ANNUAL EXAMINATION WBBSE
CLASS 7 (VII)
GEOGRAPHY QUESTION PAPER
Class 7 Geography 3rd Unit Test Question Paper Set-4 wbbse | সপ্তম শ্রেণি ভূগোল তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪
📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
Set-4
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
সপ্তম শ্রেণি
বিষয় : ভূগোল
পূর্ণমান : ৭০ সময় : ২.৩০ মিনিট
১। সঠিক উত্তর নির্বাচন করো : 1×10=10
(ক) পোল্ডারভূমির সবচেয়ে বড়ো প্রকল্প হল (জি ল্যান্ড / জুইডার জি / জুইড প্লাস)।
(খ) 90° উত্তর অক্ষাংশটি হল (সুমেরু বিন্দু / কুমেরু বিন্দু / নিরক্ষরেখা)।
(গ) ক্রনোমিটার ঘড়ি চলে (কলকাতার / গ্রিনিচের / এলাহাবাদের সময়) অনুসারে।
(ঘ) বায়ুর চাপের একক হল (সেমি / মিটার / মিলিবার)।
(ঙ) পৃথিবীর বৃহত্তম মালভূমি হল (পামীর / তিব্বত / ইরান) মালভূমি।
(চ) একটি আন্তর্জাতিক নদীর উদাহরণ হল- (শোন / যমুনা / সিন্ধু)।
(ছ) পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হল (নীলনদ / আমাজন / মিচিগান নদী) অববাহিকা।
(জ) মিনামাটা রোগের জন্য যে মৌলটি দায়ী– (পারদ / কার্বন / সালফার)।
(ঝ) ভূপাল দুর্ঘটনায় নির্গত গ্যাসটি হল– (আইসোসাইনাইড / ইথাইল / মিথাইল / ফিনাইল)।
(ঞ) এলবুর্জ শৃঙ্গটি অবস্থিত (ককেশাস / আল্পস / ভলডাই) পর্বতে।
২। শূন্যস্থান পূরণ করো : 1×10=10
(ক) ইউরোপের নাতিশীতোষ্ণ অঞ্চলের তৃণভূমি _____________ নামে পরিচিত।
(খ) পোল্ডার ভূমির ___________ শহর হিরে কাটা ও পালিশের জন্য বিখ্যাত।
(গ) ___________ বন্দরকে ইউরোপোর্ট বলা হয়।
(ঘ) লন্ডন অববাহিকার প্রধান বিমান বন্দর __________।
(ঙ) রূঢ় অঞ্চলে ___________ কৃষি পদ্ধতিতে চাষ হয়।
(চ) ইউরোপের বৃহত্তম হ্রদ _____________।
(ছ) রুঢ় অঞ্চলের একটি লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র হল ____________।
(জ) ভারতের ভূমি সংরক্ষণ গবেষণাগার তৈরি করা হয়েছে।
(ঝ) সারা পৃথিবীতে পরিবেশ দিবস ____________ তারিখে পালিত হয়।
(ঞ) বৃষ্টিহীন শুষ্ক পার্বত্য অঞ্চলে সুগভীর গিরিখাতকে ____________ বলে।
৩। এক কথায় উত্তর দাও : 1×10-10
(ক) সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ কত ?
(খ) কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় ?
(গ) বায়ুপ্রবাহের প্রধান কারণ কী?
(ঘ) পর্বতগ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও।
(ঙ) উৎপত্তি অনুসারে সমভূমি কয় প্রকার ও কী কী ?
(চ) বাতাসের কোন কোন গ্যাসের জন্য অ্যাসিড বৃষ্টি হয় ?
(ছ) পোল্ডার ভূমি কাকে বলে ?
(জ) টেমস নদীর উৎস কোথায় ?
(ঝ) রূঢ় অঞ্চলে কোন জাতীয় কয়লা বেশি পাওয়া যায় ?
(ঞ) কর্ক ওক কোন প্রকার অরণ্যে জন্মায় ?
৪। টীকা লেখো (যে কোনো চারটি) : 2½x4=10
ভারতীয় প্রমাণ সময়, স্তুপ পর্বত, ক্যানিয়ন, মিশ্রকৃষি, ট্রাক ফার্মিং, মহাবিষুব, সমচাপ
৫। নিম্নলিখিথ প্রশ্নগুলির উত্তর দাও। (যে কোনো পাঁচটি) : 2×5=10
(ক) পুনঃরপ্তানি বন্দর কাকে বলে ?
(খ) মিশ্র কৃষি বলতে কী বোঝো ?
(গ) পৃথিবীর অনুসুর ও অপসূর অবস্থান কাকে বলে ?
(ঘ) অধিবর্ষ কী ?
(ঙ) নিশীথ সূর্যের দেশ কাকে বলে, কেন ?
(চ) ইউট্রোফিকেশন কাকে বলে ?
(ছ) চের্নোবিল দুর্ঘটনা কী ?
৬। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো চারটি) : 5×4=20
(ক) রূঢ় শিল্পাঞ্চলের শিল্প এবং শিল্প কেন্দ্রগুলির পরিচয় দাও। হাজার হ্রদের দেশ কাকে বলা হয় ? 4+1
(খ) উষ্ণতা ও বৃষ্টিপাতের তারতম্যের ভিত্তিতে ইউরোপের স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা করো। ভূমধ্য সাগরের আলোকস্তম্ভ কাকে বলে ? 4+1
(গ) অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যের তুলনা করো। দেশান্তর রেখা কাকে বলা হয় ? 4+1
(ঘ) মৃত্তিকা দূষনের কারণগুলি আলোচনা করো। মৃত্তিকা দূষন প্রতিরোধের জন্য কী করা উচিত এবং কী করা উচিত নয় ? 2½+2½
(ঙ) বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো। আমাদের জীবনে ভূমিরূপের প্রভাবগুলি আলোচনা করো। 2½+2½
📌 আরো দেখুনঃ
📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ
📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি গণিত সমাধান Click Here