ANNUAL EXAMINATION WBBSE
CLASS 7 (VII)
GEOGRAPHY QUESTION PAPER
Class 7 Geography 3rd Unit Test Question Paper Set-3 wbbse | সপ্তম শ্রেণি ভূগোল তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩
📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
Set-3
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
সপ্তম শ্রেণি
বিষয় : ভূগোল
পূর্ণমান : ৭০ সময় : ২.৩০ মিনিট
১। সঠিক উত্তরটি নির্বাচন করো : ১×১১=১১
১.১ গ্রানাইট কী জাতীয় শিলা (পাললিক শিলা / আগ্নেয় শিলা / রূপান্তরিত শিলা)।
১.২ বিশ্ববিখ্যাত সৌধ তাজমহল (আগ্নেয় শিলা / রূপান্তরিত শিলা / পাললিক শিলা) দিয়ে তৈরী।
১.৩ কলেরা রোগটি- (জল / মাটি / বায়ুবাহিত) রোগ।
১.৪ ভারতের ভূপাল গ্যাস দুর্ঘটনা ঘটে (১৯৮৫ / ১৯৮০ / ১৯৮৪) সালে।
১.৫ ইউট্রিফিকেশন দেখা যায় (মাটিতে / জ্বলে / বাতাসে)।
১.৬ বায়ুর চাপমাপক যন্ত্র হল (ব্যারোমিটার / অল্টিমিটার / হাইগ্রোমিটার)।
১.৭ ফ্রান্সের ফোজ একটি (স্তূপ / ভঙ্গিল / ক্ষয়জাত) পর্বত।
১.৮ ইউরোপের দীর্ঘতম নদীর নাম (ভলগা / রাইন / দানিয়ুব)।
১.৯ ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ এলবুর্জের উচ্চতা হল (৬৪৫২মি: / ৫৬৪২মি: / ৪৬৫২মি:)।
১.১০ নেদারল্যান্ডের রাজধানী হল (লন্ডন / কায়রো / আমস্টারডাম)।
১.১১ মিশরের রাজধানীর নাম- (কায়রো / মালাকল / খার্তুম)।
২। শূন্যস্থান পূরণ করো : ১×১০=১০
২.১ বায়ুর চাপ মাপার একক হল ___________।
২.২ কাদা ও বালি প্রায় সমান সমান থাকে ___________ মাটিতে।
২.৩ ইউট্রোফিকেশনের ফলে জলে ___________ এর মাত্রা কমে যায়।
২.৪ ইতাই ইতাই রোগসৃষ্টিকারী প্রধান দূষক _____________।
২.৫ চেরনোবিল দুর্ঘটনা ________ সালে ঘটেছিল।
২.৬ _________ পোলান্ডের দীর্ঘতম নদী।
২.৭ রাঢ় অঞ্চলে ___________ কৃষি পদ্ধতিতে চাষ হয়।
২.৮ লন্ডন অববাহিকার ___________ অঞ্চল ক্ষুদ্র শিল্পের জন্য বিখ্যাত।
২.৯ বৃহত্তম পোল্ডার প্রকল্পের নাম হল ____________ ।
২.১০ দার্জিলিং-এর তুলনায় পুরীর বায়ুর চাপ _____________।
৩। টীকা লেখো (৩টি) : ৩×৩=৯
৩.১ অশ্বক্ষুরাকৃতি হ্রদ ৩.২ জলবিষুব ও মহাবিষুব ৩.৩ মিশ্রকৃষি ৩.৪ পোল্ডারভূমি ৩.৫ ইউট্রোফিকেশন
৪। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ২×১০=২০
৪.১ সমচাপরেখা কাকে বলে ?
৪.২ আগ্নেয় শিলার দুটি ব্যবহার লেখো।
৪.৩ পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন ?
৪.৪ ব্ল্যাকফুট রোগ কী ?
৪.৫ ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয় কেন ?
৪.৬ পুন:রপ্তানি বন্দরের সংজ্ঞা দাও।
৪.৭ ট্রাক ফ্রামিং কী ?
৪.৮ পোল্ডারভূমি কী ?
৪.৯ গ্রীন হাউস বা সবুজঘর কী ?
৪.১০ বায়ুচাপ কী সর্বত্র সমান ?
৫। নীচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৫x৪=২০
৫.১ ব্যারোমিটারের সাহায্যে আবহওয়ার পূর্বাভাস কিভাবে পাওয়া যায় ?
৫.২ মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি লেখো।
৫.৩ জলদূষণের কারণগুলি ব্যাখ্যা করো।
৫.৪ রূঢ় শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো।
৫.৫ লন্ডন অববাহিকার শিল্পোন্নতির কারণগুলি আলোচনা করো।
৫.৬ ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি ব্যাখ্যা করো।
📌 আরো দেখুনঃ
📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ
📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি গণিত সমাধান Click Here