বাংলা ভাষায় বিজ্ঞান
—রাজশেখর বসু
বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের MCQ প্রশ্নোত্তর দশম শ্রেণি বাংলা | Bangla Bhasai Biggan Probondher MCQ Question Answer Class 10 Bengali wbbse
সাহিত্য সঞ্চয়ন
দশম শ্রেণি বাংলা (প্রথম ভাষা)
বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের MCQ প্রশ্নোত্তর দশম শ্রেণি বাংলা | Bangla Bhasai Biggan Probondher MCQ Question Answer Class 10 Bengali wbbse
📌দশম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের MCQ প্রশ্নোত্তর দশম শ্রেণি বাংলা | Bangla Bhasai Biggan Probondher MCQ Question Answer Class 10 Bengali wbbse
◆ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : প্রতিটি প্রশ্নের মান-১
১. যাদের জন্য বিজ্ঞান-বিষয়ক বাংলা গ্রন্থ লেখা হয় তাদের বিভক্ত করা যায়-
(ক) দুটি শ্রেণিতে (খ) তিনটি শ্রেণিতে (গ) চারটি শ্রেণিতে (ঘ) একটি শ্রেণিতে
উত্তরঃ দুটি শ্রেণিতে
২. অল্পবয়স্ক ছেলেমেয়ে এবং শ্রেণিতে পড়ে, সেটি হল- অল্পশিক্ষিত বয়স্ক লোকেরা যে-
(ক) দ্বিতীয় (খ) তৃতীয় (গ) প্রথম (ঘ) চতুর্থ
উত্তরঃ প্রথম
৩. যারা ইংরেজি জানে তারা পড়ে-
(ক) প্রথম শ্রেণিতে (খ) দ্বিতীয় শ্রেণিতে (গ) তৃতীয় শ্রেণিতে (ঘ) চতুর্থ শ্রেণিতে
উত্তরঃ দ্বিতীয় শ্রেণিতে
৪. পিতলের চেয়ে হালকা ধাতু হল-
(ক) অ্যালুমিনিয়াম (খ) পারদ (গ) স্টেইনলেস স্টিল (ঘ) সোনা
উত্তরঃ অ্যালুমিনিয়াম
৫. যেসব গাছে দু-রকম ফুল হয়, সেগুলির নাম হল-
(ক) পুঁই-পালং (খ) অশোক-পলাশ (গ) গোলাপ-গাঁদা (ঘ) লাউ-কুমড়ো
উত্তরঃ লাউ-কুমড়ো
৬. ‘এইরকম সামান্য __________ জ্ঞান থাকলেও সুশৃঙ্খল আধুনিক, তথ্য তারা কিছুই জানে না।’-
(ক) বৈজ্ঞানিক (খ) রাজনৈতিক (গ) সমাজবিদ্যার (ঘ) নাগরিক
উত্তরঃ বৈজ্ঞানিক
৭. ‘প্রথম শ্রেণির পাঠক____________ ভাষার প্রভাব থেকে মুক্ত।’-
(ক) হিন্দি (খ) ইংরেজি (গ) বাংলা (ঘ) সংস্কৃত
উত্তরঃ ইংরেজি
৮. ছেলেবেলায় লেখককে যে লেখকের বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল, তাঁর নাম-
(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর (খ) ব্রহ্মমোহন মল্লিক (গ) অন্নদাশংকর রায় (ঘ) বিজন ভট্টাচার্য
উত্তরঃ ব্রহ্মমোহন মল্লিক
৯. সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, তাতে অনেকে মুশকিলে পড়েছেন, কারণ-
(ক) তাঁরা বাংলা জানেন না
(খ) তাঁরা ইংরেজি জানেন না
(গ) তাঁদের নতুন করে শিখতে হচ্ছে
(ঘ) তাঁরা বাংলা ভুলে গেছেন
উত্তরঃ তাঁদের নতুন করে শিখতে হচ্ছে
১০. ‘পাশ্চাত্য পাঠকের তুলনায় তার পক্ষে একটু বেশি চেষ্টা আবশ্যক।’-তার বলতে যার কথা বোঝানো হয়েছে-
(ক) ইংরেজি না-জানা পাঠক
(খ) বাংলা না-জানা পাঠক
(গ) ইংরেজি জানা পাঠক
(ঘ) বাংলা জানা পাঠক
উত্তরঃ ইংরেজি জানা পাঠক
১১. বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার একটি প্রধান বাধা হল-
(ক) বাংলা ভাষার প্রতি অনীহা
(খ) ইংরেজি ভাষার প্রতি আকর্ষণ
(গ) ইংরেজি পারিভাষিক শব্দের অভাব
(ঘ) বাংলা পারিভাষিক শব্দের অভাব
উত্তরঃ বাংলা পারিভাষিক শব্দের অভাব
১২. অনেক বছর আগে যে-সকল বিদ্যোৎসাহী নানা বিষয়ের পরিভাষা রচনা করেছিলেন, তাঁরা যে-সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, তা হল-
(ক) সাহিত্য আকাদেমি (খ) বঙ্গীয় সাহিত্য পরিষদ (গ) সাহিত্য সংসদ (ঘ) বঙ্গীয় সাহিত্য সংসদ
উত্তরঃ বঙ্গীয় সাহিত্য পরিষদ
১৩. বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট বিদ্যোৎসাহী লেখকদের পরিভাষা রচনার উদ্যোগের যে-ত্রুটি ছিল, তা হল-
(ক) তাঁরা একযোগে কাজ করেছিলেন
(খ) তাঁরা কাজ সম্পূর্ণ করেননি
(গ) তাঁদের কাজ ছিল নিয়মবহির্ভূত
(ঘ) তাঁরা একযোগে কাজ না-করে স্বতন্ত্রভাবে করেছিলেন
উত্তরঃ তাঁরা একযোগে কাজ না-করে স্বতন্ত্রভাবে করেছিলেন
১৪. কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল-
(ক) ১৯৩৬ খ্রিস্টাব্দে (খ) ১৯৩৫ খ্রিস্টাব্দে (গ) ১৯৪০ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৩২ খ্রিস্টাব্দে
উত্তরঃ ১৯৩৬ খ্রিস্টাব্দে
১৫. ১৯৩৬ খ্রিস্টাব্দে পরিভাষা সমিতি নিয়োগ করেছিল-
(ক) বঙ্গীয় সাহিত্য পরিষদ (খ) সাহিত্য আকাদেমি (গ) কলিকাতা বিশ্ববিদ্যালয় (ঘ) বর্ধমান বিশ্ববিদ্যালয়
উত্তরঃ কলিকাতা বিশ্ববিদ্যালয়
১৬. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সংকলন-
(ক) যথেষ্ট বড়ো (খ) অত্যন্ত ছোটো (গ) মাঝারি মানের (ঘ) খুব বড়ো নয়
উত্তরঃ খুব বড়ো নয়
১৭. ‘বিশ্ববিদ্যালয়-নিযুক্ত সমিতি বিস্তর ___________ শব্দ বজায় রেখেছেন।’-
(ক) বাংলা (খ) ইংরেজি (গ) পারিভাষিক (ঘ) সংস্কৃত
উত্তরঃ ইংরেজি
১৮. বিশ্ববিদ্যালয়-নিযুক্ত পরিভাষা সমিতি যে-বস্তুগুলির ইংরেজি নামই বাংলা বানানে চলার বিধান দিয়েছেন, সেগুলি হল-
(ক) বিভিন্ন খাদ্যবস্তু (খ) নানারকম ফুলের নাম
(গ) নবাগত রাসায়নিক (ঘ) রূপান্তরিত রাসায়নিক
উত্তরঃ নবাগত রাসায়নিক
১৯. ‘পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের __________ জ্ঞান নগণ্য।’-
(ক) অর্থনৈতিক (খ) বাস্তব (গ) সাংস্কৃতিক (ঘ) বৈজ্ঞানিক
উত্তরঃ বৈজ্ঞানিক
২০. যার সঙ্গে পরিচয় না-থাকলে কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন, তা হল-
(ক) রসায়নশাস্ত্র (খ) জীববিদ্যা
(গ) প্রাথমিক বিজ্ঞান (ঘ) ভৌতবিজ্ঞান
উত্তরঃ প্রাথমিক বিজ্ঞান
২১. ইউরোপ-আমেরিকায় যা লেখা সুসাধ্য, তা হল-
(ক) হোমসায়েন্স (খ) পলিটিকাল সায়েন্স (গ) এভরিডে সায়েন্স (ঘ) পপুলার সায়েন্স
উত্তরঃ পপুলার সায়েন্স
২২. যেসকল মহাদেশে পপুলার সায়েন্স লেখা সুসাধ্য, সেগুলি হল-
(ক) এশিয়া-রাশিয়া (খ) অস্ট্রেলিয়া-ইউরোপ (গ) ইউরোপ-আমেরিকা (ঘ) অ্যান্টার্কটিকা-আফ্রিকা
উত্তরঃ ইউরোপ-আমেরিকা
২৩. কালক্রমে এদেশে বৈজ্ঞানিক সাহিত্যরচনা সুসাধ্য হবে, যদি-
(ক) বাংলায় বিজ্ঞান লেখা হয় (খ) ভাষা শিক্ষার বিস্তার হয় (গ) প্রামাণিক বাংলা শব্দ রচিত হয় (ঘ) বিজ্ঞানশিক্ষার বিস্তার হয়
উত্তরঃ বিজ্ঞানশিক্ষার বিস্তার হয়
২৪. ‘Sensitized Paper’ -এর অনুবাদ কী লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন-
(ক) স্পর্শকাতর কাগজ (খ) সুবেদী কাগজ (গ) সুগ্রাহী কাগজ (ঘ) ব্যথাপ্রবণ কাগজ
উত্তরঃ সুগ্রাহী কাগজ
২৫. The atomic engine has not even reached the blue print stage,’-এর বাংলা অনুবাদ হওয়া উচিত-
(ক) পরমাণু ইঞ্জিন নীলচিত্রের অবস্থাতেও পৌঁছোয়নি
(খ) পরমাণু ইঞ্জিন নীল মঞ্চে পৌঁছোয়নি
(গ) পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনও প্রস্তুত হয়নি
(ঘ) নীলচিত্র এখনও পরমাণু ইঞ্জিনের জন্ম দেয়নি
উত্তরঃ পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনও প্রস্তুত হয়নি
২৬. ‘অনেকে মনে করেন______শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়।’ (শূন্যস্থান)
(ক) ইংরেজি (খ) পারিভাষিক (গ) নতুন (ঘ) বৈজ্ঞানিক
উত্তরঃ পারিভাষিক
২৭. পরিভাষার উদ্দেশ্য হল-
(ক) ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা
(খ) কোনো বিষয়কে বর্ণনা করা
(গ) অল্প পরিচিত শব্দের ব্যবহার করা
(ঘ) শব্দের অর্থের ব্যাখ্যা দেওয়া
উত্তরঃ ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা
২৮. বারবার কোনো বিষয়ের বর্ণনা দিতে হলে-
(ক) ভাষা সরল হয় না (খ) অনর্থক কথা বেড়ে যায় (গ) বৈজ্ঞানিক যুক্তি খণ্ডিত হয় (ঘ) অর্থ সুনির্দিষ্ট হয়
উত্তরঃ অনর্থক কথা বেড়ে যায়
২৯. পারিভাষিক শব্দের প্রথমবার প্রয়োগের সময় তার যা দেওয়া আবশ্যক, তা হল-
(ক) উৎস (খ) ব্যাখ্যা (গ) অর্থ (ঘ) মূল শব্দ
উত্তরঃ ব্যাখ্যা
৩০. আলংকারিকগণ শব্দের-
(ক) একরকম গুণের কথা বলেছেন
(খ) দু-রকম গুণের কথা বলেছেন
(গ) তিনরকম গুণের কথা বলেছেন
(ঘ) চাররকম গুণের কথা বলেছেন
উত্তরঃ তিনরকম গুণের কথা বলেছেন
৩১. ‘অভিধা’ যে-অর্থ প্রকাশ করে, তা হল-
(ক) বিস্তৃত (খ) সংক্ষিপ্ত (গ) বিকৃত (ঘ) আভিধানিক
উত্তরঃ আভিধানিক
৩২. ‘লক্ষণা’ যে-অর্থ প্রকাশ করে, তা হল-
(ক) বোধমূলক (খ) বিস্তৃত (গ) সংক্ষিপ্ত (ঘ) আভিধানিক
উত্তরঃ বোধমূলক
৩৩. ‘ব্যঞ্জনা’ যে-অর্থ প্রকাশ করে, তা হল-
(ক) বোধমূলক (খ) নিগূঢ় অর্থ (গ) আভিধানিক (ঘ) বিস্তৃত
উত্তরঃ নিগূঢ় অর্থ
৩৪. ‘অরণ্যে রোদন’-এর ব্যঞ্জনার্থ হল-
(ক) বনে কান্না (খ) বনের কান্না (গ) নিষ্ফল ক্রোধ (ঘ) নিষ্ফল খেদ
উত্তরঃ নিষ্ফল খেদ
৩৫. উৎপ্রেক্ষা অলংকার বলতে বোঝায়-
(ক) উপমানকে উপমেয়রূপে ভুল করা
(খ) উপমেয়কে উপমানরূপে ভুল করা
(গ) উপমান ও উপমেয়ের অভেদ কল্পনা
(ঘ) উপমান ও উপমেয়ের অনুপস্থিতি
উত্তরঃ উপমেয়কে উপমানরূপে ভুল করা
৩৬. অতিশয়োক্তি হল-
(ক) একপ্রকার অলংকার (খ) একপ্রকার ছন্দ (গ) ভাষা শিক্ষার উপাদান (ঘ) ব্যাকরণগত বিষয়
উত্তরঃ একপ্রকার অলংকার
৩৭. অতিশয়োক্তি অলংকার বলতে বোঝায়-
(ক) উপমান ও উপমেয়ের অভেদ কল্পনা
(খ) উপমেয়ের উল্লেখ না-করে উপমানকে উপমেয়রূপে নির্দেশ করা
(গ) উপমানের উল্লেখ না-করে উপমেয়কে উপমানরূপে নির্দেশ করা
(ঘ) উপমান ও উপমেয়ের ব্যঞ্জনা
উত্তরঃ উপমান ও উপমেয়ের ব্যঞ্জনা
৩৮. একই ধর্মবিশিষ্ট ভিন্ন-জাতীয় বস্তুদ্বয়ের মধ্যে সাদৃশ্য বর্ণনাকে বলে-
(ক) উৎপ্রেক্ষা (খ) রূপক (গ) অতিশয়োক্তি (ঘ) উপমা
উত্তরঃ উপমা
৩৯. রূপক বলতে বোঝায়-
(ক) উপমান ও উপমেয়ের অভেদ কল্পনা
(খ) একই ধর্মবিশিষ্ট ভিন্ন-জাতীয় বস্তুদ্বয়ের মধ্যে সাদৃশ্য
(গ) উপমানকে উপমেয়রূপে ভুল করা
(ঘ) উপমান ও উপমেয়ের ব্যঞ্জনা
উত্তরঃ উপমান ও উপমেয়ের অভেদ কল্পনা
৪০. অলংকারের সার্থক প্রয়োগ হয়-
(ক) বৈজ্ঞানিক সাহিত্যে (খ) সাধারণ সাহিত্যে (গ) আঞ্চলিক সাহিত্যে (ঘ) কথাসাহিত্যে
উত্তরঃ সাধারণ সাহিত্যে
৪১. ‘হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড’- এটি যাঁর উক্তি, তাঁর নাম হল-
(ক) ভবভূতি (খ) চাণক্য (গ) শেকসপিয়র (ঘ) কালিদাস
উত্তরঃ কালিদাস
৪২. ‘হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড’- কালিদাসের এই উক্তি কীসের উপযুক্ত?
(ক) ভূগোলের (খ) কাব্যের (গ) বিজ্ঞানের (ঘ) ইতিহাসের
উত্তরঃ কাব্যের
৪৩. ‘হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড’ – কালিদাসের এই উক্তি কাব্যেরই উপযুক্ত। কারণ-
(ক) কাব্যের ভাষা অত্যন্ত জটিল
(খ) বৈজ্ঞানিক প্রসঙ্গে এটি প্রযুক্ত
(গ) বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা সরল ও স্পষ্ট হওয়া প্রয়োজন
(ঘ) কাব্যের ভাষা সরল ও স্পষ্ট হওয়া উচিত
উত্তরঃ বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা সরল ও স্পষ্ট হওয়া প্রয়োজন
৪৪. ‘অল্পবিদ্যা ভয়ংকরী’- এটি ভাষার কোন্ বিষয় ?
(ক) সমাস (খ) অলংকার (গ) ছন্দ (ঘ) প্রবাদ
উত্তরঃ প্রবাদ
৪৫. অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া উচিত। কারণ-
(ক) তাঁদের জ্ঞান অতিসীমিত
(খ) তাঁরা বৈজ্ঞানিক রচনায় সড়গড় নন
(গ) তাঁদের লেখার অভিজ্ঞতা নেই
(ঘ) রচনাটি নির্ভুল কিনা তা যাচাই করা দরকার
উত্তরঃ রচনাটি নির্ভুল কিনা তা যাচাই করা দরকার
৪৬. আমাদের দেশে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে, যখন এদেশে-
(ক) বাংলায় প্রচুর পারিভাষিক শব্দ তৈরি হবে
(খ) বিজ্ঞানশিক্ষার বিস্তার ঘটবে
(গ) মাতৃভাষার প্রতি মানুষের প্রীতির মনোভাব গড়ে উঠবে
(ঘ) লেখকেরা অনুবাদের আড়ষ্টতা কাটিয়ে উঠতে পারবেন
উত্তরঃ বিজ্ঞানশিক্ষার বিস্তার ঘটবে
৪৭. যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয়, তাদের প্রথম শ্রেণিটি-
(ক) ইংরেজি ভাষায় দক্ষ
(খ) বাংলা ভাষায় দক্ষ
(গ) ইংরেজি জানে না বা অতি অল্প জানে
(ঘ) ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্লাধিক বিজ্ঞান পড়েছে
উত্তরঃ ইংরেজি জানে না বা অতি অল্প জানে
📌 আরো দেখুনঃ
📌দশম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌 মাধ্যমিক সমস্ত বিষয় প্রশ্নপত্র Click Here
📌 মাধ্যমিক সমস্ত বিষয় মক্ টেস্ট Click Here