Class 9 Geography 3rd Unit Test Question Paper Set-6 wbbse | নবম শ্রেণির ভূগোল বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র সেট-৬

3rd SUMMATIVE EVALUATION
CLASS 9 (IX) WBBSE
GEOGRAPHY QUESTION PAPER

Class 9 Geography 3rd Unit Test Question Paper Set-6 wbbse | নবম শ্রেণির ভূগোল বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র সেট-৬

📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

Set-6

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
নবম শ্রেণি বিষয় : ভূগোল
সময় : ৩ ঘণ্টা                          পূর্ণমান : ৯০

বাহাদুরপুর হাই স্কুল (উঃ মাঃ)
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024
শ্রেণী- নবম
বিষয়- ভূগোল
সময়- ৩ ঘন্টা                         পূর্ণমান- ৯০

১। বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও : ৭

বামস্তম্ভ ডানস্তম্ভ
(i) কার্টোগ্রাফি (a) ২৩°৩০′ উত্তর
(ii) কর্কটক্রান্তি রেখা (b) মণিকরণ
(iii) ভূ-তাপ শক্তি (c) শল্কমোচন
(iv) নদীয়া-র জেলাসদর (d) নবীন ভঙ্গিল পর্বত
(v) পিঁয়াজের খোসার মতো শিলা খুলে যাওয়া (e) ৩ জানুয়ারি
(vi) উত্তর আমেরিকার রকি (f) মানচিত্র বিদ্যা
(vii) অনুসূর (g) কৃষ্ণনগর

উত্তরঃ

(i) কার্টোগ্রাফি (f)
(ii) কর্কটক্রান্তি রেখা (a)
(iii) ভূ-তাপ শক্তি (b)
(iv) নদীয়া-র জেলাসদর (g)
(v) পিঁয়াজের খোসার মতো শিলা খুলে যাওয়া (c)
(vi) উত্তর আমেরিকার রকি (d)
(vii) অনুসূর (e)

২। শূন্যস্থান পূরণ করো : ১×৭=৭

২.১ কোনো শহরে জনসংখ্যা ১০ লক্ষের বেশি হলে তাকে ________ বলে।

উত্তরঃ মহানগর

২.২ পৃথিবীর নিরক্ষীয় ব্যাস _______ কিমি।

উত্তরঃ ১২৭৫৭ কিঃমিঃ

২.৩ আন্তর্জাতিক তারিখ রেখার মান __________ °।

উত্তরঃ ১৮০

২.৪ ‘তরল সোনা’ হল_________________।

উত্তরঃ পেট্রোলিয়াম

২.৫ মনুষ্যসৃষ্ট একটি দুর্যোগ হল _______________।

উত্তরঃ পরমাণু বিষ্ফোরণ

২.৬ মালভূমির অপর নাম হল ________________।

উত্তরঃ টেবিল ল্যাণ্ড

২.৭ _________________ প্রক্রিয়ার মাধ্যমে জৈবপদার্থ হিউমাস এ পরিণত হয়।

উত্তরঃ হিউমিফিকেশন।

৩। সঠিক উত্তরটি নির্বাচন করো : ১×৭=৭

৩.১ দূরত্ব অনুযায়ী মঙ্গল সৌরজগতের- (দ্বিতীয় / তৃতীয় / চতুর্থ / পঞ্চম) গ্রহ।

উত্তরঃ চতুর্থ

৩.২ সূর্যরশ্মি সারাবছর লম্বভাবে কিরণ দেয়—
(নিরক্ষীয় / মেরু / ক্রান্তীয়) অঞ্চলে।

উত্তরঃ নিরক্ষীয়

৩.৩ পাতগাঠনিক তত্ত্বের জনক বলা হয়— (পার্কার / উইলসন /হোমস্ / পিঁচো)কে।

উত্তরঃ পিঁচো

৩.৪ যে মানচিত্রে কোনো দেশের রাজ্যগুলির সীমা নির্দেশ করা থাকে, সেই মানচিত্রকে বলে- (প্রাকৃতিক / রাজনৈতিক / সামাজিক / অর্থনৈতিক) মানচিত্র।

উত্তরঃ রাজনৈতিক

৩.৫ সবচেয়ে উৎকৃষ্ট কয়লা হল- (লিগনাইট / অ্যানথ্রাসাইট / বিটুমিনাস / পিট)।

উত্তরঃ অ্যানথ্রাসাইট

৩.৬ মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায়- (সিরোজেম / বক্সাইট / রেগোলিথ / চারনোজেম) সৃষ্টি হয়।

উত্তরঃ রেগোলিথ

৩.৭ নিম্নলিখিত কোন শব্দটি ক্ষয়ীভবনের সাথে যুক্ত নয়- (নদীর কাজ / বায়ুর কাজ/ হিমবাহের কাজ / আবহবিকার)।

উত্তরঃ আবহবিকার

৪‌। সঠিক বাক্যটির পাশে ‘সত্য’ ও ভুল বাক্যটির পাশে ‘মিথ্যা’ লেখো : ১×৭=৭

৪.১ দিন ও রাত্রি ঘটার মূল কারণ পৃথিবীর আবর্তন।

উত্তরঃ সত্য

৪.২ আগামী ৫০০০ সাল অধিবর্ষ হবে।

উত্তরঃ মিথ্যা

৪.৩ দ্রাঘিমারেখাগুলি পরস্পর সমান্তরাল।

উত্তরঃ মিথ্যা

৪.৪ জাপানের মাউন্ট ফুজিয়ামা একটি মৃত আগ্নেয়গিরি।

উত্তরঃ মিথ্যা

৪.৫ অবাধ সম্পদ নিঃশেষিত হওয়ার আশঙ্কা থাকে।

উত্তরঃ মিথ্যা

৪.৬ ‘ভূমিকম্পের দেশ’ বলা হয় জাপানকে।

উত্তরঃ সত্য

৪.৭ জারণ একপ্রকার যান্ত্রিক আবহবিকার।

উত্তরঃ মিথ্যা

৫। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ১×৭=৭

৫.১ পৃথিবীর সৌরদিনের প্রকৃত সময় কত ?

উত্তরঃ ২৪ ঘণ্টা

৫.২ ‘বিষুব’ কথাটির অর্থ কী ?

উত্তরঃ সমান দিন-রাত্রি

৫.৩ ভারতের প্রমাণ সময়ের সাথে গ্রিনিচ এর সময়ের পার্থক্য কত ?

উত্তরঃ ৫ ঘণ্টা ৩০ মিনিট

৫.৪ একটি অলৌহবর্গীয় ধাতব খনিজের উদাহরণ দাও।

উত্তরঃ তামা, সোনা, রূপা।

৫.৫ ‘ভূটান’ কথাটির অর্থ কী ?

উত্তরঃ উঁচু ভূমি।

৫.৬ কোন মহিখাত থেকে হিমালয়ের উত্থান ঘটেছে ?

উত্তরঃ টেথিস

৫.৭ কার্স্ট অঞ্চল প্রধানত কোন শিলা দ্বারা গঠিত ?

উত্তরঃ চুনাপাথর

৬। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোন পাঁচটি) : ৫x৩=১৫

৬.১ আন্তর্জাতিক তারিখরেখা কে মাঝে মাঝে বাকিয়ে দেওয়া হয়েছে কেন?

৬.২ আবর্তন গতির তিনটি ফলাফল লেখ।

৬.৩ ‘man’ ও ‘MAN’ এর মধ্যে পার্থক্য লেখো।

৬.৪ পার্থক্য নির্ণয় করো: দুর্যোগ ও বিপর্যয়

৬.৫ আবহবিকারের তিনটি ফলাফল লেখো।

৬.৬ ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে ?

৭। নিচের প্রশ্নটির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (যে কোন পাঁচটি) : ৫×৪=২০

৭.১ নিরক্ষরেখাকে ‘মহাবৃত্ত’ বলা হয় কেন ?

৭.২ ‘অপ্রচলিত শক্তির গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে’-কারণ ব্যাখ্যা করো।

৭.৩ বন্টন অনুসারে সম্পদের শ্রেণীবিভাগ কর ও তাদের বিবরণ দাও।

অথবা, ভারতের কয়লা উত্তোলক রাজ্যগুলির বিবরণ দাও।

৭.৪ যে-কোনো তিনটি প্রাকৃতিক দুর্যোগের উদাহরণসহ বিবরণ দাও।

৭.৫ মাটি সংরক্ষণ কী কী ভাবে করা যায় তা লেখো।

৭.৬ মুমূর্ষু ব-দ্বীপ বলতে কী বোঝো ?

৭.৮ মহীভাবক ও গিরিজনি আলোড়নের পার্থক্য লেখো।

৮। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোন দুটি) : ৫×২=১০

৮.১ জলবিদ্যুৎ উৎপাদনের ভৌগলিক পরিবেশের বিবরণ দাও।

৮.২ পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের সংক্ষিপ্ত বিবরণ দাও।

৮.৩ রাসায়নিক আবহবিকারের প্রধান প্রক্রিয়াসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও।

৮.৪ মানবজীবনের উপর পর্বতের প্রভাব লেখ।

৯। প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারত ও পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলির উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি প্রদত্ত উত্তরপত্রের সাথে জুড়ে দাও : ১×১০=১০

ভারত : (১) বোম্বে হাই, (২) পূর্ব ভারতের একটি কয়লা খনি (৩) মহারাষ্ট্রের পারমাণবিক কেন্দ্র (৪) পশ্চিম ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র (৫) উড়িষ্যার আকরিক লোহা উত্তোলক অঞ্চল।

পশ্চিমবঙ্গ : (১) পশ্চিমের মালভূমি অঞ্চল। (২) সুন্দরবন (৩) মুর্শিদাবাদের জেলাসদর (৪) দার্জিলিং (৫) পশ্চিমবঙ্গের রাজধানী।

📌 আরো দেখুনঃ

📌নবম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:4 mins read