SECOND SUMMATIVE EVALUATION
CLASS 10 (X) WBBSE
HISTORY QUESTION PAPER
Class 10 History 2nd Unit Test Question Paper Set-2 wbbse | দশম শ্রেণির ইতিহাস প্রশ্নপত্র দ্বিতীয় ইউনিট টেস্ট সেট-২
📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 মাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here
Set-2
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
দশম শ্রেণি
বিষয় : ইতিহাস
সময় : ১ ঘণ্টা ২০ মিনিট পূর্ণমান : ৪০
ক-বিভাগ
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (যে কোনো তিনটি) : ১×৩=৩
(ক) ভারতীয় জাতীয়তাবাদের প্রপিতামহ হলেন—
(i) বালগঙ্গাধর তিলক (ii) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
(iii) রাজনারায়ণ বসু (iv) আনন্দ মোহন বসু।
(খ) কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়—
(i) ১৮৫৪ সালে (ii) ১৮৫৭ সালে
(iii) ১৮৫৯ সালে (iv) ১৮৬০ সালে।
(গ) র্যাডিক্যাল ডেমক্রাটিক দল গঠন করেছিলেন—
(i) সুভাষ চন্দ্র বসু (ii) পি.সি. যোশী
(iii) এম. এন. রায় (iv) এস. এ. ডাঙ্গে
(ঘ) ভারতের জাতীয় কংগ্রেস ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালন করে—
(i) ১১২৯ খ্রিস্টাব্দে (ii) ১৯৩০ খ্রিস্টাব্দে
(iii) ১৯৩১ খ্রিস্টাব্দে (iv) ১৯৩২ খ্রিস্টাব্দে।
২। সত্য/মিথ্যা নির্ণয় করো (যে-কোনো তিনটি) : ১×৩=৩
(ক) অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা চিত্রগুলি ভারতীয় জাতীয় সংস্কৃতির প্রকাশ বিদেশী প্রভাবের বিরোধিতায়।
(খ) ১৯২৩ খ্রিস্টাব্দে সিঙ্গুরাভেল চেটিয়ার নেতৃত্বে ভারতে মাদ্রাজ শহরে প্রথম ‘মে দিবস’ পালন করা হয়।
(গ) এম.এন.রায় রাশিয়ায় ভারতের কমিউনিষ্ট পার্টি প্রতিষ্ঠা করেন।
(ঘ) কাজী নজরুল ইসলাম ‘লাঙ্গল’ পত্রিকা সম্পাদনা করেছিলেন।
৩। দুই-এক কথায় উত্তর দাও (যে-কোনো তিনটি) : ১×৩=৩
(ক) কত সালে ‘সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস’ স্থাপিত হয়েছিল ?
(খ) হোমরুল লীগ কে গঠন করেছিলেন ?
(গ) কে, কত সালে বঙ্গভঙ্গ ঘোষণা করেন ?
(ঘ) অসহযোগ আন্দোলনে অংশগ্রহণকারী দুইজন নারীর নাম উল্লেখ করো।
৪। সংক্ষেপে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ২x৪=৮
(ক) কে প্রথম দক্ষিণ-পূর্ব এশিয়ায় ছাপাখানা আরম্ভ করেন এবং কখন ?
(খ) সি. ভি. রমন স্মরণীয় কেন ?
(গ) ইন্ডিয়ান এসোসিয়েশন-এর উদ্দেশ্যগুলি কী কী ?
(ঘ) ‘বসু বিজ্ঞান মন্দির’ সম্বন্ধে তুমি কী জানো ?
(ঙ) কখন এবং কে ‘ইণ্ডিয়ান ইন্ডিপেন্ডস্ লিগ’ স্থাপন করে ?
৫। দুইটি স্তম্ভ মিলিয়ে লেখো : ১×৩=৩
বামস্তম্ভ | ডানস্তম্ভ |
(১) ভাইসরয় | (ক) পি. সি. রায় |
(২) শ্রীরামপুর মিশন | (খ) লর্ড ক্যানিং |
(৩) বেঙ্গল কেমিক্যাল | (গ) উইলিয়াম কেরি |
৬। সংক্ষেপে সাত/আটটি বাক্যে উত্তর দাও (যে-কোনো তিনটি) : ৪x৩=১২
(ক) ‘বর্তমান ভারত’ গ্রন্থে স্বামী বিবেকানন্দ কি বলেছেন ?
(খ) গগণেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ইংরাজী উপনিবেশিক সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ?
(গ) আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীকে সংগঠিত করতে ভারতের জাতীয় কংগ্রেসের কি ভূমিকা ছিল?
(ঘ) কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রাজাবাজার বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠার সংক্ষিপ্ত বিবরণ দাও।
৭। একটি প্রশ্নের পনেরো/ষোলটি বাক্যে উত্তর দাও : ৮x১=৮
(ক) আইন অমান্য ও ভারত ছাড়ো আন্দোলনে কৃষকদের অংশগ্রহণের বিবরণ দাও।
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য রচনায় জাতীয়তাবাদের প্রকাশ সম্পর্কে আলোচনা কর।
(গ) শিক্ষার প্রসারে শান্তি নিকেতনর ভূমিকা বিবৃত করো।
📌 আরো দেখুনঃ
📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 মাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here