মাধ্যমিক জীববিজ্ঞান মক্ টেস্ট অনলাইন সেট-৩ | Madhyamik Life Science Online MCQ Mock Test-3 wbbse
Madhyamik Exam Preparation Online Mock Test. আজকের বিষয় দশম শ্রেণির জন্য জীববিজ্ঞান MCQ Mock Test. পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় সংক্ষিপ্ত এবং বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ) মিলে ৪০ শতাংশ নম্বর থাকে। অনলাইন মক্ টেস্ট MCQ প্রশ্নে পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর তুলতে ভীষণ ভাবে সাহায্য করে। তাই ছাত্রছাত্রীদের সুবিধার্থে জীববিজ্ঞানের Online MCQ Mock Test- এর জন্য প্রশ্ন দেওয়া হল। এবার তোমরা নিজেরাই যাচাই করে নাও পরীক্ষার জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছ।
LIFE SCIENCE MCQ TEST – 3
∆ নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো :
Q ➤ ১. লঘুমস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে।
Q ➤ ২. ক্রসিং ওভার জীবের প্রকরণে সাহায্য করে না।
Q ➤ ৩. মটরগাছের বীজের হলুদবর্ণ বৈশিষ্ট্যটি সবুজ বর্ণের উপর প্রকট।
Q ➤ ৪. প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হল ডারউইনের বিবর্তনতত্ত্বের মূল প্রতিপাদ্য।
Q ➤ ৫. চিড়িয়াখানায় প্রাণী ও উদ্ভিদের এক্সসিটু সংরক্ষণ করা হয়।
Q ➤ ৬. অক্ষিগোলকের আকার স্বাভাবিকের থেকে ছোটো হলে মায়োপিয়া হওয়ার সম্ভাবনা থাকে।
Q ➤ ৭. মাছের পুচ্ছ পাখনা জলে দিক পরিবর্তনের জন্য হালের ন্যায় কাজ করে।
Q ➤ ৮. নির্ণীত নিউক্লিয়াস সর্বদা হ্যাপ্লয়েড প্রকৃতির হয়।
Q ➤ ৯. থ্যালাসেমিয়া একটি অটোজোমবাহিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগ।
Q ➤ ১০. শ্বাসমূল লবণাম্বু উদ্ভিদের লবণ সহ্য করতে সাহায্য করে।
Q ➤ ১১. ভঙ্গুর দূষক জীববিবর্ধনের জন্য দায়ী।
Q ➤ ১২. নিকটবদ্ধ দৃষ্টি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
Q ➤ ১৩. বিজ্ঞানী প্যাভলভ তাঁর পরীক্ষায় একটি কুকুরকে ব্যবহার করেছিলেন।
Q ➤ ১৪. অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চলে বা নিরক্ষীয় তলে সাজানো থা
Q ➤ ১৫. বর্ণান্ধতা একটি X ক্রোমোজোমবাহিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগ।
Q ➤ ১৬. পায়রার ফুসফুসের সঙ্গে অতিরিক্ত 7টি বায়ুথলি বা এয়ার স্যাক যুক্ত থাকে।
Q ➤ ১৭. জাতীয় উদ্যান ইন-সিটু সংরক্ষণের উদাহরণ।
Q ➤ ১৮. একটি রোটেটর পেশী হলো বাইসেপস্।
Q ➤ ১৯. উদ্দীপক হলো একধরনের শক্তি।
Q ➤ ২০. পরাগধানী ও ডিম্বকে মিয়োসিস কোশ বিভাজন ঘটে।
Q ➤ ২১. অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F₂ জনুর জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত ভিন্ন হয়।
Q ➤ ২২. ডারউইনের মতে অস্তিত্বের জন্য সংগ্রামের একমাত্র কারণ হলো আমিষ খাদ্য ও বাসস্থান।
Q ➤ ২৩. জলদূষণের ফলে মানুষ টাইফয়েড রোগে আক্রান্ত হয়।
Q ➤ ২৪. দূরের বস্তু দেখার ক্ষেত্রে চোখের উপযোজনের সময় লেন্স পাতলা হয়ে যায়।
📌আরো দেখুনঃ
📌মাধ্যমিকের মক্ টেস্ট Click Here
📌মাধ্যমিকের প্রশ্নপত্র Click Here
📌দশম শ্রেণি ইউনিট টেস্ট Click Here
