Class 6 Bengali 3rd Unit Test Question Paper Set-2 wbbse | ষষ্ঠ শ্রেণি বাংলা তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২

ANNUAL EXAMINATION WBBSE
CLASS 6 (VI)
BENGALI QUESTION PAPER

Class 6 Bengali 3rd Unit Test Question Paper Set-2 wbbse | ষষ্ঠ শ্রেণি বাংলা তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২

📌ষষ্ঠ শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌ষষ্ঠ শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

Set-2

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
ষষ্ঠ শ্রেণি
বিষয় : বাংলা
পূর্ণমান : ৭০                      সময় : ২.৩০ মিনিট

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১×৮=৮

(ক) এক যে ছিল ছোট্ট (লাল / হলুদ / নীল) বাঘ।

(খ) ‘এক যে ছিল কিশোর।’- কিশোরটি (লেখক / বিজ্ঞানী / খেলোয়াড়)।

(গ) পিঁপড়ে গায়ে মাখে (ফুলের / ধুলোর / স্বর্ণ) রেণু।

(ঘ) সন্ধ্যায় সেথা জ্বলে না (আগুন / প্রদীপ / বাতি)।

(ঙ) আগে বছর আরম্ভ হতো (বৈশাখে অগ্রহায়ণে / ফাল্গুনে)।

(চ) বাঘছানা খিদে পেয়ে প্রথমে (মাছ / পাখি / কাঁকড়া) ধরতে গিয়েছিল।

(ছ) যতীন দাশ অনশন করেন (৫৩ / ৬৩ / ৭৩) দিন।

(জ) সি সি এইচ দলের ক্যাপ্টেন ছিলেন (মোনাদা / ননীদা / বিশুদা)।

২। একটি বাক্যে উত্তর দাও : ১×৮=৮

(ক) মাটির দেয়াল চিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয় ?

(খ) যতীন দাশ অনশন করে মৃত্যুবরণ করেন কোন জেলে ?

(গ) ‘বসুধারা ব্রত’ কোন ঋতুতে হয় ?

(ঘ) ধানের সবচেয়ে বড়ো বন্ধু কে ?

(ঙ) ‘হাট’ কবিতায় কার ডাকে ‘রাত্রী’ নেমে আসে ?

(চ) ‘যুদ্ধ করিল প্রতাপাদিত্য’- প্রতাপাদিত্য কে ছিলেন ?

(ছ) মন-ভালো-করা রোদ্দুরকে কবি কীসের সঙ্গে তুলনা করেছেন ?

(জ) পাইন গাছ কী স্বপ্ন দেখে ?

৩। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: ৫x২=১০

(ক) ‘কেন গো মা তোর মলিন বেশ’- ‘মা’ বলতে কবি কাকে বুঝিয়েছেন ? তাকে ‘মা’ বলা হয়েছে কেন ? ‘মা’-এর বেশ মলিন ও কেশ রুক্ষ কেন ? ১+২+২

(খ) ‘উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা’- কবি এখানে কোন ‘খেলা’র কথা বলেছেন ? ‘চিরকাল’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন ? ৩+২

(গ) ‘বৃদ্ধ এখন, সুধায় লোকে’– কে এখন বৃদ্ধ ? লোকে তাঁকে কী জিজ্ঞেস করে ? তাদের প্রশ্নের উত্তরে তিনি কী বলেন ? ১+১+৩

৪। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫x২=১০

(ক) যতীন দাশের ছদ্মনাম দুটি কী ছিল ? জেলে তাঁর পাশে শ্লেট পেনসিল রাখা হয়েছিল কেন ? ২+৩

(খ) পাতা কী বলে পিঁপড়েকে প্রবোধ দিতে চেয়েছিল ? ‘কাজে আসে না কোনোটাই’ -এখানে তার কোনো কাজে না আসার কথা বলা হয়েছে কেন ? ২+৩

(গ) ‘সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পুবদিকে।’- কোন দিনের কথা বলা হয়েছে ? গাছটি হেলে পড়ার কারণ কী ? ২+৩

৫। এক কথায় উত্তর দাও। (যে কোনো পাঁচটি) : ১×৫=৫

(ক) হিজি বিজ বিজের সকাল ও বিকালে কী কী নাম হয় ?

উত্তরঃ হিজি বিজ বিজের সকালে নাম হয় ‘আলু নারকোল’ আবার আরেকটু বিকেল হলেই তার নাম হয়ে যায় ‘রামতাড়ু’।

(খ) আশি বছর হলেও মানুষ বুড়ো হয় না কেন ?

উত্তরঃ কারণ ৪০ বছর হলেই বয়স ঘুরিয়ে দেওয়া হয়, তখন আর ৪১, ৪২ হয় না ৩৯, ৩৮, ৩৭ করে বয়স নামতে থাকে।

(গ) কাক্কেশ্বর কুচকুচে কোথায় থাকত ?

উত্তরঃ কাক্কেশ্বর কুচকুচে কাগেয়াপটিতে থাকত।

(ঘ) ‘সেটা খুব নরম সুরে গাইতে হয়।’– কোন গানটা ?

উত্তরঃ ‘নাইনিতালের নতুন আলু’।

(ঙ) কোথায় রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল ?

উত্তরঃ গাছ তলায়, একটি বাচ্চা ছেলের ঘাম মুছতে গিয়ে।

(চ) মানহানির মোকদমায় বিচারক কে ছিলেন ?

উত্তরঃ প্যাঁচা।

(ছ) ছাগলের বিকট কান্না শুনে কে ঘুম থেকে উঠে পড়েছিল ?

উত্তরঃ হিজি বিজ বিজ।

৬। নীচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলির উত্তর দাও : ১×৫=৫

পূজাবকাশের পর বিদ্যালয় খুলেছে। ১৪ নভেম্বর ১৯১৩ সন্ধ্যায় খবর এল রবীন্দ্রনাথ সাহিত্যের জন্য নোবেল প্রাইজ পেয়েছেন। কয়েক বৎসর পূর্বে সুইডেনের বিখ্যাত শিল্পপতি আলফ্রেড নোবেল কয়েক কোটি টাকা সুইডিশ অ্যাকাডেমির হাতে দিয়ে বলেছিলেন, ওই টাকার সুদ থেকে সাহিত্য, বিজ্ঞান প্রভৃতি পাঁচটি বিষয়ে পাঁচটি পুরস্কার যেন যোগ্য ব্যক্তিদের বৎসরে বৎসরে দেওয়া হয়। ১৯০১ সাল থেকে পাঁচটি বিষয়ে জগতের শ্রেষ্ঠ পাঁচজন ব্যক্তিকে ওই পুরস্কার দেওয়া হয়ে আসছে। প্রাচ্যদেশীয়ের মধ্যে এই পুরস্কার রবীন্দ্রনাথই প্রথম লাভ করেন। এই পুরস্কারের অর্থমূল্য ছিল প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা।

(ক) কখন নোবেল পুরস্কারের খবর এসেছিল ?

(খ) এই পুরস্কারের অর্থমূল্য কত ?

(গ) কত সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয় ?

(ঘ) রবীন্দ্রনাথ কোন শাখায় অবদানের জন্য এই পুরস্কার লাভ করেছিলেন ?

(ঙ) আলফ্রেড নোবেল কে ছিলেন ?

৭। যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। ১০

(ক) নেতাজী সুভাষচন্দ্র বসু
(খ) শরৎকাল
(গ) বাঙালির প্রিয় উৎসব।

৮। নির্দেশ অনুসারে উত্তর দাও।

(ক) সন্ধি বিচ্ছেদ করো (যে কোনো তিনটি) : প্রাতরাশ, ভাস্কর, আবিষ্কার, নীরোগ। ১×৩=৩

(খ) পদ পরিবর্তন করো (যে কোনো তিনটি) : অর্থ, গ্রাম, শ্রদ্ধা, হার্দিক। ১×৩=৩

(গ) সমোচ্চারিত ভিন্নার্থক শব্দযুগলের অর্থ লেখো। (যে কোনো দুটি) : ১×২=২

দিন—                  সর্গ—               কূল—
দীন—                  স্বর্গ—               কুল—

(ঘ) নীচের শব্দগুলির আগে উপসর্গ বসিয়ে শব্দ তৈরি করো। (যে কোনো দুটি) : ১×২=২

……………….. লেবু। ……………….. বৃষ্টি।

……………….. দরবার।

(ঙ) নীচের শব্দগুলির আগে উপযুক্ত ধাতুরূপ বসাও। (যে কোনো দুটি) : ১×২=২

……………….. + অন = শয়ন।

উত্তরঃ শে

……………….. + আই = সেলাই।

উত্তরঃ

……………….. + অক = দর্শক।

উত্তরঃ √দৃশ্

……………….. + মান = চলমান।

উত্তরঃ √চল্

(চ) নির্দেশ অনুযায়ী বাক্যগুলিকে রূপান্তরিত করো। (যে কোনো দুটি) : ১×২=২

(i) জেনে শুনে এমন পাপ করা অসম্ভব। (নঞর্থক বাক্যে)

(ii) আমি ছবি আঁকতে আঁকতে গান শুনছিলাম। (যৌগিক বাক্যে)

(iii) সকলে সাদা খাতা খোলো আর একটি বৃত্ত আঁকো। (সরল বাক্য)

📌আরও দেখুনঃ

📌ষষ্ঠ শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌ষষ্ঠ শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌ষষ্ঠ শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

  • Post comments:0 Comments
  • Reading time:5 mins read