মাধ্যমিক জীববিজ্ঞান মক্ টেস্ট অনলাইন সেট-৪ | Madhyamik Life Science Online MCQ Mock Test-4 wbbse

মাধ্যমিক জীববিজ্ঞান মক্ টেস্ট অনলাইন সেট-৪ | Madhyamik Life Science Online MCQ Mock Test-4 wbbse

Madhyamik Exam Preparation Online Mock Test. আজকের বিষয় দশম শ্রেণির জন্য জীববিজ্ঞান MCQ Mock Test. পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৪০ শতাংশ নম্বর থাকে। অনলাইন মক্‌ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে ভীষণ ভাবে সাহায্য করে। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে জীববিজ্ঞানের Online MCQ Mock Test- এর জন্য প্রশ্ন দেওয়া হল। এবার তোমরা নিজেরাই যাচাই করে নাও পরীক্ষার জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছ।

LIFE SCIENCE MCQ TEST – 4

∆ নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাওঃ

Q ➤ ১. আয়োডিনের বিপাক ব্যাহত হলে ______________ রোগ হয়।


Q ➤ ২. কোশচক্রের ______________ দশায় D.N.A. সংশ্লেষ ঘটে।


Q ➤ ৩. স্বাভাবিক জিভের জিন একটি ______________ বৈশিষ্ট্য।


Q ➤ ৪. _____________ হলো প্রথম এক আঙুলযুক্ত ঘোড়া।


Q ➤ ৫. পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হল ______________।


Q ➤ ৬. ________________ হল পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ।


Q ➤ ৭. ______________ হরমোনের অভাবে অতিরিক্ত মূত্র উৎপাদন হয়।


Q ➤ ৮. একই ফুলের পরাগরেণু ঐ ফুলের গর্ভমুন্ডে পরলে তাকে ______________ বলে।


Q ➤ ৯. ক্রোমোজোমের পরিবর্তনের ফলে দুটি জীবের মধ্যে যে ভিন্নতার সৃষ্টিহয় তাকে ______________ বলে।


Q ➤ ১০. মেসোহিপ্পাসের প্রতিটি অগ্রপদে আঙ্গুলের সংখ্যা ______________ টি।


Q ➤ ১১. অ্যাজোলার পত্রগহ্বরে উপস্থিত ______________ নামক নীলাভ সবুজ শৈবাল মিথোজীবী সম্পর্ক তৈরি করে।


Q ➤ ১২. স্থানীয় জীব বৈচিত্র্যের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম হল ______________।


Q ➤ ১৩. ইনসুলিন হরমোন ক্ষরণ করে অগ্ন্যাশয়ের ____________ কোশ।


Q ➤ ১৪. সূর্যমুখী একটি ____________ পরাগী ফুল।


Q ➤ ১৫. মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম দেখা যায় ____________ ফুলে।


Q ➤ ১৬. প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বের প্রবক্তা হলেন ____________।


Q ➤ ১৭. ক্যানসার সৃষ্টিকারী পদার্থসমূহকে ____________ বলে।


Q ➤ ১৮. বিজ্ঞানী ____________ Hotspot-এর ধারণা উদ্ভাবন করেন।


Q ➤ ১৯. মানুষের অক্ষিগোলকের লেন্সটি ____________ ও স্বচ্ছ।


Q ➤ ২০. স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত রক্তকণিকা ও ____________ কোশে মাইটোসিস ঘটে না।


Q ➤ ২১. AaBb জিনোটাইপ বিশিষ্ট জনন মাতৃকোশ থেকে ____________ প্রকারের গ্যামেট উৎপন্ন হবে।


Q ➤ ২২. ওয়াগল ড্যান্সের সময় মৌমাছিরা ____________ আন্দোলিত করে।


Q ➤ ২৩. বায়ুদূষণের ফলে ____________ রোগে আক্রান্ত ব্যক্তির ক্লোমশাখা এবং উপক্লোমশাখা অংশে প্রদাহ এবং শ্বাসক্রিয়ার সময় সাঁ সাঁ শব্দের সৃষ্টি হয়।


Q ➤ ২৪. সর্বাধিক জীববৈচিত্র্যসম্পন্ন এবং এন্ডেমিক প্রজাতিযুক্ত অঞ্চলগুলিকে বলা হয় ____________।


📌আরো দেখুনঃ

📌মাধ্যমিকের মক্ টেস্ট Click Here

📌মাধ্যমিকের প্রশ্নপত্র Click Here

📌দশম শ্রেণি ইউনিট টেস্ট Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:3 mins read