Class 10 History 2nd Unit Test Question Paper Set-3 wbbse | দশম শ্রেণির ইতিহাস দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩

SECOND SUMMATIVE EVALUATION
CLASS 10 (X) WBBSE
HISTORY QUESTION PAPER

Class 10 History 2nd Unit Test Question Paper Set-3 wbbse | দশম শ্রেণির ইতিহাস দ্বিতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩

📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 মাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here

Set-3

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
দশম শ্রেণি
বিষয় : ইতিহাস
সময় : ১ ঘণ্টা ২০ মিনিট           পূর্ণমান : ৪০

ক-বিভাগ

১. সঠিক উত্তরটি নির্বাচন করো : ১×১০=১০

১.১ ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা কোন্‌টি ?
(ক) বেঙ্গল গেজেট, (খ) দিগ্দর্শন,
(গ) সমাচার দর্পণ, (ঘ) সংবাদ সমাচার।

উত্তরঃ (ক) বেঙ্গল গেজেট।

১.২ ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’-এর প্রথম সভাপতি ছিলেন—
(ক) গৌরীশংকর তর্কবাগীশ
(খ) দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়
(গ) দ্বারকানাথ ঠাকুর,
(ঘ) প্রসন্নকুমার ঠাকুর।

উত্তরঃ (ক) গৌরীশংকর তর্কবাগীশ।

১.৩ কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়—
(ক) ১৮৮৫ খ্রিস্টাব্দে (খ) ১৯২০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৩৪ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৪২ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৯৩৪ খ্রিস্টাব্দে।

১.৪ মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন–
(ক) ভাইসরয় (খ) লর্ড ক্যানিং,
(গ) ভারতসচিব, (ঘ) মহারানি ভিক্টোরিয়া

উত্তরঃ (ঘ) মহারানি ভিক্টোরিয়া।

১.৫ বর্ণপরিচয় পুস্তকাকারে প্রকাশিত হয় কবে ?
(ক) ১৮৫০ খ্রিস্টাব্দে (খ) ১৮৫৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬০ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৬৫ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (খ) ১৮৫৫ খ্রিস্টাব্দে।

১.৬ ভারতে কমিউনিস্ট পার্টি (১৯২৫ খ্রি) গঠিত হয়—
(ক) কানপুরে, (খ) বোম্বাই-এ
(গ) কলকাতায়, (ঘ) মাদ্রাজে।

উত্তরঃ (ক) কানপুরে।

১.৭ ছাপাখানায় মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন—
(ক) হ্যালহেড, (খ) চার্লস উইলকিনস্
(গ) সুরেশচন্দ্র মজুমদার (ঘ) প্রজ্ঞানন কর্মকার।

উত্তরঃ (খ) চার্লস উইলকিনস্।

১.৮ হিন্দুমেলা কবে প্রতিষ্ঠিত হয় ?
(ক) ১৮৩৭ খ্রিস্টাব্দে (খ) ১৮৫৭ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৭ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭৭ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (গ) ১৮৬৭ খ্রিস্টাব্দে।

১.৯ শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়েছিল–
(ক) ১৮৯৩ খ্রিস্টাব্দে (খ) ১৮৯৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯০১ খ্রিস্টাব্দে (ঘ) ১৯০৫ খ্রিস্টাব্দে।

উত্তরঃ (গ) ১৯০১ খ্রিস্টাব্দে।

১.১০ বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা ছিলেন–
(ক) মাদারি পাসি, (খ) জয়প্রকাশ নারায়ণ
(গ) গান্ধিজি, (ঘ) বল্লভভাই প্যাটেল,

উত্তরঃ (ঘ) বল্লভভাই প্যাটেল,

বিভাগ – ‘খ’

২. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও : ১×৬ = ৬

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(২.১.১) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ১. শ্রীরামপুর মিশন প্রেস
(২.১.২) উইলিয়াম কেরি ২. ওয়াকার্স অ্যান্ড পেজেন্টস পার্টি
(২.১.৩) মুজাফফর আহমদ ৩. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন

২.২ প্রদত্ত ভারতের মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :
(২.২.১) ১৮৫৭-র বিদ্রোহের একটি কেন্দ্র
(২.২.২) ছাপাখানার বিকাশের কেন্দ্র শ্রীরামপুর
(২.২.৩) ভারত ছাড়ো আন্দোলনের কেন্দ্র তমলুক

‘গ’ – বিভাগ

৩. নিচের প্রশ্নগুলির দু-তিনটি বাক্যে উত্তর দাও : (যে-কোনো চারটি) ২×৪ = ৮

(i) শিক্ষিত বাঙালি সমাজ কেন ১৮৫৭ সালের বিদ্রোহকে সমর্থন করেনি ?

(ii) কাদের শ্রীরামপুর ত্রয়ী বলা হয় ?

(iii) শিশুশিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা কী ছিল ?

(iv) মিরাট ষড়যন্ত্র মামলা’ শুরু করা হয়েছিল কেন?

(v) কে, কেন ‘ব্র্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি’ গঠন করেন ?

অথবা,

(কেবল দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য)

শূন্যস্থান পূরণ করো :

(২.২.১) ঔপনিবেশিক ভারতের প্রথম ভাইসরয় ছিলেন _________________।

(২.২.২) ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা _______________।

(২.২.৩) চৌরিচৌরার ঘটনা ঘটেছিল ______________ খ্রিস্টাব্দে।

বিভাগ : ‘ঘ’

৪. সাত বা আটটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (যে কোনো ২টি) : ৪×২ = ৮

৪.১ মহারাণীর ঘোষণাপত্রের (১৮৫৮) ঐতিহাসিক তাৎপর্য কী ছিল ?

৪.২ ছাপাখানার বিস্তার এবং গণশিক্ষার প্রসারের সম্পর্ক সমানুপাতিক – উনিশ শতকের শেষভাগের বাংলার পরিপ্রেক্ষিতে মন্তব্যটি ব্যাখ্যা করো।

৪.৩. টীকা লেখো – সর্বভারতীয় কিষাণসভা (১৯৩৬)।

বিভাগ – ‘ঙ’

৫. পনেরাে বা ষোলােটি বাক্যে যে-কোনাে একটি প্রশ্নের উত্তর দাও : ৮×১=৮

৫.১ জাতীয়তাবাদের বিকাশে চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর ও অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো।

৫.২ ছাপাখানার মুদ্রণের ইতিহাসে হিকির অবদান সংক্ষেপে আলোচনা করো। এ ব্যাপারে শ্রীরামপুর মিশনারীদের অবদান আলোচনা করো।

৫.৩ ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক ও কৃষক শ্রেণীর ভূমিকা আলোচনা করো।

📌 আরো দেখুনঃ

📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 মাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:3 mins read