SECOND SUMMATIVE EVALUATION
CLASS 10 (X) WBBSE
PHYSICAL SCIENCE QUESTION PAPER
Class 10 Physical Science 2nd Unit Test Question Paper Set-2 wbbse | দশম শ্রেণির ভৌতবিজ্ঞান দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২
📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 মাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here
Set-2
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
দশম শ্রেণি
বিষয় : ভৌতবিজ্ঞান
সময় : ১ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান : ৪০
বিভাগ – ‘ক’
1. বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন (সঠিক উত্তরটি নির্বাচন করো) [1×7=7]
1.1 দুটি আধানের মধ্যে দূরত্ব দ্বিগুণ হলে আকর্ষণ বা বিকর্ষণ বল হবে—
(a) দ্বিগুণ (b) অর্ধেক (c) চারগুণ (d) এক-চতুর্থাংশ।
উত্তরঃ (d) এক-চতুর্থাংশ।
1.2 ওহম-সেমি যে রাশিটির একক সেটি হল—
(a) রোধ (b) রোধাঙ্ক (c) বিভব পার্থক্য
(d) তড়িৎ প্রবাহমাত্রা।
উত্তরঃ (b) রোধাঙ্ক।
1.3 যে প্রকার তেজস্ক্রিয় বিকিরণের ফলে উৎপন্ন মৌল তার আদি মৌলের আইসোবার
হবে, তার হল —
(a) α-কণা (b) β-কণা (c) পজিট্রন কণা
(d) মেসন কণা
উত্তরঃ (d) মেসন কণা।
1.4 কোন্ তেজস্ক্রিয় রশ্মি তড়িৎক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না—
(a) α-রশ্মি (b) β-রশ্মি (c) y-রশ্মি
(d) কোনোটিই নয়।
উত্তরঃ (a) α-রশ্মি।
1.5 গলিত NaCl-এর তড়িৎবিশ্লেষণে অ্যানডে উৎপন্ন হয়—
(a) Na⁺ (b) Na ধাতু (c) CI⁻ আয়ন (d) Cl₂ গ্যাস।
উত্তরঃ (a) Na⁺
1.6 নেসলার বিকারকের সাহায্যে কোনো গ্যাসকে শনাক্ত করা হয় ?
(a) H₂S (b) N₂ (c) NH₃ (d) HCI
উত্তরঃ (c) NH₃
1.7 জার্মান সিলভারে কোন্ ধাতুটি থাকে না ?
(a) তামা (b) দস্ত (c) নিকেল (d) সিলভার।
উত্তরঃ (d) সিলভার।
বিভাগ – ‘খ’
2. অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) [1×9=9]
2.1 তড়িৎ প্রবাহমাত্রার CGS একক কী ?
2.2 শূন্যস্থান পূরণ করোঃ রোধাঙ্কের অনোন্যককে বলা হয় _____________.
2.3 উলফ্ৰেমাইট কী ?
অথবা,
আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী লাইভ তারের রং কী?
2.4 সূর্য ও নক্ষত্রগুলির শক্তি কোন্ প্রকার নিউক্লিয় বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় ?
অথবা,
নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখ:
Y রশ্মি নির্গমণের ফলে কোনো নতুন মৌল সৃষ্টি হয় না।
2.5 বাম স্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও :
বাম ‘স্তম্ভ’ | ডান ‘স্তম্ভ’ |
2.5.1 থার্মিট পদ্ধতিতে নিষ্কাশিত হয় | (i) জিঙ্ক |
2.5.2 কার্বন বিজারণ পদ্ধতিতে | (ii) লোহা |
2.5.3 অ্যামোনিয়ার জলীয় দ্রবণ দ্বারা সনাক্ত করা হয় | (iii) তামা |
2.6 ওলিয়ামের রাসায়নিক নাম লেখো।
অথবা,
H₂S গ্যাসকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সনাক্ত করতে কী ব্যবহার করবে?
2.7 তড়িৎ বিশ্লেষণের জন্য কোন্ প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় ?
বিভাগ – ‘গ’
3. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) [2×3 = 6]
3.1 তড়িৎচালক বল ও বিভব প্রভেদের দুটি পার্থক্য লেখো।
অথবা,
ফ্লেমিং এর বামহস্ত নিয়মটি লেখো।
3.2 জলের তড়িদ্ বিশ্লেষণে ক্যাথোড এবং অ্যানোডে সংঘটিত বিক্রিয়াগুলি লেখো।
3.3 কোল্ড স্টোরেজ থেকে দুর্ঘটনাজনিত কারণে অ্যামোনিয়া গ্যাস নির্গত হলে কী কী সতর্কতা নেওয়া উচিত ?
অথবা,
অ্যামোনিয়া গ্যাস P₂O₅ দ্বারা শুষ্ক না করে পোড়া চুন দ্বারা শুষ্ক করা হয় কেন ?
বিভাগ – ‘ঘ’
4. দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) [3×6=18]
4.1 কোনো পরিবাহী তারের রোধ তারের দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর কীভাবে নির্ভর করে ? এদের সম্পর্ক থেকে রোধাঙ্কের সংজ্ঞা লেখো। [2+1]
অথবা,
বার্লোচক্রের ঘূর্ণন বৃদ্ধি করার দুটি উপায় উল্লেখ করো। বার্লোচক্রের ঘূর্ণন কোন্ নিয়ম অনুযায়ী হয় ? [2+1]
4.2 একটি বাড়িতে 5টি 60W বাল্ব, 4টি 40 W বাল্ব এবং 4টি 120W বৈদ্যুতিক পাখা আছে। পাখাগুলি দিনে 10 ঘণ্টা এবং বাল্বগুলি দিনে 6 ঘণ্টা ব্যবহৃত হয়। ইউনিট পিছু 6.50 টাকা মূল্যে 30 দিনের একটি মাসে ওই বাড়ির বিদ্যুৎ শক্তির খরচ কত টাকা হবে ?
4.3. (a) α -রশ্মি, β -রশ্মি ও y -রশ্মির আধান ও ভেদন ক্ষমতার তুলনা করো।
(b) নীচের বিক্রিয়াটি সম্পূর্ণ করোঃ [2+1]
`{}_{92}^{238}U\rightarrow_{90}^{234}` Th + ? (বি.দ্র: বাম দিকের ৩য় বন্ধনী হবে না)
4.4 তড়িৎলেপন কী ? একটি লোহার চামচে নিকেলের প্রলেপ দিতে হলে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থরূপে কী কী ব্যবহার করবে ? [1+2]
অথবা,
(a) কপার তড়িদ্দ্বারের সাহায্যে কপার সালফেট দ্রবণের তড়িদ্ বিশ্লেষণে ক্যাথোডে রক্ষিত কপারের ওজন বাড়ে কিন্তু অ্যানোডে রক্ষিত কপারের ওজন হ্রাস পায় —ব্যাখ্যা করো।
(b) দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের নাম লেখো। [2+1]
4.5 পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতির ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করোঃ [3]
বিক্রিয়ার শর্ত, সমিত সমীকরণ ও গ্যাসের সংগ্রহ।
অথবা,
(a) কীভাবে প্রমাণ করবে অ্যামোনিয়া একটি বিজারক গ্যাস ? (b) নাইট্রোলিম কী ? [2+1]
4.6 অ্যালুমিনা থেকে তড়িদ্ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িদ্ বিশ্লেষ্য পদার্থরূপে কী ব্যবহার করা হয় ? এক্ষেত্রে ক্যাথোড ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। [1+2]
📌 আরো দেখুনঃ
📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 মাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here