মাধ্যমিক ইতিহাস মক্ টেস্ট অনলাইন সেট-৬ | Madhyamik History Online MCQ Mock Test-6 wbbse

মাধ্যমিক ইতিহাস মক্ টেস্ট অনলাইন সেট-৬ | Madhyamik History Online MCQ Mock Test-6 wbbse

Madhyamik Exam Preparation Online Mock Test. আজকের বিষয় দশম শ্রেণির জন্য ইতিহাস MCQ Mock Test. পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৩০ শতাংশের বেশি নম্বর থাকে। অনলাইন মক্‌ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে দারুণ ভাবে সাহায্য করে। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে সমস্ত বিষয়ের Online MCQ Mock Test- এর জন্য প্রশ্ন দেওয়া হল। এবার তোমরা নিজেরাই যাচাই করে নাও নিজের দক্ষতা।

HISTORY MCQ TEST – 6

∆ একটি বাক্যে উত্তর দাও :

Q ➤ ১. ‘উলগুলান’ কথাটির অর্থ কী ?


Q ➤ ২. ‘বর্ণপরিচয়’ কে রচনা করেন ?


Q ➤ ৩. ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয় ?


Q ➤ ৪. উষা মেহেতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ?


Q ➤ ৫. নবান্ন নাটকটি কার লেখা ?


Q ➤ ৬. ‘মায়ের দেওয়া মোটা কাপড়’ গানটির রচয়িতা কে ?


Q ➤ ৭. ‘বীরাষ্টমী ব্রত’ পালন অনুষ্ঠানের সূচনা কে করেন ?


Q ➤ ৮. ‘সত্যানন্দ’ কোন গ্রন্থের চরিত্র ?


Q ➤ ৯. সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?


Q ➤ ১০. উলগুলান বলতে কি বোঝ ?


Q ➤ ১১. নীলদর্পণ কে রচনা করেন ?


Q ➤ ১২. তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন ?


Q ➤ ১৩. নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক কে ?


Q ➤ ১৪. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রের নাম কি ?


Q ➤ ১৫. কবে হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয় ?


Q ➤ ১৬. বিদ্যাবনিক কাকে বলা হয় ?


Q ➤ ১৭. ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস কোনটি ?


Q ➤ ১৮. রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয় ?


Q ➤ ১৯. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ?


Q ➤ ২০. সুই মুন্ডা কে ছিলেন ?


Q ➤ ২১. কবে ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমবার এশিয়া কাপ জয়ী হন?


Q ➤ ২২. ‘বিশে ডাকাত’ নামে কে পরিচিত ছিলেন?


Q ➤ ২৩. কলকাতা বিশ্ববিদ্যালয়কে কে “গোলদিঘির গোলামখানা” বলেছেন?


Q ➤ ২৪. উদ্বাস্তু সমস্যাকে কে ‘বিষন্ন প্রভাত’ বলে অভিহিত করেছেন?


Q ➤ ২৫. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন ?


Q ➤ ২৬. ভারতে কোন বছরের পথ প্রবর্তিত হয় ?


Q ➤ ২৭. কত খ্রিষ্টাব্দে “নীল কমিশন” গঠিত হয়?


Q ➤ ২৮. সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে ঘোষণা করেন ?


Q ➤ ২৯. দলিত শব্দের অর্থ কী ?


Q ➤ ৩০. আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসি ব্রিগেডের সেনাধ্যক্ষ কে ছিলেন ?


Q ➤ ৩১. সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?


Q ➤ ৩২. ‘ক্যালকাটা ক্রিকেট ক্লাব” কবে প্রতিষ্ঠিত হয় ?


Q ➤ ৩৩. ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?


Q ➤ ৩৪. ভারতীয় উদ্ভিদ বিদ্যার জনক কাকে বলা হয় ?


Q ➤ ৩৫. বিপিন চন্দ্র পাল এর আত্মজীবনী গ্রন্থের নাম কি ?


Q ➤ ৩৬. কলকাতা মেডিকেল কলেজ তৈরিতে কে জমি দান করেছিলেন?


Q ➤ ৩৭. ‘তত্ববোধিনী সভা’ কে প্রতিষ্ঠা করেন ?


Q ➤ ৩৮. স্পঞ্জ রসগোল্লা কে আবিষ্কার করেন?


Q ➤ ৩৯. ‘ব্রহ্মানন্দ’ নামে পরিচিত ছিলেন কে ?


Q ➤ ৪০. ‘ভাইসরয়’ শব্দের অর্থ কী ?


Q ➤ ৪১. ‘কুনবি’ কাদের বলা হয় ?


📌আরো দেখুনঃ

📌মাধ্যমিকের মক্ টেস্ট Click Here

📌মাধ্যমিকের প্রশ্নপত্র Click Here

📌দশম শ্রেণি ইউনিট টেস্ট Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:5 mins read