অসুখী একজন কবিতার অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর দশম শ্রেণি বাংলা | Asukhi Ekjon Kobitar VSAQ Answer Class 10 Bengali wbbse
অসুখী একজন
—পাবলো নেরুদা
📌মাধ্যমিক সিলেবাস বাংলা Click Here
📌দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 মাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র Click Here
📌 মাধ্যমিক সমস্ত বিষয় মক্ টেস্ট Click Here
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর : জ্ঞানচক্ষু গল্প দশম শ্রেণি বাংলা | Asukhi Ekjon Kobita Very Short Answer Type Question Answer Madhyamik (Class 10) Bengali wbbse
∆ কমবেশি কুড়িটি শব্দের মধ্যে উত্তর দাও : প্রতিটি প্রশ্নের মান-১
১. “তারপর যুদ্ধ এলাে” – যুদ্ধ কেমনভাবে এলাে ? [মাধ্যমিক ২০২২]
উত্তরঃ যুদ্ধ এসেছিল ‘রক্তের এক আগ্নেয় পাহাড়ের মত’ বীভৎস রূপ নিয়ে।
২. “ছড়ানো রয়েছে কাছে দূরে !” — কী ছড়ানো রয়েছে ? [মাধ্যমিক ২০১৯]
উত্তরঃ যুদ্ধ দাঙ্গার মধ্যে পড়ে যেসব মানুষ সর্বস্ব হারিয়েছে, সেইসব বিপন্ন মানুষের চারপাশে কাছে-দূরে শিশুদের শব ছড়ানো রয়েছে।
৩.“শিশু আর বাড়িরা খুন হলো।”– ‘শিশু আর বাড়িরা’ খুন হয়েছিল কেন ? [মাধ্যমিক ২০১৭]
উত্তরঃ ‘অসুখী একজন’ কবিতায় আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধের প্রভাবে ‘শিশু আর বাড়িরা’ খুন হয়েছিল।
৪. ‘শিশু আর বাড়িরা খুন হলো’- বাড়িরা বলতে কবি এখানে কী বোঝাতে চেয়েছেন ?
উত্তরঃ ‘অসুখী একজন’ কবিতায় ‘বাড়িরা’ শব্দটি গভীর অর্থ যুক্ত হয়েছে। ‘বাড়ি’ শুধু গৃহ নয় পরিবার আশ্রয় নিশ্চিন্ত নিরাপত্তা। ‘বাড়িরা’ হল শান্তি ও মানব সম্পর্কের বন্ধন।
৫.’অসুখী একজন’ কবিতায় কবি দেবতাদের চেহারার কী বর্ণনা দিয়েছেন ?
উত্তরঃ অসুখী একজন কবিতায় কবি শান্ত হলুদ দেবতারা চেহারার ছবি এঁকেছেন। হেমন্তের খসে-পড়া গাছের হলুদ পাতার মতো তারা পুরনো, প্রাচীনপন্থী। তাদের চিন্তা-চেতনা জীর্ণ।
৬.’অসুখী একজন’ কবিতায় শিশু ও বাড়ির খুন হয়ে যাওয়া কোন প্রতীকী তাৎপর্য যুক্ত হয়েছে ?
উত্তরঃ শিশু হলো পরবর্তী প্রজন্ম স্বদেশের সম্পদ স্বল্প নিষ্পাপ মানবতার প্রতীক। অন্যদিকে বাড়ির শুধু গৃহ নয় পরিবার আশ্রয় নিশ্চিন্ত নিরাপত্তার প্রতীক।
৭.”সব চূর্ণ হয়ে গেল’- কী কী চূর্ণ হয়ে গেল ?
উত্তরঃ ‘অসুখী একজন’ কবিতায় কবির মিষ্টি বাড়ি, বারান্দার ঝুলন্ত বিছানা, গোলাপের মতো পাতায, চিমনি আর প্রাচীন জলতরঙ্গ -যুদ্ধে এই সব চূর্ণ হয়ে আগুনে জ্বলে গিয়েছিল।
৮.’সে জানতো না’- সে কী জানত না ?
উত্তরঃ পাবলো নেরুদার অসুখী একজন কবিতা অনুসারে কবির জন্য অপেক্ষারতা মেয়েটি জানত না যে তার ভালোবাসার মানুষটি আর কখনো ফিরে আসবে না।
৯.’বছরগুলো তার মাথার উপরে কীভাবে নেমে এসেছিল ?
উত্তরঃ পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কথক এর জন্য অপেক্ষা করতে থাকা তার প্রিয়তমার মাথার উপর পাথরের মত ভাবি একটার পর একটা বছর নেমে এসেছিল।
১০.’অসুখী একজন’ কবিতাটি বাংলায় কে তরজমা করেছেন ?
উত্তরঃ কবি পাবলো নেরুদা রচিত ‘অসুখী একজন’ কবিতাটি তরজমা করেছেন নবারুণ ভট্টাচার্য।
১১.’হাজার বছর ডুবেছিল ধ্যানে।’- হাজার বছর ধরে কারা ধ্যানে ডুবে ছিল ?
উত্তরঃ অসুখী একজন কবিতায় উল্লিখিত শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল।
১২.’সেই মেয়েটির মৃত্যু হল না’- কোন মেয়েটির কথা বলা হয়েছে ?
উত্তরঃ পাবলো নেরুদার রচিত অসুখী একজন কবিতায় সেই মেয়েটি বলতে কবির আপনজন অপেক্ষারত প্রিয়তমার কথা বলা হয়েছে।
১৩.’তারা আর স্বপ্ন দেখতে পারলো না।’- কারা স্বপ্ন দেখতে পারলো না ?
উত্তরঃ ‘অসুখী একজন’ কবিতায় হাজার বছর ধরে ধ্যানে ডুবে থাকা শান্ত হলুদ দেবতারা আর স্বপ্ন দেখতে পারলো না।
১৪. “সেই মেয়েটির মৃত্যু হল না”।- উদ্ধৃতির ব্যঞ্জনা কী ?
উত্তরঃ উদ্ধৃতিটির মধ্য দিয়ে চির শাশ্বত প্রেম অন্তহীন ও মৃত্যুহীন সেই ভালবাসার অমরত্ব ঘোষিত হয়েছে।
১৫. “সমস্ত সমতলে ধরে গেল আগুন”- কীভাবে সমতলে আগুন ধরেছিল ?
উত্তরঃ আগ্নেয়গিরির লাভা যেমন সব ভস্ম করে তেমনি যুদ্ধের ধ্বংসাত্মক যুদ্ধের কারণে এই সমতলে আগুন ধরে গেল।
১৬. “যারা হাজার বছর ধরে / ডুবেছিল ধ্যানে”- ‘যারা’বলতে কাদের বোঝানো হয়েছে ?
উত্তরঃ ‘অসুখী একজন’ কবিতায় ব্যবহৃত উদ্ধৃতিতে যারা বলতে শান্ত হলুদ দেবতাদের বোঝানো হয়েছে।
১৭. ‘শান্ত হলুদ দেবতারা’ কী করছিল ?
উত্তরঃ ‘শান্ত হলুদ দেবতারা’ হাজার বছর ধরে ধ্যানমগ্ন ছিল।
১৮.‘দেবতাদের শান্ত হলুদ’ বলা হয়েছে কেন ?
উত্তরঃ অসুখী একজন কবিতায় শান্ত হলুদ উপমায় দেবতাদের প্রানহীন অর্থাৎ দেবতাদের নির্বিকার নিষ্ক্রিয়তাকে বোঝানো হয়েছে।
১৯. সমস্ত সমতলে আগুন ধরে গেলে শান্ত হলুদ দেবতাদের কী হলো ?
উত্তরঃ শান্ত হলুদ দেবতারা টুকরো টুকরো হয়ে মন্দির থেকে উলটে পড়লো।
২০. “উলটে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে”- কী উল্টে পড়ার কথা বলা হয়েছে ?
উত্তরঃ হাজার বছর ধরে ধ্যানমগ্ন শান্ত হলুদ দেবতারা টুকরো টুকরো হয়ে উলটে পড়লো মন্দির থেকে।
২১. “যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়ে ছিলাম”- ‘যেখানে’ বলতে কী বোঝানো হয়েছে ?
উত্তরঃ আলোচ্য উদ্ধৃতাংশে ‘যেখানে’ বলতে কথকের মিষ্টি বাড়ি ও বাড়ির বারান্দাকে বোঝানো হয়েছে।
২২. “সব চূর্ণ হয়ে গেল”- ‘সব’বলতে কী বোঝানো হয়েছে ?
উত্তরঃ কথকের বাড়ি, বারান্দা, ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, চিমনি, জলতরঙ্গ সবকিছু চূর্ণ হয়ে গেল।
২৩. “যেখানে ছিল শহর”- ‘ছিল’ শব্দটি ব্যবহার এর তাৎপর্য কী ?
উত্তরঃ যুদ্ধের ধ্বংসলীলায় শহর ও জনজীবন ধ্বংস হয়েছে। যুদ্ধ শহরকে অতীতের চিহ্নে পরিণত করেছে। ‘ছিল’ শব্দটি ব্যবহারে যুদ্ধের এই ভয়াবহতা স্পষ্ট হয়েছে।
২৪. “যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল”- সেখানে কী ছড়িয়েছিল ?
উত্তরঃ যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ-কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির মাথা ও রক্তের কালো দাগ।
২৫. ‘রক্তের কালো দাগ’ কোন ইঙ্গিত বহন করেছে ?
উত্তরঃ যুদ্ধের ধ্বংসলীলা যে রক্তাক্ত এনেছে, রক্তের কালো দাগ তার সাক্ষ্য বহন করেছেন।
২৬. “আর সেই মেয়েটি আমার অপেক্ষায়”।- ‘আর’ শব্দটি কোন ব্যঞ্জনা বহন করেছে ?
উত্তরঃ অন্তহীন ও চির শাশ্বত প্রেমকে বোঝাতেই আর শব্দটি কবি সচেতনতা ভাবে ব্যবহার করেছেন।
২৭. ‘অসুখী একজন’ ‘কবিতায় ‘দেবতাদের’ উদ্দেশ্যে কী বিশেষণ ব্যবহৃত হয়েছে ?
উত্তরঃ অসুখী একজন কবিতায় দেবতাদের ‘শান্ত হলুদ ‘এবং ‘ধ্যানমগ্ন ‘বলা হয়েছে।
২৮. “তারা আর স্বপ্ন দেখতে পারলো না”।- ‘তারা’ বলতে কাদের বোঝানো হয়েছে ?
উত্তরঃ ‘অসুখী একজন’ কবিতায় ব্যবহৃত উদ্ধৃতাংশে তারা বলতে শান্ত হলুদ দেবতাদের বোঝানো হয়েছে।
২৯. যুদ্ধকে ‘রক্তের আগ্নেয় পাহাড় ‘বলার তাৎপর্য কি ?
উত্তরঃ আগ্নেয়গিরি তার জ্বলন্ত লাভা যেমন সর্বস্ব ভস্ম করে তেমনি যুদ্ধ তার ভয়াবহতা ও করাল রূপ নিয়ে ধ্বংসলীলা চালিয়েছিল। তাই যুদ্ধকে এরূপ বলা হয়েছে।
৩০. “তারা আর স্বপ্ন দেখতে পারলো না”- উদ্ধৃতির তাৎপর্য কী ?
উত্তরঃ যুদ্ধের ভয়ঙ্কর বিনাশ কালে দেবতার অসার দৈবী মহিমা ধরা পড়েছে। প্রেম, অহিংসা, মানবতার যে সুখস্বপ্ন তা আর দেখা সম্ভব হয়নি।
৩১. ‘অসুখী একজন’ কবিতায় কবি ও অনুবাদক এর নাম লেখো।
উত্তরঃ অসুখী একজন কবিতার কবি হলেন পাবলো নেরুদা। কবিতাটির অনুবাদক হলেন নবারুণ ভট্টাচার্য।
৩২. ‘অসুখী একজন’ কবিতাটি নবারুণ ভট্টাচার্যের কোন্ গ্রন্থের অন্তর্গত ?
উত্তরঃ ‘অসুখী একজন’ কবিতাটি নবারুণ ভট্টাচার্যের ‘বিদেশি ফুলে রক্তের ছিটে’ গ্রন্থের অন্তর্ত।
৩৩. “আমি তাকে ছেড়ে দিলাম।”- ‘তাকে’ বলতে কাকে বোঝানো হয়েছে ?
উত্তরঃ ‘অসুখী একজন’ কবিতায় ব্যবহৃত ‘তাকে’ বলতে কথকের প্রিয়তমা, তার জন্য অপেক্ষারত মেয়েটিকে বোঝানো হয়েছে।
৩৪. কবি পাবলো নেরুদার প্রকৃত নাম কি ?
উত্তরঃ প্রখ্যাত কবি পাবলো নেরুদার প্রকৃত নাম নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো।
৩৫. “আমি তাকে ছেড়ে দিলাম”- কথক তাকে কোথায় ছেড়ে গেলেন ?
উত্তরঃ কথক তার প্রিয়তমাকে দরজায় অপেক্ষায় দাঁড় করিয়ে চলে গেলেন।
৩৬.অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে কথক কোথায় গেলন ?
উত্তরঃ অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে কথক অনেক দূরে চলে গেলেন।
৩৭. “বৃষ্টিতে ধুয়ে দিল”- কি ধুয়ে দিল ?
উত্তরঃ বৃষ্টিতে কথকের পায়ের দাগ ধুয়ে দিল।
৩৮. “ঘাস জন্মালো রাস্তায়।”- উদ্ধৃতিটির অর্থ কি ?
উত্তরঃ যে পথে চলাচল বন্ধ হয় সেখানে ঘাস আগাছা জন্মায়। কথকের চলে যাওয়ার পরিচিত রাস্তায় চলাচল বন্ধ হয়, ফলে সেখানে ঘাস জন্মায়।
৩৯. “নেমে এল তার মাথার উপর”।- কি নেমে এলো ?
উত্তরঃ অসুখী একজন কবিতায় ব্যবহৃত তার অপেক্ষায় থাকা মেয়েটির ওপর একটার পর একটা বছর নেমে এলো।
৪০.’অসুখী একজন’কবিতায় বছরগুলোকে ‘পাথরের মতো’ বলা হয়েছে কেন ?
উত্তরঃ প্রিয়তম মানুষটির অপেক্ষায় দিন কাটানোর দুঃখ সহ যন্ত্রণা ও বিরহের গভীরতা বোঝাতে পাথরের কথা বলা হয়েছে।
৪১. ‘অসুখী একজন’ কবিতায় যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে ?
উত্তরঃ আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে।
৪২. “শিশু আর বাড়িরা খুন হলো”।- কীভাবে শিশু আর বাড়িরা খুন হলো ?
উত্তরঃ আগ্নেয় পাহাড় তুল্য যুদ্ধের যুদ্ধের ধ্বংসলীলায় শিশু আর পারিনা খুন হলো।
৪৩. “সেই মেয়েটির মৃত্যু হল না”।- কোন মেয়েটির মৃত্যু হল না ?
উত্তরঃ কথক তথা প্রিয়তম মানুষটির জন্য অন্তহীন অপেক্ষায় থাকা মেয়েটির মৃত্যু হল না।
∆অসুখী একজন বিষয়বস্তু আলোচনা Click Here
∆অসুখী একজন MCQ প্রশ্নোত্তর Click Here
∆ অসুখী একজন সংক্ষিপ্ত প্রশ্নোত্তর Click Here
∆অসুখী একজন বড়ো প্রশ্নোত্তর Click Here
📌 আরো দেখোঃ
📌মাধ্যমিক সিলেবাস বাংলা Click Here
📌দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 মাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র Click Here
📌 মাধ্যমিক সমস্ত বিষয় মক্ টেস্ট Click Here
