অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার MCQ প্রশ্নোত্তর দশম শ্রেণি বাংলা | Astrer Biruddhe Gaan Kobitar MCQ Question Answer Class 10 Bengali wbbse

অস্ত্রের বিরুদ্ধে গান
—জয় গোস্বামী

অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার MCQ প্রশ্নোত্তর দশম শ্রেণি বাংলা | Astrer Biruddhe Gaan Kobitar MCQ Question Answer Class 10 Bengali wbbse

সাহিত্য সঞ্চয়ন
দশম শ্রেণি বাংলা (প্রথম ভাষা)

অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার MCQ প্রশ্নোত্তর দশম শ্রেণি বাংলা | Astrer Biruddhe Gaan Kobitar MCQ Question Answer Class 10 Bengali wbbse

📌দশম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার MCQ প্রশ্নোত্তর দশম শ্রেণি বাংলা | Astrer Biruddhe Gaan Kobitar MCQ Question Answer Class 10 Bengali wbbse

সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : প্রতিটি প্রশ্নের মান-১

১. ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটির কবি হলেন—
(ক) জয় গোস্বামী (খ) জীবনানন্দ দাশ
(গ) সৈয়দ আলাওয়াল (ঘ) শঙ্খ ঘোষ

উত্তরঃ (ক) জয় গোস্বামী

২. ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটির উৎস হল–
(ক) জগত বাড়ি (খ) পাগলী তোমার সঙ্গে
(গ) পাতার পোষাক (ঘ) ভুতুমভগবান

উত্তরঃ (গ) পাতার পোষাক

৩. জয় গোস্বামীর একটি বিখ্যাত কাব্য হল–
(ক) মরুমায়া (খ) বনলতা সেন
(গ) সর্বহারা (ঘ) ঘুমিয়েছ, ঝাউপাতা

উত্তরঃ (ঘ) ঘুমিয়েছ, ঝাউপাতা

৪. ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটির মূলগ্রন্থ ‘পাতার পোষাক’ এর রচনাকাল–
(ক) ১৯৯৬ খ্রিস্টাব্দ (খ) ১৯৯৭ খ্রিস্টাব্দ
(গ) ২০০০ খ্রিস্টাব্দ (ঘ) ২০০১ খ্রিস্টাব্দ

উত্তরঃ (খ) ১৯৯৭ খ্রিস্টাব্দ

৫. ‘পাতার পোষাক’ কাব্যগ্রন্থটির জন্য কবি জয় গোস্বামী পান–
(ক) আনন্দ পুরস্কার
(খ) সাহিত্য অকাদেমি পুরস্কার
(গ) বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার
(ঘ) কিছূল সাহিত্য পুরস্কার

উত্তরঃ (খ) সাহিত্য অকাদেমি পুরস্কার

৬. অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় তবকের মোট সংখ্যা
(ক) দুটি (খ) তিনটি (গ) চারটি (ঘ) পাঁচটি

উত্তরঃ (খ) তিনটি

৭. ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতার প্রথম পঙ্ক্তিটি হল—
(ক) অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো পায়ে
(খ) গান বাঁধিবে সহস্ৰ উপায়ে
(গ) অস্ত্র রাখো, অস্ত্র ফ্যালো পায়ে
(ঘ) অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে

উত্তরঃ (ক) অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো পায়ে

৮. অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় একটি—
(ক) রূপক ধর্মী কবিতা
(খ) সাংকেতিক কবিতা
(গ) নিঃসর্গ বিষয়ক কবিতা
(ঘ) ব্যঞ্জনধর্মী কবিতা

উত্তরঃ (ঘ) ব্যঞ্জনধর্মী কবিতা

৯. আমি এখন ________ হাতে পায়ে।
(ক) চার (খ) হাজার (গ) লক্ষ্য (ঘ) দুই

উত্তরঃ (খ) হাজার

১০. “আমি এখন হাজার হাতে পায়ে”- কবিতায় বর্ণিত ‘আমি’ হল –
(ক) জনৈক সৈনিক (খ) কবি স্বয়ং
(গ) রাজা (ঘ) ঋষি বালক

উত্তরঃ (খ) কবি স্বয়ং

১১. এগিয়ে আসি, উঠে ________ ।’
(ক) বসি (খ) পালাই (গ) দাঁড়াই (ঘ) দৌড়ায়

উত্তরঃ (গ) দাঁড়াই

১২. “হাত নাড়িয়ে বুলেট তাড়ায়”- ‘বুলেট’ এর অর্থ হল–
(ক) কাচের গুলি (খ) বন্দুকের গুলি
(গ) প্লাস্টিকের খেলনা (ঘ) মানুষের শরীর

উত্তরঃ (খ) বন্দুকের গুলি

১৩. “অস্ত্রের বিরুদ্ধে গান” কবিতার কবি কীভাবে এগিয়ে আসেন ?
(ক) এখন চেষ্টায়
(খ) পায়ে পায়ে
(গ) সকলের সমবেত চেষ্টায়
(ঘ) হাজার হাতে পায়ে

উত্তরঃ (ঘ) হাজার হাতে পায়ে

১৪. কবি কীভাবে বুলেট তাড়ান ?
(ক) হাত নাড়িয়ে (খ) পা দুলিয়ে
(গ) মাথা নাড়িয়ে (ঘ) শরীর দুলিয়ে

উত্তরঃ (ক) হাত নাড়িয়ে

১৫. কী প্রতিরোধ করতে কবি গানের বর্ম পরেছেন ?
(ক) কথা (খ) শব্দ (গ) ধ্বনি (ঘ) অস্ত্র

উত্তরঃ (ঘ) অস্ত্র

১৬. কবি কীসের বর্ম গায়ে পড়েছেন ?
(ক) কবিতার (খ) গানের (গ) লোহার (ঘ) চামড়ার

উত্তরঃ (খ) গানের।

১৭. “গানের বর্ম আজ পড়েছি গায়ে”- ‘বর্ম’ শব্দের অর্থ–
(ক) অস্ত্রের আঘাত থেকে বাঁচার আবরণ
(খ) হার (গ) পুঁতি (ঘ) চামর

উত্তরঃ (ক) অস্ত্রের আঘাত থেকে বাঁচার আবরণ

১৮. ‘গান তো জানি’– খুবই কটা গান জানেন ?
(ক) একটা-তিনটা (খ) একটা-চারটা
(গ) একটা-দুটো (ঘ) একটা-পাঁচটা

উত্তরঃ (গ) একটা-দুটো

১৯. কবি কী আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন ?
(ক) শক্ত দড়ি (খ) ঘাস পাতা (গ) খড়কুটো
(ঘ) লতা পাতা

উত্তরঃ (গ) খড়কুটো

২০. ‘আঁকড়ে ধরে সে-খড়কুটো’- ‘সে-খড়কুটো ‘ বলতে বোঝাচ্ছে–
(ক) সামান্য সম্বল (খ) গুরুত্বহীন
(গ) বহু মূল্যবান (ঘ) খাদ্য জাতীয়

উত্তরঃ (ক) সামান্য সম্বল

২১. রক্ত কী দিয়ে মোছা হয় ?
(ক) পা দিয়ে দিয়ে (খ) চোখের জল দিয়ে
(গ) হাত দিয়ে (ঘ) গান দিয়ে

উত্তরঃ (ঘ) গান দিয়ে

২২. মাথায় আছে শকুন অথবা _________ ।
(ক) কাক (খ) চিল (গ) বক (ঘ) চড়াই

উত্তরঃ (খ) চিল

২৩. সহস্র উপায়ে গান বাঁধবে–
(ক) চিল-শকুন (খ) শ্যামা (গ) কোকিল (ঘ) দোয়েল

উত্তরঃ (গ) কোকিল

২৪. কোকিল গান বাঁধবে ____________।
(ক) সুমধুর কন্ঠে (খ) সহস্র উপায়ে
(গ) কথা দিয়ে (ঘ) সুর দিয়ে

উত্তরঃ (খ) সহস্র উপায়ে

২৫. শকুন বা চিল বলতে বোঝানো হয়েছে–
(ক) উদার মানুষকে (খ) সুযোগসন্ধানী মানুষকে
(গ) ভালো মানুষকে (ঘ) সংখ্যালঘু মানুষকে

উত্তরঃ (খ) সুযোগসন্ধানী মানুষকে

২৬. ‘সহস্র উপায়ে’ শব্দের অর্থ বলতে কবিতায় বলা হয়েছে–
(ক) অনেক উপায়ে (খ) অল্প উপায়ে
(গ) মধ্যম উপায়ে (ঘ) শাব্দিক উপায়ে

উত্তরঃ (ক) অনেক উপায়ে

২৭. বর্ম খুলে দ্যাখো __________ গায়ে।
(ক) জামা (খ) নোংরা (গ) আদুড় (ঘ) সুগন্ধ

উত্তরঃ (গ) আদুড়

২৮. কবিতায় ঋষিবালকের প্রসঙ্গ রয়েছে–
(ক) পরিত্রাতা হিসেবে (খ) কবিতাকথক হিসেবে
(গ) স্বার্থান্বেষী হিসেবে (ঘ) কবি হিসেবে

উত্তরঃ (ক) পরিত্রাতা হিসেবে

২৯. “হাত নাড়িয়ে বুলেট তাড়ায়”- বুলেট কোন্ জাতীয় শব্দ ?
(ক) তৎসম শব্দ (খ) তদ্ভব শব্দ
(গ) দেশি শব্দ (ঘ) বিদেশি শব্দ

উত্তরঃ (ঘ) বিদেশি শব্দ

৩০. “বর্ম খুলে দেখ আদুড় গায়ে”- আদুড় শব্দটি একটি—
(ক) তৎসম শব্দ (খ) তদ্ভব শব্দ
(গ) দেশি শব্দ (ঘ) বিদেশি শব্দ

উত্তরঃ (গ) দেশি শব্দ

৩১. কার মাথায় ময়ূর পালক গোঁজা ?
(ক) ঋষি বালকের মাথায়
(খ) রাখাল বালকের মাথায়
(গ) কোকিলের মাথায়
(ঘ) সৈনিকের মাথায়

উত্তরঃ (ক) ঋষি বালকের মাথায়

৩২. ঋষি বালক শব্দটির ব্যাসবাক্য হল—
(ক) ঋষি ও বালক
(খ) ঋষির বালক
(গ) যিনি ঋষি তিনি বালক
(ঘ) ঋষির আকার বিশিষ্ট বালক

উত্তরঃ (গ) যিনি ঋষি তিনি বালক।

📌 আরো দেখুনঃ

📌দশম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌 মাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here

📌 মাধ্যমিক সমস্ত বিষয় মক্ টেস্ট Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:5 mins read