THIRD SUMMATIVE EVALUATION
CLASS 6 (VI) WBBSE
MATHEMATICS QUESTION PAPER
Class 6 Maths 3rd Unit Test Question Paper Set-2 wbbse | ষষ্ঠ শ্রেণি গণিত তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২
📌ষষ্ঠ শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
Set-2
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
ষষ্ঠ শ্রেণি
বিষয় : গণিত
পূর্ণমান : ৭০ সময় : ২.৩০ মিনিট
1. নীচের প্রশ্নগুলির নির্দেশমতো উত্তর দাও : 1×6=6
(i) সঠিক উত্তরটি নির্বাচন করো : 0.23 অংশ = কত শতাংশ ?
(a) 0.23% (b) 2.3% (c) 23% (d) 0.023%
উত্তরঃ (c) 23%
(ii) 10 কিগ্রা ও 15 কিগ্রা-এর অনুপাত কত ?
উত্তরঃ 2:3
(iii) সামান্য ভগ্নাংশে প্রকাশ করো: `33\frac(1){3}%` 3
উত্তরঃ `frac1(3)`
(iv) গুণ করে লেখো: 0.02 × 0.2
উত্তরঃ 0.004
(v) 301 মিলিমিটার = কত মিটার ?
উত্তরঃ 0.301 মিটার
(vi) শূন্যস্থান পূরণ করো : ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে 75°, 70° ও 35° হলে, কোণভেদে ত্রিভুজটি ________ ত্রিভুজ।
উত্তরঃ সূক্ষ্মকোণী
2. নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 2×7=14
(i) ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো: 256
উত্তরঃ 16
(ii) সরল করো: (+13) + (+12) + (–10)
উত্তরঃ 15
(iii) –12-এর চেয়ে ছোটো 4টি ঋণাত্মক পূর্ণসংখ্যা লেখো।
উত্তরঃ –13, –14, –15, –16
(iv) 25 ও 30-এর লসাগু নির্ণয় করো।
উত্তরঃ 150
(v) –10 টাকা লাভ, এর অর্থ কী ?
উত্তরঃ 10 টাকা ক্ষতি
(vi) +13 এর পরম মান লেখো।
উত্তরঃ 13
(vii) চাঁদার সাহায্যে 60° কোণ অঙ্কন করো।
3. যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও : 4×5=20
(i) ইয়াসমিনা খাতুন তাঁর মোট জমির 55% জমিতে পাট চাষ করেন। তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন তবে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত আছে তা হিসাব করো।
(পৃঃ নং 113)
উত্তরঃ 20 বিঘা
(ii) রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন, তারা ততদিন কাজ করে মোট 12375 টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয়, তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন ?
(পৃঃ নং 206)
উত্তরঃ 15 জন
(iii) দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147। বড়ো সংখ্যাটি ছোটো সংখ্যার 3 গুণ। সংখ্যা দুটি কী কী ?
উত্তরঃ 7, 21
(iv) তিনটি আলাদা আলাদা রাস্তার ক্রসিংয়ে তিনটি ট্রাফিক সিগন্যালের আলো যথাক্রমে প্রতি 16 সেকেন্ড, 28 সেকেন্ড ও 40 সেকেন্ড অন্তর পরিবর্তন হয়। যদি সকাল 8 টায় একসঙ্গে আলো পরিবর্তন করে তাহলে হিসাব কর, আবার কখন ওই তিনটি ট্রাফিক সিগন্যালের আলো একসঙ্গে পরিবর্তন করবে ?
(পৃঃ নং 136)
উত্তরঃ সকাল 8 টা 9 মিনিট 20 সেকেন্ডে
(v) আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4 : 3; পড়ার বই 28টি হলে গল্পের বইয়ের সংখ্যা কত এবং মোট বইয়ের সংখ্যা কত ?
(পৃঃ নং 247)
উত্তরঃ 21টি, 49টি
(vi) শুন্য ছাড়া কোন্ ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য।
উত্তরঃ 3600
(vii) চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি ব্যবহার কমাব। এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন চিনি কতগ্রাম কম ব্যবহার করব এবং প্রতিদিন কতগ্রাম চিনি ব্যবহার করব ?
(পৃঃ নং 113)
উত্তরঃ 25 গ্রাম, 600 গ্রাম
4. যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : 3×3=9
(i) সংখ্যারেখার সাহায্যে যোগ করো: (+10) + (–6)
উত্তরঃ 4
(ii) যোগফল নির্ণয় করো: (–2), (–10), (+21)
উত্তরঃ 9
(iii) সরল করো : 15 – (4) + (+9) -এর বিপরীত সংখ্যা)
উত্তরঃ 2
(iv) 24, (–32) সংখ্যা দুটির প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাবে ?
উত্তরঃ –56
(v) বিপরীত সংখ্যার সূত্রের সাহায্যে বিয়োগ করো: {( –25 –(+13)}
উত্তরঃ –38
(vi) আমার বাবার বয়স 52 বছর 8 মাস 20 দিন। আমার জ্যাঠামশাই বাবার চেয়ে 3 বছর 10 মাস 26 দিনের বড়ো। আমার জ্যাঠামশাই-এর বয়স কত ?
(পৃঃ নং 229)
উত্তরঃ 56 বছর, 7 মাস, 16 দিন
5. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 3×2=6
(i) একটি সমবাহু ত্রিভুজের ক-টি প্রতিসাম্য রেখা আছে তা চিত্র এঁকে দেখাও।
(ii) চিত্র সহযোগে টীকা লেখো : স্থূলকোণী ত্রিভুজ।
(iii) অসমরেখ বিন্দু ও সমরেখ বিন্দু কাকে বলে ? চিত্র-সহ দেখাও।
(iv) বৃত্তকলা কাকে বলে ? বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি ?
(পৃঃ নং 232)
6. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : 4×2=8
(i) একটি 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধবিশিষ্ট বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তে কেন্দ্র, ব্যাসার্ধ, জ্যা চিহ্নিত করো। (পৃঃ নং 233)
(ii) PQ একটি সরলরেখাংশ আঁকো, যার দৈর্ঘ্য 4 সেমি। এই PQ সরলরেখাংশের ওপর O বিন্দু নিলাম। স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে O বিন্দুতে PQ সরলরেখাংশের ওপর OM লম্ব অঙ্কন করো। (পৃঃ নং 260)
(iii) স্কেল ও পেনসিলের সাহায্যে 6 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ PQ অঙ্কন করো। PQ সরলরেখাংশকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করো। (পৃঃ নং 263)
7. জাহানার স্কুলে এই মাসে 22 দিন ক্লাস হয়েছে, অর্থাৎ পঠন-পাঠন হয়েছে। এই 22 দিনের প্রতিদিনের ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা সে লিখেছে। সেগুলি হল– 30, 28, 34, 29, 25, 30, 28, 26, 29, 30, 22, 25, 26, 29, 30, 31, 21, 27, 25, 13, 32, 28। উপরের কাঁচা তথ্যগুলি সাজিয়ে ট্যালিমার্ক দিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো। 3
(পৃঃ নং 146)
8. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : 4×1=4
(i) আমাদের 20 জন বন্ধুর মধ্যে কে কী ফল খেতে ভালোবাসে লিখি ও তথ্যগুলো থেকে স্তম্ভচিত্র অঙ্কন করি। (পৃঃ নং 146)
(ii) হালদার পাড়ার মোড়ে রমেনবাবুর ব্যাগের দোকান। রমেনবাবু নিজেই ব্যাগ তৈরি করেন। এ সপ্তাহে ব্যাগ বিক্রির তালিকা তৈরি করলাম। (পৃঃ নং 147)
📌আরও দেখুনঃ
📌ষষ্ঠ শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌ষষ্ঠ শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌ষষ্ঠ শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
