চিঠিপত্র হাতে কলমে সমাধান পঞ্চম শ্রেণি বাংলা | Chithipotro Hate Kolome Somadhan Class 5 Bhasapath Chapter 6 wbbse

চিঠিপত্র হাতে কলমে সমাধান পঞ্চম শ্রেণি বাংলা | Chithipotro Hate Kolome Somadhan Class 5 Bhasapath Chapter 6 wbbse

📌পঞ্চম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌পঞ্চম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌পঞ্চম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

চিঠিপত্র
ছয় অধ্যায়
ভাষা পাঠ বাংলা ব্যাকরণ

হাতেকলমে সমাধান : চিঠিপত্র হাতে কলমে সমাধান পঞ্চম শ্রেণি বাংলা | Class 5 Chithipotro Hate Kolome Somadhan Bhasapath Chapter 6 wbbse

১. ছাত্রাবাসে লেখাপড়া কেমন চলছে জানিয়ে বাবা ও মাকে একটি চিঠি লেখো।

পরাশর ছাত্রাবাস
৮১, কলেজ পাড়া
কলকাতা-৭০০ ০৪৯
৩০ মার্চ, ২০২৫

শ্রীচরণেষু বাবা ও মা,

         আশা করি, তোমরা ভালো আছো। তোমাদের কথা সবসময় মনে পড়ে। আজ প্রায় তিনমাস হতে চলল তোমাদের ছেড়ে এখানে এসেছি। তোমাদের কথা ভীষণ মনে পড়ে।

         ছাত্রাবাসে আসার পর প্রথমে কিছুদিন মন খারাপ হয়েছিল। ছাত্রাবাসের অন্যান্য ছেলেদের সঙ্গে মানিয়ে চলতে বেশ সমস্যা হচ্ছিল। পড়াশোনায় মনঃসংযোগও বিশেষ করতে পারছিলাম না। কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে গেল। পড়াশোনার একটু চাপ আছে। তবে এব্যাপারে স্কুলের স্যারেরা ভীষণই সাহায্য করেন। অতিরিক্ত বইয়ের প্রয়োজন হলে আমরা লাইব্রেরির সাহায্যও পাই।

     গরমের ছুটিতে বাড়ি যাব বলে দিন গুনতে শুরু করেছি। তোমরা মনখারাপ কোরো না। ভালো থেকো। ছোট ভাইকে আমার ভালোবাসা দিয়ো আর তোমরা আমার প্রণাম নিও।

ইতি
তোমাদের সুজয়

হরিহর পাল
গ্রাম : আমাই পাড়া
জেলা : বীরভূম

২. বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো।

দার্জিলিং মোড়,
শিলিগুড়ি- ৭০০ ০৬৯
১৬ আগষ্ট, ২০২৪

প্রিয় অর্পণ,

     আশা করি তুই ভালো আছিস। তোর পড়াশোনা নিশ্চয়ই খুব ভালোই চলছে। গত ১৫ই আগষ্ট আমাদের বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালিত হয়েছিল। সেই অনুষ্ঠানের বিবরণ জানিয়ে আজ তোকে এই চিঠি লিখছি।

    প্রতিবারের মতো এবারও আমাদের বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত হয়েছে। প্রথমে আমরা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। তারপর বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিটি ক্লাসের ছাত্ররাই গান, আবৃত্তি ইত্যাদি পরিবেশন করেছিল। আমি ‘ডাকঘর’ নাটকের অমল চরিত্রে অভিনয় করেছিলাম।

    পরের চিঠিতে তুইও তোর বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানের বিবরণ জানাস। কাকু ও কাকিমাকে আমার প্রণাম জানাস আর তুইও আমার অনেক ভালোবাসা নিস। ভালো থাকিস।

ইতি
বন্ধু জন

অর্পণ মনিগ্রাম
প্রযত্নে, লস্কর মনিগ্রাম
গ্রাম : জাঙ্গিপাড়া
জেলা : মেদিনীপুর

৩. গরমের ছুটি কেমন কাটালে জানিয়ে দূর থেকে লেখা ভাইয়ের চিঠির প্রত্যুত্তর দাও।

রাধানগর
মানিকচক
১২ মে, ২০২৫

সঞ্জয় রাজভর,

       গতকাল তোর চিঠি পেলাম। গরমের ছুটিটা তুই খুব আনন্দে কাটিয়েছিস, জেনে খুব ভালো লাগল। তুই জানতে চেয়েছিস আমার গরমের ছুটি কেমন কেটেছে। সেই কথাই আজ লিখছি চিঠিতে।

     তুই তো জানিস এবার গরমের ছুটিতে আমি বাড়ি যেতে পারিনি। ছাত্রাবাসেও ছুটি পড়ে গিয়েছিল তাই আমি শ্যামবাজারে মিলি মাসির বাড়িতে চলে গিয়েছিলাম। গত ১০ই মে কলকাতায় কলেজ স্কোয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত হয়েছিল সারা বাংলা সাঁতার প্রতিযোগিতা। আমি সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। প্রতিযোগিতা শুরুর আগে আমাদের দলের সকলকেই কঠিন অনুশীলন করতে হয়েছিল। সকাল বিকেল ছুটতে হয়েছিল ক্লাবে। এইভাবেই প্রায় কেটে যায় ছুটিটা। এখন অবশ্য একটু হলেও অবসর। প্রতিযোগিতা শেষ। আমি তৃতীয় স্থান অধিকার করেছি।

       আজ এখানেই শেষ করছি। তুই ভালো থাকিস। মন দিয়ে পড়াশোনা করিস। আমার অনেক স্নেহ ও ভালোবাসা রইল তোর জন্য।

ইতি
দাদা কার্তিক

সঞ্জয় রাজভর
প্রযত্নে, পবিত্র রাজভর
গ্রাম : ৫৬নগর
জেলা : বাঁকুড়া

৪. পরীক্ষা কেমন হয়েছে জানিয়ে দিদিকে একটি চিঠি লেখো।

মাহিনগর
আজিমগঞ্জ ডনবস্কো
১২ জুলাই, ২০২৫

প্রিয় দিদিভাই,

       আশা করি ভালো আছিস। মাত্র কয়েকদিন আগেই আমার দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। সেই পরীক্ষা কেমন হয়েছে, তা জানিয়েই আজ এই চিঠি লিখছি।

        তোদের কথা শুনে এইবার প্রথম থেকেই আমি মন দিয়ে প্রত্যেকটা বিষয় পড়েছিলাম। পাঠ্য বইগুলি খুঁটিয়ে পড়ার ফলে অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর লেখা আমার পক্ষে সহজ হয়েছে। বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ প্রতিটি বিষয়ই আগেরবারের তুলনায় ভালো হয়েছে বলে মনে করছি। তবে পড়ার সঙ্গে সঙ্গে লেখার অভ্যাস করাও যে জরুরি, তা আমি বুঝতে পেরেছি। কারণ, শুধু সব প্রশ্নের উত্তর জানাই যথেষ্ট নয়, নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তরপত্র সম্পূর্ণ করে আসাও জরুরি। এবার থেকে এই ব্যাপারটা মাথায় রাখব।

      আজ এখানেই শেষ করি। তুই ভালো থাকিস। পুজোর ছুটিতে বাড়ি যাব, অনেক আনন্দ করব। মা-বাবাকে আমার প্রণাম জানাস। তুই আমার ভালোবাসা নিস।

ইতি
বোন আদরি

শিপ্রা ঈশোর
প্রযত্নে রামভকত ঈশোর
গ্রাম : কিশোরগঞ্জ
জেলা : জলপাইগুড়ি

**************************

ভাষাপাঠ— ছয়

চিঠিপত্র

📌আরও পড়ুনঃ

📌পঞ্চম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা প্রশ্নোত্তর

মাঠ মানে ছুট – কার্তিক ঘোষ

পাহাড়িয়া বর্ষার সুরে

ঝড় – মৈত্রী দেবী

মধু আনতে বাঘের মুখে

মায়াতরু – অশোকবিজয়

ফণীমনসা ও বনের পরি

বৃষ্টি পড়ে টাপুর টুপুর

বোকা কুমিরের কথা

লিঙ্গ ভাষাপাঠ তিন অধ্যায়

বচন ভাষাপাঠ চার অধ্যায়

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:4 mins read