মাধ্যমিক জীববিজ্ঞান মক্ টেস্ট অনলাইন সেট-৫ | Madhyamik Life Science Online MCQ Mock Test-5 wbbse
Madhyamik Exam Preparation Online Mock Test. আজকের বিষয় দশম শ্রেণির জন্য জীববিজ্ঞান MCQ Mock Test. পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৪০ শতাংশ নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে ভীষণ ভাবে সাহায্য করে। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে জীববিজ্ঞানের Online MCQ Mock Test- এর জন্য প্রশ্ন দেওয়া হল। এবার তোমরা নিজেরাই যাচাই করে নাও পরীক্ষার জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছ।
LIFE SCIENCE MCQ TEST – 5
∆ নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো :
Q ➤ ১. দূরের বস্তু দেখার ক্ষেত্রে চোখের লেন্সের বক্রতা হ্রাস পায়।
Q ➤ ২. কোশবিভাজনের অ্যানাফেজ দশায় সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটায় সিস্টার ক্রোমটিডগুলি পরস্পরের থেকে হয়ে যায়।
Q ➤ ৩. প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা হেটারোজাইগাস অবস্থায় প্রকাশিত হয়।
Q ➤ ৪. পায়রার বায়ুথলিতে রেটিয়া মিরাবিলিয়া থাকে।
Q ➤ ৫. সিউডোমোনাস মৃত্তিকাস্থ অ্যামোনিয়াকে নাইট্রাইট ও নাইট্রেটে পরিণত করতে পারে।
Q ➤ ৬. চোখের সামনে কোনো লোভনীয় খাবার দেখলে মুখের মধ্যে লালা নিঃসরণ হয়-এটি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া।
Q ➤ ৭. সুষুম্নাকাণ্ডে নিউরোসিলকে ঘিরে ধূসর বস্তু থাকে।
Q ➤ ৮. চেকপয়েন্টগুলোর কাজ বিঘ্নিত হলেও কৌশ বিভাজনে নিয়ন্ত্রিতই হয়।
Q ➤ ৯. লোমযুক্ত গিনিপিগের সংকরায়ণের ফলে F₂-জণুতে ৪ ভাগ কালো কর্কশ লোমযুক্ত (BbRr) গিনিপিগ উৎপন্ন হবে।
Q ➤ ১০. অভিব্যক্তি কারণ ও অভিযোজন তার ফল।
Q ➤ ১১. দীর্ঘদিন ধরে উচ্চশব্দ (100dB)-র কারণে অন্তঃকর্ণের অর্গান অফ কটির রোমকোশ ক্ষতিগ্রস্ত হলে ‘নয়েস ইনডিউসড হিয়ারিংলস’ হয়।
Q ➤ ১২. ডেলটয়েড পেশি হাতকে দেহ অক্ষের নিকটতম হতে সাহায্য করে।
Q ➤ ১৩. বল ও সকেট অস্থিসন্ধি মানুষের দেহের কনুই ও হাঁটুতে দেখা যায়।
Q ➤ ১৪. রাঙা আলু পত্রজ মুকুলের দ্বারা জননকার্য সম্পন্ন করে।
Q ➤ ১৫. বর্ণান্ধতার জন্য দায়ী জিনটি হল X-ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন।
Q ➤ ১৬. পাখির ডানা ও তিমির ফ্লিপার হল সমবৃত্তীয় অঙ্গ।
Q ➤ ১৭. ধূমপায়ীদের ফুসফুসের ক্যানসার হওয়ার সম্ভাবনা বেশি থাকে।,
Q ➤ ১৮. অগ্রমুকুলের বৃদ্ধিতে সাহায্য করে অক্সিন।
Q ➤ ১৯. টারপিনয়েড গোষ্ঠীভুক্ত একটি উদ্ভিদ হরমোন হলো জিব্বেরেলিন।
Q ➤ ২০. ডিম্বানু শুধুমাত্র মাইটোসিস-এর ফলে উৎপন্ন হয়।
Q ➤ ২১. X ক্রোমোজোমবাহিত রোগের ক্ষেত্রে ছেলেরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়।
Q ➤ ২২. Hot dilute Soup তত্ত্বের প্রবক্তা ওপারিন।
Q ➤ ২৩. ক্রায়োসংরক্ষণে তরল নাইট্রোজেন ও –196°C উষ্ণতা ব্যবহার করা হয়।
Q ➤ ২৪. অ্যাসেটাইল কোলিন হলো একটি নিউরোট্রান্সমিটার।
📌আরো দেখুনঃ
📌মাধ্যমিকের মক্ টেস্ট Click Here
📌মাধ্যমিকের প্রশ্নপত্র Click Here
📌দশম শ্রেণি ইউনিট টেস্ট Click Here
