SECOND SUMMATIVE EVALUATION
CLASS 10 (X) WBBSE
LIFE SCIENCE QUESTION PAPER
Class 10 Life Science 2nd Unit Test Question Paper Set-4 wbbse | দশম শ্রেণির জীবন বিজ্ঞান প্রশ্নপত্র দ্বিতীয় ইউনিট টেস্ট সেট-৪
📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 মাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here
Set-4
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
দশম শ্রেণি
বিষয় : জীবনবিজ্ঞান
সময় : ১.৩০ মিনিট পূর্ণমান : ৪০
বিভাগ ‘ক’
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 1×9=9
1.1 মানবদেহে অটোজোমের সংখ্যা হল— (a) 40 টি (b) 42 টি (c) 44 টি (d) 45 টি
উত্তরঃ (c) 44 টি
1.2 মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় বেম গঠিত হয় ?
(a) প্রফেজ (b) মেটাফেজ (c) অ্যানাফেজ (d) টেলোফেজ
উত্তরঃ (b) মেটাফেজ
1.3 মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য—
(a) 44A+XX (b) 44A + XY (c) 44A + XXY (d) 44A+XYY
উত্তরঃ (b) 44A + XY
1.4 নিচের কোন জোড়াটি সঠিক ?
(a) কোরকোদগম – ইস্ট
(b) খন্ডীভবন – কেঁচো
(c) রেনু উৎপাদন – অ্যামিবা
(d) পুনরুৎপাদন – ড্রায়োপটেরিস
উত্তরঃ (a) কোরকোদগম – ইস্ট
1.5 মটরগাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হলো—
(a) কুঞ্চিত বীজ (b) হলুদ রঙের বীজ
(c) বেগুনি রঙের বীজ (d) কাক্ষিক পুষ্প
উত্তরঃ (a) কুঞ্চিত বীজ
1.6 একটি সংকর দীর্ঘ (Tt) এবং একটি বিশুদ্ধ খর্ব (tt) মটর গাছের পরাগমিলনে যে বীজ পাওয়া যায় তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে—
(a) সকলেই দীর্ঘ (b) সকলেই খর্ব
(c) 50% দীর্ঘ ও 50% খর্ব
(d)75% দীর্ঘ ও 25% খৰ্ব
উত্তরঃ (c) 50% দীর্ঘ ও 50% খর্ব
1.7 সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্যটি হল—
(a) উৎপত্তিগতভাবে ভিন্ন এবং কাজও ভিন্ন
(b) উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই
(c) অপসারী বিবর্তনকে নির্দেশ করে
(d) উৎপত্তি ও গঠনগত ভাবে একই
উত্তরঃ (b) উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই
1.8 ঘোড়ার প্রাচীনতম আদিপুরুষের নাম—
(a) ইক্যুয়াস (b) মেসোহিপ্পাস (c) ইওহিপ্পাস (d) মেরিচিপ্পাস
উত্তরঃ (c) ইওহিপ্পাস
1.9 পৃথিবীতে প্রাণ সৃষ্টি সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হল—
(a) হাইড্রোজেন (b) অক্সিজেন c) মিথেন d) অ্যামোনিয়া
উত্তরঃ (b) অক্সিজেন
2. নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও :1×6=6
এক কথায় উত্তর দাও (যে কোন চারটি) : 1×4=4
2.1 কোন প্রকার কোষ বিভাজনে বেম বা স্পিণ্ডল গঠিত হয় না ?
উত্তরঃ অ্যামাইটোসিস।
2.2 কোন ক্ষারমূলক DNA তে থাকে কিন্তু RNA তে থাকে না?
উত্তরঃ থাইমিন।
2.3 একটি অটোজোম বাহিত বংশগত রোগের নাম লেখো।
উত্তরঃ থ্যালাসেমিয়া।
2.4 মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপের অনুপাত কত ?
উত্তরঃ 9 : 3 : 3 : 1
2.5 প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তা কে?
উত্তর: চার্লস ডারউইন
শূন্যস্থান পূরণ কর (যে কোন দুটি) 1×2=2
2.6 অ্যাডেনিন একটি __________ জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষারক।
উত্তরঃ পিউরিন।
2.7 কোন জীবের বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ওই জীবের _____________ বলা হয়।
উত্তরঃ ফিনোটাইপ।
2.8 উটের লোহিত কণিকায় ____________ থাকে না।
উত্তরঃ নিউক্লিয়াস।
3. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (যে কোন পাঁচটি) : 2×5=10
3.1 ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের পার্থক্য লেখ। অথবা DNA ও RNA এর পার্থক্য লেখ।
3.2 মাইক্রোপ্রোপাগেশন কিভাবে সম্পন্ন করা হয়? অথবা কোশচক্রের দুটি গুরুত্ব লেখো
3.3 প্রকট বৈশিষ্ট্য,প্রচ্ছন্ন বৈশিষ্ট্য,ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে? অথবা থ্যালাসেমিয়া রোগে জেনেটিক কাউন্সেলিং এর গুরুত্ব কি ?
3.4 হট ডাইলিউট স্যুপ ও কোয়াসারভেট কি?
অথবা,
ঘোড়ার বিবর্তনে চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখ যা পরিবর্তিত হয়েছে।
3.5 জলজ অভিযোজনের রুই মাছের পটকা ও পায়রার অভিযোজনে বায়ুথলির ভূমিকা লেখ৷ অথবা সুন্দরী গাছ ও শিম্পাঞ্জির দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো।
4. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়) : 5×3=15
4.1 ক্রোমোজোম, DNA ও জিনের আন্ত সম্পর্ক কি উল্লেখ কর। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান ছকের সাহায্যে সংক্ষেপে আলোচনা করো। 2+3
অথবা,
জনুক্রম কাকে বলে ? ফার্নের জনুক্রম সংক্ষেপে ছকের সাহায্যে দেখাও। 2+3
4.2 মেন্ডেল তার সংকরায়ন পরীক্ষার জন্য মটরগাছ কেন নির্বাচন করেছিলেন? সংকরায়ন পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের কারণগুলি কি কি?
অথবা,
একটি সংকর কালো গিনিপিগের সাথে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটালে যে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে তা একটি চেকারবোর্ড এর সাহায্যে দেখাও। মেন্ডেলের পৃথকীভবনের সূত্রটি বিবৃত করো।
4.3 অভিব্যক্তি বা বিবর্তনের মুখ্য ঘটনাগুলি একটি পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও।
অথবা,
জৈব অভিব্যক্তির অঙ্গ সংস্থানগত প্রমাণ হিসেবে বিভিন্ন মেরুদন্ডী প্রাণীগোষ্ঠীর হৃদপিন্ডের মৌলিক গঠন আলোচনা কর।
4.4 ল্যামার্কের মতবাদ এর ব্যবহার ও অব্যবহার সূত্র এবং অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ব্যাখ্যা কর ।
অথবা,
ডারউইনের যোগ্যতমের উদবর্তন ও প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে প্রজাতির উৎপত্তি কিভাবে ঘটেছে সংক্ষেপে লেখ।
4.5 উটের অভিযোজন এ RBC এর ভূমিকা কি অতিরিক্ত জলের চাহিদা পূরণের জন্য উটের দুটি শারীরবৃত্তীয় অভিযোজন লেখা
অথবা,
শ্রমিক মৌমাছির খাদ্য উৎসের সন্ধান ও মৌচাক থেকে খাদ্য উৎসের দূরত্ব বোঝার পর মৌচাকে কিরূপ আচরণ প্রদর্শন করে তা সবিস্তারে উল্লেখ করো।
📌 আরো দেখুনঃ
📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 মাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here