Class 10 Physical Science 2nd Unit Test Question Paper Set-1 wbbse | দশম শ্রেণির ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র দ্বিতীয় ইউনিট টেস্ট সেট-১

SECOND SUMMATIVE EVALUATION
CLASS 10 (X) WBBSE
PHYSICAL SCIENCE QUESTION PAPER

Class 10 Physical Science 2nd Unit Test Question Paper Set-1 wbbse | দশম শ্রেণির ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র দ্বিতীয় ইউনিট টেস্ট সেট-১

📌দশম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র সমস্ত বিষয় | Class 10 All Subject Unit Test Question Paper Click Here

Set-1

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
দশম শ্রেণি      বিষয় : ভৌতবিজ্ঞান
সময় : ১.৩০ মিনিট                   পূর্ণমান : ৪০

Group-A

1. সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×7=7

1.1 কোনো গ্যাসের অণু অক্সিজেনের অণুর সাপেক্ষে 1.5 গুণ ভারী হলে গ্যাসটির আণবিক গুরুত্ব হবে—
(a) 24  (b) 32  (c) 48  (d) 64

1.2 নীচের কোন্ পদার্থটির তাপীয় পরিবাহিতা (ঘরের উচ্চতায়) সর্বনিম্ন ?
(a) রুপা  (b) লোহা  (c) হীরে  (d) পারদ

1.3 কোনো পদার্থের রোধাঙ্কের একক হলো—
(a) ওহম cm⁻¹ (b) ওহম⁻¹ cm (c) ওহম cm (d) ওহম⁻¹ cm⁻¹

1.4 1 kWh বলতে যত পরিমাণ তড়িৎ শক্তি বোঝায় তা হলো—
(a) 3.6 x 10³J (b) 3.6 × 10⁴J (c) 3.6 x 10⁵ J (d) 3.6 x 10⁶ J

1.5 গলিত NaCl এর মধ্যে সমপ্রবাহ পাঠালে তড়িৎ পরিবহন করে—
(a) ইলেকট্রন (b) ক্যাটায়ন (c) অ্যানায়ন (d) ক্যাটায়ন ও অ্যানায়ন

1.6. নেসলার দ্রবণের সঙ্গে অ্যামোনিয়া প্রবণ মেশালে যে অধঃক্ষেপ পড়বে তার রঙ—
(a) লাল  (b) সাদা  (c) কালো  (d) বাদামি

1.7 ব্রোঞ্জের উপাদান হল—
(a) Cu ও Zn (b) Cu ও Sn (c) Cu ও Ag
(d) Zn ও Sn

Group-B

2. একটি শব্দে / বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) : 1×9=9

2.1 STP তে কোনটিতে অণুসংখ্যা কম— 2g H₂ গ্যাস না, 2 L H₂ গ্যাস ?

2.2 তাপ পরিবাহিতাঙ্কের SI একক কী ?

2.3. ঘরের উচ্চতার কাছাকাছি ধাতুর মধ্যে দিয়ে তাপ পরিবাহিত হওয়ার প্রধান উপায় ইলেকট্রন সঞ্চারণ – বিবৃতিটি – সত্য না মিথ্যা ?

2.4 SI পদ্ধতিতে তড়িৎ ক্ষমতার একক কী?

2.5 শক্তির অপচয় রোধ করতে কোনটির ব্যবহার বেশি যুক্তিযুক্ত- CFL, LED না ভাম্বর ল্যাম্প ?

অথবা, ফ্লেমিং-এর বাম হস্ত নিয়মে তর্জনী কী নির্দেশ করে ?

2.6 জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কী গ্যাস পাওয়া যাবে ?

2.7. একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের সংকেত লেখো যা একটি জৈব যৌগ।

অথবা, তড়িৎবিশ্লেষণের সাহায্যে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতুর নাম (অথবা চিহ্ন) লেখো।

2.8 ইউরিয়ার একটি প্রধান ব্যবহার লেখো।

2.9 কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতুর নাম (অথবা চিহ্ন) লেখো।

অথবা, বক্সাইটের সংকেত লেখো।

Group-C

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) : 2×3=6

3.1 লেঙ্কের সূত্র শক্তি সংরক্ষণের একটি বিশেষ রূপ – ব্যাখ্যা করো।

অথবা, বাড়ির ওয়ারিং সাবান বা করা হয় কেন ?

3.2 ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন প্রকৃতপক্ষে বিজ্ঞারণ – ব্যাখ্যা করো।

অথবা, সমুদ্রগামী জাহাজের ইস্পাতের খোলের সঙ্গে ম্যাগনেসিয়াম ব্লক যুক্ত করে রাখা হয় কেন?

3.3. লেড অ্যাসিটেট দ্রবণে H₂S গ্যাস পাঠালে যা ঘটবে ভৌত পর্যবেক্ষণ ও সমীকরণসহ লেখো।

অথবা, নাইট্রোলিম প্রস্তুতির শর্ত ও বিক্রিয়ার সমীকরণ লেখো।

Group-D

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) : 3×6=18

4.1 20g CaCO₃, পূর্ণ বিয়োজিত করলে উৎপন্ন CO₂-র মোলসংখ্যা ও STP -তে আয়তন কত লিটার হবে নির্ণয় করো।

অথবা, H₂O₂ বিয়োজিত হয়ে জল ও অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। সমিত সমীকরণটি লেখো এবং 6.8g H₂O₂-র পূর্ণ বিয়োজনে উৎপন্ন অক্সিজেনের মোল সংখ্যা নির্ণয় করো।

4.2 তাপ পরিবাহিতাক্ষের সংজ্ঞা দাও ও মাত্রীয় বিশ্লেষণ করে এর SI একক নির্ণয় করো।

অথবা, তাপীয় রোধ ও তড়িৎরোধের মধ্যে সাদৃশ্য উল্লেখ করো।

4.3 সমান্তরাল সমবায়ে তিনটি রোধ R₁ R₂ ও R₃ যুক্ত থাকলে তাদের তুল্য রোধ কত হবে নির্ণয় করো। 3

অথবা, একটি তড়িৎকোশের EMF SV ও অভ্যন্তরীণ রোধ 1Ω। তড়িৎকোশটিকে 4Ω -এর একটি রোধের সঙ্গে যুক্ত করা হলো। 42s সময়ে রোধকে কত তাপ উৎপন্ন হবে ?

4.4 ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত সূত্র দুটি লেখো। 1½ +1½

4.5 অওয়াল্ড পদ্ধতিতে HNO₃-র শিল্পোৎপাদনের রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো। 3

4.6 তড়িৎলেপনের মুখ্য উদ্দেশ্য কী ? কোনো ধাতুতে সোনার প্রলেপ দিতে হলে কী ক্যাথোড ও কী অ্যানোড ব্যব করবে ?

This Post Has 2 Comments

  1. 7076575728

    বাংলা

    1. Hazarnotes

      বাংলা দেওয়া আছে।

Leave a Reply

  • Post comments:2 Comments
  • Reading time:4 mins read