অদল বদল গল্পের SAQ প্রশ্নোত্তর দশম শ্রেণি বাংলা | Adol Bodol Golper VSAQ Question Answer Class 10 Bengali wbbse

অদল বদল
—পান্নালাল প্যাটেল

অদল বদল গল্পের SAQ প্রশ্নোত্তর দশম শ্রেণি বাংলা | Adol Bodol Golper VSAQ Question Answer Class 10 Bengali wbbse

সাহিত্য সঞ্চয়ন
দশম শ্রেণি বাংলা (প্রথম ভাষা)

অদল বদল গল্পের SAQ প্রশ্নোত্তর দশম শ্রেণি বাংলা | Adol Bodol Golper VSAQ Question Answer Class 10 Bengali wbbse

📌দশম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

অদল বদল গল্পের SAQ প্রশ্নোত্তর দশম শ্রেণি বাংলা | Adol Bodol Golper VSAQ Question Answer Class 10 Bengali wbbse

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর : অদল বদল গল্প দশম শ্রেণির বাংলা | Adol Bodol Golpo Question Answer Class 10 Bengali wbbse

∆ কমবেশি ১৫টি শব্দের মধ্যে উত্তর দাও : প্রতিটি প্রশ্নের মান-১

১. ‘ইসাব অমৃতের দিকে তাকাল’- অমৃতের দিকে ইসাবের তাকানোর কারণ কী ?

উত্তরঃ ‘অদল বদল’ গল্পে দেখা যায়, হোলির দিন অমৃত ও ইসাব দুই বন্ধু একই রকম জামা পরে ফুটপাতে বসেছিল। তখন ছেলেদের দলের একজন দুজনকে কুস্তি লড়তে বলেছিল। এই কথা শুনে ইসাব অমৃতের দিকে তাকিয়েছিল।

২. ‘হোলির দিন পড়ন্ত বিকেলে’ অমৃত ও ইসাব কেমন জামা পড়েছিল ?

উত্তরঃ গল্পে দেখা যায়, হোলির দিন পড়ন্ত বিকেলে অমৃত ও ইসাব সেদিনকার তৈরি নতুন জামা পড়েছিল। জামাগুলোর রং, মাপ ও কাপড়— সবই একরকম ছিল।

৩. ‘ছেলেরা খুব খুশি হলো’— ছেলেদের খুশির কারণ কী ছিল ?

উত্তরঃ ‘অমৃত-ইসাব অদল বদল, অদল বদল’ এই আওয়াজে যখন চারপাশ মুখরিত হল, তখন গ্রামের ছেলেরা খুব খুশি হয়েছিল।

৪. ‘ইসাব তবু ইতস্তত করছে’— কারণ কী ?

উত্তরঃ অমৃত যখন নিজের অক্ষত জামার সঙ্গে ইসাবের ছেঁড়া জামা অদল বদল করার কথা বলেছিল, তখন ইসাব কিছুটা ইতস্তত করেছিল।

৫. ‘আবেগভরা গলায় হাসান বললেন’— কী বললেন ?

উত্তরঃ ইসাবের বাবা হাসান আবেগভরা গলায় অমৃতের মাকে বলেছিলেন যে, অমৃতের মতো ছেলে পেলে তিনি একুশজনকেও পালন করতে রাজি।

৬. অমৃত ও ইসাব হাত ধরাধরি করে গ্রামের ধারে কী দেখতে গেল ?

উত্তরঃ অমৃত ও ইসাব দুই বন্ধু হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময় বাজি ফোটানো এবং বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গিয়েছিল।

৭. ‘দেখতে হবে ওরা কী করে’— কে, কী দেখেছিল ?

উত্তরঃ ইসাবের বাবা হাসান গলির মধ্যে অমৃত ও ইসাবের জামা বদলের ঘটনা দেখেছিল এবং ওদের কথোপকথন শুনেছিল।

৮. অমৃতের কোন জবাবটি ইসাবের বাবা হাসানকে বদলে দিয়েছিল ?

উত্তরঃ ইসাবকে অমৃত বলেছিল যে, বাবা মারলে তাকে মা ঠিক বাঁচাবে। অমৃতের এই জবাবেই ইসাবের বাবা হাসান বদলে গিয়েছিল।

৯. অমৃত ও ইসাবের মধ্যে তফাত কী ছিল ?

উত্তরঃ অমৃত ও ইসাবের সবই একরকম হলেও তফাত এই যে, অমৃতের বাবা-মা আর তিন ভাই ছিল, কিন্তু ইসাবের ছিল শুধু তার বাবা।

১০. ইসাবের মেজাজ চড়ে গেল কেন ?

উত্তরঃ কালিয়া কুস্তির ছলে অমৃতকে জোর করে খোলা মাঠে ছুড়ে ফেলেছিল এবং ছেলেরা আনন্দে চেঁচিয়ে উঠেছিল। তখন ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল।

১১. অমৃত তার বাবা-মাকে কী কারণে জ্বালাতন করত ?

উত্তরঃ ইসাবের মতো নতুন জামা কিনে দেওয়ার জন্য অমৃত তার বাবা-মাকে বারবার জ্বালাতন করত।

১২. অমৃত আর ইসাবের পড়াশোনাতে কী মিল ছিল ?

উত্তরঃ অমৃত আর ইসাব দুজনেই একই স্কুলে একই ক্লাসে পড়ত।

১৩. ইসাবের বাবা কীভাবে ইসাবকে নতুন জামা বানিয়ে দিয়েছিলেন ?

উত্তরঃ ইসাবের বাবা হাসান সুদখোরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে ইসাবের জন্য নতুন জামা বানিয়ে দিয়েছিলেন।

১৪. ‘অদল বদল’ গল্পে ছেলে দুটির নাম কী ?

উত্তরঃ গল্পে দুই ছেলের নাম হল অমৃত ও ইসাব।

১৫. অমৃতকে কে, কেন খোলা মাঠে নিয়ে এসেছিল ?

উত্তরঃ কালিয়া কুস্তি লড়ার উদ্দেশ্যে অমৃতকে খোলা মাঠে নিয়ে এসেছিল।

১৬. ‘উনি আসল ঘটনাটা জানেন’– আসল ঘটনাটি কী ?

উত্তরঃ আসল ঘটনা বলতে অমৃত ও ইসাবের গলির মধ্যে জামা অদল বদলের ঘটনাটিকেই বোঝানো হয়েছে। ইসাবের বাবা হাসান সেটি জানতেন।

১৭. ‘অদল বদল’ গল্পে অদল ও বদলের আসল নাম কী ?

উত্তরঃ অদল ও বদলের আসল নাম যথাক্রমে অমৃত ও ইসাব।

১৮. ‘উনি ঘোষণা করলেন’— কী ঘোষণা করলেন ?

উত্তরঃ গ্রামপ্রধান ঘোষণা করেছিলেন যে, আজ থেকে গ্রামের সকলে অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকবে।

১৯. ‘অদল বদল’ গল্পের তরজমা কে করেছেন ?

উত্তরঃ পান্নালাল প্যাটেলের ‘অদল বদল’ গল্পটির তরজমা করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত।

২০. ‘কালিয়া … মাটিতে পড়ে গিয়ে চ্যাঁচাতে লাগল।’- কী কারণে চ্যাঁচাতে লাগল ?

উত্তরঃ ‘অদল বদল’ গল্পে দেখা যায় বন্ধু অমৃতকে কালিয়ার হাতে হেরে যেতে দেখে ইসাব রেগে গিয়েছিল। সে তখন কালিয়াকে ধরে ল্যাং মেরে ফেলে দেয়। ব্যাঙের মতো হাত-পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে কালিয়া চ্যাঁচাতে শুরু করেছিল।

২১. শেষপর্যন্ত অমৃতের মা কী করলেন ?

উত্তরঃ শেষমেশ অমৃতের মা অমৃতের জেদের কাছে হার স্বীকার করে নতুন জামার জন্য অমৃতের বাবাকে রাজি করান ও অমৃতকে ইসাবদের গোয়ালঘর থেকে উদ্ধার করেন।

২২. ‘তাহলে মা আমাকে ঠ্যাঙ্গাবে।’- মা কেন ঠ্যাঙাবে বলে অমৃত মনে করেছিল ?

উত্তরঃ টাকাপয়সার অভাব সত্ত্বেও অমৃতের জেদাজেদিতে জামাটি কেনা হয়েছিল, তাই সেটি ছিঁড়লে বা ময়লা করলে তার মা তাকে মারবে সেটাই স্বাভাবিক।

২৩. কোন্ ঘটনার পরিপ্রেক্ষিতে অমৃত ও ইসাব জামা অদলবদলের সিদ্ধান্ত নিয়েছিল ?

উত্তরঃ পান্নালাল প্যাটেলের ‘অদল বদল’ গল্প অনুসারে কুস্তির ফলে ইসাবের জামার পকেট ছ-ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে যাওয়ায়, ইসাবকে বাবার হাত থেকে বাঁচাতে ওরা দুজনে জামা অদলবদলের সিদ্ধান্ত নিয়েছিল।

২৪. ‘তোরা দুজনে কুস্তি কর তো,’- এ কথা বলার কারণ কী ?

উত্তরঃ অমৃত ও ইসাবের একইরকম জামা দেখে একটি ছেলে তারা শক্তির দিক থেকেও এক কিনা তা দেখতে তাদের কুস্তি লড়তে বলে।

২৫. ‘ওদের তখন বুকের ধুকপুকুনি বন্ধ হবার জোগাড়’ – কী কারণে ওদের এই অবস্থা হয়েছিল ?

উত্তরঃ অমৃতকে বাঁচাতে কালিয়ার সঙ্গে লড়াই করে ইসাব বাবার কষ্ট করে কিনে দেওয়া জামাটা ছিঁড়ে ফেলে। সেই সময় ইসাবের বাবার ডাকে তাদের এই অবস্থা হয়েছিল।

২৬. ‘উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন।’- কেন উদ্দিষ্ট ব্যক্তি এমন করেছিলেন ?

উত্তরঃ ইসাবকে বাবার হাতের মার খাওয়া থেকে বাঁচানোর তাগিদে অমৃত, ইসাবের জামা বদলে দেয়। আড়াল থেকে তা দেখে ইসাবের বাবা অমৃতকে জড়িয়ে ধরেন।

২৭. ‘এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইল।’- তারা কী আশঙ্কা করেছিল ?

উত্তরঃ অমৃত আর ইসাব জামা অদলবদল করার সময় একটা ছেলে তা দেখে ফেলে। ছেলেটা যদি সকলকে ঘটনাটা বলে দেয়-এই আশঙ্কা করেই তারা চলে যেতে চেয়েছিল।

২৮. ‘অমৃত ফতোয়া জারি করে দিল,’- অমৃত কী ফতোয়া জারি করেছিল ?

উত্তরঃ নতুন জামার জন্য বাবা-মাকে রাজি করাতে না-পেরে অমৃত ফতোয়া জারি করেছিল যে, ঠিক ইসাবের মতো জামা না-পেলে সে আর স্কুলে যাবে না।

২৯. ‘আমি কুস্তি লড়তে চাই না’- এ কথা বলার কারণ কী ছিল ?

উত্তরঃ ‘অদল বদল’ গল্প অনুসারে কুস্তি লড়লে অমৃতের নতুন জামা নষ্ট হয়ে যেত। তা ছাড়া ইসাব ছিল তার ঘনিষ্ঠ বন্ধু। তাই সে কুস্তি লড়তে চায়নি।

৩০. ‘ও আমাকে শিখিয়েছে, খাঁটি জিনিস কাকে বলে।’- ‘খাঁটি জিনিস’ বলতে কী বোঝানো হয়েছে ?

উত্তরঃ ‘অদল বদল’ গল্পে ইসাবের বাবা ‘খাঁটি জিনিস’ বলতে অমৃতের অকৃত্রিম বন্ধুপ্রীতির প্রতি ইঙ্গিত করেছেন।

৩১. ‘বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম, তফাত শুধু এই যে’- তফাতটা কী ?

উত্তরঃ পান্নালাল প্যাটেলের ‘অদল বদল’ গল্পের ছেলে দুটো হল ইসাব আর অমৃত। অভিন্নহৃদয় এই দুই বন্ধুর তফাত এই যে, অমৃতের বাবা-মা আর তিন ভাই ছিল, ইসাবের শুধু বাবা ছিল।

৩২. ‘কালিয়া জিতেছে, অমৃত হেরে গেছে, কী মজা, কী মজা।’- এ কথা কে, কখন বলেছে ?

উত্তরঃ পান্নালাল প্যাটেলের ‘অদল বদল’ গল্প অনুসারে কালিয়া যখন খোলা মাঠের মধ্যে জোর করে অমৃতকে ছুড়ে ফেলে দিয়েছিল, তখন ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠে উপরে উদ্ধৃত কথাগুলি বলেছিল।

৩৩. ‘মা ওকে অনেক বুঝিয়েছিল,’- মা অমৃতকে কী বুঝিয়েছিলেন ?

উত্তরঃ অমৃত ইসাবের মতো জামা চাওয়ায় মা তাকে বুঝিয়েছিলেন যে, ইসাব খেতে কাজ করায় তার জামা ছিঁড়ে গেছে; কিন্তু অমৃতের জামা প্রায় নতুনই আছে।

৩৪. ‘কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে।’- অমৃতের এই কথার মধ্য দিয়ে তার কোন্ মানসিকতা প্রকাশিত হয়েছে ?

উত্তরঃ অমৃতের কথাগুলির মধ্যে দিয়ে একদিকে মা-হারা কবু ইসাবের প্রতি সহমর্মিতা, অপর দিকে নিজের মা-র প্রতি অগাধ আস্থার ছবি ফুটে উঠেছে।

৩৫. অমৃতের মা ছেঁড়া জামা দেখে কী করেছিলেন ?

উত্তরঃ হোলিতে বাচ্চাদের ধস্তাধস্তি স্বাভাবিক, তাই ছেঁড়া জামা দেখে অমৃতের মা ভুরু কোঁচকালেও কিছু না-বলে ছুঁচসুতো দিয়ে জামাটি রিফু করে দিয়েছিলেন।

৩৬. ‘অমৃত এতেও পিছপা হতে রাজি নয়।’- ‘এতেও’ বলতে কী বোঝানো হয়েছে ?

উত্তরঃ ইসাবের মতো জামা পাওয়ার জন্য অমৃত বাবার হাতে মার খেতেও রাজি। ‘এতেও’ বলতে উক্ত প্রসঙ্গকে বোঝানো হয়েছে।

৩৭. ‘ওর মা সাবধান করে দিয়েছিলেন,’- কার মা, কী থেকে সাবধান করে দিয়েছিলেন?

উত্তরঃ অমৃতের জেদের কারণে তার মা তাকে নতুন জামা কিনে দিলেও সেটি ছিঁড়লে বা ময়লা করলে তার ভাগ্যে যে কষ্ট আছে সে বিষয়ে সাবধান করেছিলেন।

৩৮. ‘ভয়ে অমৃতের বুক ঢিপঢিপ করছিল।’- অমৃতের ভয় পাওয়ার কারণ কী ?

উত্তরঃ ইসাবকে বাঁচাতে গিয়ে নিজের ভালো জামার পরিবর্তে ইসাবের ছেঁড়া জামা গায়ে পরে অমৃত ভয় পায় মা থাকা সত্ত্বেও সে কি বাবার হাত থেকে রেহাই পাবে?

৩৯. ‘কুস্তি শুরু হয়ে গেল।’- কুস্তির ফলাফল কী হয়েছিল ?

উত্তরঃ কালিয়া অমৃতকে আছাড় মারায় ইসাব রেগে গিয়ে কালিয়াকে কুস্তির আহ্বান জানায়। কুস্তি শুরু হতেই ইসাব কালিয়াকে ল্যাং মেরে মাটিতে ফেলে দেয়।

৪০. ‘ইসাবের মনে পড়ল,’- ইসাবের কী মনে পড়ল ?

উত্তরঃ ইসাবের মনে পড়ল যে, সে দেখেছে অমৃতের বাবা অমৃতকে মারতে গেলেই তার মা তাকে আড়াল করেন।

৪১. ‘ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল,’- আনন্দের কী কারণ ঘটেছিল ?

উত্তরঃ ‘অদল বদল’ গল্প অনুসারে অমৃত ও ইসাব নিজেদের মধ্যে কুস্তি লড়তে রাজি না-হওয়ায়, কালিয়া জোর করে অমৃতকে খোলা মাঠের মধ্যে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দেয়। এতে কালিয়ার জিত হয়েছে ভেবে ছেলেদের আনন্দ হয়েছিল।

৪২. ‘উনি ঘোষণা করলেন,’- কে, কী ঘোষণা করেছিলেন ?

উত্তরঃ অমৃত ও ইসাবের জামাবদলের সৌহার্দ্যপূর্ণ ঘটনার কথা গ্রামপ্রধানের কানে গেলে তিনি খুশি হয়ে অমৃতকে ‘অদল’ আর ইসাবকে ‘বদল’ বলে ডাকার কথা ঘোষণা করেন।

৪৩. ‘হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল।’- বুদ্ধিটি কী ছিল ?

উত্তরঃ ইসাবের জামা ছেঁড়ার ব্যাপারটা যাতে কেউ বুঝতে না-পারে সেজন্য নিজের অক্ষত জামাটা ইসাবের সঙ্গে বদলে নেওয়ার বুদ্ধি খেলে যায় অমৃতের মাথায়।

৪৪. ‘এবার অবশ্য ইসাব ও অমৃত অপ্রস্তুত বোধ করল না,’- কেন তারা অপ্রস্তুত বোধ করল না ?

উত্তরঃ জামাবদলের ঘটনায় অমৃত ও ইসাব অভিভাবকদের ভর্ৎসনার ভয়ে প্রথমটায় অপ্রস্তুত হলেও, পরে বাবা-মায়েদের কাছে এ কাজের প্রশংসা পেয়ে তাদের ওই অপ্রস্তুত ভাব কেটে গিয়েছিল।

৪৫. ‘এসো, আমরা কুস্তি লড়ি।’- কে, কাকে বলেছিল ?

উত্তরঃ পান্নালাল প্যাটেলের ‘অদল বদল’ গল্পে কুস্তি লড়তে অনিচ্ছুক অমৃতকে কালিয়া বলেছিল প্রশ্নোদ্ধৃত কথাটি।

৪৬. ‘ওরা ভয়ে কাঠ হয়ে গেল।’- ওরা কেন ভয় পেল ?

উত্তরঃ কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে ইসাবের নতুন জামার পকেট ছিঁড়ে গিয়েছিল। জামা ছেঁড়ার জন্য বাড়িতে বকুনি খাওয়ার ভয়ে অমৃত ও ইসাবের এই অবস্থা হয়।

৪৭. ‘গল্প শুনে তাঁদেরও বুক ভরে গেল’- কোন্ গল্প শুনে বুক ভরে গিয়েছিল ?

উত্তরঃ পান্নালাল প্যাটেলের ‘অদল বদল’ গল্প অনুসারে, ইসাবের বাবা পাঠানের মুখ থেকে অমৃত ও ইসাবের পারস্পরিক ভালোবাসার গল্প শুনে পাড়াপড়শি সকলের বুক ভরে গিয়েছিল।

৪৮. ‘ওঁর শান্ত গলা শুনে ওদের চিন্তা হল,’- বিষয়টি পরিস্ফুট করো।

উত্তরঃ কড়া ধাতের মানুষ ইসাবের বাবার আদুরে ডাক শুনে ইসাব আর অমৃত সেটাকে ভালোবাসার অভিনয় বলে মনে করেছিল।

📌 আরো দেখুনঃ

📌দশম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌 মাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here

📌 মাধ্যমিক সমস্ত বিষয় মক্ টেস্ট Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:9 mins read