Class 5 Amader Poribesh 3rd Unit Test Question Paper Set-4 wbbse | পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪

THIRD SUMMATIVE EVALUATION
CLASS 5 (V) WBBSE
AMADER PORIBESH QUESTION

Class 5 Amader Poribesh 3rd Unit Test Question Paper Set-4 wbbse | পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪

📌পঞ্চম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

Set-4

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
পঞ্চম শ্রেণি
বিষয় : আমাদের পরিবেশ
পূর্ণমান : ৫০                সময় : ১.৩০ মিনিট

১. একটি বাক্যে উত্তর দাও যে-কোন ৮টি : ১×৮=৮

১.১ তরাই অঞ্চলের একটি নদীর নাম লেখো।

উত্তরঃ তিস্তা নদী।

১.২ একটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো।

উত্তরঃ সরপুঁটি।

১.৩ পশ্চিমবঙ্গের কোন্ জেলায় কয়লাখনি আছে ?

উত্তরঃ বর্ধমান জেলায়।

১.৪ ভুটানের কাছে কোন্ জায়গায় জলবিদ্যুৎ কেন্দ্র আছে ?

উত্তরঃ ঝালং এ

১.৫ ডিভিসি কথাটির পুরো নাম লেখো।

উত্তরঃ দামোদর ভ্যালি কর্পোরেশন।

১.৬ একটি অপ্রচলিত শক্তির উৎস-এর উদাহরণ দাও।

উত্তরঃ বায়ু।

১.৭ গৌণ জোয়ারের ঠিক কতক্ষণ পর মুখ্য জোয়ার হয় ?

উত্তরঃ সাড়ে ১২ ঘণ্টা পর।

১.৮ বৃহস্পতি গ্রহের ওপর যে ধূমকেতু পড়েছিল তার নাম কী ?

উত্তরঃ হ্যালির ধূমকেতু।

১.৯ হাল কী ?

উত্তরঃ নৌকা কোন দিকে যাবে তা নিয়ন্ত্রণের জন্য নৌকাতে যে বিশেষ হ্যান্ডেলের মতো অংশ থাকে, তাকে হাল বলে।

২। শূন্যস্থান পূরণ করো : ১×৫=৫

২.১ ধান ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম ___________।

উত্তরঃ হারভেস্টার।

২.২ _________ তিথিতে চন্দ্রগ্রহণ হয়।

উত্তরঃ পূর্ণিমা

২.৩ ________ সালে কলকাতায় প্রথম রিকশা আসে।

উত্তরঃ ১৯০০

২.৪ বিশ্ব বয়স্ক দিবস ____________ তারিখে হয়।

উত্তরঃ ১ অক্টোবর

২.৫ আমাদের দেশে _________সালে প্রথম ট্রেন চলাচল শুরু হয়।

উত্তরঃ ১৫৫৩

৩. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ২×১০=২০

৩.১ ভূমিকম্পের কারণ কী ?

উত্তরঃ ভূমিকম্পের দুটি কারণ হল— (ক) পৃথিবীর ভূত্বক কয়েকটি খণ্ড বা পাতের দ্বারা গঠিত। এই পাতগুলি গতিশীল অবস্থায় রয়েছে। একটি পাতের সাথে অপর একটি পাতের ধাক্কা লাগলে ভূমিকম্প হয়ে
থাকে। (খ) অগ্নুৎপাত, ধ্বসের ফলেও ভূমিকম্প হয়।

৩.২ শিশুদের দুটি অধিকার লেখো।

উত্তরঃ শিশুদের দুটি অধিকার হল— (ক) সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকা, (খ) উপযুক্ত পরিমাণ পুষ্টিকর খাদ্য ও পানীয় জল পাওয়া।

৩.৩ জোয়ারভাটা কেন হয় ?

উত্তরঃ জোয়ারের কারণগুলি হল— (ক) পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের আকর্ষণ। তবে সূর্যের তুলনায় চাঁদ পৃথিবীর অনেক কাছে থাকায় চাঁদের আকর্ষণই প্রধান। (খ) পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট বল।

৩.৪ পরিবেশ দূষণ কাকে বলে ?

উত্তরঃ পরিবেশে মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বস্তু মিশলে তাকে পরিবেশদূষণ বলে। পরিবেশদূষণের ফলে পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়।

৩.৫ রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব কী ?

উত্তরঃ জমিতে বেশি রাসায়নিক সার ব্যবহার করলে মাটির উর্বরতা কমে যায়। প্রয়োজনীয় মাত্রার তুলনায় বেশি রাসায়নিক সারের ব্যবহারে জমির উপকারী পোকামাকড়রা মারা যায়।

৩.৬ পথের পাঁচালী কার লেখা ? সিনেমাটি কে বানিয়েছিলেন ?

উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়-এর লেখা।

• সিনেমাটি বানিয়েছিলেন সত্যজিৎ রায়।

৩.৭ NPK বলতে কী বোঝো?

উত্তরঃ নাইট্রোজেন (N), ফসফরাস (P) ও পটাশিয়াম (K)-যুক্ত রাসায়নিক সারকে বোঝানোর জন্য সংক্ষেপে NPK বলা হয়।

৩.৮ সূর্য ছাড়া পৃথিবীর কাছের নক্ষত্রের নাম কী ? সেখান থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে ?

উত্তরঃ সূর্য ছাড়া পৃথিবীর কাছের নক্ষত্রের নাম প্রক্সিমা সেনটাউরি।

• সেখান থেকে পৃথিবীতে আলো আসতে ৪ বছরেরও বেশি সময় লাগে।

৩.৯ আবহাওয়ার উপাদানগুলির নাম লেখো।

উত্তরঃ আবহাওয়ার উপাদানগুলি হল- উষ্ণতা, আর্দ্রতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ইত্যাদি।

৩.১০ “সূর্যই সকল শক্তির উৎস” বলতে কী বোঝো ?

উত্তরঃ পৃথিবীতে আলো, তাপ সবই আসে সূর্য থেকে। গাছের খাদ্য তৈরি করতে সূর্যের আলো লাগে। সূর্যের আলো ছাড়া গাছ জন্মাত না। আর গাছ না থাকলে পৃথিবীতে আমরাও থাকতাম না। এইসব কারণেই বলা হয়, সূর্যই সকল শক্তির উৎস।

৪। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ৩×৩=৯

৪.১ চন্দ্রগ্রহণের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করো।

উত্তরঃ 

৪.২ অ্যাসিড বৃষ্টি কাকে বলে ? এর দুটি ক্ষতিকর প্রভাব লেখো।

উত্তরঃ বৃষ্টির জল বায়ুতে উপস্থিত কার্বন, সালফার ও নাইট্রোজেনের অক্সাইডের সঙ্গে মিশে অ্যাসিড তৈরি করে এবং মাটিতে ঝড়ে পড়ে। একে অ্যাসিড বৃষ্টি বলে।

অ্যাসিড বৃষ্টির দুটি ক্ষতিকর প্রভাব হলো—

(ক) মানুষের ত্বকের রোগ দেখা দেয়।

(খ) মারবেল দিয়ে তৈরি স্থাপত্যের ক্ষয় হয় ও উজ্জ্বলতা হ্রাস পায়।

৪.৩ জলচক্রের চিত্র আঁকো।

উত্তরঃ

৪। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ৪×২=৮

৪.১ পেট্রোলিয়াম কীভাবে তৈরি হয় ?

উত্তরঃ পেট্রোলিয়াম বা খনিজ তেল তৈরি হয় বিভিন্ন সামুদ্রিক জীবের দেহাবশেষ থেকে। প্রথমে অগভীর সমুদ্রের জলের নীচে জীবের মৃতদেহ এসে জমা হতে থাকে, পরে তার ওপর পলি জমে বিভিন্ন পলিস্তর সৃষ্টি হয়। এরপর কোটি কোটি বছর ধরে মাটির নীচে চাপে এবং তাপে পলিস্তর পাললিক শিলায় পরিণত হয়। পাললিক শিলাস্তরে সামুদ্রিক জীবের দেহাবশেষ নানান পরিবর্তনের মাধ্যমে পেট্রোলিয়ামে রূপান্তরিত হয়।

৪.২ সামাজিক সুস্থ পরিবেশ কীভাবে গড়ে ওঠা সম্ভব ?

উত্তরঃ সামাজিক সুস্থ পরিবেশ গড়তে যেগুলি দরকার সেগুলি হল-

(i) জনসাধারণের মধ্যে শিক্ষার বিকাশ,

(ii) সম্পদের যথাযথ বন্টন,

(iii) বৈষম্যহীন সামাজিক পরিকাঠামো,

(iv) বৈষম্যহীন সামাজিক পরিকাঠামো,

(v) ধনী-দরিদ্র, উঁচু-নীচু, নারী-পুরুষ, গ্রাম-শহর ইত্যাদি ভেদাভেদ ভুলে সকল মানুষের জন্য সমান সুযোগসুবিধা সৃষ্টি,

(vi) সবধরনের কুপ্রথার বিলোপসাধন ইত্যাদি।

৪.৩ সুন্দরবন অঞ্চলের কয়েকটি সমস্যা লেখো।

উত্তরঃ সুন্দরবন অঞ্চলের কয়েকটি সমস্যা হল—

(i) বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত হওয়ায় প্রবল ঘূর্ণিঝড়ের দাপট দেখা যায় ও প্রচুর ক্ষয়ক্ষতি হয়।

(ii) সুন্দরবনের বেশিরভাগ অঞ্চল নীচু সমতলভূমি হওয়ায় জোয়ারের সময় অধিকাংশ নীচু স্থান জলে ডুবে যায়।

(iii) বনের মধ্যে কাঠ ও মধু সংগ্রহ করতে গিয়ে অনেকসময় সুন্দরবন অঞ্চলের বাসিন্দাদের বাঘের হানায় প্রাণহানি ঘটে।

(iv) মাঝেমধ্যে লোকালয়ে বাঘের আগমন ঘটে ও গবাদিপশুর ওপর আক্রমণ হানে।

📌পঞ্চম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌পঞ্চম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌পঞ্চম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:5 mins read