একাদশ শ্রেণি বাংলা প্রশ্নপত্র দ্বিতীয় সেমিস্টার সেট-২ | Class 11 Bengali Question Paper 2nd Semester Set-2 wbchse
📌 একাদশ শ্রেণি প্রশ্নপত্র সেমি-২ Click Here
📌 একাদশ শ্রেণি প্রশ্নোত্তর বাংলা Click Here
📌 একাদশ শ্রেণি সিলেবাস বাংলা Click Here
NAKRACONDA HIGH SCHOOL
SEMESTER-2
EXAMINATION-2025
Class-XI
Sub-BENGALI
Time – 2 hrs. F.M. 40
১। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫×১=৫
১.১ “মামা আমার ছুটি হয়েছে কি ? বক্তা ও তার মামার নাম কী ? বক্তা কোন মানসিক পরিস্থিতিতে এ কথা বলেছে ? (২+৩)
১.২ “মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু নেই”– এ কথা কার কখন মনে হবে ? এই মনে হওয়ার কারণ কী ? (২+৩)
২। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫x১=৫
২.১ “শীতের ওড়ণী পিয়া গীরিষির বা বরিষার ছত্র পিয়া দরিযার না।” – ‘বা’ এবং ‘না’ শব্দ দুটি কী কী অর্থে ব্যবহার করা হয়েছে ? পংক্তি দুটির তাৎপর্য বিশ্লেষণ করে আলোচ্য পদে তার প্রাসঙ্গিকতা লেখো। (২+৩)
২.২ “মানুষ ছাড়া মন আমার / পড়বি রে তুই শূন্যকার”– কার লেখা, কত সংখ্যক পদের অন্তর্গত ? মানুষ ছাড়া মনের অবস্থা কী রকম হতে পারে বলে কবি বলেছেন ? (২+৩)
৩। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৫×১=৫
৩.১ “এই বুঝাটাই এখন দরকার”– কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছে ? নাটকের পরিপ্রেক্ষিতে উক্তিটির প্রাসঙ্গিকতা বিচার করো। (২+৩)
৩.২ ‘আগুন। আগুন।’– কোন পরিপ্রেক্ষিতে কে ‘আগুন! আগুন।’ বলে চেচিয়ে উঠেছিল ? এই আগুনের স্বরূপ বুঝিয়ে লেখো। (২+৩)
৪। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫x২=১০
৪.১ মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কী ছিল ? আঁদ্রে জিদে কী ভাবে তাঁর লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন ?
৪.২ ‘তিনি মপাসাঁ, চেখকে ছাড়িয়ে গিয়েছেন’- মপাসাঁ ও চেখফ এর পরিচয় দাও। কে কোন ক্ষেত্রে মপাসাঁ ও চেখফ কে ছাড়িয়ে গিয়েছেন, তা লেখো। (২+৩)
৪.৩ ‘এই হল ফরাসী জাতটার গুণ’- ফরাসি জাতির গুণ প্রাবন্ধিক কী ভাবে উপলব্ধি করেছিলেন ? তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠার বারণ কী ?
৪.৪ “তার পিছনে রয়েছে গূঢ়তর রহস্যাবৃত ইন্দ্রজাল”– কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে ? কেন বলা হয়েছে ? (২+৩)
৫। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫x১=৫
৫.১ বিহারীলাল চক্রবর্তীকে ‘ভোরের পাখি’ অভিধায় কে কেন অভিহিত করেন ? গীতি কবিতার ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান সংক্ষেপে লেখো।
৫.২ লোককথার সংজ্ঞা নির্ধারণ করে তার শ্রেণিবিভাগ করে সংক্ষেপে আলোচনা করো। ২+৩
৫.৩ দীনবন্ধু মিত্রের দুটি নাটকের নাম লেখো। তাঁর নাট্যকৃতিত্বের পরিচয় দাও। ২+৩
৬. নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কমবেশি চারশো শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো।
৬.১ নিম্নে প্রদত্ত মানস-মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো : ১০x১=১০
শতবর্ষের আলোকে ‘আবোল তাবোল’
ননসেন্স রাইমসের জন্ম — শতবর্ষ পরেও বাঙালির উন্মাদনা — সাহিত্যে প্রভাব — আবোল তাবোলের আড়ালে লুকোনো কবি — কবি সুকুমার রায়ের জন্ম/কবি প্রতিভার আলোকে বিচার — কবিতার বিষয় নির্বাচন — কবিতার মজার চরিত্র — শিশুদের নতুন জগৎ
৬.২ প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো।
বিতর্কের বিষয় : সেলফি একটি মারণরোগ
মতের পক্ষে: বর্তমানে প্রযুক্তিগত উন্নতির সঙ্গে বিজ্ঞান মানুষকে নিয়ে যাচ্ছে ব্যক্তিকেন্দ্রিক জীবনের দিকে। ‘সেলফি’ বা ‘নিজস্বী’ বলতে সাধারণত বোঝায় নিজের ছবি নিজে তোলা। একটি পরিসংখ্যান থেকে জানা যায়, রোজ নানা সোশ্যাল মিডিয়ায় প্রায় ৩৫০ মিলিয়ন ছবি আপলোড করা হয়। এতে মানুষের ব্যক্তিগত জীবনের সবটুকু বহির্বিশ্বের আঙিনায় এসে পড়ে, যা অনেক সময়ই জীবনকে দুর্বিষহ করে তোলে। ‘সেলফি’ তুলতে তুলতে অদ্ভুত নেশাও পেয়ে বসে। আসক্তির চূড়ান্ত পর্যায় নির্ণীত হয়, যখন দেখা যায় তা তুলতে বিপদ সংকুল স্থানে মানুষ মারা যাচ্ছে। এই ভাবে বর্তমান যুগে ‘সেলফি হয়ে উঠেছে মারণরোগ।
📌 আরো দেখুনঃ
📌 একাদশ শ্রেণি প্রশ্নপত্র সেমি-২ Click Here
📌 একাদশ শ্রেণি প্রশ্নোত্তর বাংলা Click Here
📌 একাদশ শ্রেণি সিলেবাস বাংলা Click Here
