অস্ত্রের বিরুদ্ধে গান
—জয় গোস্বামী
অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মক্ টেস্ট দশম শ্রেণি বাংলা | Astrer Biruddhe Gaan Kobitar MCQ Test Class 10 Bengali wbbse
সাহিত্য সঞ্চয়ন
দশম শ্রেণি বাংলা (প্রথম ভাষা)
অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মক্ টেস্ট দশম শ্রেণি বাংলা | Astrer Biruddhe Gaan Kobitar MCQ Test Class 10 Bengali wbbse
📌দশম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মক্ টেস্ট দশম শ্রেণি বাংলা | Astrer Biruddhe Gaan Kobitar MCQ Test Class 10 Bengali wbbse
◆ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : প্রতিটি প্রশ্নের মান-১
Q ➤ ১. ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটির কবি হলেন— (ক) জয় গোস্বামী (খ) জীবনানন্দ দাশ (গ) সৈয়দ আলাওয়াল (ঘ) শঙ্খ ঘোষ
Q ➤ ২. ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটির উৎস হল– (ক) জগত বাড়ি (খ) পাগলী তোমার সঙ্গে (গ) পাতার পোষাক (ঘ) ভুতুমভগবান
Q ➤ ৩. জয় গোস্বামীর একটি বিখ্যাত কাব্য হল– (ক) মরুমায়া (খ) বনলতা সেন (গ) সর্বহারা (ঘ) ঘুমিয়েছ, ঝাউপাতা
Q ➤ ৪. ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটির মূলগ্রন্থ ‘পাতার পোষাক’ এর রচনাকাল– (ক) ১৯৯৬ খ্রিস্টাব্দ (খ) ১৯৯৭ খ্রিস্টাব্দ (গ) ২০০০ খ্রিস্টাব্দ (ঘ) ২০০১ খ্রিস্টাব্দ
Q ➤ ৫. ‘পাতার পোষাক’ কাব্যগ্রন্থটির জন্য কবি জয় গোস্বামী পান– (ক) আনন্দ পুরস্কার (খ) সাহিত্য অকাদেমি পুরস্কার (গ) বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার (ঘ) কিছূল সাহিত্য পুরস্কার
Q ➤ ৬. অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় তবকের মোট সংখ্যা— (ক) দুটি (খ) তিনটি (গ) চারটি (ঘ) পাঁচটি
Q ➤ ৭. ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতার প্রথম পঙ্ক্তিটি হল— (ক) অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো পায়ে (খ) গান বাঁধিবে সহস্ৰ উপায়ে (গ) অস্ত্র রাখো, অস্ত্র ফ্যালো পায়ে (ঘ) অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে
Q ➤ ৮. অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় একটি— (ক) রূপক ধর্মী কবিতা (খ) সাংকেতিক কবিতা (গ) নিঃসর্গ বিষয়ক কবিতা (ঘ) ব্যঞ্জনধর্মী কবিতা
Q ➤ ৯. আমি এখন ________ হাতে পায়ে। (ক) চার (খ) হাজার (গ) লক্ষ্য (ঘ) দুই
Q ➤ ১০. “আমি এখন হাজার হাতে পায়ে”- কবিতায় বর্ণিত ‘আমি’ হল– (ক) জনৈক সৈনিক (খ) কবি স্বয়ং (গ) রাজা (ঘ) ঋষি বালক
Q ➤ ১১. এগিয়ে আসি, উঠে ________ । (ক) বসি (খ) পালাই (গ) দাঁড়াই (ঘ) দৌড়ায়
Q ➤ ১২. “হাত নাড়িয়ে বুলেট তাড়ায়”- ‘বুলেট’ এর অর্থ হল– (ক) কাচের গুলি (খ) বন্দুকের গুলি (গ) প্লাস্টিকের খেলনা (ঘ) মানুষের শরীর
Q ➤ ১৩. “অস্ত্রের বিরুদ্ধে গান” কবিতার কবি কীভাবে এগিয়ে আসেন ? (ক) এখন চেষ্টায় (খ) পায়ে পায়ে (গ) সকলের সমবেত চেষ্টায় (ঘ) হাজার হাতে পায়ে
Q ➤ ১৪. কবি কীভাবে বুলেট তাড়ান ? (ক) হাত নাড়িয়ে (খ) পা দুলিয়ে (গ) মাথা নাড়িয়ে (ঘ) শরীর দুলিয়ে
Q ➤ ১৫. কী প্রতিরোধ করতে কবি গানের বর্ম পরেছেন ? (ক) কথা (খ) শব্দ (গ) ধ্বনি (ঘ) অস্ত্র
Q ➤ ১৬. কবি কীসের বর্ম গায়ে পড়েছেন ? (ক) কবিতার (খ) গানের (গ) লোহার (ঘ) চামড়ার
Q ➤ ১৭. “গানের বর্ম আজ পড়েছি গায়ে”- ‘বর্ম’ শব্দের অর্থ– (ক) অস্ত্রের আঘাত থেকে বাঁচার আবরণ (খ) হার (গ) পুঁতি (ঘ) চামর
Q ➤ ১৮. ‘গান তো জানি’– খুবই কটা গান জানেন ? (ক) একটা-তিনটা (খ) একটা-চারটা (গ) একটা-দুটো (ঘ) একটা-পাঁচটা
Q ➤ ১৯. কবি কী আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন ? (ক) শক্ত দড়ি (খ) ঘাস পাতা (গ) খড়কুটো (ঘ) লতা পাতা
Q ➤ ২০. ‘আঁকড়ে ধরে সে-খড়কুটো’- ‘সে-খড়কুটো ‘ বলতে বোঝাচ্ছে– (ক) সামান্য সম্বল (খ) গুরুত্বহীন (গ) বহু মূল্যবান (ঘ) খাদ্য জাতীয়
Q ➤ ২১. রক্ত কী দিয়ে মোছা হয় ? (ক) পা দিয়ে দিয়ে (খ) চোখের জল দিয়ে (গ) হাত দিয়ে (ঘ) গান দিয়ে
Q ➤ ২২. মাথায় আছে শকুন অথবা _________ । (ক) কাক (খ) চিল (গ) বক (ঘ) চড়াই
Q ➤ ২৩. সহস্র উপায়ে গান বাঁধবে– (ক) চিল-শকুন (খ) শ্যামা (গ) কোকিল (ঘ) দোয়েল
Q ➤ ২৪. কোকিল গান বাঁধবে ____________। (ক) সুমধুর কন্ঠে (খ) সহস্র উপায়ে (গ) কথা দিয়ে (ঘ) সুর দিয়ে
Q ➤ ২৫. শকুন বা চিল বলতে বোঝানো হয়েছে– (ক) উদার মানুষকে (খ) সুযোগসন্ধানী মানুষকে (গ) ভালো মানুষকে (ঘ) সংখ্যালঘু মানুষকে
Q ➤ ২৬. ‘সহস্র উপায়ে’ শব্দের অর্থ বলতে কবিতায় বলা হয়েছে– (ক) অনেক উপায়ে (খ) অল্প উপায়ে (গ) মধ্যম উপায়ে (ঘ) শাব্দিক উপায়ে
Q ➤ 27. বর্ম খুলে দ্যাখো __________ গায়ে। (ক) জামা (খ) নোংরা (গ) আদুড় (ঘ) সুগন্ধ
Q ➤ ২৮. কবিতায় ঋষিবালকের প্রসঙ্গ রয়েছে– (ক) পরিত্রাতা হিসেবে (খ) কবিতাকথক হিসেবে (গ) স্বার্থান্বেষী হিসেবে (ঘ) কবি হিসেবে
Q ➤ ২৯. “হাত নাড়িয়ে বুলেট তাড়ায়”- বুলেট কোন্ জাতীয় শব্দ ? (ক) তৎসম শব্দ (খ) তদ্ভব শব্দ (গ) দেশি শব্দ (ঘ) বিদেশি শব্দ
Q ➤ ৩০. “বর্ম খুলে দেখ আদুড় গায়ে”- আদুড় শব্দটি একটি— (ক) তৎসম শব্দ (খ) তদ্ভব শব্দ (গ) দেশি শব্দ (ঘ) বিদেশি শব্দ
Q ➤ ৩১. কার মাথায় ময়ূর পালক গোঁজা ? (ক) ঋষি বালকের মাথায় (খ) রাখাল বালকের মাথায় (গ) কোকিলের মাথায় (ঘ) সৈনিকের মাথায়
Q ➤ ৩২. ঋষি বালক শব্দটির ব্যাসবাক্য হল— (ক) ঋষি ও বালক (খ) ঋষির বালক (গ) যিনি ঋষি তিনি বালক (ঘ) ঋষির আকার বিশিষ্ট বালক