বোম্বাগড়ের রাজা কবিতার প্রশ্ন উত্তর পাতাবাহার পঞ্চম শ্রেণির বাংলা | Bombagorer Raja Kobitar Question Answer Class 5 Bengali wbbse
পাতাবাহার
বাংলা | পঞ্চম শ্রেণি
বোম্বাগড়ের রাজা কবিতার প্রশ্ন উত্তর পঞ্চম শ্রেণির বাংলা | Bombagorer Raja Kobitar Question Answer Class 5 Bengali wbbse
📌 পঞ্চম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌পঞ্চম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
📌পঞ্চম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
বোম্বাগড়ের রাজা
—সুকুমার রায়
কেউ কি জান সদাই কেন বোম্বাগড়ের রাজা—
ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা ?
রানির মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা ?
পাঁউরুটিতে পেরেক ঠোকে কেন রানির দাদা ?
কেন সেথায় সর্দি হলে ডিগবাজি খায় লোকে ?
জোছনা রাতে সবাই কেন আলতা মাখায় চোখে ?
ওস্তাদেরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে ?
টাকের ‘পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে!
রাত্রে কেন ট্যাঁকঘড়িটা ডুবিয়ে রাখে ঘিয়ে?
কেন রাজার বিছনা পাতে শিরীষ কাগজ দিয়ে?
সভায় কেন চেঁচায় রাজা ‘হুক্কা হুয়া’ বলে?
মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কোলে?
সিংহাসনে ঝোলায় কেন ভাঙা বোতল শিশি?
কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি?
রাজার খুড়ো নাচেন কেন হুঁকোর মালা পরে?
এমন কেন ঘটছে তা কেউ বলতে পারো মোরে?
শব্দার্থ : ফ্রেম– ছবি বাঁধাইয়ের কাঠামো। সদাই– সবসময়ই। অষ্টপ্রহর– সারা দিন রাত। ওস্তাদ– দক্ষ ব্যক্তি। ট্যাঁক ঘড়ি– কোমরের কাপড়ে গোঁজা ঘড়ি। খুড়ো– কাকা।
কবি পরিচিতি : সুকুমার রায় (১৮৮৭- ১৯২৩) : ‘আবোল তাবোল’, ‘হযবরল’, ‘পাগলা দাশু’ ইত্যাদি এর স্রষ্টা সুকুমার রায়। পিতা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। প্রত্যেক বাঙালির শৈশবে জড়িয়ে আছেন এই কবি ও সাহিত্যিক। চিত্রশিল্প, ফটোগ্রাফি, সরস ও কৌতুককর কাহিনি এবং ছড়া রচনায় সুকুমার রায় অতুলনীয়। তাঁর রচিত অন্যান্য রচনা-‘খাই খাই’, ‘অবাক জলপান’, ‘ঝালাপালা’, ‘লক্ষ্মণের শক্তিশেল’,’ হিংসুটি’ ইত্যাদি। স্বল্পদিনের জীবনে তিনি য সৃষ্টি করে গেছেন তা থেকে বাঙালি জাতি চিরদিন অনাবিল আনন্দের স্বাদ পাবে।
পাঠ্য ‘বোম্বাগড়ের রাজা’ কবিতাটি ‘আবোল তাবোল’ কবিতার বই থেকে নেওয়া হয়েছে।
বিষয়বস্তু :
সুকুমার রায়ের রচিত বোম্বাগড়ের রাজা কবিতায় এক আশ্চর্য রাজার অদ্ভুত রাজ্যের বর্ণনা করা হয়েছে। বোম্বাগড়ের রাজ্যে সব কিছুই যেমন হাস্যকর, তেমনি উদ্ভট ও মজার। সেখানে রাজা ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখেন, আবার রানির মাথায় সারাদিন সারারাত বালিশ বাঁধা থাকে। রানির দাদা পাঁউরুটির মধ্যে পেরেক ঠোকেন। ওই রাজ্যে কারও সর্দি হলে সে ডিগবাজি খেতে শুরু করে, আর জ্যোৎস্নারাতে সবাই চোখে আলতা মাখে। সেখানকার ওস্তাদরা মাথায় ও ঘাড়ে লেপ মুড়িয়ে রাখে, আর বোম্বাগড়ের পণ্ডিতেরা টাকের উপর ডাকের টিকিট আটকায় এবং রাতের বেলা তাদের ট্যাকঘড়ি ঘিয়ে ডুবিয়ে রাখে। রাজা স্বয়ং শিরীষ কাগজ দিয়ে শোবার বিছানা পাতেন এবং সভার মাঝে হঠাৎ হঠাৎ ‘হুক্কা হুয়া’ বলে চিৎকার করেন। সেখানে মন্ত্রী রাজার কোলে বসে কলশি বাজায়, আর সিংহাসনে ঝুলে থাকে ভাঙা শিশিবোতল। রাজার পিসি কুমড়ো দিয়ে ক্রিকেট খেলেন এবং রাজার খুড়ো হুকোর মালা পরে নাচেন। এমন এক রাজ্যে যেখানে প্রতিটি ঘটনা অস্বাভাবিক, হাস্যকর ও বিস্ময়কর, সেখানে স্বাভাবিকভাবেই সবার মনে প্রশ্ন জাগে— কেন বোম্বাগড়ে সব কিছু এত অদ্ভুত ও উদ্ভট ?
হাতেকলমে প্রশ্নের উত্তর—
১. ‘বোম্বাগড়ের রাজা’ কবিতাটি পড়ে সেখানকার মানুষ ও নিয়মকানুন তোমার কেমন লাগল, তা নিজের ভাষায় লেখো।
উত্তরঃ ‘বোম্বাগড়ের রাজা’ কবিতাটিতে যেসব মানুষজনের নিয়মকানুনের কথা বলা হয়েছে তাদের সবটুকুই অদ্ভুত ধরনের। বাস্তবে এসব নিয়মকানুনের প্রয়োগ হয় না। কবির এটি একটি কৌতুকময় কবিতা। এখানে রাজামশাই আমসত্ত্ব ভাজা সবসময় ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখেন। রানির মাথায় সারাদিন বালিশ বাঁধা থাকে। রানির দাদা পাঁউরুটিতে পেরেক ঠোকে। সর্দিকাশি হলে সেখানকার লোকেরা ডিগবাজি খায়। জোছনা রাতে সবাই চোখে আলতা মাখে। ওস্তাদেরা মাথায় ঘাড়ে লেপমুড়ি দেয়। পণ্ডিতেরা টাকের ওপর ডাকটিকিট মারে। ঘিয়ের মধ্যে ট্যাকঘড়িটা ডুবিয়ে রাখে। শিরীষ কাগজ দিয়ে রাজা বিছানা পাতে। এ ছাড়াও মন্ত্রী, রাজার পিসি, খুড়ো এরাও নানান অদ্ভুত ধরনের কাজ করে। এক কথায় এটি সুকুমার রায়ের একটি হাসির কবিতা এবং মজার কবিতা।
২. বোম্বাগড়ে যাওয়ার পরে, রাজার সঙ্গে যদি তোমার বন্ধুত্ব হয়ে যায়, আর তোমাকেই নিয়মকানুন একট-আধটু বদলে নিতে বলেন তিনি, কিংবা, বলেন জুড়ে দিতে নতুন কোনো নিয়ম, অথবা, একটি দিনের জন্য তোমাকেই করে দেন বোম্বাগড়ের রাজা, তবে তুমি কী কী করবে ?
উত্তরঃ বোম্বাগড়ে গিয়ে সেখানকার রাজামশাইয়ের সঙ্গে আমার বন্ধুত্ব হলে তিনি যদি একটি দিনের জন্য সেখানকার রাজ সিংহাসনে আমাকে বসতে দেন তবে আমি বোম্বাগড় রাজ্যের রাজা হিসেবে প্রথমেই প্রজাদের প্রতি নজর দেব।
কেননা আমি জানি, প্রজাদের কাছে রাজা হলেন পিতার সমান। পুত্রের সুখ-দুঃখ, ভালো-মন্দ যেমন একজন পিতা লক্ষ রাখেন সেইরকম প্রজাদেরও সুবিধা অসুবিধার কথা জেনে তাদের রক্ষা করা রাজার প্রথম ও প্রধান কাজ। আমার রাজ্যে বেশ কয়েকটি নিয়ম চালু থাকবে। তার প্রথমেই রাজ্যের কোনো প্রজা যদি অন্যায় কাজ করে তবে উপযুক্ত শাস্তির ব্যবস্থা থাকবে। অপরদিকে অন্যায়ভাবে কোনো প্রজাকে শাস্তি দেওয়া হবে না। বহিঃশত্রুর হাত থেকে রাজ্যকে রক্ষা করার জন্য সেনাবাহিনী নিযুক্ত থাকবে।
৩. ‘বোম্বাগড়ের রাজা’ কবিতাটির সঙ্গে সুকুমার রায়ের লেখা ‘একুশে আইন’ কবিতাটির খুব ভাবগত মিল রয়েছে।
শিক্ষকের থেকে কবিতাটি শোনো। ভালো লাগলে খাতায় লিখে নাও। এমন আরও কবিতা সংগ্রহ করো, যেখানে।অদ্ভুত সব নিয়মের কথা রয়েছে।
৪.১ সুকুমার রায়ের বাবার নাম কী ?
উত্তরঃ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
৪.২ ‘আবোল তাবোল’ কবিতার বইটি কার লেখা ?
উত্তরঃ ‘আবোল তাবোল’ কবিতার বইটি সুকুমার রায়ের লেখা।
৪.৩ তাঁর লেখা অন্য দুটি বইয়ের নাম লেখো।
উত্তরঃ তাঁর লেখা অন্য দুটি বইয়ের নাম ‘অবাক জলপান’, ‘পাগলা দাশু।
অতিরিক্ত প্রশ্নোত্তর :
বোম্বাগড়ের রাজা কবিতা সুকুমার রায় পঞ্চম শ্রেণির বাংলা | Bombagorer Raja Question and Answer Class 5 Bengali :
সঠিক উত্তরটি নির্বাচন করো : প্রতিটি প্রশ্নের মান-১
১. বোম্বাগড়ের লোকেরা ডিগবাজি খায় কী অসুখ হলে ?
(ক) সর্দি (খ) জ্বর (গ) আমাশা (ঘ) কাশি
উত্তরঃ (ক) সর্দি
২. বালিশ বাঁধা থাকে কার মাথায় ?
(ক) রাজার (খ) রানির (গ) মন্ত্রীর (ঘ) পিসির
উত্তরঃ (খ) রানির
৩. সভায় রাজা কী বলে চেঁচান ?
(ক) ঘেউ ঘেউ (খ) মিউ মিউ (গ) হুক্কাহুয়া (ঘ) কু কু
উত্তরঃ (গ) হুক্কাহুয়া
৪. রাজার পিসি কোন জিনিস দিয়ে ক্রিকেট খেলেন ?
(ক) লাউ (খ) কুমড়ো (গ) কাঁঠাল (ঘ) নারকেল
উত্তরঃ (খ) কুমড়ো
৫. ঘি-তে ডুবিয়ে রাখা হয় কোন ঘড়ি?
(ক) ট্যাকঘড়ি (খ) হাতঘড়ি (গ) পকেটঘড়ি
(ঘ) দেওয়ালঘড়ি
উত্তরঃ (ক) ট্যাকঘড়ি
৬. বোম্বাগড়ের রাজা কী খেতে পছন্দ করেন ?
(ক) আলু (খ) পাঁঠা মাংস (গ) কুমড়ো (ঘ) মাছ
উত্তরঃ (খ) পাঁঠা মাংস
৭. রানির মাথায় কি বাঁধা থাকে?
(ক) মোজা (খ) বালিশ (গ) মুকুট (ঘ) ফিতা
উত্তরঃ (খ) বালিশ
৮. বোম্বাগড়ের রাজা কী রঙের পোশাক পরতেন ?
(ক) লাল (খ) নীল (গ) হলুদ (ঘ) সবুজ
উত্তরঃ (ক) লাল
৯. রাজা কী ধরনের ভাষায় কথা বলতেন?
(ক) মিষ্টি ও নম্র (খ) চেঁচামেচি ও বারণী (গ) হাসিখুশি ও বন্ধুত্বপূর্ণ (ঘ) নীরব ও গম্ভীর
উত্তরঃ (খ) চেঁচামেচি ও বারণী
১০. বোম্বাগড়ের রাজা সভা করেন কোথায় ?
(ক) রাজপ্রাসাদে (খ) বনের মাঝে (গ) গ্রাম বাংলার আঙ্গিনায় (ঘ) নদীর ধারে
উত্তরঃ (গ) গ্রাম বাংলার আঙ্গিনায়
১১. রাজা কোন খেলায় খুব ভালো ?
(ক) ফুটবল (খ) ক্রিকেট (গ) হকি (ঘ) দড়ি টানাটানি
উত্তরঃ (খ) ক্রিকেট
১২. বোম্বাগড়ের রাজার পিসির নাম কী ?
(ক) মিটু (খ) পিসি (গ) রাজু (ঘ) ললিতা
উত্তরঃ (খ) পিসি
১৩. রাজা তার পিসিকে কী দিয়ে ক্রিকেট খেলার জন্য দিয়েছিলেন?
(ক) বাঁশের লাঠি (খ) কুমড়ো (গ) পাথর (ঘ) বল
উত্তরঃ (খ) কুমড়ো
১৪. রাজা কী জিনিস ঘি-তে ডুবিয়ে রাখতেন ?
(ক) পেনসিল (খ) ঘড়ি (গ) রং (ঘ) কলম
উত্তরঃ (খ) ঘড়ি
১৫. বোম্বাগড়ের রাজা কোথায় থাকতেন ?
(ক) পাহাড়ে (খ) বনেদী বাড়িতে (গ) বোম্বাগড়ে (ঘ) নদীর তীরে
উত্তরঃ (গ) বোম্বাগড়ে
১৬. রাজার সভায় কী শব্দে কথা বলতেন?
(ক) মিউ মিউ (খ) হুক্কাহুয়া (গ) গুড়গুড় (ঘ) হিহিহি
উত্তরঃ (খ) হুক্কাহুয়া
১৭. বোম্বাগড়ের রাজা কোন ধরনের খেলাধুলায় মজেছিলেন ?
(ক) ক্রিকেট (খ) হকি (গ) ফুটবল (ঘ) দড়ি লাফ
উত্তরঃ (ক) ক্রিকেট
১৮. বোম্বাগড়ের রাজা কোন দেশ থেকে এসেছিলেন ?
(ক) ভারত (খ) বাংলাদেশ (গ) গল্পে উল্লেখ নেই (ঘ) নেপাল
উত্তরঃ (গ) গল্পে উল্লেখ নেই
১৯. বোম্বাগড়ের রাজা কী ধরনের রাজা ?
(ক) মজার ও রসিক (খ) কঠোর ও শাসক (গ) দয়ালু ও ভদ্র (ঘ) ভয়ঙ্কর ও নিষ্ঠুর
উত্তরঃ (ক) মজার ও রসিক
২০. বোম্বাগড়ের রাজা কার সাথে ক্রিকেট খেলতেন ?
(ক) পিসি (খ) রানী (গ) মন্ত্রী (ঘ) সৈন্য
উত্তরঃ (ক) পিসি
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : বোম্বাগড়ের রাজা কবিতা সুকুমার রায় পঞ্চম শ্রেণির বাংলা | Bombagorer Raja Question and Answer Class 5 Bengali :
১. বোম্বাগড়ের রাজা কবিতাটি কার লেখা ?
উত্তরঃ বোম্বাগড়ের রাজা কবিতাটি সুকুমার রায়ের লেখা।
২. রাজা ছবির ফ্রেমে কোন খাবার বাঁধিয়ে রাখেন ?
উত্তরঃ রাজা ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখেন।
৩. রানির মাথায় অষ্টপ্রহর কী বাঁধা থাকে ?
উত্তরঃ রানির মাথায় অষ্টপ্রহর বালিশ বাঁধা থাকে।
৪. বোম্বাগড়ের লোকেরা সর্দি হলে কী করে ?
উত্তরঃ বোম্বাগড়ের লোকেরা সর্দি হলে ডিগবাজি খায়।
৫. জোছনা রাতে বোম্বাগড়ে কারা কী করে ?
উত্তরঃ জোছনা রাতে বোম্বাগড়ে সবাই চোখে আলতা মাখে এবং ওস্তাদরা মাথায় ঘাড়ে লেপ মুড়ি দেয়।
৬. পণ্ডিতেরা কোথায় কী ডুবিয়ে রাখে ?
উত্তরঃ পণ্ডিতেরা ট্যাকঘড়ি ঘিয়ের মধ্যে ডুবিয়ে রাখে।
৭. রাজার বিছানা কী দিয়ে পাতা হয় ?
উত্তরঃ রাজার বিছানা শিরীষ কাগজ দিয়ে পাতা হয়।
৮. রাজা সভায় কী বলে চেঁচিয়ে ওঠেন ?
উত্তরঃ রাজা সভায় ‘হুক্কাহুয়া’ বলে চেঁচিয়ে ওঠেন।
৯. রাজার পিসি কী করেন ?
উত্তরঃ রাজার পিসি কুমড়ো দিয়ে ক্রিকেট খেলেন।
১০. হুঁকোর মালা পরে কে নাচেন ?
উত্তরঃ রাজার খুড়ো হুঁকোর মালা পরে নাচেন।
১১. পণ্ডিতেরা টাকের উপর কী লাগায় ?
উত্তরঃ পণ্ডিতেরা টাকের উপর ডাকটিকিট লাগায়।
১২. বোম্বাগড়ের রাজা কবিতাটি কোন বই থেকে নেওয়া হয়েছে ?
উত্তরঃ বোম্বাগড়ের রাজা কবিতাটি সুকুমার রায়ের ‘আবোল তাবোল’ থেকে নেওয়া হয়েছে।
১৩. মন্ত্রী কী করেন ?
উত্তরঃ মন্ত্রী রাজার কোলে বসে কলশি বাজান।
১৪. রাজার সিংহাসনে কী ঝোলানো থাকে?
উত্তরঃ রাজার সিংহাসনে ভাঙা বোতল শিশি ঝোলানো থাকে।
১৫. কে পাঁউরুটিতে পেরেক ঠোকে ?
উত্তরঃ রানির দাদা পাঁউরুটিতে পেরেক ঠোকে।
১৬. বোম্বাগড় কোথায় অবস্থিত রাজ্যের নাম ?
উত্তরঃ বোম্বাগড় একটি কাল্পনিক রাজ্যের নাম, যেখানে নানা মজার ঘটনা ঘটে।
১৭. বোম্বাগড়ের রাজা কী ধরনের রাজা ?
উত্তরঃ বোম্বাগড়ের রাজা রসিক ও অদ্ভুত স্বভাবের একজন রাজা।
সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্নোত্তর : বোম্বাগড়ের রাজা কবিতা সুকুমার রায় পঞ্চম শ্রেণির বাংলা | Bombagorer Raja Question and Answer Class 5 Bengali
১. ‘বোম্বাগড়ের রাজা’ কবিতাটি পড়ে সেখানকার মানুষ ও নিয়মকানুন তোমার কেমন লাগল, তা নিজের ভাষায় লেখো।
উত্তরঃ বোম্বাগড়ের রাজা কবিতায় বোম্বাগড়ের মানুষ আর তাদের নিয়মকানুন খুব অদ্ভুত। তারা অনেক আজব কাজ করে— যেমন রানির মাথায় সবসময় বালিশ বাঁধা থাকে, পণ্ডিতেরা ঘড়ি ঘিয়ের মধ্যে রাখে, আবার রানির দাদা পাঁউরুটিতে পেরেক ঠোকে। এসব জিনিস বাস্তবে হয় না, কিন্তু পড়তে খুব মজা লাগে। কবিতাটি হাস্যকর আর আনন্দদায়ক।
২. বোম্বাগড়ে গিয়ে যদি এক দিনের জন্য রাজা হতে, তবে কী কী নিয়ম চালু করতে?
উত্তরঃ যদি আমি এক দিনের জন্য বোম্বাগড়ের রাজা হতাম, তবে মজার সব নিয়ম বাদ দিতাম। আমি প্রজাদের জন্য ভালো নিয়ম চালু করতাম। যেমন— সবাইকে পড়াশোনা শেখানো, অসুস্থ হলে ডিগবাজি না খাইয়ে ডাক্তার দেখানো, পণ্ডিতদের বই পড়তে বলা, আর বাচ্চাদের জন্য খেলার মাঠ তৈরি করা। এতে বোম্বাগড় সুন্দর রাজ্য হয়ে উঠত।
৩. ‘আবোল তাবোল’ কাব্যগ্রন্থে সুকুমার রায়ের কবিতাগুলি কেমন ধরনের ? উদাহরণসহ লেখো।
উত্তরঃ ‘আবোল তাবোল’ বইয়ের কবিতাগুলো হাস্যকর আর কল্পনাপ্রবণ। এখানে অনেক আজব ঘটনা থাকে যা বাস্তবে হয় না। এসব কবিতা বাচ্চাদের খুব আনন্দ দেয়। যেমন—‘বোম্বাগড়ের রাজা’ কবিতায় রাজা ও প্রজাদের সব কাজই অদ্ভুত, আবার ‘খিচুড়ি’ আর ‘লেখার খাতা’ কবিতাও খুব মজার।
৪. ‘বোম্বাগড়ের রাজা’ কবিতার রাজাকে তুমি কেমন মনে করো ? তোমার মতামত লেখো।
উত্তরঃ আমার মনে হয় বোম্বাগড়ের রাজা খুব মজার চরিত্র। তিনি সবসময় অদ্ভুতভাবে চলেন আর হাসির কাজ করেন। তার অভ্যাস, কথাবার্তা আর শখ সবই অস্বাভাবিক হলেও মজাদার। তাকে পড়লে হাসি পায় আর মনে হয় তার রাজ্যে থাকলে দারুণ মজা হতো।
৫. তোমার চোখে সবচেয়ে মজার তিনটি কাজ যা বোম্বাগড়ে ঘটে তা বর্ণনা করো।
উত্তরঃ আমার চোখে বোম্বাগড়ে ঘটে সবচেয়ে মজার তিনটি কাজ হলো—
(১) রানির মাথায় সারাদিন বালিশ বাঁধা থাকে।
(২) পণ্ডিতেরা ঘড়ি ঘিয়ের মধ্যে রাখে।
(৩) রাজার পিসি কুমড়ো দিয়ে ক্রিকেট খেলেন।
এসব ঘটনা বাস্তবে হয় না, কিন্তু পড়লে খুব হাসি পায়।
📌 আরো দেখুনঃ
📌পঞ্চম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌পঞ্চম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌পঞ্চম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here