আর্জান ও কফিল মধুর কলশি নিয়ে বনের পথে যেতে যেতে তাদের সামনে ‘ট্যাক’ দেখতে পেয়েছিল।

ব্যাখ্যা : দুটো নদী একসঙ্গে মিলিত হয়ে যে ত্রিভুজ তৈরি করে সেই ত্রিভুজের ন্যায় জমির শীর্ষদেশকে ট্যাক্ বলে।

৪.২ বর্ষায় প্রকৃতির রূপ কেমন হয়? তোমার পাঠ্যবইতে বর্ষা নিয়ে আর কোন্ কোন্ লেখা রয়েছে ? ২+১

উত্তরঃ বর্ষার সময় আকাশ কালো মেঘে ঢাকা থাকে। মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি হতে দেখা যায়। বৃষ্টিধারায় গাছগুলি যেন আরও প্রাণবন্ত ও সবুজ হয়ে ওঠে। নদীনালা, খালবিল জলে পরিপূর্ণ হয়ে যায়। এই সময় চাষিরা অত্যন্ত আনন্দের সঙ্গে মাঠে চাষ করে। ভেজা মাটি থেকে এক ধরনের সোঁদা গন্ধ উঠতে থাকে।

বর্ষা নিয়ে আমার পাঠ্যবইতে আর যে লেখাগুলি রয়েছে, সেগুলি হল-রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘তালনবমী’।

৫. নীচের যে-কোনো ১টি প্রশ্নের উত্তর দাও : ৩×১=৩

৫.১ শিশুটি ঝড়ের আকাশের সঙ্গে কালির দোয়াত উলটে ফেলার সাদৃশ্য খুঁজে পেয়েছিল কেন?

উত্তরঃ ‘ঝড়’ কবিতায় শিশুটি প্রবল ঝড়ের সময় আকাশের সঙ্গে ঘরের মেঝেতে কালির দোয়াত উলটে ফেলার সাদৃশ্য খুঁজে পেয়েছিল। ঝড়ের সময় আকাশ ঘন কালো অন্ধকার রূপ ধারণ করে। আবার দোয়াত ভরতি কালি মেঝেতে উলটে গেলেও মেঝে কালো বর্ণ ধারণ করে। এই কারণেই শিশুটি ঝড়ের আকাশের সঙ্গে কালির দোয়াত উলটে ফেলার সাদৃশ্য খুঁজে পেয়েছিল।

৫.২ দিনের বিভিন্ন সময়ে কবি গাছকে কোন্ কোন্ রূপে দেখেছেন ?

উত্তরঃ কবি অশোকবিজয় রাহা তাঁর ‘মায়াতরু’ কবিতায় দিনের এক এক সময় গাছকে এক এক রূপে দেখেছেন। সন্ধেবেলা তিনি গাছটিকে দেখেছেন ভূতের বেশে, রাতেরবেলা আকাশে চাঁদ উঠলে তিনি গাছকে দেখেছেন ভালুকরূপে, আবার এক পশলা বৃষ্টির পরে চাঁদ উঠলে তিনি গাছকে দেখেছেন মুকুটধারী লক্ষ হিরের মাছরূপে। রাতের শেষে ভোর হলে তিনি কেবল ঝিকিরমিকির আলোর এক রুপোলি ঝালর পড়ে থাকতে দেখেছেন।

৬. চড়ুইভাতি বা পিকনিকের অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। ৫

উত্তরঃ

কাবিলপুর, সিউড়ী,
মুর্শিদাবাদ, ৭৩১১৩২
৩০ই মে, ২০২৪

প্রিয় জয়,

অনেকদিন তোর কোনো খবর পাই না। আশা করি তুই ও কাকু-কাকিমা ভালো আছিস। ২৫ ডিসেম্বর আমরা কয়েকজন বন্ধু মিলে পাড়ার মিহিরদাকে নিয়ে চতুইভাতি করেছিলাম। তোকে চিঠিতে সে-কথাই জানাতে চাই। ভোরবেলা আমরা কয়েকজন বন্ধু মিহিরদার সঙ্গে চড়ুইভাতির উদ্দেশ্যে রওনা হলাম।

আমাদের পাড়া থেকে দু-মাইল দূরে যে নদী আছে, সেই নদীর তীরেই চড়ুইভাতিরজায়গা ঠিক হয়েছিল। সেখানে মস্ত বড়ো একটা গাছের নীচে আমরা বসলাম এবং মিহিরদার নেতৃত্বে চটপট মাটি খুঁড়ে উনুন তৈরি করে ফেললাম। তারপর সঙ্গে করে আনা ডিম, পাউরুটি, কলা ও জয়- নগরের মোয়া খেলাম। আমরা সকলেই মিহিরদাকে রান্নাতে সাহায্য করতে লাগলাম। এরই মাঝে আমাদের ক্রিকেট, টেনিস, লুকোচুরি খেলা চলল। মিহিরদার রান্না শেষ হলে আমরা সবাই মিলে নদীতে স্নান করতে গেলাম। কলাপাতায় খিচুড়ি, বেগুনভাজা, মাছভাজা ও চাটনি আনন্দ করে খেলাম। আমাদেরই দুজন বন্ধু পরিবেশন করল। শেষে মিহিরদার সঙ্গে তারা খেতে বসলে আমরা তাদের পরিবেশন করলাম। খাওয়া শেষ হতে হতে বিকেল হয়ে গেল। দিনটি যে কী আনন্দে কেটেছিল, তা তোকে কী বলব সিদ্ধার্থ। তুই থাকলে খুব ভালো লাগত। আমার ভালোবাসা নিস এবং কাকু-কাকিমাকে আমার প্রণাম জানাস।

ইতি, তোর বন্ধু
মানস

জয় সেন
প্রযত্নে : তরুলতা সেন
গ্রাম : বেনীপুর
পোঃ বেনীপুর, জেলা : বাঁকুড়া।

📌আরও পড়ুনঃ

📌পঞ্চম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌পঞ্চম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:5 mins read