Class 6 Poribesh O Biggan 3rd Unit Test Question Paper Set-4 wbbse | ষষ্ঠ শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪

THIRD SUMMATIVE EVALUATION
CLASS 6 (VI) WBBSE‌
PORIBESH O BIGYAN QUESTION

Class 6 Poribesh O Biggan 3rd Unit Test Question Paper Set-4 wbbse | ষষ্ঠ শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪

📌ষষ্ঠ শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

বিঃ দ্রঃ নিম্নে প্রদত্ত ষষ্ঠ শ্রেণির ভূগোল প্রশ্নপত্রটি বিভিন্ন বিদ্যালয় থেকে সংগ্রহ করা প্রশ্নপত্র। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রদত্ত সিলেবাস ও নম্বর বিভাজন অনুযায়ী প্রশ্ন নাও মিলতে পারে।

Set-4

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
ষষ্ঠ শ্রেণি
বিষয় : পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান : ৭০              সময় : ২.৩০ মিনিট

A. সঠিক উত্তরটি বেছে লেখো (যে কোনো ১৫টি) : ১x১৫=১৫

(1) মানুষের হৃৎপিন্ডের মোট প্রকোষ্ঠের সংখ্যা – (১ টি / ২ টি / ৩ টি / ৪টি)।

উত্তরঃ ৪টি

(2) মানুষের ফুসফুসের বায়ুথলির সংখ্যা –
(দশ লক্ষ / দশ কোটি / এক লক্ষ / এক কোটি)।

উত্তরঃ দশ কোটি

(3) হিঞ্জসন্ধি দেখা যায় – (কাঁধে / কোমরে / কনুইতে / করোটিতে)।

উত্তরঃ কনুইতে

(4) ঠোঁটের কোণে ও জিভে ঘা দেখা যায় যার অভাবে – (ভিটামিন B / ক্যালশিয়াম / প্রোটিন / ভিটামিন-C)।

উত্তরঃ ভিটামিন B

(5) এদের কোনটি সরল যন্ত্র নয় – (ছুরি / সূঁচ / ইলেকট্রিক কাটিং যন্ত্র / মানুষের হাত)।

উত্তরঃ ছুরি / সূঁচ

6) নৌকার দাঁড় একটি ________ শ্রেণির লিভার- (প্রথম / দ্বিতীয় / তৃতীয়)।

উত্তরঃ প্রথম

(7) কপিকলের কেন্দ্রে থাকা লম্বা দন্ডটি – (নততল / চক্র / অ্যাক্সেল)।

উত্তরঃ অ্যাক্সেল

(8) প্যানথেরা টাইগ্রিস বলতে বিজ্ঞানীরা বোঝেন – (বিড়াল / কুকুর / বাঘ / সিংহ)।

উত্তরঃ বাঘ

(9) মাকড়সা কোন্ পর্বভুক্ত প্রাণী – (মোলাস্কা / অ্যানিলিডা / আর্থ্রোপোডা / পরিফেরা)।

উত্তরঃ আর্থ্রোপোডা

(10) বাচ্চাকে দুধ খাইয়ে বড়ো করে – (কাক / তারামাছ / কচ্ছপ / বাদুড়)।

উত্তরঃ বাদুড়

(11) ‘ঢেঁকিশাক’ এক ধরণের – (শৈবাল / মস / ফার্ন / ছত্রাক)।

উত্তরঃ ফার্ন।

(12) টাইফয়েড ও কলেরা রোগের জন্য দায়ী – (ভাইরাস / ব্যাকটেরিয়া / ছত্রাক / প্রোটোজোয়া)।

উত্তরঃ ব্যাকটেরিয়া।

(13) ‘Origin of Species’ পুস্তকটি কার লেখা ? (নিকো টিনবারজেন / ল্যামার্ক / চার্লস ডারইন / রবার্ট হুক)।

উত্তরঃ চার্লস ডারইন

(14) হাতি পরিবারের প্রধান হল – (মা ও বাবা / দাদু ও দিদিমা / মা ও দিদিমা)।

উত্তরঃ মা ও দিদিমা

(15) ছত্রাক চাষ করে –(চাষি পিঁপড়ে / কালো পিঁপড়ে / মৌমাছি / লালপিঁপড়ে)।

উত্তরঃ চাষি পিঁপড়ে

(16) বুদ্ধির দিক থেকে বর্তমানে মানুষের পরেই কারা – (শিম্পাঞ্জি / বানর / হনুমান)।

উত্তরঃ শিম্পাঞ্জি

(17) তিমির সাঁতার কাটার অঙ্গ হল – (পাখনা / হাত / ব্লাবার / ফ্লিপার)।

উত্তরঃ ফ্লিপার

(18) বায়োডিগ্রেডেবল প্রকৃতির আবর্জনা হল – (ধাতু / প্লাস্টিক / সবজি)।

উত্তরঃ সবজি

B. এককথায় উত্তর দাওঃ (যে কোনো ১৫ টি) : ১x১৫=১৫

(1) মানবদেহের রক্ত সংবহনতন্ত্রের প্রধান উপাদান কোনটি ?

উত্তরঃ মানবদেহের রক্ত সংবহনতন্ত্রের প্রধান উপাদান — হৃদপিণ্ড

(2) আমাদের নিশ্বাসে কোন্ গ্যাস বেশি পরিমাণে থাকে ?

উত্তরঃ আমাদের নিশ্বাসে বেশি পরিমাণে থাকে — অক্সিজেন গ্যাস

(3) একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কয়টি হাড় থাকে ?

উত্তরঃ পূর্ণবয়স্ক মানুষের শরীরে হাড়ের সংখ্যা — ২০৬টি

(4) কোন্ সরল যন্ত্র ব্যবহার করে কুয়ো থেকে জল তোলা সুবিধাজনক ?

উত্তরঃ কুয়ো থেকে জল তোলা সুবিধাজনক — পুলি (কপিকল)

(5) একটি শাখাবিহীন বৃক্ষ-জাতীয় উদ্ভিদের নাম লেখো।

উত্তরঃ শাখাবিহীন বৃক্ষ-জাতীয় উদ্ভিদের উদাহরণ — নারকেল গাছ

(6) একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো।

উত্তরঃ উপকারী ব্যাকটেরিয়ার উদাহরণ — ল্যাক্টোব্যাসিলাস

(7) প্রাণী বিদ্যার জনক কে ?

উত্তরঃ প্রাণীবিদ্যার জনক — অ্যারিস্টটল

(8) মানুষের বিজ্ঞানসম্মত নাম কী ?

উত্তরঃ মানুষের বিজ্ঞানসম্মত নাম — Homo sapiens

(9) রক্তের চাপ মাপার যন্ত্রের নাম কী ?

উত্তরঃ রক্তচাপ মাপার যন্ত্র — স্ফিগমোম্যানোমিটার

(10) কোন্ শিরা বিশুদ্ধ রক্ত পরিবহণ করে ?

উত্তরঃ যে শিরা বিশুদ্ধ রক্ত পরিবহন করে — ফুসফুসীয় শিরা (Pulmonary vein)

(11) একটি উপকারী সামাজিক পতঙ্গের নাম লেখো।

উত্তরঃ উপকারী সামাজিক পতঙ্গ — মৌমাছি / পিঁপড়ে

(12) হাতির দাঁত কত লম্বা হয় ?

উত্তরঃ হাতির দাঁতের দৈর্ঘ্য — প্রায় ২–৩ মিটার পর্যন্ত হতে পারে

(13) ইডিশ মশা কোথায় ডিম পাড়ে ?

উত্তরঃ এডিস মশা ডিম পাড়ে — স্থির জমা জলে

(14) পৃথিবীর সর্ববৃহৎ প্রানীটির নাম কী ?

উত্তরঃ পৃথিবীর সর্ববৃহৎ প্রাণী — নীল তিমি (Blue whale)

(15) কোন্ মাছের মুখের থলির মধ্যে শিশুরা জন্মায় ?

উত্তরঃ মুখের থলির মধ্যে শাবক জন্মায় — শোল মাছ (Mouth-brooding fish)

(16) মাটিতে মেশেনা এমন একটি বর্জ্যের নাম লেখো।

উত্তরঃ মাটিতে মেশে না এমন বর্জ্য — প্লাস্টিক

(17) শাবল ও ড্রিল যন্ত্রের মধ্যে কোনটি সরল যন্ত্র ?

উত্তরঃ শাবল ও ড্রিলের মধ্যে সরল যন্ত্র — শাবল (লিভার)

C. বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও : ১×১০=১০

বাম স্তম্ভ ডান স্তম্ভ
(a) অ্যানোফিলিস (i) ক্যালশিয়াম ও প্রোটিনের অভাবে।
(b) উইপোকার খাবার (ii) জটিলযন্ত্র।
(c) পিঠের মাঝ বরাবর শক্ত হাড় (iii) সেলুলোজ জাতীয় খাবার।
(d) রক্ততঞ্চন ঘটায় (iv) হৃৎপিন্ড।
(e) শ্বাস অঙ্গ (v) শিরদাড়া।
(f) বল ও সকেট সন্ধি-দেখা যায় (vi) ম্যালেরিয়া।
(g) হাড়ের আকৃতির পরিবর্তন হয় (vii) জালাকাকার শিরাবিন্যাস।
(h) পেরিকার্ডিয়াম (viii) অনুচক্রিকা।
(i) সেলাই মেশিন (ix) ফুসফুস।
(j) দ্বিবীজপত্রী উদ্ভিদ (x) কাঁধে ও কোমরে।

উত্তরঃ

বাম স্তম্ভ ডান স্তম্ভ
(a) অ্যানোফিলিস (vi) ম্যালেরিয়া
(b) উইপোকার খাবার (iii) সেলুলোজ জাতীয় খাবার
(c) পিঠের মাঝ বরাবর শক্ত হাড় (v) শিরদাড়া
(d) রক্ততঞ্চন ঘটায় (viii) অনুচক্রিকা
(e) শ্বাস অঙ্গ (ix) ফুসফুস
(f) বল ও সকেট সন্ধি-দেখা যায় (x) কাঁধে ও কোমরে
(g) হাড়ের আকৃতির পরিবর্তন হয় (i) ক্যালশিয়াম ও প্রোটিনের অভাবে
(h) পেরিকার্ডিয়াম (iv) হৃৎপিন্ড
(i) সেলাই মেশিন (ii) জটিলযন্ত্র
(j) দ্বিবীজপত্রী উদ্ভিদ (vii) জালকাকার শিরাবিন্যাস

D. যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও : ৩×৫=১৫

(1) রক্তরস বা প্লাজমা কাকে বলে ? এর কাজগুলি কী কী ? ১+২=৩

উত্তরঃ রক্তের তরল অংশকে রক্তরস বা প্লাজমা বলে। এর কাজ হলো –
(i) পুষ্টিদ্রব্য ও বর্জ্য পদার্থ পরিবহণ করা।
(ii) হরমোন ও রক্তকণিকা বহন করা।

(2) ট্যাপেটাম লুসিডাম কী ? এর কাজ কী ? ১+২=৩

উত্তরঃ চোখের রেটিনার পেছনে অবস্থিত চকচকে স্তরকে ট্যাপেটাম লুসিডাম বলে। এর কাজ হলো –
(i) আলো প্রতিফলিত করে দৃষ্টিশক্তি বাড়ানো।
(ii) অল্প আলোতেও প্রাণীকে পরিষ্কার দেখতে সাহায্য করা।

(3) বাঘিনী কীভাবে তার সন্তানদের লালন-পালন করে ? ৩

উত্তরঃ বাঘিনী একাকী বাচ্চাদের জন্ম দেয় ও দুধ খাইয়ে বড়ো করে। পরে নিজে শিকার করে এনে খেতে দেয় এবং বাচ্চাদের শিকার করতে শেখায়। বিপদ এলে বাঘিনী বাচ্চাদের রক্ষা করে।

(4) প্রথম শ্রেণির লিভার কাকে বলে ? এর দু-তিনটি উদাহরণ দাও। ১.৫+১.৫=৩

উত্তরঃ যে লিভারে আলম্ব (fulcrum) মাঝখানে থাকে তাকে প্রথম শ্রেণির লিভার বলে। উদাহরণ – কাঁচি, দোলনা, হাতুড়ি দিয়ে পেরেক তোলা।

(5) মোলাস্কা কাকে বলে ? বৈশিষ্ট্য লেখো। ১+২=৩

উত্তরঃ নরম শরীরবিশিষ্ট অমেরুদণ্ডী প্রাণীদের মোলাস্কা বলে।
বৈশিষ্ট্য –
(i) এদের শরীর নরম ও অঙ্গসংগঠন সুস্পষ্ট।
(ii) অধিকাংশের শক্ত খোলস থাকে।

(6) শিরা ও ধমনী কী ? এদের কাজ কী ? ১+২=৩

উত্তরঃ হৃদয় থেকে রক্ত বহনকারী নালীকে ধমনী এবং হৃদয়ে রক্ত আনা নালীকে শিরা বলে।
কাজ – ধমনী অক্সিজেনযুক্ত রক্ত শরীরের বিভিন্ন অংশে নিয়ে যায় এবং শিরা কার্বন-ডাই-অক্সাইডযুক্ত রক্ত হৃদয়ে ফিরিয়ে আনে।

(7) সমান্তরাল শিরাবিন্যাস কাকে বলে ? উদাহরণ দাও। ২+১=৩

উত্তরঃ পাতার শিরাগুলি যদি একে অপরের সমান্তরালভাবে থাকে তবে তাকে সমান্তরাল শিরাবিন্যাস বলে।
উদাহরণ – ধান, ঘাস, কলা।

E. হৃৎপিন্ডের ছবি এঁকে ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয় চিহ্নিত করে দেখাও। ৫

F. পার্থক্য লেখো (যে কোনো পাঁচটি) : ২x৫=১০

(1) অলিন্দ ও নিলয়।

(2) লোহিত রক্তকণিকা ও শ্বেতরক্তিকণিকা।

(3) চ্যাপ্টাকৃমি ও গোলকৃমি।

(4) মেরুদন্ডী ও অমেরুদন্ডী প্রাণী।

(5) একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদ।

(6) লাল পিঁপড়ে ও কালো পিঁপড়ে।

(7) অ্যানোফিলিস ও ইডিস মশা।

📌আরও দেখুনঃ

📌ষষ্ঠ শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌ষষ্ঠ শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌ষষ্ঠ শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:6 mins read