Class 5 Amader Poribesh 3rd Unit Test Question Paper Set-1 wbbse | পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-১

THIRD SUMMATIVE EVALUATION
CLASS 5 (V) WBBSE
AMADER PORIBESH QUESTION

Class 5 Amader Poribesh 3rd Unit Test Question Paper Set-1 wbbse | পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-১

📌পঞ্চম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

Set-1

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
পঞ্চম শ্রেণি
বিষয় : আমাদের পরিবেশ
পূর্ণমান : ৫০                     সময় : ১.৩০ মিনিট

১। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১x১০=১০

১.১ হৃৎপিণ্ডের শব্দ যে-যন্ত্রে বোঝা যায় তা হল-
(ক) থার্মোমিটার (খ) ব্যারোমিটার
(গ) ফোটোমিটার (ঘ) স্টেথোস্কোপ

উত্তরঃ (ঘ) স্টেথোস্কোপ

১.২ পরিবেশবান্ধব পরিবহণ হল-
(ক) রেলগাড়ি (খ) মোটরসাইকেল
(গ) বাস (ঘ) সাইকেল

উত্তরঃ (ঘ) সাইকেল

১.৩ ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি যে-নদীর জলস্রোতের শক্তিতে চলে তা হল-
(ক) জলঙ্গী নদী (খ) মহানন্দা
(গ) গোদাবরী (ঘ) জলঢাকা

উত্তরঃ (ঘ) জলঢাকা

১.৪ হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয়-
(ক) ১৮৫৪ সালে (খ) ১৮৫২ সালে
(গ) ১৮৫৫ সালে (ঘ) ১৮৫৩ সালে

উত্তরঃ (ক) ১৮৫৪ সালে

১.৫ কলকাতায় রিকশা আসে-
(ক) ১৯১১ সালে (খ) ১৯০০ সালে
(গ) ১৯০১ সালে (ঘ) ১৮৫৫ সালে

উত্তরঃ (খ) ১৯০০ সালে

১.৪ “পথের পাঁচালী” সিনেমাটি বানিয়েছিলেন-
(ক) তরুণ বন্দ্যোপাধ্যায় (খ) সত্যজিৎ রায়
(গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (ঘ) ঋত্বিক ঘটক

উত্তরঃ (খ) সত্যজিৎ রায়

১.৫ বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয়-
(ক) ১ অক্টোবর (খ) ১৫ জুন (গ) ১ মে
(ঘ) ১৫ জুলাই

উত্তরঃ (ক) ১ অক্টোবর

১.৬ কাগজ প্রথম তৈরি হয়-

(ক) চিনে (খ) ভারতে (গ) পাকিস্তানে (ঘ) নেপালে

উত্তরঃ (ক) চিনে

১.৭ বৃহস্পতি গ্রহের ওপর একটি ধূমকেতু পড়েছিল-
(ক) ১৯৯৫ সালে (খ) ১৯৯৪ সালে
(গ) ১৯৯৩ সালে (ঘ) ১৯৯২ সালে

উত্তরঃ (খ) ১৯৯৪ সালে

১.৮ ‘শুমেকার লেভি’ নামের ধূমকেতু যে-গ্রহের ওপর আছড়ে পড়েছিল তা হল-

(ক) বুধ (খ) পৃথিবী (গ) বৃহস্পতি (ঘ) শনি

উত্তরঃ (গ) বৃহস্পতি

২। নীচের প্রশ্নগুলির অল্প কথায় উত্তর দাও: ১ × ১৫ = ১৫

২.১ রেলইঞ্জিন তৈরির কারখানা কোথায় আছে ?

উত্তরঃ চিত্তরঞ্জন।

২.২ ধোঁয়াতে কোন্ বিষাক্ত গ্যাস থাকে ?

উত্তরঃ কার্বন মনোক্সাইড।

২.৩ প্যাপিরাস কী ?

উত্তরঃ এক রকম গাছের কান্ডের ভেতরের অংশ, আবার যার ওপর লেখা হয় তাকেও প্যাপিরাস বলা হয়।

২.৪ পৃথিবীর নিজস্ব ঘোরার পথকে কী বলে ?

উত্তরঃ কক্ষপথ।

২.৫ পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কী ?

উত্তরঃ কয়লা।

২.৬ কোন্ তিথিতে মরা কোটাল হয় ?

উত্তরঃ অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে মরা কোটাল হয়।

২.৭ পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা কে ?

উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

২.৮ সুনামি কী ?

উত্তরঃ সমুদ্রের তলদেশে ভূমিকম্প বা অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসকে সুনামি বলে।

২.৯ পশ্চিমবঙ্গের কোথায় কয়লাখনি আছে ?

উত্তরঃ রানিগঞ্জে।

২.১০ কয়লার ধোঁয়ায় কী গ্যাস উৎপন্ন হয় ?

উত্তরঃ কয়লার ধোঁয়ায় কার্বন-ডাই-অক্সাইড গ্যাস উৎপন্ন হয়।

২.১১ পানসি কী ?

উত্তরঃ ডিঙ্গি নৌকার মতো তবে আরো লম্বাটে, হালকা এবং পাল খাটানো জলযান।

২.১২ একটি অপ্রচলিত শক্তির উৎসের নাম লেখো।

উত্তরঃ বায়ুশক্তি।

২.১৩ গৌণ জোয়ারের কত সময় পর মুখ্য জোয়ার হয় ?

উত্তরঃ ১২ ঘন্টা ২৬ মিনিট পরে মুখ্য জোয়ার হয়।

২.১৪ আমাদের দেশে কবে প্রথম যাত্রীবাহী ট্রেন চলে ?

উত্তরঃ ১৮৫৩ সালে।

২.১৫ চাঁদের পৃথিবীকে একবার ঘুরতে কত সময় লাগে ?

উত্তরঃ ২৯ দিন ১২ ঘণ্টা।

৩। শূন্যস্থান পূরণ করো : ১ x ১০ = ১০

(ছ) সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম ____________।

উত্তরঃ প্রক্সিমা সেনটাউরি।

(ঞ) মেয়েদের বিয়ের বয়স __________ বছর।

উত্তরঃ ১৮

(গ) মুখ্য জোয়ারের মূল কারণ ________ আকর্ষণ।

উত্তরঃ চাঁদের।

(চ) টেলিস্কোপ তৈরি করেছিলেন _____________।

উত্তরঃ গ্যালিলিও গ্যালিলি।

(ঘ) কয়লা, পেট্রোলিয়াম দুটিকেই বলে ____________।

উত্তরঃ প্রচলিত শক্তি।

(ক) কয়লার উপাদানটি হল _________।

উত্তরঃ কার্বন।

(ঝ) ঘি-এর শিশির গায়ে থাকে ________ ছাপ।

উত্তরঃ আগ মার্কা।

(ঙ) ___________ আমাদের সব শক্তির উৎস।

উত্তরঃ সূর্য।

(খ) _________ পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপন্ন হয়।

উত্তরঃ কয়লা।

(জ) চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় _________ লক্ষ কিলোমিটার দূরে।

উত্তরঃ চার।

৪। যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও : ২ x ৫ = ১০

(ক) সামাজিক বনসৃজন কেন প্রয়োজন ?

উত্তরঃ বন ধ্বংসের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। সামাজিক বনসৃজন অক্সিজেন, কাঠ, ছায়া ও প্রাণীর বাসস্থান যোগায়, তাই এর গুরুত্ব অপরিসীম।

(খ) কয়লাখনির মধ্যে আলো কম হয় কেন ?

উত্তরঃ কয়লার রঙ কালো হওয়ায় আলো শোষিত হয়। খনির ভেতরে দেয়াল, মেঝে ও ছাদে কয়লা থাকায় আলো প্রতিফলিত হতে পারে না, ফলে বৈদ্যুতিক আলোও ম্লান হয়ে যায়।

(গ) আবহাওয়ার পূর্বাভাস বলতে কী বোঝো ?

উত্তরঃ কোনো স্থানের আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন অবস্থা যেমন- ঝড়বৃষ্টি, বায়ুচাপ, বায়ুর আর্দ্রতা, বায়ুর উষ্ণতা, বায়ুর গতিবেগ প্রভৃতি সম্পর্কে আগাম তথ্য সরবরাহকে আবহাওয়ার পূর্বাভাস বলে।

(ঘ) ধূমকেতু কী ?

উত্তরঃ ধূমকেতু হলো ধুলো, বরফ এবং গ্যাসের তৈরি একটি মহাজাগতিক বস্তু যা সূর্যের চারপাশে ঘোরে। দেখতে অনেকটা ঝাঁটার মত।

(ঙ) জেব্রা ক্রসিং কী ?

উত্তরঃ ট্রাফিক সিগন্যালের সামনে থাকা রাস্তায় সাদা কালো রঙ করা অংশটি হল জেব্রা ক্রসিং। সিগন্যালে সবুজ রঙে মানুষের ছবি জ্বলে উঠলে এই জেব্রা ক্রসিং দিয়ে হেঁটে রাস্তা পারাপার করতে হয়।

(চ) চারটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো।

উত্তরঃ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে রয়েছে- আয়লা, সুনামি,ভূমিকম্প, হড়পা বান। এছাড়া বন্যা, ঘূর্ণিঝড়, অগ্ন্যুৎপাত, খরা ও ভূমিধসও প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত হয়।

৫। যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫x১=৫

(ক) কয়লা কীভাবে সৃষ্টি হয় ? এর থেকে কী কী উপজাত দ্রব্য পাওয়া যায় ? ৩+২

উত্তরঃ লক্ষ লক্ষ বছর আগে জলাভূমিতে জন্মানো বড় বড় গাছপালা ও উদ্ভিদের অবশেষ মাটির নিচে চাপা পড়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে তাপ ও চাপে এগুলি পচে ও পরিবর্তিত হয়ে জৈব পদার্থ থেকে কয়লা সৃষ্টি হয়। তাই কয়লাকে জীবাশ্ম জ্বালানি বলা হয়।

কয়লা থেকে কোক, আলকাতরা, অ্যামোনিয়া, বেনজিন ইত্যাদি গুরুত্বপূর্ণ উপজাত দ্রব্য পাওয়া যায়।

(খ) সূর্যগ্রহণের একটি চিত্র আঁকো। জল চক্র কাকে বলে ? ৩+২

উত্তরঃ ছবি আঁকতে হবে।
সূর্যের তাপে সমুদ্র, নদী, হ্রদ ইত্যাদির জল বাষ্পে পরিণত হয়ে আকাশে উঠে মেঘ তৈরি করে। পরে সেই জলবিন্দু বৃষ্টি, তুষার বা শিলাবৃষ্টি আকারে আবার পৃথিবীতে ফিরে আসে। এভাবে জল বাষ্পীভবন, মেঘে ঘনীভবন ও বৃষ্টির মাধ্যমে পুনরায় পৃথিবীতে ফিরে আসার প্রক্রিয়াকেই জল চক্র বলে।

📌পঞ্চম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌পঞ্চম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌পঞ্চম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:5 mins read