ANNUAL EXAMINATION WBBSE
CLASS 7 (VII)
BENGALI QUESTION PAPER
Class 7 Bengali 3rd Unit Test Question Paper Set-4 wbbse | সপ্তম শ্রেণির বাংলা তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪
📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
Set-4
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
সপ্তম শ্রেণি
বিষয় : বাংলা
পূর্ণমান : ৭০ সময় : ২.২০ মিনিট
১। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ১×৮=৮
১.১ ননীবালা দেবী কার কাছ থেকে বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন ?
১.২ নরহরির মা কোথায় যেতে চেয়েছিলেন ?
১.০ ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থেমে গেছে ?
১.৪ থিয়েটারে পটলবাবুর প্রথম পার্টি কী ছিল ?
১.৫ ছদ্মবেশে কে তিব্বতে গিয়েছিলেন ?
১.৬ ঘরের ভিতরের ও বাইরের দুটি খেলার নাম লেখো।
১.৭ আত্রাই নদীতে বোটে যেতে যেতে কোন্ কবি, কী দেখেছেন ?
১.৮ কে এক্ষুণি আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন ?
২। নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো : ১x৪=৪
২.১ “জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা” গানটি প্রথম গাওয়া হয়—
(ক) ১৫ ই আগস্ট ১৯৪৭
(খ) ২৬ শে জানুয়ারি ১৯৫০
(গ) ৭ ই আগস্ট ১৯৪১
(ঘ) ২৮ শে ডিসেম্বর ১৯১১
২.২ “সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত।”— সন্ধ্যা কোথায় জনমত জড়ো করে ?
(ক) চণ্ডীমণ্ডপে (খ) কিষাণ পাড়ায়
(গ) কুমোর পাড়ায় (খ) বুড়ো বটতলায়।
২.৩ মেয়ারো শহরটি—
(ক) ভারতবর্ষে (খ) আমেরিকায়
(গ) ওয়েস্ট ইন্ডিজে (খ) শ্রীলঙ্কায় অবস্থিত।
২.৪. চন্দননগর থেকে পালিয়ে ননীবালা দেবী যান–
(ক) পেশোয়ারে (খ) কাশীতে
(গ) রিষড়াতে (খ) তমলুকে।
৩। সংক্ষিপ্ত আকারে উত্তর দাও (যে কোনো চারটি) : ৩×৪=১২
৩.১ কবিতায় ভারতভূমিকে ‘পুণ্যতীর্থ’ বলা হয়েছে কেন ?
৩.২ বিপ্লবী রামচন্দ্র মজুমদারের ‘মসার’ (পিস্তল)-এর খোঁজ নেওয়ার জন্য ননীবালা দেবী কী কৌশল অবলম্বন করেছিলেন ?
৩.৩ ‘আমার টক করে তোমার কথা মনে পড়ে গেল’— পটলবাবুর কথা কার মনে পড়ে গেল ? পটলবাবু’র কথাই বিশেষ করে তাঁর মনে পড়ে গেল কেন ?
৩.৪ আদর করবি তাতেও ভাবতে হবে নরু ? এই প্রশ্নের উত্তরে নরু মাকে কী কী বলেছিল ? ১+২
৩.৫ শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির কেমন অনুভূতি হয় ?
৩.৬ গিরীন কীভাবে খেলার মাঠে টুনুকে উৎসাহ আর সাহস জুগিয়েছিল তা সংক্ষেপে লেখো।
৪। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত আকারে উত্তর দাও (যে-কোনো তিনটি) : ৪×৩=১২
৪.১ কার উপদেশের স্মৃতি পটলবাবুর অভিনেতা সত্তাকে জাগিয়ে তুলল ? কোন্ অমূল্য উপদেশ তিনি দিয়েছিলেন পটলবাবুকে ? ১+৩
৪.২. “এই সময় মাঠে রেফারির বাঁশি বেজে উঠল”— রেফারি কে ? তাঁর সম্পর্কে ছেলেদের ধারণা কীরূপ ছিল ? খেলার মাঠে তিনি কেমন ভূমিকা পালন করলেন ? ১+১+২
৪.৩ “মার অভিষেকে এসো এসো ত্বরা”— কবি কাদের ব্যাকুল আহ্বান জানিয়েছেন ? কোন মায়ের কথা এখানে বলা হয়েছে ? সে অভিষেক কীভাবে সম্পন্ন ও সার্থক হবে ? ১+১+২
৪.৪ ‘দিন ফুরোলে’ কবিতাটির মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। ৪
৫। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত আকারে উত্তর দাও (যে-কোনো তিনটি) : ২×৩=৬
৫.১ মাকুকে কে, কীভাবে দম দিয়ে আবার চালু করল ?
৫.২ সং-এর লটারির টিকিটের আধখানা কীভাবে খুঁজে পাওয়া গেল ?
৫.৩ সোনা-টিয়ার পিসেমশাই কীসে চাকরি করতেন ?
৫.৪ মাকু কীভাবে কাঁদতে পারল ?
৬। নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও :
৬.১ রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি নির্ণয় করো : ১×৪=৪
৬.১.১ ঠাকুমা জাঁতি দিয়ে মিহি করে সুপারি কাটেন।
৬.১.২ ক্ষুদিরাম বসু দেশের জন্য আত্মবিসর্জন করেছিলেন।
৬.১.৩ দশে মিলে করি কাজ।
৬.১.৪ রামবাবু এখন বিলেতে আছেন।
৬.২ নীচের শব্দগুলির প্রকৃতি ও প্রত্যয় ভেঙে লেখো : ১×৪=৪
৬.২.১ স্মরণীয় ৬.২.২ নাবিক,
৬.২.৩ দাশরথি, ৬.২.৪ মাননীয়।
৬.৩ নীচের বাগধারাগুলির অর্থ লেখো : ১×৪=৪
৬.৩.১ শাক দিয়ে মাছ ঢাকা,
৬.৩.২ ভাঁড়ে মা ভবানী
৬.৩.৩ একাই একশো,
৬.৩.৪ ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া।
৬.৪ নীচের বাক্যাংশগুলিকে এককথায় প্রকাশ করো : ১×৪=৪
৬.৪.১ আগমনের যার কোনো তিথি নেই।
৬.৪.২ শ্বেতবর্ণের পদ্ম।
৬.৪.৩ যার দুটি হাতই সমান দক্ষতায় চলে।
৬.৪.৪ রাত্রিকালীন যুদ্ধ।
৭. নীচের যে-কোনো একটি বিষয়ে পত্র রচনা করো : ৬
৭.১ বার্ষিক পরীক্ষার পর প্রিয় বন্ধুকে গ্রামে বেড়াতে আসার আমন্ত্রণ জানিয়ে পত্র রচনা করো।
৭.২ তোমার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ জানিয়ে বন্ধুর কাছে পত্র রচনা করো।
৮. নীচের যে-কোনো একটি বিষয়ের উপর প্রবন্ধ রচনা করো : ৬
৮.১ পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা।
৮.২ তোমার প্রথম বাজার করার অভিজ্ঞতা।
📌 আরো দেখুনঃ
📌সপ্তম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ
📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
📌 সপ্তম শ্রেণি গণিত সমাধান Click Here