আফ্রিকা কবিতার MCQ প্রশ্ন উত্তর দশম শ্রেণি (মাধ্যমিক) বাংলা | Class 10 Africa Poem Question Answer wbbse

বহুবিকল্পধর্মী (MCQ) প্রশ্নের উত্তর আফ্রিকা কবিতা (মাধ্যমিক) দশম শ্রেণি বাংলা | Africa Poem MCQ Question Answer (Madhyamik) Class 10 Bengali wbbse

আফ্রিকা
—রবীন্দ্রনাথ ঠাকুর

📌মাধ্যমিক সিলেবাস বাংলা Click Here

📌দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 মাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র Click Here

📌 মাধ্যমিক সমস্ত বিষয় মক্ টেস্ট Click Here

বহুবিকল্পধর্মী (MCQ) প্রশ্নোত্তর : আফ্রিকা কবিতা দশম শ্রেণি (মাধ্যমিক) বাংলা | Africa Poem MCQ Question Answer Class 10 Bengali wbbse

∆ সঠিক উত্তরটি নির্বাচন করো : প্রতিটি প্রশ্নের মান-১

১. ‘সেই হোক তোমার সভ্যতার শেষ পূণ্যবাণী’- ‘সভ্যতার শেষ পূণ্যবাণী’ হলো—
(ক) বিদ্বেষ ত্যাগ করো (খ) ক্ষমা করো
(গ) ভালোবাস (ঘ) মঙ্গল করো

উত্তরঃ (খ) ক্ষমা করো

২. ‘কবির সংগীতে বেজে উঠেছিল’— কী বেজে উঠেছিল ?
(ক) সংগীতের মূর্চ্ছনা (খ) সুন্দরের আরাধনা
(গ) সুরের ঝংকার (ঘ) রাগরাগিনী

উত্তরঃ (খ) সুন্দরের আরাধনা।

৩. ‘ছিনিয়ে নিয়ে গেল তোমাকে’- ‘তোমাকে’ বলতে বোঝানো হয়েছে —
(ক) ইউরোপকে (খ) আফ্রিকাকে
(গ) আমেরিকাকে (ঘ) ভারতবর্ষকে

উত্তরঃ (খ) আফ্রিকাকে।

৪.’হায় ছায়াবৃতা’- ‘ছায়াবৃতা’ বলতে বোঝানো হয়েছে—
(ক) এশিয়া মহাদেশকে (খ) আফ্রিকা মহাদেশকে
(গ) সমগ্র বিশ্বকে (ঘ) ভারতবর্ষকে

উত্তরঃ (খ) আফ্রিকা মহাদেশকে।

৫. দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে’ — মানহারা মানবী হল—
(ক) ইউরোপ (খ) আফ্রিকা (গ) সমগ্র বিশ্ব (ঘ) ভারতবর্ষ

উত্তরঃ (খ) আফ্রিকা

৬. নিভৃত অবকাশে আফ্রিকা চিনেছিল —
(ক) দুর্গমের রহস্য
(খ) জলস্থল-আকাশের দুর্বোধ সংকেত
(গ) প্রাকৃতিক রহস্য
(ঘ) রহস্য ও দুর্বোধ সংকেত

উত্তরঃ (খ) জলস্থল-আকাশের দুর্বোধ সংকেত

৭. ‘এল মানুষ-ধরার দল’ যাদের নখ ছিল—
(ক) শেয়ালের চেয়ে তীক্ষ্ণ
(খ) নেকড়ের চেয়ে তীক্ষ্ণ
(গ) হায়নার চেয়ে তীক্ষ্ণ
(ঘ) সিংহের চেয়ে ধারালাে

উত্তরঃ (খ) নেকড়ের চেয়ে তীক্ষ্ণ

৮. ‘ছিনিয়ে নিয়ে গেল তােমাকে’-কে ছিনিয়ে নিয়ে গেল ?
(ক) প্রাচী ধরিত্রী (খ) বনস্পতি
(গ) প্রকৃতির দৃষ্টি (ঘ) রুদ্র সমুদ্রের বাহু

উত্তরঃ (ঘ) রুদ্র সমুদ্রের বাহু

৯. ‘আফ্রিকা’ কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে গৃহীত –
(ক) মানসী (খ) চিত্রা (গ) গীতাঞ্জলি (ঘ) পত্রপুট

উত্তরঃ (ঘ) পত্রপুট

১০. ‘এল ওরা লোহার হাতকড়ি নিয়ে’ – ওরা হল –
(ক) ভারতীয় (খ) ইউরোপীয়
(গ) আমেরিকান (ঘ) আফ্রিকান

উত্তরঃ (খ) ইউরোপীয়।

১১.আফ্রিকা হল একটি –
(ক) শহর (খ) মহাসাগর (গ) মহাদেশ (ঘ) উপমহাদেশ

উত্তরঃ (গ) মহাদেশ

১২.স্রষ্টার অসন্তোষ ছিল –
(ক) তাঁর সৃষ্টির প্রতি (খ) নিজের প্রতি
(গ) আফ্রিকার প্রতি (ঘ) পশ্চিমি দুনিয়ার প্রতি

উত্তরঃ (খ) নিজের প্রতি

১৩.কবি আদিম যুগের যে বিশেষণ ব্যবহার করেছেন, তা হল—
(ক) চেতনাতীত (খ) দৃষ্টি অতীত
(গ) অপমানিত (ঘ) উদভ্রান্ত

উত্তরঃ (ঘ) উদভ্রান্ত

১৪.নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন—
(ক) কবি (খ) ছায়াবৃতা (গ) দয়াময় দেবতা (ঘ) স্রষ্টা

উত্তরঃ (ঘ) স্রষ্টা

১৫.নিজের সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন, কারণ—
(ক) বিভীষিকার প্রচণ্ড মহিমা
(খ) সভ্যের বর্বর লোভ
(গ) নিজের প্রতি অসন্তোষ
(ঘ) আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাত

উত্তরঃ (গ) নিজের প্রতি অসন্তোষ

১৬.যে প্রাচী ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল, সে হলো –
(ক) দুর্গমের রহস্য (খ) দৃষ্টি অতীত জাদু
(গ) যুগান্তরের কবি (ঘ) রুদ্র সমুদ্রের বাহু

উত্তরঃ (ঘ) রুদ্র সমুদ্রের বাহু

১৭.’রুদ্র সমুদ্রের বাহু’ আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে বেঁধেছিল –
(ক) জলতরঙ্গের বন্ধনে
(খ) নিভৃত অবকাশে (গ) পর্বতকন্দরে
(ঘ) বনস্পতির নিবিড় পাহারায়

উত্তরঃ (ঘ) বনস্পতির নিবিড় পাহারায়

১৮.আফ্রিকার অন্তঃপুরে আলো ছিল –
(ক) দুর্বোধ (খ) কৃপণ (গ) আবিল (ঘ) নগ্ন

উত্তরঃ (খ) কৃপণ

১৯.নিভৃত অবকাশে আফ্রিকা সংগ্রহ করছিল—
(ক) দুর্বোধ সংকেত (খ) ভাষাহীন ক্রন্দন
(গ) নির্লজ্জ অমানুষতা (ঘ) দুর্গমের রহস্য

উত্তরঃ (ঘ) দুর্গমের রহস্য

২০.আফ্রিকা চিনেছিল জল-স্থল-আকাশের –
(ক) দুর্বোধ সংকেত (খ) দুর্গমের রহস্য
(গ) জাদু (ঘ) বিদ্রূপ

উত্তরঃ (ক) দুর্বোধ সংকেত

২১.প্রকৃতির দৃষ্টি অতীত জাদু আফ্রিকার মনে যা জাগাচ্ছিল , তা হল –
(ক) বিভীষিকা (খ) অসন্তোষ (গ) ক্রন্দন (ঘ) মন্ত্র

উত্তরঃ (ঘ) মন্ত্র

২২.আফ্রিকা বিদ্রূপ করছিল –
(ক) নতুন সৃষ্টিকে (খ) শঙ্কাকে
(গ) আপনাকে (ঘ) ভীষণকে

উত্তরঃ (ঘ) ভীষণকে

২৩.আফ্রিকা বিদ্রূপ করছিল ভীষণকে –
(ক) বিভীষিকার প্রচণ্ড মহিমায়
(খ) কালো ঘোমটার নীচে
(গ) বিরূপের ছদ্মবেশে
(ঘ) তাণ্ডবের দুন্দুভিনিনাদে

উত্তরঃ (গ) বিরূপের ছদ্মবেশে

২৪.কে শঙ্কাকে হার মানাতে চাইছিল ?
(ক) কবি (খ) আফ্রিকা
(গ) রুদ্র সমুদ্রের বাহু (ঘ) দৃষ্টি অতীত জাদু

উত্তরঃ (খ) আফ্রিকা

২৫.’তাণ্ডব’ শব্দের অর্থ হলো –
(ক) উদ্দাম নাচ (খ) তছনছ করা
(গ) হইচই করা (ঘ) অপমান

উত্তরঃ (ক) উদ্দাম নাচ

২৬.’আফ্রিকা’ কবিতায় কবি ‘ছায়াবৃতা’ সম্বোধন করেছেন –
(ক) আদিম অরণ্যকে
(খ) আফ্রিকার কৃষ্ণাঙ্গী ক্রীতদাসীকে
(গ) আফ্রিকাকে
(ঘ) ঔপনিবেশিক শাসনকে

উত্তরঃ (গ) আফ্রিকাকে

২৭.আফ্রিকাকে কবি ছায়াবৃতা বলে সম্বোধন করেছেন, কারণ—
(ক) আফ্রিকার লোকেদের গায়ের রং কালো
(খ) আফ্রিকা জঙ্গলাকীর্ণ
(গ) আফ্রিকায় ছ – মাস রাত্রি থাকে
(ঘ) মানচিত্রে আফ্রিকাকে কালো বিন্দুর মতো লাগে

উত্তরঃ (খ) আফ্রিকা জঙ্গলাকীর্ণ

২৮.কালো ঘোমটার নীচে কী অপরিচিত ছিল ?
(ক) উপেক্ষার আবিল দৃষ্টি
(খ) আফ্রিকার মানবরূপ
(গ) সভ্যের বর্বর লোভ
(ঘ) মানুষের শুভবুদ্ধি

উত্তরঃ (খ) আফ্রিকার মানবরূপ

২৯.উপেক্ষার দৃষ্টি কেমন ছিল ?
(ক) আবিল (খ) তীক্ষ্ণ (গ) বর্বর (ঘ) অন্ধ

উত্তরঃ (ক) আবিল

৩০.’আফ্রিকা’ কবিতায় ‘ওরা’ এলো—
(ক) লোহার হাতকড়ি নিয়ে
(খ) মানুষ ধরার দল নিয়ে
(গ) অরণ্যপথে (ঘ) সমুদ্রপারে

উত্তরঃ (ক) লোহার হাতকড়ি নিয়ে

৩১.’এল ওরা লোহার হাতকড়ি নিয়ে’— ওরা হল –
(ক) ভারতীয় (খ) আমেরিকান
(গ) ইউরোপীয় (ঘ) জংলি উপজাতি

উত্তরঃ (গ) ইউরোপীয়

৩২. মানুষ ধরার দলের নথ ছিল—
(ক) নেকড়ের চেয়ে তীক্ষ্ণ
(খ) ইগলের চেয়ে কঠিন
(গ) সিংহের চেয়ে ধারালো
(ঘ) বাঘের চেয়ে নির্দয়

উত্তরঃ (ক) নেকড়ের চেয়ে তীক্ষ্ণ।

৩৩.মানুষ ধরার দল গর্বে যার চেয়েও বেশি অন্ধ ছিল–
(ক) ভাষাহীন ক্রন্দন (খ) কৃপণ আলো
(গ) সূর্যহারা অরণ্য (ঘ) বীভৎস কাদার শিশু

উত্তরঃ (গ) সূর্যহারা অরণ্য

৩৪.সভ্যের লোভ কেমন ?
(ক) নির্লজ্জ (খ) আবিল (গ) বর্বর (ঘ) পঙ্কিল

উত্তরঃ (গ) বর্বর

৩৫.সভ্যের বর্বর লোভ নগ্ন করল –
(ক) উপেক্ষার আবিল দৃষ্টিকে
(খ) আপন নির্লজ্জ অমানুষতাকে
(গ) আফ্রিকার মানবরুপকে
(ঘ) মানুষ ধরার দলকে

উত্তরঃ (খ) আপন নির্লজ্জ অমানুষতাকে

৩৬.আফ্রিকার ক্রন্দন কেমন ?
(ক) ভদ্র (খ) বীভৎস (গ) আবিল (ঘ) ভাষাহীন

উত্তরঃ (ঘ) ভাষাহীন

৩৭.অরণ্যপথ কেমন হলো ?
(ক) সূর্যহারা (খ) অন্ধ (গ) বাষ্পাকুল (ঘ) পিচ্ছিল

উত্তরঃ (গ) বাষ্পাকুল

৩৮.অরণ্যপথে ধূলি পঙ্কিল হল –
(ক) রক্তে মিশে (খ) অশ্রুতে মিশে
(গ) ঘামে ভিজে (ঘ) রক্তে অশ্রুতে মিশে

উত্তরঃ (ঘ) রক্তে অশ্রুতে মিশে।

৩৯.‘তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্যপথে / পঙ্কিল হল ধূলি তোমার __________ মিশে।’ (শূন্যস্থান)
(ক) বিরূপের ছদ্মবেশে (খ) অপমানিত ইতিহাসে
(গ) শেষ রশ্মিপাতে (ঘ) রক্তে অশ্রুতে

উত্তরঃ (ঘ) রক্তে অশ্রুতে

৪০.যারা কাঁটা-মারা জুতো পরেছিল, তারা হল—
(ক) দস্যু (খ) নেকড়ে (গ) মানুষ ধরার দল
(ঘ) পশু

উত্তরঃ (ক) দস্যু

৪১.বীভৎস কাদার পিন্ড কী দিয়ে গেল ?
(ক) ভাষাহীন ক্রন্দন (খ) পদচিহ্ন
(গ) চিরচিহ্ন (ঘ) অপমান

উত্তরঃ (গ) চিরচিহ্ন

৪২.‘বীভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার _________ (শূন্যস্থান)।
(ক) কালো ঘোমটার নীচে
(খ) কৃপণ আলোর অন্তঃপুরে
(গ) অপমানিত ইতিহাসে
(ঘ) মায়ের কোলে

উত্তরঃ (গ) অপমানিত ইতিহাসে।

৪৩.যে মন্দিরে পূজার ঘণ্টা বাজছিল, তা অবস্থিত–
(ক) রুদ্ধ সমুদ্রে (খ) সমুদ্রপারে
(গ) সূর্যহারা অরণ্যে (ঘ) মানবীর দ্বারে

উত্তরঃ (খ) সমুদ্রপারে

৪৪.পূজার ঘণ্টা কখন বাজছিল ?
(ক) সকালে (খ) সন্ধ্যায় (গ) সকালে সন্ধ্যায়
(ঘ) মধ্যরাতে

উত্তরঃ (গ) সকালে সন্ধ্যায়

৪৫.কার নামে পুজার ঘণ্টা বাজছিল ?
(ক) সভ্য দেশগুলির নামে
(খ) ঔপনিবেশিক শাসকের নামে
(গ) আফ্রিকার রাজার নামে
(ঘ) দয়াময় দেবতার নামে

উত্তরঃ (ঘ) দয়াময় দেবতার নামে

৪৬.কবির সংগীতে বেজে উঠেছিল—
(ক) মধুর বাংকার (খ) পূজার ঘণ্টা
(গ) সুন্দরের আরাধনা (ঘ) সুরের মূর্ছনা

উত্তরঃ (গ) সুন্দরের আরাধনা

৪৭.শিশুরা খেলছিল _____________।
(ক) মায়ের কোলে (খ) পাড়ায় পাড়ায়
(গ) গুপ্ত গহ্বরে (ঘ) বাষ্পাকুল অরণ্যপথে

উত্তরঃ (ক) মায়ের কোলে

৪৮.আজ কোন্ দিকে ঝড় আসছে ?
(ক) পূর্ব দিগন্তে (খ) পশ্চিম দিগন্তে
(গ) উত্তর দিগন্তে (ঘ) দক্ষিণ দিগন্তে

উত্তরঃ (ঘ) পশ্চিম দিগন্তে

৪৯.পশ্চিম দিগন্তে কোন সময়ে ঝড় আসছে ?
(ক) প্রভাত কালে (খ) দ্বিপ্রহরে
(গ) গোধূলি বেলায় (ঘ) প্রদোষ কালে

উত্তরঃ (ঘ) প্রদোষ কালে

৫০.‘প্রদোষকাল ঝঞ্ঝাবাতাসে রুদ্ধশ্বাস’— ‘ ‘প্রদোষ’ শব্দের অর্থ –
(ক) ভোর (খ) রাত্রি (গ) দুপুর (ঘ) সন্ধ্যা

উত্তরঃ (ঘ) সন্ধ্যা

📌 আরো দেখোঃ

📌মাধ্যমিক সিলেবাস বাংলা Click Here

📌দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 মাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র Click Here

📌 মাধ্যমিক সমস্ত বিষয় মক্ টেস্ট Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:7 mins read