আয় আরো বেঁধে বেঁধে থাকি MCQ প্রশ্ন উত্তর দশম শ্রেণি বাংলা | Ai Aro Bedhe Bedhe Thaki MCQ Class 10 Bengali wbbse

আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার MCQ প্রশ্ন উত্তর দশম শ্রেণি বাংলা | Ai Aro Bedhe Bedhe Thaki MCQ Answer Class 10 Bengali wbbse

আয় আরো বেঁধে বেঁধে থাকি
—শঙ্খ ঘোষ

📌মাধ্যমিক সিলেবাস বাংলা Click Here

📌দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 মাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র Click Here

📌 মাধ্যমিক সমস্ত বিষয় মক্ টেস্ট Click Here

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর : ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতা (শঙ্খ ঘোষ) দশম শ্রেণি বাংলা | Ai Aro Bedhe Bedhe Thaki MCQ Question Answer Class 10 (Madhyamik) Bengali wbbse

∆ ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : প্রতিটি প্রশ্নের মান-১

১. ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’— কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ? [মাধ্যমিক – ২০১৮]
(ক) ‘নিহিত পাতাল ছায়া’
(খ) ‘পাঁজরে দাঁড়ের শব্দ’
(গ) ‘দিনগুলি রাতগুলি’
(ঘ) ‘জলই পাষাণ হয়ে আছে’।

উত্তরঃ (ঘ) ‘জলই পাষাণ হয়ে আছে’।

২. ‘আমাদের পথ নেই কোনো / আমাদের _____ গেছে উড়ে’।— শুন্যস্থান পূরণ করো।
(ক) বাড়ি (খ) বাড়িঘর (গ) ঘরবাড়ি (ঘ) ঘর

উত্তরঃ (ঘ) ঘর

৩. শঙ্খ ঘোষের প্রকৃত নাম কী ?
(ক) প্রিয়দর্শী ঘোষ
(খ) চিত্তরঞ্জন ঘোষ
(গ) মণীন্দ্রকুমার ঘোষ
(ঘ) চিত্তপ্রিয় ঘোষ।

উত্তরঃ (ঘ) চিত্তপ্রিয় ঘোষ।

৪. ‘আমাদের ডান পাশে ___________’ শূন্যস্থান পূরণ করো।
(ক) ধ্বস (খ) প্রান্তর (গ) বন (ঘ) গিরিখাদ

উত্তরঃ (ক) ধ্বস

৫. ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’– কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কী ?
(ক) ধুম লেগেছে হৃদকমলে
(খ) জলই পাষান হয়ে আছে
(গ) মূর্খ বড়ো সামাজিক নয়
(ঘ) মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে

উত্তরঃ (খ) জলই পাষান হয়ে আছে।

৬. ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতাটি কে লিখেছেন ?
(ক) শঙ্খ ঘোষ
(খ) জীবনানন্দ দাস
(গ) নীরেন্দ্রনাথ চক্রবর্তী
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (ক) শঙ্খ ঘোষ।

৭. কবি শঙ্খ ঘোষের ছদ্ম নাম কী ?
(ক) মৌমাছি (খ) যাযাবর (গ) কুন্তক
(ঘ) ভানুসিং

উত্তরঃ (গ) কুন্তক।

৮. ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’– কথাটি কবিতায় কত বার ব্যবহার করা হয়েছে ?
(ক) একবার (খ) দুইবার (গ) তিনবার
(ঘ) চারবার

উত্তরঃ (খ) দুইবার।

৯. ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’– কথাটির অর্থ কী ?
(ক) বন্ধনমুক্ত হয়ে থাকা
(খ) সংঘবদ্ধভাবে থাকা
(গ) বাঁধন দিয়ে থাকা
(ঘ) কোনোটাই নয়

উত্তরঃ (খ) সংঘবদ্ধভাবে থাকা।

১০. আমাদের বাঁয়ে রয়েছে—
(ক) নদী (খ) গিরিখাদ (গ) ধ্বস (ঘ) পাহাড়

উত্তরঃ (খ) গিরিখাদ।

১১. ‘আমাদের মাথায় _________।’ –
(ক) আকাশ (খ) শিলা (গ) বাঁধ
(ঘ) বোমারু

উত্তরঃ (ঘ) বোমারু।

১২. ‘পায়ে পায়ে হিমানীর বাঁধ।’ – হিমানী শব্দের আক্ষরিক অর্থ কী ?
(ক) আগুন (খ) জল (গ) পাহাড় (ঘ) তুষার

উত্তরঃ (ঘ) তুষার।

১৩. ‘……. হয়তো বেঁচে আছে’ – এখানে কী বেঁচে থাকার বিষয়ে সংশয় প্রকাশ করা হয়েছে ?
(ক) পৃথিবী (খ) কবিতার কথক (গ) মানুষ (ঘ) গাছ

উত্তরঃ (ক) পৃথিবী।

১৪. ‘আমরা ভিখারি _____।’ ( শূন্যস্থান পূরণ করো)
(ক) বারো বছর (খ) বারোমাস
(গ) বারো দিন (ঘ) বারো সপ্তাহ

উত্তরঃ (খ) বারোমাস।

১৫. ‘আমাদের শিশুদের শব ছড়ানো রয়েছে….’– শিশুদের শব কোথায় ছড়ানো রয়েছে ?
(ক) কাছে-দূরে (খ) কাছে কাছে
(গ) দূরে দূরে (ঘ) অনেক দূরে

উত্তরঃ (ক) কাছে-দূরে।

১৬. ‘আমাদের কথা কে-বা জানে’- এখানে আমরা বলতে বোঝানো হয়েছে–
(ক) কবিদের
(খ) ভিখারীদের
(গ) ধনী ও উচ্চবিত্ত মানুষদের
(ঘ) সাধারন মানুষদের

উত্তরঃ (ঘ) সাধারন মানুষদের।

১৭. এই কবিতায় সাধারণ মানুষের কী না থাকার কথা বলা হয়েছে ?
(ক) সম্মান (খ) বেঁচে থাকার অধিকার
(গ) জীবন (ঘ) ইতিহাস

উত্তরঃ (ঘ) ইতিহাস

১৮. ‘অথবা এমন ইতিহাস’– আমাদের কেমন ইতিহাস ?
(ক) আমাদের মুখ-চোখ ঢাকা
(খ) আমাদের মুখ ঢাকা
(গ) আমাদের চোখ ঢাকা
(ঘ) আমাদের চোখমুখ ঢাকা

উত্তরঃ (ঘ) আমাদের চোখমুখ ঢাকা।

১৯. ‘আমাদের চোখমুখ ঢাকা’—
(ক) ছবিতে (খ) মুখোশে
(গ) বিজ্ঞাপনে (ঘ) ইতিহাসে

উত্তরঃ (ঘ) ইতিহাসে

২০. কবির মতে আমরা কোথায় কোথায় ফিরেছি ?
(ক) পথে পথে (খ) ঘরে ঘরে
(গ) দোরে দোরে (ঘ) পথে ঘাটে

উত্তরঃ (গ) দোরে দোরে

২১. আমাদের যা উড়ে গিয়েছে তা হল—
(ক) ছাদ (খ) পথ (গ) ঘর (ঘ) চাল

উত্তরঃ (গ) ঘর

২২. আমরা ঘরছাড়া, কারণ আমাদের—
(ক) ঘর পুড়ে গেছে
(খ) ঘর উড়ে গেছে
(গ) ঘর ভেঙে গেছে
(ঘ) ঘরের দরজা বন্ধ

উত্তরঃ (খ) ঘর উড়ে গেছে।

২৩. “এই মুহূর্তে মরে যাব নাকি ?”– এই আশঙ্কার কারণ—
(ক) বেঁচে থাকাটা অনিশ্চিত
(খ) বেঁচে থাকা নিশ্চিত
(গ) বোমা নিক্ষেপ
(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (গ) বোমা নিক্ষেপ।

২৪. ‘কিছুই কোথাও যদি নেই’– কোথাও কিছু না থাকলে কি আছে ?
(ক) কজন বেঁচে আছে
(খ) দশজন বেঁচে আছে
(গ) পৃথিবীর অর্ধেক মানুষ বেঁচে আছে
(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) কজন বেঁচে আছে।

২৫. ‘আয় আরো হাতে হাত রেখে’– কবি হাতে হাত রাখতে বলেছেন—
(ক) ভুল-বোঝাবুঝি মীমাংসা করতে
(খ) ঝগড়া ঝাটি আর না করতে
(গ) ভালোভাবে থাকতে
(ঘ) দলবদ্ধ হয়ে থাকতে

উত্তরঃ (ঘ) দলবদ্ধ হয়ে থাকতে।

২৬. কবি আমাদের কীভাবে থাকার কথা বলেছেন ?
(ক) কাছাকাছি (গ) বেঁধে বেঁধে
(খ) দূরে দূরে‌ (ঘ) চোখ-মুখ ঢেকে।

উত্তরঃ (গ) বেঁধে বেঁধে

২৭. আমাদের কী নেই ?
(ক) টাকা (খ) রাস্তা (গ) পথ (ঘ) বাড়ি।

উত্তরঃ পথ

২৮. ‘বেঁধে বেঁধে’ কথাটির অর্থ হল—
(ক) বাঁধন দিয়ে থাকা
(খ) সংঘবদ্ধভাবে থাকা
(গ) গুটিসুটি মেরে থাকা
(ঘ) গুছিয়ে থাকা।

উত্তরঃ (খ) সংঘবদ্ধভাবে থাকা।

২৯. আমরা বারোমাস কী ?
(ক) সুস্থ (খ) ভিখারি (গ) অসুস্থ (ঘ) ধনী।

উত্তরঃ (খ) ভিখারি

৩০. হয়তো কী বেঁচে আছে ?
(ক) আমরা (খ) পৃথিবী (গ) ভিখারি (ঘ) গাছ।

উত্তরঃ (খ) পৃথিবী।

৩১. আরও বেঁধে বেঁধে থাকার জন্য রাখতে হবে—
(ক) কাঁধে কাঁধ
(খ) হাতে হাত
(গ) পায়ে পা
(ঘ) গলায় গলায় ভাব।

উত্তরঃ (খ) হাতে হাত।

আয় আরো বেঁধে বেঁধে থাকি বিষয়বস্তু

VSAQ প্রশ্নোত্তর (প্রতিটি প্রশ্নের মান ১)

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (প্রতিটি প্রশ্নের মান ৩)

বড়ো প্রশ্নোত্তর (প্রতিটি প্রশ্নের মান ৫)

📌 আরো দেখোঃ

📌মাধ্যমিক সিলেবাস বাংলা Click Here

📌দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 মাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র Click Here

📌 মাধ্যমিক সমস্ত বিষয় মক্ টেস্ট Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:5 mins read