Class 7 Bengali 3rd Unit Test Question Paper Set-3 wbbse | সপ্তম শ্রেণির বাংলা তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩

ANNUAL EXAMINATION WBBSE
CLASS 7 (VII)
BENGALI QUESTION PAPER

Class 7 Bengali 3rd Unit Test Question Paper Set-3 wbbse | সপ্তম শ্রেণির বাংলা তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩

📌সপ্তম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

Set-2

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
সপ্তম শ্রেণি
বিষয় : বাংলা
পূর্ণমান : ৭০                       সময় : ২.২০ মিনিট

১। নীচের প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো : ১×৭=৭

১.১ সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ (হিমালয়ের গিরিগুহা / গভীর জঙ্গলে / মহাকাশে) আশ্রয় নিয়েছিলেন।

১.২ লালবর্ণের পদ্মকে (কোকনদ / ইন্দিবর / পুন্ডরীক) বলা হয়।

(গ) কবি (আত্রাই / পদ্মা / শিলাবতী) নদীর ওপর বোটে করে ভেসে চলেছেন।

১.৩ ননীবালা দেবী বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন (অমরেন্দ্র চ্যাটার্জী / যাদুগোপাল মুখার্জী / ভোলানাথ চ্যাটার্জী)- এর কাছে।

১.৪ ভেতরে-ভেতরে (গুমোট / দুর্যোগপূর্ণ / হিংস্র) আবহাওয়াকে আমি ভয় পেতাম।

১.৫ এক্ষুণি আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন (চাঁদ / সূর্য / তারা)।

১.৬ রুদ্রর বীণা (শিবের / রামের / অর্জুনের) বীণা।

১.৭ জাদুকাহিনী (রবীন্দ্রনাথ ঠাকুর / শরৎচন্দ্র চট্টোপাধ্যায় / অজিতকৃষ্ণ বসু) -এ লেখা।

২। নীচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও(৭টি) : ১×৭=৭

২.১ বর্ষার কে বিদ্রোহ করে ?

২.২ বিপ্লবী হরিদাস দত্ত কার ছদ্মবেশে পিস্তল চুরি করেন ?

২.৩ রাস্তায় ক্রিকেট খেলা গল্পটিতে কটি কিশোর চরিত্র আছে ?

২.৪ ভারততীর্থ কবিতাটি কার লেখা ? কাজী নজরুলের রচনাংশে কার দেহ সৌষ্ঠবের পরিচয় ধরা পড়েছে ?

২.৫ গণেশ কাদের মুখশ্রী ভুলে গেছে ?

২.৬ বাপ মায়েরা কী হলে ‘মুচ্ছো’ যাবেন ?

২.৭ তালের সারি কোথায় রয়েছে ?

২.৮ মসার কী ?

৩। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫×২=১০

(ক) ‘আছে সে ভাগ্যে লিখা’- কোন কবিতার অংশ ? ভাগ্যে কী লেখা আছে ? যে লিখন পাঠ করে কবি তাঁর মনে কোন শপথ গ্রহণ করলেন ? ১+২+২

(খ) সূর্য ডুবে যাওয়ায় কথকরা দুচ্ছাই বলছে কেন ? তারা কেন বলেছে তাদের নিজের নিজের মন খারাপের গর্তে ফিরতে হবে ? তারা কেনই বা এক গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছে ? ১+২+২

(গ) ‘এ মিনতি করি পদে’- কবি কার কাছে কী প্রার্থনা জানিয়েছেন ? কোন মানুষ নরকুলে ধন্য ? ১+২+২

৪। নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫×২=১০

৪.১ ‘এঁদের সকলেরই মাথায় অনেক হাজার টাকার হুলিয়া ছিল’— হুলিয়া শব্দটির অর্থ কী ? এঁদের আশ্রয়দাত্রী কে ছিলেন ? হুলিয়া থাকার জন্য এঁরা কীভাবে চলাফেরা করতেন ? ১+১+৩

৪.২ সেলো, ভার্ণের ব্যাটবল কেন ও কোথায় ফেলে দিয়েছিল ? তাদের বিবাদ কীভাবে মিটে গেল ? ২+১+২

৪.৩ ‘আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি’— বক্তা কে ? তিনি কীভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন ? তার প্রয়াস শেষ পর্যন্ত কী সফল হয়েছিল ? ১+২+২

৫। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও : ১×৫=৫

৫.১ মাকু গল্পটি কার লেখ ?

৫.২ হোটেলওয়ালা সুরুয়ার নাম কী দিয়েছিল ?

৫.৩ পরিদের রানিকে দেখে গ্রামের লোক তাদের ছেলে মেয়েদের কী বলেছিল ?

৫.৪ কী কারণে মাকুর চেহারা বদলে গেল ?

৫.৫ রিং মাস্টার কে হয়েছিল ?

৫.৬ পেয়াদার কথা শুনে মালিক কী করেছিল ?

৫.৭ পিসেমশাই কী চাকরি করতেন ?

৬। নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

৬.১ শূন্যস্থান পূরণ করো : ১×৪=৪

(ক) ____________ + কীয় = রাজকীয়।

(খ) পা + _________ = পানীয়।

(গ) মহিমা + ময়ট = ___________ ।

(ঘ) ________ + তব্য = দাতব্য।

৬.২ নিম্নরেখ পদগুলির কারক নির্ণয় করো : ১×৫=৫

(ক) সে তো আমার পদক পাওয়া।

(খ) আমি হঠাৎ এর উত্তর দিতে পারব না।

(গ) সমুদ্রে হলো হারা।

(ঘ) রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাখে

(ঙ) আমার অনুরোধে উনি অনেকবার ‘যুগান্তরের’ জন্য লেখা দিয়েছিলেন।

৬.৩ এক কথায় প্রকাশ করো : ১×৫=৫

(ক) আয় বুঝে ব্যয় করে যে
(খ) ইন্দ্রের হস্তী
(গ) উপযুক্ত বয়স হয়েছে যার
(ঘ) এক পাড়ার লোক
(ঙ) এক স্থান থেকে অন্য স্থানে গমন করে যে

৬.৪ নীচের বাগধারাগুলির অর্থ লেখো : ১×৫=৫

(ক) একাই একশো (খ) করাতের দাঁত
(গ) আক্কেল গুড়ুম (ঘ) গলগ্রহ
(ঙ) ছড়ি ঘোরানো

৭। তোমার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ জানিয়ে বন্ধুর কাছে একটি চিঠি লেখো। ৫

অথবা,

অতিরিক্ত মাইক ব্যবহারের ফলে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এর প্রতিকার চেয়ে পৌরপিতার কাছে একটি চিঠি লেখো। ৫

৮। নীচের যে কোনো একটি বিষয় নিয়ে প্রবন্ধ রচনা করো : ৭×১=৭
(ক) একটি প্রাচীন জলাশয়ের আত্মকথা
(খ) পরিবেশ রক্ষা ছাত্রছাত্রীদের ভূমিকা
(গ) দেশভ্রমণ
(ঘ) তোমার প্রথম বাজার করার অভিজ্ঞতা

📌 আরো দেখুনঃ

📌সপ্তম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ

📌 সপ্তম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here

📌 সপ্তম শ্রেণি গণিত সমাধান Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

This Post Has One Comment

  1. Manik Sarkar

    Thank you

Leave a Reply

  • Post comments:1 Comment
  • Reading time:4 mins read