Class 5 Amader Poribesh 3rd Unit Test Question Paper Set-3 wbbse | পঞ্চম শ্রেণির আমাদের পরিবেশ তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩

THIRD SUMMATIVE EVALUATION
CLASS 5 (V) WBBSE
AMADER PORIBESH QUESTION

Class 5 Amader Poribesh 3rd Unit Test Question Paper Set-3 wbbse | পঞ্চম শ্রেণির আমাদের পরিবেশ তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩

📌পঞ্চম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

Set-3

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
পঞ্চম শ্রেণি
বিষয় : আমাদের পরিবেশ
পূর্ণমান : ৫০                     সময় : ১.৩০ মিনিট

১. সঠিক উত্তরটি নির্বাচন করো: ১×১০=১০

(চ) পৃথিবীর চারদিকে চাঁদের একবার ঘুরতে সময় লাগে- (একমাস / ২৯ দিন / সাড়ে ২৯ দিন)।

উত্তরঃ সাড়ে ২৯ দিন

(ঙ) আয়লা ঝড় হয়েছিল- (২০০৯ সালে / ২০০৫ সালে / ২০০৭ সালে)।

উত্তরঃ ২০০৯ সালে।

(খ) পৃথিবীর সমস্ত শক্তির উৎস- (চন্দ্র / সূর্য / বায়ু)।

উত্তরঃ সূর্য

(ঘ) কলকাতায় প্রথম রিকশা চালু হয়-
(১৮৫৪ সালে / ১৯০০ সালে / ১৯১৪ সালে)।

উত্তরঃ ১৯০০ সালে

(গ) এখন দেশে বাঘের সংখ্যা- (চল্লিশ হাজার / কুড়ি হাজার / দু-হাজার)।

উত্তরঃ দু-হাজার।

(ঞ) সূর্যগ্রহণের সময় মাঝখানে অবস্থান করে- (সূর্য / পৃথিবী / চাঁদ)।

উত্তরঃ চাঁদ।

(ছ) কাগজের ইংরেজি নাম ‘পেপার’ এসেছে- (প্যাপিলি / পুঁথি / প্যাপিরাস) থেকে।

উত্তরঃ প্যাপিরাস।

(জ) পানসি হল একপ্রকার- (রিকশা / ডিঙি / পাখি)।

উত্তরঃ ডিঙি।

(ঝ) পরিবেশবান্ধব হল- (সাইকেল / বাস / মোটর সাইকেল)।

উত্তরঃ সাইকেল।

(ক) চন্দ্রগ্রহণ হয়- (অমাবস্যা তিথিতে / একাদশী তিথিতে / পূর্ণিমা তিথিতে)।

উত্তরঃ পূর্ণিমা তিথিতে।

২. শূন্যস্থান পূরণ করো: ১×৪=৪

(ক) ধূমকেতু দেখতে অনেকটা _________ মতো।

উত্তরঃ ঝাঁটার।

(খ) ভুটানের কাছে _________ -এ জলবিদ্যুৎ কেন্দ্র আছে।

উত্তরঃ ঝালং।

(গ) কয়লার অনেকটা অংশই হল ______________।

উত্তরঃ কার্বন।

(ঘ) হুইয়া পাখির _____________ ছিল সুন্দর।

উত্তরঃ পালক।

৩. নীচের বাক্যগুলির ‘সত্য’ অথবা ‘মিথ্যা’ নির্দেশ করো : ১×৪=৪

(ক) পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরছে।

উত্তরঃ সত্য

(খ) আসানসোল রানিগঞ্জে লোহার খনি দেখা যায়।

উত্তরঃ মিথ্যা

(গ) শাঁকালু একটি লতানো গাছ।

উত্তরঃ সত্য

৪. বামদিকের সঙ্গে ডানদিক মিলিয়ে লেখো : ১×৪=৪

বামদিক ডানদিক
(ক) সুনামি (১) ধূমকেতু
(খ) শ্যুমেকার-লেভি (২) টেলিস্কোপ
(গ) ট্রাম (৩) একপ্রকার সামুদ্রিক জলোচ্ছ্বাস
(ঘ) গ্যালিলিয়ো গ্যালিলি (৪) বিদ্যুৎশক্তি

উত্তরঃ

বামদিক ডানদিক
(ক) সুনামি (৩) একপ্রকার সামুদ্রিক জলোচ্ছ্বাস
(খ) শ্যুমেকার-লেভি (১) ধূমকেতু
(গ) ট্রাম (৪) বিদ্যুৎশক্তি
(ঘ) গ্যালিলিয়ো গ্যালিলি (২) টেলিস্কোপ

৫. নীচের প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর লেখো : ১×৮=৮

(ক) পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত ?

উত্তরঃ প্রায় ৪ লক্ষ কিলোমিটার।

(খ) একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো।

উত্তরঃ কয়লা

(গ) কোন্ অতিকায় প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে?

উত্তরঃ ডাইনোসর

(ঘ) ‘বনে থাকে বাঘ’ কে লিখেছেন ?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

(ঙ) পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কখন দেখা যায় ?

উত্তরঃ চাঁদকে মাঝখানে রেখে সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে এবং যখন পৃথিবীর একটি অংশ থেকে সূর্যকে একেবারেই দেখা যায় না, তখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়।

(চ) ধোঁয়াতে কোন্ বিষাক্ত গ্যাস থাকে ?

উত্তরঃ কার্বন মনোক্সাইড।

(ছ) এদেশে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চলে কত সালে ?

উত্তরঃ ১৮৫৩ সালে।

(জ) হড়পা বান কী ?

উত্তরঃ নদীর গতিপথ কোনো স্থানে বন্ধ হয়ে গেলে বা অনেক সময় ধরে ক্রমাগত বৃষ্টিপাত হলে নদীর জলধারণ ক্ষমতা হ্রাস পায়। তখন নদীর জল নদীর দুকূল ছাপিয়ে পাশ্ববর্তী অঞ্চলে ঢুকে যায়। একে হড়পা বান বলে।

৬. নীচের প্রশ্নগুলির উত্তর লেখো : ২×১০=২০

(ক) জলবিদ্যুৎ কীভাবে তৈরি হয় ?

উত্তরঃ পাহাড়ি নদীর জলে তীব্র স্রোত থাকে। জলের এই তীব্র স্রোতকে টারবাইন ঘোরানোর জন্য ব্যবহার করা হয়। টারবাইনের সঙ্গে যুক্ত জেনারেটর জলের ওই শক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত করে জলবিদ্যুৎ উৎপাদন করে।

(খ) আগেকার দিনে স্টিম ইঞ্জিন চালিত ট্রেন কীভাবে চলত ?

উত্তরঃ আগেকার দিনে স্টিম ইঞ্জিন চালিত ট্রেন চলত। এতে কয়লা পুড়িয়ে উৎপন্ন তাপকে কাজে লাগিয়ে জল ফুটিয়ে বাষ্পে পরিণত করা হত এবং সেই বাষ্পের চাপে একটা মোটা পিস্টন আসত। আর তার তীব্র ঠেলায় চাকা ঘুরত এবং ট্রেন চলতে শুরু করত।

(গ) বন থেকে আমরা কী কী পাই ?

উত্তরঃ বন থেকে আমরা পাই কাঠ, কাগজ ও আসবাবপত্র তৈরির উপকরণ, মশলা, ফল, ফুল, তন্তু, রজন, মোম, মধু ও নানা প্রকারের ওষধি গাছ। এগুলি মানুষের খাদ্য, বাসস্থান ও শিল্পকার্যে অত্যন্ত উপকারী।

(ঘ) ভূমিকম্পপ্রবণ অঞ্চলে কাঠের বাড়ি দেখা যায় কেন ?

উত্তরঃ কাঠ ও টিন দিয়ে তৈরি বাড়ি ভূমিকম্পের ফলে ভাঙে কম। ভাঙলেও ঘরের জিনিসপত্র ভাঙার সম্ভাবনা কম। জীবনহানির সম্ভাবনাও কম।

(ঙ) কয়লাখনি অঞ্চল কত বর্গকিলোমিটার জুড়ে আছে ? একটি জেলার নাম লেখো যেখানে কয়লাখনি অঞ্চল আছে ?

উত্তরঃ পশ্চিমবঙ্গের প্রায় দেড় হাজার বর্গকিলোমিটার অঞ্চল জুড়ে কয়লাখনি রয়েছে।

• পশ্চিম বর্ধমান জেলা।

(চ) ‘পথের পাঁচালী’ সিনেমাটা কে বানিয়েছেন ? এই সিনেমায় দুই ভাইবোনের নাম কী ?

উত্তরঃ সত্যজিৎ রায়। • অপু ও দুর্গা

(ছ) জোয়ার ও ভাটা কাকে বলে ?

উত্তরঃ চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণের ফলে নদী ও সাগরের জল নিয়মিতভাবে নির্দিষ্ট সময় অন্তর এক জায়গায় ফুলে ওঠে এবং অন্য জায়গায় নেমে যায়। জলের এই ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে।

(জ) মানুষ গন্ডার ও হাতি মারে কেন?

উত্তরঃ মানুষ গণ্ডার মারে তার খড়গ সংগ্রহের জন্য, যা মূল্যবান। হাতি মারে দাঁতের হাতির দাঁতের জন্য। এই কারণে গণ্ডার ও হাতির সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে এবং এরা বিপন্ন প্রাণীতে পরিণত হয়েছে।

(ঝ) খালি চোখে সূর্যগ্রহণ দেখা উচিত নয় কেন ?

উত্তরঃ সূর্যগ্রহণের সময় সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি সরাসরি চোখে লাগলে চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে অন্ধত্বও ঘটতে পারে। তাই সূর্যগ্রহণ খালি চোখে দেখা বিপজ্জনক।

(ঞ) কয়লা কীভাবে তৈরি হয় ?

উত্তরঃ প্রাচীন কালের গাছপালা ও প্রাণীর অবশিষ্টাংশ ভূগর্ভে চাপা পড়ে। হাজার বছরের চাপ ও তাপে কাঠের সার অংশ জমাট বেঁধে কয়লায় রূপান্তরিত হয়। তরল অংশ পরিবর্তিত হয়ে পেট্রোলিয়ামে পরিণত হয়।

📌পঞ্চম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌পঞ্চম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌পঞ্চম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:5 mins read